![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!
"এ মুহুর্তে হাসিনার পদত্যাগ করা উচিৎ, তিনি পদত্যাগ করলেই দেশে শান্তি আসবে"- এ দাবি যে দেশের প্রায় নব্বই শতাংশ জনগনের দাবি তা "বিবিসি বাংলাদেশ সংলাপ" একুশে টিভির "জনতার কথা" প্রোগ্রাম ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্টমিডিয়া ও বিভিন্ন অনলাইন জড়িপ গুলোর দিকে লক্ষ্য করলেই বোঝা যায়। তাছাড়া বিরোধীদলও বরাবরই বলে আসছে যে, প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই দেশে কোন হরতাল বা অবরোধ দেয়া হবে না কিন্তু শেখ হাসিনা কেন তা শুনছেন না??
তার পদত্যাগেই যদি দেশের ১৬ কোটি মানুষের মাঝে শান্তি আসে তাহলে তিনি কেন তা করছেন না??
তিনিতো নিজেই বলেছেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না শান্তি চাই!!
এটাকি তার শুধুই মুখের কথা ছিল?? শেখ হাসিনা যদি সত্যিই দেশকে ভালবেসে থাকেন, দেশের জনগনকে ভালবেসে থাকেন, জননেত্রী হয়ে থাকেন তাহলে তিনি অতি দ্রুত পদত্যাগ করে প্রমাণ করে দিতে পারেন।
তিনি যদি আসলেই নিজেকে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী, স্বাধীনতাকামী, গনতন্ত্রের মানসকণ্যা ও দেশপ্রেকিক দাবি করে থাকেন তাহলে তার এখনেই পদত্যাগ করে দেশে সবদলের অংশগ্রহনের মাধ্যমে একটি অবাদ-সুষ্ট ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে দেয়া উচিৎ বলে আমি মনে করি।।
০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭
কে এম সুমন বলেছেন: আপনার সাথে আমি একমত। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২
ম্যানিলা নিশি বলেছেন:
কারণ তিনি এক নম্বর দেশপ্রেমিক,গণতন্ত্রের মানসকন্যা!
০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
কে এম সুমন বলেছেন: তাইতো তিনি দেশের মানুষকে পুলিশ দিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করছে, আর বিরোধীদলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সকল নেতাকে গ্রেফতার করে দেশপ্রেম ও গণতন্ত্রের নমুনা দেখাচ্ছেন।।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩
কলাবাগান১ বলেছেন: শেখ হাসিনার উচিত পদত্যাগ করে রাজাকারদের গাড়ীতে আবার পতাকা তোলার ব্যবস্হা করা... তাদের গাড়ীতে পতাকা উঠা না পর্যন্ত্য দেশে আর শান্তি আসবে না
০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬
কে এম সুমন বলেছেন: আরে ভাই পাইছেনতো ওই এক গান রাজাকার।
হাসিনা বুবু কি রাজাকারদের গাড়ীতে পতাকা তোলার ব্যবস্থা করেনি?? তিনিতো নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন রাজাকারের ছেলেকে দিয়ে।।
এবারও অনেক রাজাকারকে নমিনেশন দিয়েছে??
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৪
লাতি বলেছেন: বাহ বাহ বাহ, , সালাম আপনার জ্ঞানীর বাহার দেখে,
বৈধভাবে নির্বাচনের মাধ্যমে সংখ্যাঘরিষ্টতা পেয়ে জিতে সরকার গঠন করেও যদি সরকারের নিদিষ্ট বৈধ মেয়াদ শেষ হবার আগেই পদত্যাগ।
বর্তমান সরকারের বৈধ মেয়াদ আগামী ২৫ শে জানুয়ারী ২০১৪ পর্যন্ত।
এখণ প্রশ্ন।
যদি বি,এন,পি কখনো ক্ষমতায় যায়, আর ৫ বছরের জন্য নির্বাচিত হবারপরও, যদি আওয়ামীলীগ ১/২ বছর পর বি,এন,পি জামাতের মত ভাড়া করা সন্ত্রাসী, দিয়ে টাকা দিয়ে মাস্তান ভাড়া করে বিশৃঙ্কলা করে অনৈতিক আন্দোলন সৃষ্টি করে,
তা হলে কি বি,এন,পি পদত্যাগ করবে, তার নিদিষ্ট বৈধ মেয়াদ শেষ হবার আগেই।?
