![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা মুখ থুবড়ে পড়ুক অসহায় শিব'র পা তলায়;
আজন্ম ক্ষণিকারা ঝরে পড়ুক যজ্ঞের মঞ্চে।
নিভে যাক সব জীবনময় আক্রোশ!
নগ্ন চিন্তা খেলা করুক রন্ধ্রে রন্ধ্রে ;
অসহায় ল্যাংবোট আজ অপরিচিত সমারোহে কীর্তন করছে প্রেমের!
ধিক্কার-শুধুই অভিশাপ!
* * *
ঝরের রাতের ভালোবাসারা উড়ুক সত্য সুন্দর রমণির কাজলে;
এখনও সেকেন্ডের কাটা ব্যাটারিচালিত!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৩
কিশোর মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য।
ভালোবাসা রইল।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৮
ধ্রুবক আলো বলেছেন: নগ্ন চিন্তা খেলা করুক রন্ধ্রে রন্ধ্রে ;
অসহায় ল্যাংবোট আজ অপরিচিত সমারোহে কীর্তন করছে প্রেমের
+++
অসাধারন লেখনি.,,, ভালো লাগলো
শুভ কামনা....