নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যানার

ব্যানার

ব্যানার › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ আউটসোর্সিং: আর্টিকেল লিখুন এবং উপার্জন করুন

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

এর আগে একটা লেখা দিয়েছিলাম অনলাইন আর্নিং বিষয়ক টিপস- (শুধুমাত্র নতুনদের জন্য) শিরোনামে। এই লেখাটাও অনেকটা তারই কন্টিনিউয়েশন। হাতে সময় থাকলে ঐ লেখাটাও পড়ে আসতে পারেন।



আর্টিকেল লেখার জন্য সাইট খুঁজতে খুঁজতে আই ওয়ান্ট আর্টিকেল নামের এই সাইটটি পেলাম। এই সাইটির বয়স খুব বেশী নয়। তবে আমার কেন যেন মনে হয় এই সাইটটি দীর্ঘদিন চলবে। সাইটটা দেখতে অনেকটা মাইক্রোওয়ার্কারেরর সাইটের মতোই। আমি এখনো কোনো পেমেন্ট পাইনি। তবে খুব শীঘ্রই পেমেন্ট পেয়ে যাব বলে আশা করছি। মিনিমাম পে-আউট ৫ ডলার। আর আমার জমা হয়েছে ৪.১৯ ডলার।



যাই হোক, কাজের কথায় আসি। এই সাইটে বিভিন্ন রকম আর্টিকেল লেখার কাজ পাবেন। কমপক্ষে ০.২৫ ডলার থেকে ১.৫০ ডলার পর্যন্ত পেতে পারেন। আর লিখতে হবে কমপক্ষে ৩০ থেকে ২০০ শব্দের আর্টিকেল। এজন্য আপনাকে সাইন আপের পরেই কোনো একটি প্রোজেক্টে ঢুকে একটা ফ্রি এক্সাম দিতে হবে। ৬টা প্রশ্ন থাকবে, ৪টা পারলেই পাশ। খুব একটা কঠিন না প্রশ্ন গুলো। আমি পাশ করছি, আপনিও পারবেন আশা করি।







উল্লেখ্য যে, সাইন আপ বা একাউন্ট খোলার ক্ষেত্র সঠিক নাম ঠিকানা ব্যবহার করুন। এবং একটি আইপি বা কম্পিউটার থেকে একাধিক একাউন্ট খোলা যাবে না। আর পেমেন্ট প্রোসেসর হিসেবে আছে পে-পাল, মানি বুকারস আর এলার্ট-পে বা পাইজা । যেহেতু পে-পাল আমার দেশে নাই, তাই মানি বুকারস অথবা পাইজা এর মাধ্যমে বাংলাদেশে খুব সহজেই টাকা আনতে পারবেন। মানিবুকারস এ ২.৪৫ ডলার এবং পাইজাতে ৫.০০ ডলার চার্জ কাটে। আমি অবশ্য মাইক্রোওয়ার্কাস থেকে ৪৫ ডলারের একটা পেমেন্ট তুলেছি মানিবুকারস এর মাধ্যমে।



আর হ্যাঁ এখন সাইটটির প্রোমোশনাল পিরিয়ড চলছে। সাইন আপ করলেই ৩.০০ ডলার ফ্রি আপনার একাউন্টে যোগ হয়ে যাবে। যদিও এই টাকা আপনি তুলতে পারবেন না। তবে এই ৩.০০ ডলার দিয়ে আপনিও ১/২টা প্রোজেক্ট চালু করতে পারবেন, যা কিনা অন্যদের জন্য আয়ের উৎস। অর্থাৎ তাদের টাকাই ঘুরায়ে ফিরায়ে আমাদের পকেটে।



কাজেই আর দেরী না করে একটা একাউন্ট খুলে ফেলুন এখনি।



একাউন্ট খুলতে ক্লিক করুন এখানে।



ধন্যবাদ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬

আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: :-B :-B :-B :-B

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮

ব্যানার বলেছেন: B-) B-) B-)

২| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬

শাহীন উল্লাহ বলেছেন: পেইজা থেকে সরাসরি ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করা যায় মাত্র চার দিনে, তবে পেইজা তে টাকা ট্রান্সফার করার সাথে সাথে উইথড্র দিবেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

http://dreammucic.blogspot.com/

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

ব্যানার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
তবে কেন পেইজা বা পাইজা তে টাকা জমানো যাবে না, তা কি বলবেন দয়া করে? আমার তো একাউন্টে ১৬ ডলার জমা পড়ে আছে মাস খানেক ধরে। কোনো সমস্যা তো হচ্ছে না!

৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৬

শাহীন উল্লাহ বলেছেন: না মানে কিছু দিন আগে আমার ১০ ডলার হ্যাক হয়ে গিয়েছিলো, আমি অনেকদিন পেইজা তে লগ ইন করিনি, ভাগ্য ভালো যে যেদিন হ্যাক হয়েছিলো সেদিন আমি চেক করেছিলাম, এবং সাথে সাথে আমি রিপোর্ট করি, এবং আমি আমার ডলার ফেরত পাই!! যদি ওরা এটা না করতো তাহলে ট্রান্সফার হওয়া টাকা আবার রিটার্ন করলো কি ভাবে????

তবে ভয় নেই আমি ৪ দিনেই আমার ব্যাংক একাউন্টে ডলার ট্রান্সফার করেছি।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২

ব্যানার বলেছেন: :| এরকম সমস্যায় আমি এখনো পড়ি নি ভাই। জানা থাকলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.