০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
কে এম সুমন বলেছেন: মানলাম আপনি মহাজ্ঞানী। তা জ্ঞানীভাই বিরোধীদলতো বলেনি যে, মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন দিতে হবে। আপনার জ্ঞানী বুবুইতো নির্বাচনে হেরে যাবে এই ভয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই নিজের অধীনে নির্বচনের তফসীল ঘোষনা দিল।
আর এভাবেইতো তিনি দেশে অশান্তি ডেকে আনলেন।।
মানতেই হয় আপনারা মহাজ্ঞানী দেশে বিশৃংখলা সৃষ্টি করতে।।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩
হাসিব০৭ বলেছেন: @লাতি ওরফে জাতির নাতি তাহলে বৈধ ক্ষমতা শেষ না হবার আগেই নির্বিচনের তফসিল ঘোষনা কেন। শেষ হবার পরেই তো নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করা হয় তাই না।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬
লাতি বলেছেন: @হাসিব০৭ , সেটা মেডামকে জিজ্ঞসা করুন, তিনি যেমনটা করেছিলেন ১৯৯৬,
০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪
কে এম সুমন বলেছেন: মেডাম করেছিলেন বলে হাসিনাকেও করতে হবে?? কেন হাসিনাতো দিন বদলের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসে যদি ১৯৯৬ এর মেডাম এর মত একই কাজ করে তাহলে আর দিন বদল হল কই??
এখানে কি তিনি জনগনের সাথে প্রতারণা করলেন না??
আপনারাতো ভাল করেই জানেন ১৯৯৬ সালে মেডামের কি অবস্থা হয়েছিল, ২০১৩ সালে মনে হয় হাসিনা বুবুর তার চেয়ে খারাপ পরিণতি হবে!!!!
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮
মুশে হক বলেছেন: একজনের পদত্যাগে শান্তি আসবে না। রাষ্ট্রদ্রোহী জামাত শিবিরকে নির্মূলের মাধ্যমেই কেবল শান্তি প্রতিষ্ঠা সম্ভব। স্বাধীনতা বিরোধীদের সম্পূর্ণ পরাজিত করার মাধ্যমে ১৯৭১ সালের অসমাপ্ত মুক্তিযুদ্ধের সফল সমাপ্তি বাংলাদেশে শান্তি স্থাপনের একমাত্র পথ। স্বাধীনতার শত্রুদের অপরাজিত রেখে কোন দেশে আজ পর্যন্ত শান্তি প্রতিষ্টা করা যায় নাই।
০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
কে এম সুমন বলেছেন: ভুল বললেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জামায়াত-শিবির দিয়ে দেশের ক্ষতির চেয়ে উপকারই বেশি হয়েছে। বরং আওয়ামীলীগ ও ছাত্রলীগ দিয়ে দেশে বেশি ক্ষতি হয়েছে।।
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
HHH বলেছেন: বাল দের কমেন্ট পড়ে বুঝা যাচ্ছে উনারা খুবই চিন্তিত। পরাজয় নিশ্চিত জেনে বিচলিত হয়ে যা মনে আসছে তাই বলছেন।
কলাবাগান১ ভারতের সেই সুজাতা সিং এর প্রতিধ্বনি করে বলেছেন বর্তমান সরকার পদত্যাগ করে রাজাকারদের গাড়িতে পতাকা উড়াতে দেখতে তিনি চাচ্ছেন না। আরে, বাংলাদেশের সংখ্যাগড়িষ্ঠ মানুষ যাকে ভোট দিয়ে পতাকা দেবে সেই পতাকা উড়াবে। জনগণের হাতেই বিষয়টি ছেড়ে দিতে আপনাদের এতো চুল্কাচ্ছে কোথায়?
