নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

আমি রাব্বানী ভাইয়ের লগে- হাডি....

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২২


ভাই কি করেন?
তিনি খুব সিরিয়াসলি উত্তর দিচ্ছিলেন ,
"এই ভাই হা-হুতাশ করি"।
আমি পরে জানতে পারি
উনি অনেক দিন ধরে সরকারি চাকরির জন্য চেস্টা করছিলেন
ঢাকায় মেসে থেকে।

বিয়ের প্রস্তাবের প্রেক্ষিতে প্রশ্ন ছিলো,
ছেলে কী করে?
উত্তরঃ ছেলে বিএনপি করে।
এখন অবশ্য এই উত্তরে ছেলে শূন্য পাবে।
বলাবাহুল্য বলতে হবে,
ছেলে ছাত্রলীগ বা যুবলীগ করে।

একবার দিনাজপুর গিয়েছিলাম।
এক বন্ধুর গার্লফ্রেন্ড এক জনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল।
তো বললাম: ভাই কি করেন?
উনি উত্তর দিলেন: কোনটা বলব?
রাজনীতি কি করি সেটা নাকি অন্য কিছু করি কিনা সেটা?
আমি বললাম: আচ্ছা, চলেন চা খাই!

ভাই আপনি কী করেন?
এই প্রশ্নের উত্তর অনেকরকম হতে পারে।
কী করেন এর সবচেয়ে অবিশ্বাস্য উত্তরের মুখোমুখি হয়েছিলাম
প্রায় বছর খানেক আগে।
তখন আমি উত্তরা থাকতাম।
আমার এক পাড়াতো সম্পর্কের বন্ধু
তার এক দূর সম্পর্কের বন্ধুর সাথে আলাপ করিয়ে দিচ্ছিলো
তিনি খুব সিরিয়াসলিই তার বিচিত্র প্রফেশন সম্পর্কে জানাচ্ছিলেন।
কী করেন' এর উত্তরে তিনি বলছিলেন,
"আমি রাব্বানী ভাইয়ের লগে হাডি।"

[গোলাম রাব্বানী ঐসময় ছাত্রলীগের সেক্রেটারী ছিলেন।]

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

নার্গিস জামান বলেছেন: অন্যরকম সুন্দর:)

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

কিরমানী লিটন বলেছেন: একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানবেন। শুভ সন্ধ্যা....

২| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কাব্য

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯

কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ সন্ধ্যার ফুলেল শুভেচ্ছা প্রিয় কবি কাজী ফাতেমা ছবি আপু....

৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


ভাই কি করেন?
-আমি সামুতে কবিতা লিখি

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮

কিরমানী লিটন বলেছেন: সালাম ভাইয়া, ইদানিং আপনাকে কম পাচ্ছি। সুস্থ আছেন নিশ্চয়ই - নীরোগ দেহের সুস্থতা কামনা করছি।

ঠিক বলেছেন ভাই, এটা আমার দ্বিতীয় সত্ত্বা। প্রথম পরিচয়- আমি একজন কামলা। সকাল থেকে রাত অবধি ডাল- ভাতের জন্য সংগ্রাম করি। শরীরের রক্ত পানি করে- তা ঘাম হয়ে মাথা থেকে পায়ে গড়িয়ে পরার আগে আমরা বওরাম পাই না। দোয়া করবেন ভাই। লোকাল বাসে জ্যামের গ্যাঁড়াকলে কপালে সীট মিললে - সেখানে বসে কিংবা কাজের ফাঁকে পুরোটা সময় লিখতে থাকি।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: হা হা হা---

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

কিরমানী লিটন বলেছেন: :) :) :) =p~ =p~ :-P

৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো ভাইয়া।

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

কিরমানী লিটন বলেছেন: শুভেচ্ছা নিরন্তর। অনেক ভালোবাসা জানবেন।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




রাব্বানী আংকেল কি পেঁয়াজ চাষে নেমেছেন - ছবি দেখে তো তাই মনে হচ্ছে!

