![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ নেয় হাত ভরে
কেউ রয় নিঃস্ব,
কেউ শুধু চাষ করে
কেউ খায় শষ্য।
কেউ সেথা যুবরাজ
জুয়া-চুরি ব্যস্ত,
কেউ সাঁজে সম্রাট
গিলে মাথা- আস্ত।
দুধ মাতা স্বর খায়
মুখ পুড়ে শিষ্যে,
বোয়ালেরা টিকে রয়
চুনোপুঁটি দৃশ্যে।
হরিলুট হরদম
হীরকের রাজ্য,
ভিসি ডিসি সেবাদাস
সব করি- সহ্য।
কেউ হয় খুব মোটা
কেউ হয় পাতলা
কেউ কেউ চুনোপুঁটি
কেউ রুই-কাতলা।
কেউ খায় লুটেপুটে
কেউ থাকে উপোসী
কারো মুখ কদাকার
কেউ খুব রূপসী।
চেহারায় যা-ই হোক
চোর যদি হয় সে
মানুষের থুতু-ঘৃণা
পাবে অতিশয় সে।
তাই নেই প্রয়োজন
বেছে মোটা-পাতলা
নির্মূল কর আজ
যত রুই-কাতলা।
০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
কিরমানী লিটন বলেছেন: আপনাদের ভালোলাগার নাগাল পেয়ে আমিও মুগ্ধ। অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো। শুভকামনা জানবেন প্রিয় নুরহোসেন নুর ভাই।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: আপাত রম্য ছাড়াতে মুগ্ধ হলাম।
শুভকামনা প্রিয় কিরমানী ভাইকে।
০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
কিরমানী লিটন বলেছেন: আপনার প্রেরণার উন্নত বীজ বিমুগ্ধ করলো কাব্যের আঙিনা। ভালোবাসা জানবেন শ্রদ্ধাভাজন পদাতিক চৌধুরী ভাই। শুভকামনা অশেষ।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: ভীষন মজার ছড়া।
০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
কিরমানী লিটন বলেছেন: প্রেরণার এই পাশে থাকা - এই উজ্জীবিত হাত আরও সৌরভ ছড়াক। বিশুদ্ধ করুক কাব্যের আঙিনা। ভালোবাসা প্রিয় রাজীব নুর ভাই। কৃতজ্ঞ শুভ্রজিৎ রইলো।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার রম্য ছড়া!! অনবদ্য ++
০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
কিরমানী লিটন বলেছেন: বিমুগ্ধ ভালোলাগায় মন ভরে গেলো ভাই। অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা অশেষ সুহৃদ স্বপ্নবাজ সৌরভ ভাই।
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩
ইসিয়াক বলেছেন: ভালো ভালো ভালো ভালো .......
খুব ই ভালো।
০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০১
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা ভালোবাসা অনেক ভালোবাসা প্রিয় ইসিয়াক - ভাই আমার। শুভেচ্ছা নিরন্তর....
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
হাবিব বলেছেন: গ্রেট ম্যান
০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০২
কিরমানী লিটন বলেছেন: প্রাণীত হলাম সুহৃদ প্রিয় হাবিব স্যার - প্রিয় ভাই আমার। ভালোবাসা আর শুভকামনা জানবেন।
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
রুমী ইয়াসমীন বলেছেন: বর্তমান দেশের প্রেক্ষাপট দারুণ ছন্দেছন্দে তুলে ধরেছেন। পড়ে মুগ্ধ হয়েছি ভাইয়া....
০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৬
কিরমানী লিটন বলেছেন: বরাবরই পাশে থাকা প্রেরণার এই হাত- স্নিগ্ধ করুক কবিতার আঙিনা। অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানবেন সুপ্রিয় রুমী ইয়াসমীন আপু। শুভকামনা জানবেন।
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
জুল ভার্ন বলেছেন: অসাধারণ!
০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৮
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা প্রিয় শ্রদ্ধাভাজন জুল ভার্ন ভাই। সতত শুভকামনা রইলো।
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছড়ায় যেন আগুন ঝড়ে
সকল সত্য ছড়ার পরে
জানে সবাই তবু যেন
পাষাণ নীরব সবে, কেন?