আরেকজন জাতির লাতি, তিনি বলেছেন আরো কিছুদিন আছে, এখনই কেন পদত্যাগ। মানে, ক্ষমতার চেয়ার কামড় দিয়ে পরে আছে অথচ সারা দেশের মানুষ ছি ছি করছে।
মুশে হক নামের আরেকজন পোষ্টের টপিকে না গিয়ে আবার সেই ভাংগা কলের গান, জামাত-শিবির-রাজাকার সব মেরে ফেলতে হবে। সবাই কে মেরে ফেলে খালি আওয়ামীলীগ এই দুনিয়াতে রাজত্ব করবে। মিঃ মুশে হক, বাংলাদেশের মূল বিরোধীদল বিএনপি। জামাত-শিবির না। এইমুহুর্তে জনসমর্থনও তাদেরই সবচেয়ে বেশি। তাই ভাংগা রেকর্ডার বাজানো বন্ধ করেন। আপনাদের বিদায়ের ঘণ্টা বেজে গেছে
০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
কে এম সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৬
রাসেল মাহমুদ মাসুম বলেছেন: আগামী দুই সপ্তাহের মধ্যে সমাধান আসছে । তবে আওয়ামীলীগের রাজনৈতিক মৃত্যু ঘটবে এরই সাথে।
০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
কে এম সুমন বলেছেন: ইনশাহ্ আল্লাহ।।
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৩
দখিনা বাতাস বলেছেন: লেখক বলেছেন: ভুল বললেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জামায়াত-শিবির দিয়ে দেশের ক্ষতির চেয়ে উপকারই বেশি হয়েছে। বরং আওয়ামীলীগ ও ছাত্রলীগ দিয়ে দেশে বেশি ক্ষতি হয়েছে।। ------ ওরেরেরেরেরে তোর ল্যান্জা তো বার হইয়া গেলো
০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
কে এম সুমন বলেছেন: এখানে যা সত্য তাই বলা হয়েছে। আপনি ছাত্রশিবির ও ছাত্রলীগের গত ১০ বছরের কার্যাবলী পর্যালোচনা করে দেখেন নিরপেক্ষ দৃষ্টিতে তাহলে বুঝতে পারবেন।
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
অপ্রিয় বলেছেন: তিনি কেন তা করছেন না আপনাকে বলি দেখেন বুঝতে পারেন কি না।
জামাত নির্বাচনে অংশ নিতে পারবে না। তাই নির্বাচন হোক সেটা জামাত চায় না। তাদের একমাত্র এজেন্ডা হচ্ছে শাস্তিপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের বের করে আনা ও ট্রাইবুনাল বাতিল করা। বিএনপির তারেক জিয়া- হাওয়া ভবন অংশের পরিকল্পনা হচ্ছে প্রধানমন্ত্রি পদত্যাগ করলেই দেশে মারত্মক সন্ত্রাস শুরু করে তত্বাবধায়ক সরকারকে বিপদে ফেলে দেওয়া। তারপর ভোটের দিন চরম সন্ত্রাস করে নির্বাচন বানচাল করা। তখন আর্মী থাকবে তত্বাবধায়ক প্রধানের হাতে। সে জরুরী অবস্থা জারী করবে অনির্দিষ্ট কালের জন্য। যেহেতু তার রাজনৈতিক ব্যাকআপ নাই তার সাহস হবে না যুদ্ধাপরাধীদের ফাঁসী বাস্তবায়ন। বন্ধ হয়ে যাবে ট্রাইবুনালের কাজ। বুছঝেন এখন। শেখ হাসিনা পদত্যাগ না করলে কোন কারনে যদি নির্বাচন বাতিল হয় (যেমন সন্ত্র্রাস) তাহলে জরুরী অবস্থা জারী করবে শেখ হাসিনা। তারেক-জামাতের কুটকৌশল ব্যার্থ হবে।
০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪
কে এম সুমন বলেছেন: সব ভুয়া।। যুদ্ধাপরাধ আওয়ামী লীগের যে একটা রাজনৈতক ইস্যু তা জনগনের বুঝতে বাকি নেই।। কারণ বাংলাদেশে যুদ্ধাপরাধী বলতে শুধু জামায়াত-বিএনপির ১০/১২ নেতাই নয় (যদিও তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের কোন অভিযোগ সত্য নয়) আরও আছে। তাদেরকে কেন গ্রেফতার করে বিচারের আওতায় আনা হলো না??