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৩

কিরমানী লিটন বলেছেন: এটা ধান কাটা নাটকের দৃশ্য - এখন থাকলে পিঁয়াজ চাষ নাটকেও দেখতাম =p~
ইতিমধ্যে পর্দার অন্তরালে হয়তো পেঁয়াজ ব্যবসায় মনযোগি হয়েছেন =p~ :)

৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

সোনালী ডানার চিল বলেছেন:

ভেতরের নিদারুন সার্কাজম অনুভব করলাম- তবুও এটাই বাস্তবতা এখন!!

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

কিরমানী লিটন বলেছেন: সবাই লুটপাটে আকন্ঠ লুটপাটে নিমজ্জিত। আমরা শালা জনগন একবার পিঁয়াজ একবার চাল- লবন তেল একটা হতে একটার পিছনে ছুটছি তো ছুটছিই। কবে শেষ হবে এই দৌড়? ভেনেছেন? আমি শুধু শুরুই দেখি - শেষ দেখি না......

৮| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৮

জুল ভার্ন বলেছেন: সকল গোলামের মতো রব্বানী গোলামও সুযোগটা কাজে লাগিয়েছিলো।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০১

কিরমানী লিটন বলেছেন: সব গোলামই এক বিবির প্রনামে ডুবে আছে। কপাল খারাপ রব্বানীর কেবলাটা উল্টে গেছে অজু ছাড়া বান্ধবীর পুঁজো বিঘ্ন ঘটাতে গিয়ে।

ভালোবাসা আর শুভকামনা প্রিয় শ্রদ্ধাভাজন।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৩

মেহরাব হাসান খান বলেছেন: রাজনীতিকে বড্ড ভয় লাগে, কে কাকে বিলীন করে দেয় ঠিক নেই। এখানে সবাই স্বার্থবাদী।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৩

কিরমানী লিটন বলেছেন: একি সূর্য নাকি- স্বপ্নের চিতা
একি পাখীর কুজন নাকি- হাহাকার....
এ কোন সকাল- রাতের চেয়েও অন্ধকার?

১০| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ২:১৪

জগতারন বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
ভাই কি করেন?
-আমি সামুতে কবিতা লিখি

=p~

২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩১

কিরমানী লিটন বলেছেন: লেখক বলেছেন: সালাম ভাইয়া, ইদানিং আপনাকে কম পাচ্ছি। সুস্থ আছেন নিশ্চয়ই - নীরোগ দেহের সুস্থতা কামনা করছি।

ঠিক বলেছেন ভাই, এটা আমার দ্বিতীয় সত্ত্বা। প্রথম পরিচয়- আমি একজন কামলা। সকাল থেকে রাত অবধি ডাল- ভাতের জন্য সংগ্রাম করি। শরীরের রক্ত পানি করে- তা ঘাম হয়ে মাথা থেকে পায়ে গড়িয়ে পরার আগে আমরা বওরাম পাই না। দোয়া করবেন ভাই। লোকাল বাসে জ্যামের গ্যাঁড়াকলে কপালে সীট মিললে - সেখানে বসে কিংবা কাজের ফাঁকে পুরোটা সময় লিখতে থাকি।

ভালোবাসা ভাই......

১১| ২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

নাহিদ০৯ বলেছেন: আইডেন্টিটি ক্রাইসিস। আমারো বেশ কিছু রাজনীতিবিদ বন্ধু আছে। এদের কে জিগ্গেস করা হয় না। এবার দেখা হলে বলবো কে কার সাথে হাঁটে!!

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০১

কিরমানী লিটন বলেছেন: আইডেনটিটিহীন এই সব বিবেক প্রতিবন্ধিরাই - এখন আমাদের রাজনীতির নেতা সেঁজে বসে আছেন। তাই তারা আকন্ঠ নিমজ্জিত - পাঁপের বেসাতিতে।

ভালোবাসা আর শুভকামনা জানবেন প্রিয় ভাই নাহিদ ০৯....

১২| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০০

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ মজা পেলাম। নির্মম সত্য।
শুভকামনা প্রিয় কিরমানী ভাইকে।

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪

কিরমানী লিটন বলেছেন: প্রাণীত হলাম সুপ্রিয় পদাতিক চৌধুরী ভাই। শুভকামনা সতত, শ্রদ্ধায় ভালোবাসায়.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.