| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ১২ জুলাই চায়নাই এক মহিলা আইফন
কথা বলার সময় ইলেকট্রিক শক
খেয়ে মারা যান এবং পরবর্তিতে অ্যাপলের
কাছে সেই আইফোনটি হস্তান্তর করা হয়। সেই
সাথে অ্যাপল সঠিকভাবে তদন্ত করার আশ্বাস
দেয়। সেই ঘটনাটির রেশ কাটতে না কাটতেই
আরেকটি একই রকম ঘটনা ঘটে গেল
অস্ট্রেলিয়ার সিডনিতে।
জানা যায়, অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস
করা এক ২০ বছর
বয়সী নারী আইফোনে কথা বলার সময়
ইলেকট্রিক শকে আক্রান্ত হন।
পরবর্তীতে তাকে সিডনির
একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।
আক্রান্ত মহিলা আইফোন
চার্জে দিয়ে কথা বলছিলেন কি না এই
ব্যাপারে এখনো কিছু জানা যায়নি বা তার
সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।
পরপর এমন সব ঘটনা নিঃসন্দেহে Apple এর
উপর চাপ সৃষ্টি করছে। এখন দেখার বিষয়
আমেরিকান জায়ান্ট অ্যাপল এই
ব্যাপারে কি মন্তব্য করে।
©somewhere in net ltd.