বরং মখা আলমগীর, কামরুল ও হাসিনার বেয়াই মোশারফসহ অনেক যুদ্ধাপরাধীদের বিচার না করে তাদের পুরষ্কৃত করেছে।
আসলে যুদ্ধাপরাধ বিচার নয় বরং এ সরকারের জুলুম-নির্যাতন, জয় বাবার কুইক রেন্টাল, আবুলের পদ্মা সেতু, কালো বিড়াল এর রেল সহ অসংখ্য দুর্নীতি এবং এর সাথে বিডিআর বিদ্রোহ সহ নানা ঘটনার সুষ্ঠ বিচার না করা ও সর্বোপরি নানা অপশাসনের কারনে বিচারের কাঠগড়ায় দারানো ভয়ে ও এ দেশকে ভারতের অঙ্গ রাজ্যে পরিণত করে দাদাদের খুশি করতেই হাসিনা বুবু ক্ষমতাকে কামড়ে ধরে আছেন।
জনগনের এত প্রতিরোধের মুখও পদত্যাগ করতে চাচ্ছেন না।।
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২
হাসান কালবৈশাখী বলেছেন:
সভ্য পৃথিবীতে মৌলবাদ জংগিবাদ মোল্লাবাদ প্রভৃতি ফ্যাসিষ্ট শক্তির কোন স্থান নেই। কেউ তাদেরকে স্থান দেয়নি। মিশর ও আলজেরিয়াতেও সংখাগরিষ্ট হওয়ার পরও তাদের কে সামনে আসতে দেয়া হয় নাই। ইয়ামেন বা লেবানননেও দেয়া হয় নি
আমাদের দেশের জংগি মৌলবাদিরা এককাঠি উপরে! তারা যুদ্ধাপরাধের মত ভয়াবহ অপরাধে যুক্ত ছিল। তাই তাদের এদেশে তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তাদের শাস্তি নিশ্চিত করা সভ্য সমাজের দায়িত্ব।
প্রয়জনে নির্বাচন স্থগিত করে জরুরি অবস্থা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হবে। আইনশৃক্ষলা রক্ষায় প্রয়জনে সেনাবাহিনী মোতায়েন করে সর্বশক্তি নিয়জিত করতে হবে।
Click This Link
০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪
কে এম সুমন বলেছেন: পৃথিবীতে শুধু মৌলবাদ/জঙ্গীবাদ কেন, কোন সন্ত্রাসবাদেরই স্থান নেই।। আপনি জঙ্গীবাদ বলতে কি শুধু মাত্র আলেম ওলামাদের বুঝাতে চাচ্ছেন? যারা ইসলামী আন্দোলন করে তারা সকলেই জঙ্গী??