০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১১
কিরমানী লিটন বলেছেন: ছড়া যদি কড়া হয়
চোখ ছানাবড়া হয়
ভুলচুক ধরা হয়
গদি নড়াচড়া হয়
হয় আর কত কী
বাড়ছেই ছড়াকার
তাই শত শত কি?
ছড়া যদি কড়া হয়
দেশটাকে গড়া হয়
ভেজালেরা মড়া হয়
সেই ছড়া পড়া হয়
হয় কত কিছু আর
ছড়াকার মাথা তার
করবে না নিচুআর।
শুভকামনা প্রিয় বিদ্রোহী ভৃগু ভাই, শ্রদ্ধায় - ভালোবাসায়.....
১০| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাঘব বোয়াল আর
যত রুই কাতলা
হুশিয়ার হয়ে যাও
পাপ কর পাতলা।
দেখরে ভাই খেয়াল করে
কাঠবিড়ালীর 'কোষ'
এমত ধারা হওয়ার আগেই
ফিরুক তোমার হুশ !
০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১২
কিরমানী লিটন বলেছেন: এই যে গাড়ি এই যে বাড়ি
সব দিয়েছে শ্বশুরে
ধরা খেলেই এসব বলে
দুর্নীতিবাজ অসুরে।
ইচিং বিচিং চিচিং ফাঁক
গোঁফে খাঁটি সর্ষে মাখ
সর্ষে ক্ষেতে ভূত থাকে
মার যতসব কুত্তাকে।
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা প্রিয় মিতা। শুভকামনা জানবেন।
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৩
নার্গিস জামান বলেছেন: কি যে ভালো!
খুব সুন্দর
০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৯
কিরমানী লিটন বলেছেন: প্রণতি রইলো সুপ্রিয় নার্গিস জামান আপু। স্নিগ্ধ শুভকামনায় শুভেচ্ছা নিরন্তর......
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: জীবনে একটা ছড়া লিখতে পারলাম না। আফসোস।
০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৩
কিরমানী লিটন বলেছেন: তোমার হাতে স্বপ্ন দিলাম নির্ভয়ে
পিছুটানে যায় না থেমে বীর ভয়ে।
আঁধারভেদি সাহস দিলাম দুরন্ত
তোমার হাতে স্বপ্ন হবে পূরণ তো।
তাই তোমাকে ধারণ করি নিশ্বাসে
তুমিই আছো অন্তরে ও বিশ্বাসে।
সাহিত্যের সবচেয়ে নিরিহ ও দারিদ্র্য উপাদন হলো ছড়া। তাই প্রথিত গুণীরা একে অবহেলায় এড়িয়ে যায়। আশাকরি ছড়ার প্রতি নির্দয় হবেন না প্রিয় রাজীব ভাই। ভালোবাসা অশেষ।
১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: ছড়া মোটেও দরিদ্র উপাদন নয়।
যারা এই কথা বলবে তাদের বলব পারলে একটা ছড়া লিখে দেখান।
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮
কিরমানী লিটন বলেছেন: আমার কাছে ছড়া লিখা সহজ আর সস্তা মনে হয়। নইলে আমিতো লিখতে পারার কথা না।
ভালোবাসা নিরন্তর প্রিয় রাজীব নুর ভাই।
১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
কিরমানী লিটন ভাই,
রুই কাতলা নিয়ে যেভাবে ব্যস্ত হয়েছেন আপনি কি ইদানিং রুই কাতলার খপ্পরে পেয়েছেন নাকি?
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১২
কিরমানী লিটন বলেছেন: সালাম ভাই
ভিখারীদের মুখে ডাকাতের খবর শোনা - পাঁপ নয় নিশ্চয়ই? তাছাড়া আমরা হাটুজলের বাসিন্দা - আমাদের সাইজ করতে রুই কাতলা নয় - তেলাপিয়াই যথেষ্ট।
অনেক ধন্যবাদ আর শুভকামনা প্রিয় ঠাকুর মাহমুদ ভাই.....
১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দারুণ ছড়া লিখেছেন ভাই!
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪
কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ ভালোবাসা আর শুভকামনা জানবেন সুপ্রিয় সম্রাট ইজ বেষ্ট ভাই আমার
১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: আমি তো ছড়া লিখতে পারি না।
০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০
কিরমানী লিটন বলেছেন: আপনি সস্তার পিছনে ছুটেন না.....
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩
নুরহোসেন নুর বলেছেন: চমৎকার লিখেছেন।
ভাল লাগলো।