![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় কথায় জীবন ফুরিয়ে যায়
কানামাছি খেলা বোকা সময়ের ভাজে
জাত বেজাতি ডাহুকেরা ডেকে ওঠে
মাঝ রাত্তিরে জল সীমানার খোঁজে।
পাড়াগাঁয়ে কত রংবেরঙের গান
সুর খুঁজে ফিরে এঘর ওঘর হতে
বুনো গল্পেরা রাত জাগা পাখি হয়ে
উরে যায় কোনো মেঘেদের কলোনিতে।
জোরা সাইরেন বারে বারে ওঠে বেজে
ঘুম ভাঙ্গানির নেই কোনো অভিযোগ
সুখের অসুখ হয়েযায় মহামারী
ভাঙ্গা জানলার দুঃখ মোচন হোক।
জল-ফড়িং এর ডানায় রংধনু
হুতোম প্যাঁচার সাধ জাগে মনে মনে
আধো রাতে চলে তারাদের খুন টুসি
নিভে যায় ওরা কারনে বা অকারনে।
অশ্বত্থের গায়ে ঘুম সকালের ঘ্রাণ
মুছে দিয়ে যায় পাখিদের আহাজারি
পলকে পলকে জীবন ফুরিয়ে যায়
সুখের অসুখ হয়েযায় মহামারী।
২| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:২৫
অন্তু নীল বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবে
৩| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৮
অন্তু নীল বলেছেন: অনেক ধন্যবাদ।
অনুপ্রাণিত হলাম।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
এবারের মহামারী সম্ভবত পৃথিবীর ইতিহাসে কালো দাগ রেখে যাবে। কথায় কথায় জীবন ফুরিয়ে যায় - অনেকটা মোম বাতির মতোই। কবিতায় +++