আমি হলফ করে বলতে পারি বাংলাদেশে ছাত্রলীগ দিন দুপুরে মানুষ খুন, ধর্ষন, ছিনতাই, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্য, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মারধর করা সহ নানা ধরণের সন্ত্রাসী কর্মকান্ড যে পরিমাণ করেছে তা অন্য ছাত্রসংগঠনের ইতিহাসে নেই।
২০০৬ সালে লগি-বৈঠা দিয়ে মানুষ খুন, সম্প্রতি চাপাতি দিয়ে বিশ্বজিৎ হত্যা সহ অসংখ্য ঘটনার প্রমাণ মানুষের নিকট আছে।
বাংলাদেশে জেএমবি এর পর যদি কোন জঙ্গী সংগঠন থেকে থাকে তাহলে আমি বলব তা হল বাংলাদেশ ছাত্রলীগ।
আপনি যুদ্ধাপরাধী বিচারের কথা বলছেন?? আপনি হয়তো ভুলে গেছেন তাদেরকে আপনাদের পিতা মরহুম শেখ মুজিব ভারতের দালালী করে শিমলা চুক্তির মাধ্যমে অনেক আগেই ছেড়ে দিয়েছে।।
আর ট্রাইব্যুনাল গঠনের কিছুদিন পর আপনাদের বুবু হাসিনাও বলেছে বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নাই।।
ফরিদপুর গিয়ে বলেছিল পুতুলের দাদা শ্বশুড় রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয়।।
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯
মদন বলেছেন: +++++++++++++++++++++
১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
HHH বলেছেন: এখানে যতরকম হাম্বা আছেন, কচি হাম্বা, বিচি হাম্বা সবাই ভারতীয় ভিসা অফিসে সিরিয়াল দেন। এখানে ব্লগীং করে টাইম নষ্ট করবেন না। আপনাদের হাতে খুব বেশি টাইম নাই
০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬
কে এম সুমন বলেছেন: হা.. হা... হা... হা... ভালোই বলেছেন।।।।
১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫
গেন্না বয় বলেছেন: জ্বি, এখনই উচিত শেখ হাসিনার পদত্যাগ করে খালেদাকে কোলে করে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দেয়া।
পোষ্টদাতা বলেছেন "তাইতো তিনি দেশের মানুষকে পুলিশ দিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করছে"
ভাইজান, আজকে গাজা সেবনটা কি একটু বেশি হয়েছে নাকি?
০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯
কে এম সুমন বলেছেন: ভাই আপনি কি অন্ধ হয়েছেন নাকি যে পুলিশ দিয়ে গুলি করে মানুষ হত্যা চোখে দেখেন না??
গাজাখোরতো তারাই যারা হাসিনার এসব অত্যাচার চোখে দেখেন না।।।
১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭
গেন্না বয় বলেছেন: HHH এখন ফাকিস্তান অবস্হান করেছেন নাকি ?
১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
HHH বলেছেন: @ ঘেন্না বয়, মঈন ইউ এর কোলে চড়ে আপনারাই তো ক্ষমতায় এসেছিলেন। এখন চেয়ারটাকে বাপের সম্পত্তি মনে করছেন।
বাংলাদেশের মানুষ নিরপেক্ষ একটা নির্বাচন চায়। আর সেটা হলে পরে আপনাদের মত পরজীবীদের অবস্থা কি হবে সেটা অনুমান করে ভয়ে খড়কুটো আকড়ে ধরে বাচার শেষ চেষ্টা করতেছেন। ওদিকে জামা-কাপড় খুলে যাচ্ছে।
আমি পাকিস্তানে না ভাই, আমি সুজাতা সিং এর কোলের ভিতর অবস্থান করছি। উনি আমাকে নির্বাচনে অংশ নিতে অনুরোধ করছেন, উনার কথা শুনলে আমাকে ফ্রি ফ্রি আজকের রাত টা উনার কোলে কাটাতে দিবেন।
নাস্তিক কোথাকার :-& :-&
১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬
গেন্না বয় বলেছেন: হ এগুলো সব পুলিশ দিয়ে গুলি করে মানুষ হত্যা করার দৃশ্য। সরি ভাই বুঝি নাই।
০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭
কে এম সুমন বলেছেন: ভাই বোঝার দরকারও নাই। এসব কে করেছে তার সুষ্ঠ তদন্ত হওয়া দরকার। তারপরেই না কমেন্টস করবেন কে ঘটিয়েছে???
আপনারা ৪০ বছর আগের ঘটনার জন্য তদন্ত করতে পারেন, তার ভিত্তিতে নিরপরাধ মানুষকে ধরে বিচারো করতে পারেন আর সম্প্রতি ঘটানো সহিংসতাকারীদের কেন তদন্ত করে ধরছেন না??
ঢালাও ভাবে বিরোধী দলকে দায়ী করছেন কেন???
