নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

একটি ছেলে.....

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৫৫



একটি ছেলে দুপুর হলো
রোদে পোড়া মুখ,
বৃষ্টি এঁকে চোখের কোনে
ভাসিয়ে দিলো সুখ।

সেই ছেলেটির সঙ্গী আকাশ
বিষন্নতায়- ডুবে,
স্বপ্নে এসে জোনাকপোকা
জ্বলে আবার নিভে।

সেই ছেলেটি কবি হলো
স্বপ্ন ক্ষয়ে- ক্ষয়ে,
ভাঙছে আবার গড়ছে তাকে
সব হারাবার ভয়ে।

সেই ছেলেটি একলা এখন
শুন্য দেয়াল- কাঁচে,
কেউ নেই তার একলা জীবন
একলাই সে- বাঁচে।

একলা হাসে, একলা ভাসে
একলা- একার সাথে,
বিরাণ দুপুর, মধ্য রাতে
একাই হাঁটে- পথে।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগলো।

কিন্তু একটা কিছু মিসিং লাগছে !!!
ছেলেটির সূখ আর স্বপ্ন টা কি আরো ফুটতে পারত, তার নি:সংগ হবার আগে...?

অন্তহীন শুভেচ্ছা ভায়া
+++


০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৯

কিরমানী লিটন বলেছেন: স্বপ্ন আর সুখ হারাবার পর থেকেই কবিতার গল্পটা শুরু। তাই সে দুটোর বর্ণনা আসেনি এখানে ভাই.....

প্রীতিময় শুভেচ্ছা, শ্রদ্ধায়- ভালোবাসায়। শুভকামনা জানবেন- প্রিয় বিদ্রোহী।

২| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৬

নুরহোসেন নুর বলেছেন: জীবন বড় নির্মম সংকটে তেমন কেউ পাশে থাকেনা।
প্রানবন্ত লিখেছেন।

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৫

কিরমানী লিটন বলেছেন: ঠিকই বলেছেন প্রিয় নুরহোসেন নুর ভাই। দুঃসময়গুলো হেঁটে- দৌড়ে, ক্লান্তিতে একাই পাড়ি দিত হয়। কেউই থাকে না পাশে....

আন্তরিক মতামতের জন্য প্রাণীত হলাম। ভালোবাসা অশেষ।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৬

কিরমানী লিটন বলেছেন: একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানবেন সুপ্রিয় রাজীব ভাই। অনেক শুভকামনা রই।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫০

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৭

কিরমানী লিটন বলেছেন: শুভেচ্ছা সতত, শ্রদ্ধায় - ভালোবাসায়....

৫| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


সেই ছেলেটি কবি হলো
লিখছে এখন ব্লগে
সুখ-আনন্দের ভেলায় ভাসি
আমরাও তার লগে


দারুণ লিখেছেন লিটন ভাই।

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৩

কিরমানী লিটন বলেছেন: মগের রাজ্যে বসত কবির
ব্লগের চাষাবাদে,
ভীড়ের মাঝে একলা এখন
সেই ছেলেটা কাঁদে....

কৃতজ্ঞ ভালোবাসা আর স্নিগ্ধ শুভকামনা সুপ্রিয় সোনাবীজ, অথবা ধুলোবালিছাই....

৬| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ আত্মকাহিনীকবি দা

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৪

কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ ভালোবাসা শুভকামনা জানবেন প্রিয় মিতা। প্রীতিময় শুভেচ্ছা রইলো।

৭| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬

সাইন বোর্ড বলেছেন: অনবদ্য ভাবনা !

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৬

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর নিরন্তর ভালোবাসা রইলো সুপ্রিয় সাইন বোর্ড....

৮| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩০

এম এ হানিফ বলেছেন: চমৎকার ছন্দমিলে লেখা কবিতা। কবিকে ধন্যবাদ এমন প্রাণবন্ত কবিতার জন্য। তবে প্যারাগুলো একটু এদিক ওদিক করলে বোধহয় আরো সুন্দর হত। যেমন ১-৪-৩-৫-২। এটা একান্তই আমার বিশ্লেষণ। শুভকামনা।

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪০

কিরমানী লিটন বলেছেন: প্রাণীত হলাম সুপ্রিয় এম এ হানিফ ভাই। আমার ব্লগবাড়িতে আপনাকে সুস্বাগতম। আপনার পরামর্শের প্রতি শ্রদ্ধা রেখে প্যারাগুলো পূনর্বিন্যাস করেছি। পাশে চাই- এভাবেই। ভালোবাসা অশেষ.....

৯| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০০

নীল আকাশ বলেছেন: মানুষ চিরকালই নিঃসঙ্গ!!!
ছড়া ভালো লেগেছে।

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩

কিরমানী লিটন বলেছেন: প্রাণীত হলাম প্রিয় নীল আকাশ। প্রীতিময় শুভেচ্ছা জানবেন।

১০| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৯

এম এ হানিফ বলেছেন: আমার মত তুচ্ছ একজনের মতামতকে বিবেচনায় নেওয়ায় তৃপ্ত হলাম। ধন্যবাদ, শুভকামনা, অবিরাম ভালবাসা কবির জন্য।

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০০

কিরমানী লিটন বলেছেন: ভবিষ্যতেও পাশে চাই- এভাবেই...
ভালোবাসা আবারও....

১১| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২২

কলাবাগান১ বলেছেন: ধর্ষক মজনু নিয়ে সন্দেহ প্রকাশ করা পোস্ট টা কোথায়???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.