নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যর্থ মুসাফির

বলার মত কিছু করা হয় নাই এখনো।

ব্যর্থ মুসাফির › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৩

১।পৃথিবীতে গত কিছু বছর থেকে ধর্মের প্রতি মানুষের বিশ্বাস কমছে।২০০৭ সালের "Worldwide Adherents of All Religions by Six Continental Areas, Mid-2007" অনুযায়ী বিশ্বের মোট জনসংখার ২;৩% মানুষ নাস্তিক।১১;৯% মানুষ কোন বিশেষ ধর্মে [ nonreligious] বিশ্বাস করেন না। The World Factbook অনুযায়ী ২০১০ সালে ২;০১% মানুষ নাস্তিক,৯;৬৬% কোন বিশেষ ধর্মে বিশ্বাস করেন না।http://www.wingia.com/web/files/richeditor/filemanager/Global_INDEX_of_Religiosity_and_Atheism_PR__6.pdf অনুযায়ী ২০১২ সালে বিশ্বের মোট ৩৬% মানুষ ধার্মিক নন এবং ২০০৫-২০১২ সালের মাঝে মানুষের মাঝে ধর্মভাব কমেছে ৯%।Eurobarometer Poll 2010 অনুযায়ী ফ্রান্সে কোন কিছুতেই বিশ্বাস করেন না এমন ব্যক্তির সংখ্যা মোট জনসংখার ৪০%, জার্মানিতে এই সংখ্যা ২৭%, ব্রিটেনে ২৫%,রোমানিয়ায় ১%।Dentsu Communication Institute Inc., Research Centre for Japan (2006) অনুযায়ী বাংলাদেশের ০;১% মানুষ ধার্মিক নন।মজার ব্যাপার হচ্ছে 'পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে,১>যাদের মেধা আছে,কিন্তুু কোন ধর্ম নেই,২>যাদের ধর্ম আছে, কিন্তুু মেধা নেই' এই উক্তির জনক Al-Maʿarri ,জন্মসূত্রে মুসলিম ছিলেন।তিনি ৯৭৩ খ্রিস্টাব্দে বর্তমান সিরিয়ার আলেপ্প শহরে জন্মগ্রহন করেন। এই শহরে তার একটা ভাস্কর্য ছিল,২০১৩ সালে জিহাদিরা ভাস্কর্যটির মাথা কেটে ফেলে।(চলবে) আমি আমার মত করে ধর্মে বিশ্বাস কমে যাওয়ার কারন খোঁজার চেষ্টা করব।আর কোন উদ্দেশ্য নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.