১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
গেন্না বয় বলেছেন: @ HHH তোদের মতো হাগুদের কাছ থেকে এরচেয়ে বেশি কিছু আশা করা যায় না।
এক বলবি ভারতী যেতে আরেকটা বলবি নাস্তিক।
কারন তোদের তো জন্মই হয়েছে যে পাকি বীর্যে।
২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০
HHH বলেছেন: আর ঘেন্না বয় এর জন্ম হয়েছে ইন্ডীয়ান ফেন্সিডিল ব্লাউজের মধ্যে পাচারের সময় বিএসএফ এর আকাটা বীর্যে :-& :-& :-&
২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
মাহমুদ তূর্য বলেছেন: নতুন ছাগু ছানা দেখি খুব লাফালাফি করছে।
২২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
কে এম সুমন বলেছেন: @গেন্না বয় দেখার মত চোখ ও মন থাকলে দেখা যায়।।
নিচে দেখেন গুলি করছে কিনা??
আপনিতো শুধু ছবি দিছেন কিন্তু কে ঘটিয়েছে ছাত্রলীগ না বিরোধীদল তা স্পস্ট নয়??
আর এখানে দেখেন গুলি যে পুলিশ করছে তা স্পস্ট।।
২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
কে এম সুমন বলেছেন: @গেন্না বয় এতেও না বুঝলে আরেকটু পরিষ্কারভাবে দেখুন। কারা গুলি ও বোমা মারছে???
২৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
গেন্না বয় বলেছেন: ঠিকই বলেছেন দেখার মত চোখ ও মন থাকলে দেখা যায়। আপনি যে ভিডিও দিয়েছেন সেখানে কি পুলিশ নিরীহ কোন মানুষেরে উপর গুলি চালিয়েছে ?
কিন্তু বাসে, ট্রেনে, সিএনজ, টেম্পুতে আগুন যাদের মারা হচ্ছে তারা কিন্তু নিতান্ত নিরীহ মানুষ। তারপরও আপনারা বলছেন, এসব কে করেছে তার সুষ্ঠ তদন্ত হওয়া দরকার। যেখানে বিএনপি জামাত নিজেরাই এসব ফটো এবং ভিডিও পত্রিকা এবং টিভি সেন্টারে পাঠিয়ে নিজেদের দায়িত্ব স্বীকার করছে তা প্রচার করার জন্য ।
২৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
গেন্না বয় বলেছেন: আজ জুমা শেষে শিবিরের তান্ডব, গাড়িতে আগুন।
এসব পরিস্থিতিতে পুলিশের উচিত তাদের উপর গুলি না করে ফুল বর্ষন করা, কি বলেন ?
২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
গেন্না বয় বলেছেন: আজ জুমা শেষে শিবিরের তান্ডব, গাড়িতে আগুন।
এসব পরিস্থিতিতে পুলিশের উচিত তাদের উপর গুলি না করে ফুল বর্ষন করা, কি বলেন ?
২৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
এত ছাগু .. ?
২৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
কে এম সুমন বলেছেন: @গেন্না বয় আপনি দেখি বহুৎ বড় ন্যায় বিচারক ও মানবদরদী!!!! তা নিচের ছবিগুলোতে প্রুষ্ফটিত সোনার ছেলেদের কি ব্রাশফায়ার বা ক্রসফায়ার করা উচিৎ ছিল না?? কিন্তু বর্তমান সরকার ও তাদের দলীয় পুলিশ লীগ তা করেনি কেন??
তারা শেখ মুজিব এর অবৈধ সোনার ছেলে বলে??
যখন সেই ছাত্রলীগ দিনদুপুরে নিরীহ বিশ্বজিতকে কুপিয়ে হত্যা করা হল তখন কোথায় ছিল আপনার মানবদরদী বিবেক??
২৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬
কে এম সুমন বলেছেন: @গেন্না বয়,
এছাড়াও বিভিন্ন সময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেদের মধ্যে মারামারি করে মানুষ হত্যা করেছে তখন আপনি কোথায় ছিলেন??
দেখুন ভালো করে আপনার ছাত্রলীগ নামের সন্ত্রাসী সোনার ছেলেদের কার্যাবলী।।
পুলিশের কি উচিৎ ছিল না এদের এমন সন্ত্রাসী কর্মকান্ডের জন্য এদেরকে ধরে ধরে ব্রাশফায়ার করে হত্যা করা বা বিচারের কাঠগড়ায় দাড় করা??
