![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার ক্ষতের গর্ত গুলো
গভীর কতখানি,
তোমার ক্ষোভের আগুন-গীরির
সত্যটাকেও- চিনি!
তোমার মাাথায় আকাশ ভাঙ্গার
গল্পটা তো- জানি,
প্রতিঘাতের জবাব গুলো
ন্যায্য বলেই মানি।
কীর্তি তোমার গর্ব দেখে
আকাশ ন্যুয়ায় মাথা,
তোমার আবাদ ফলন ফুলে
তোমার মালা- গাঁথা।
আমার ঘুড়ির নরম সুঁতো
একাই গেছে কেটে,
নাটাই চোখে বিষন্ন মেঘ
বৃষ্টিতে যায় হেঁটে।
ধৈর্য ধরা এই নত মুখ
শুকিয়ে যাওয়া ফুল,
ঢেউ হারিয়ে নদীর বুকে
জেগে থাকা কূল।
সাগর চেয়ে ঢেউগুলোকে
পুকুর মাঝে ছাড়ি,
সেখানটাতে আটকে থেকে
ছটফটিয়ে মরি।
২| ০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
কবিতার ছয়টি কাব্যধারা প্রশংসার দাবী রাখে।
সাগর চেয়ে ঢেউগুলোকে
পুকুর মাঝে ছাড়ি,
সেখানটাতে আটকে থেকে
ছটফটিয়ে মরি।
সাগরের ঢেউয়ের যে মুক্ত স্বাধীনতা তা পুকুরে দুরের কথা এমনকি নদীতেও সে পাবে না। - তার করুণ মৃত্যু হবে।
পোষ্টে লাইক +++
৩| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৩
খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত সুন্দর একটি কবিতা পড়লাম। বিশেষ করে শেষের তিনটে স্তবক খুবই চমৎকার হয়েছে।
যাপিত যন্ত্রণার কষ্ট কবিতায় প্রতিভাত, তাই শিরোনামটাও যথার্থ হয়েছে। একটি সার্থক কবিতা রচনার জন্য কবিকে অভিনন্দন!
৪| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ২:২২
ঠাকুরমাহমুদ বলেছেন:
তারিখ: ০৫-১০-২০২২
প্রিয় কিরমানী লিটন সাহেব,
আপনাকে অনেক দিন ব্লগে দেখি না। আপনি কেমন আছেন? এক সময় আপনি প্রায় নিয়মিত কবিতা, কথামালা লেখালেখি করেছেন, এখন আপনার লেখা পাই না। আশা করি ভালো আছেন, পোস্টে মন্তব্য প্রতি মন্তব্য করে জানাবেন। আমরা হারিয়ে যাওয়া ব্লগারদের নিয়ে চিন্তায় থাকি।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০২০ দুপুর ১:১৯
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।