![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!
কিছুদিন আগে নওগায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "দেশকে জঙ্গিবাদমুক্ত রাখতে আওয়ামী লীগকে ভোট দিন।"
বক্তব্য শুনে এলাকায় ইউপি নির্বাচনের সময় এক ইউপি সদস্য প্রার্থীর একটা ঘটনার কথা মনে পড়ে গেল, ঘটনাটি হলো ওই ইউ.পি সদস্য প্রার্থী ছিল একজন পকেটমার, ছিনতাই কারী কখনও কখনও চুরিও করত। টেৃনে নিয়মিত মানুষের পকেট মারত। মাঝে মাঝে ছিনতাইও করত। তাকে সবাই জানে যে সে একজন পকেটমার, চোর। তবে সে এসব কাজ বাহিরের এলাকায় বেশি করত।
একদিন ভোট চাওয়ার জন্য গ্রামের এক ভোটারের বাসায় গিয়ে তাদের ঘর থেকে একটা জিনিস চুরি করলেন এবং ভোট চাইলেন। ভোটার তাকে ভোট দিতে অস্বীকৃতি জানালে প্রার্থি তার চুরি করা জিনিসটি ভোটারকে দেখালেন। এবং বললেন যদি আমাকে ভোট না দেন তাহলে আগামীতে এই এলাকার কেউ শান্তিতে থাকতে পারবেন না।
আজ এটা হারিয়েছেতো কাল ওটা হারিয়েছেন।
"তাই যদি শান্তিতে থাকতে চান তাহলে দয়া করে আমাকে ভোটটি দিবেন।" ভালো থাকেন দোয়া করি বলে প্রার্থীটি বিদায় নিলেন।
২| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
ঢাকাবাসী বলেছেন: আশ্চর্য মিল তো!
৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
ডাক্তার আমি বলেছেন: শান্তিতে থাকতে পারব কিনা জানি না। তবে বি এন পি জামাত আসলে জঙ্গীবাদ আবারো মাথাচাড়া দিয়ে উঠবে এটা সত্য।
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫০
কে এম সুমন বলেছেন: কথাটা এভাবে ঘুড়িয়ে বলি যে, আওয়ামী লীগ বিরোধীদলে গেলে জঙ্গীবাদ মাথাচাড়া দিবে।
কারণতো পোস্টটিতে লিখেছি।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ""যদি শান্তিতে থাকতে চান তাহলে দয়া করে এই রকম পোস্ট দিবেন না।""
কারন সরকারী দল বলবে আপনি ছাত্রশিবির করেন, বিরোধী দলবলবে আমাদের খোচা মারছেন ।
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫১
কে এম সুমন বলেছেন: ঠিক বলেছেন। দু দিকেই বিপদ। তারপরও চুপ থাকতে পারিনা যে।।
৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩২
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: ডাক্তার আমি বলেছেন: শান্তিতে থাকতে পারব কিনা জানি না। তবে বি এন পি জামাত আসলে জঙ্গীবাদ আবারো মাথাচাড়া দিয়ে উঠবে এটা সত্য।
৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০০
লেজারবিম বলেছেন: তোমার আমার ঠিকাণা পদ্মা মেঘনা যমুনা click this link
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: "যদি শান্তিতে থাকতে চান তাহলে দয়া করে আমাকে ভোটটি দিবেন।"