৩০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২০
গেন্না বয় বলেছেন: ভাই, ত্যানা প্যাচানো শুরু করলেন শুরু করেছিলেন পুলিশ দিয়ে শেষ করলেন ছাত্রলীগ দিয়ে। কিন্তু আমার প্রশ্নে উত্তর দিতে পারলেন না। আপনাদের ছাত্রদলের কাহিনী কি ভুলে গেছেন ? এমন হাজারও ছবি দেয়া যাবে। কিন্তু আপনার মতো ত্যানা প্যাচানো স্বভাবে নাই। প্রাসঙ্গিক ভাবে উত্তর পেলে ভাল লাগতো।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯
কে এম সুমন বলেছেন: আমি ছাত্রলীগের এই ছবিগুলো দিয়ে আপনাকে পুলিশ ও আপনার মতো কিছু জ্ঞানি ব্যক্তির দ্বিমুখী আচরনের কথা বুঝাতে চেয়েছি ।।
বর্তমান সময়ে ছাত্রশিবিরের হাতে ইট-পাটকেল, লাঠি-শোঠা অথবা ককটেল দেখে পুলিশ যদি সরাসরি গুলি করে মারতে পারে এবং তাকে আপনার মত লোকরা সমর্থন দিতে পারে তাহলে রামদা, ক্রিজ, আগ্নেয় অস্ত্রসহ যে ছাত্রলীগ পুলিশের সাথেই ঘুরে বেড়ায়, দিনদুপুরে বিশ্বজিতের মত নিরিহ মানুষকে হত্যা করে তাদেরকে পুলিশ গুলি করে মারা না কেন???
বাংলাদেশের আইনতো সবার জন্যই সমান নাকি??
আর ছাত্রশিবির সহিংসতা করে থাকলে তাদেরকে গ্রেফতার না করে সরাসরি গুলি করবে কেন??
এত এরশাদ সাহেবের সৌরশাসনকেও হার মানিয়েছে।।
৩১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭
মসন বলেছেন: মেডাম করেছিলেন বলে হাসিনাকেও করতে হবে?? কেন হাসিনাতো দিন বদলের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসে যদি ১৯৯৬ এর মেডাম এর মত একই কাজ করে তাহলে আর দিন বদল হল কই??
এখানে কি তিনি জনগনের সাথে প্রতারণা করলেন না??
আপনারাতো ভাল করেই জানেন ১৯৯৬ সালে মেডামের কি অবস্থা হয়েছিল, ২০১৩ সালে মনে হয় হাসিনা বুবুর তার চেয়ে খারাপ পরিণতি হবে!!!!-------------------------------------------------------------
correct 100%
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০
কে এম সুমন বলেছেন: ধন্যবাদ।।
৩২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: তিনিতো নিজেই বলেছেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না শান্তি চাই!!
এটাকি তার শুধুই মুখের কথা ছিল??
এতো বলতে হয়, তাই বলা!!! ষ্টান্টবাজি!!!!
আপনি পাগল! তা বিশ্বাস করে বসে আছেন?
তাদের শুরু থেকে শেষ এই মিথ্যার মসনদ। তারেকের নামে ১২ বছর মিথ্যা কুৎসা গাইল!!! আদালতে সুতা প্রমাণটাও উপস্থাপন করতে পারল না!!!
অথচ হাসিনার নামে চেক সহ প্রমাণ থাকার পরও মামলা রাজনৈতিক বলে খারিজ করে দিল!!!!!
সব নষ্টদের অধিকারে!!!!!
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০
কে এম সুমন বলেছেন: আসলেই সব নষ্টদের অধিকারে।।।।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
হাসিব০৭ বলেছেন: জননেত্রী,দেশ নেত্রী, বঙ্গবন্ধু বা দেশ রত্ন কি কোন সাধারন মানুষ উপাধি দিয়েছিল আমার মনে হয় উত্তর না। যে সকল উপাধি রাজনীতি বিদদের দেয়া হয় সেগুলো তার দলের সমর্থক বা নিজেই দিয়ে থাকেন। এটাই হাস্যকর