নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ বাংলাদেশ

লেখালেখি করার ইচ্ছা আমার দীর্ঘ দিনের

কে এম সুমন

দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!

কে এম সুমন › বিস্তারিত পোস্টঃ

হেল্প চাই!!!

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

আমি কোন পোস্ট এ মন্তব্য করতে গিয়ে কোনভাবে ছবি আপলোড করতে পারছি না কেউ কি হেল্প করবেন?? ছবি আপলোড করে ইনসার্ট এ ক্লিক করছি কিন্তু মন্তব্যে ছবি এড হচ্ছে না।। কারনটা বুঝলাম না।।।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

শাহ আজিজ বলেছেন: সব ছবি আপলোড হয়েছিল ? বা দিকে বক্স টিক দিন তারপর ইনসার্ট করুন । ছবির ম্যাপ ৬০০ ৭০০ পিক্সেল আছে কিনা চেক করুন। নাহলে ফটো শপে রিসাইজ করুন ।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

অদিব বলেছেন: ছবি আপলোডে আমাকেও সমস্যায় পড়তে হচ্ছে! :( :( X(

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

কে এম সুমন বলেছেন: চেস্টা করছি দেখি হয় কিনা??


ধন্যবাদ শাহ আজিজ ভাই হয়েছে।।।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

ঢাকাবাসী বলেছেন: যেইসব মাল আপ করতাসে আপনে নিজেই আউট অয়া যাইতে পারেন। সরকারের এগেনসটে এত লেখনের বিপদ আছে জানেন?

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

কে এম সুমন বলেছেন: হ্যাঁ জানি। তাই বলেতো আর অন্যায়ের বিরুদ্ধে নিশ্চুপ থাকতে পারিনা?? অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারনে যদি কিছু হয়েই যায় তাহলে আর কি করার আছে বলুন?? কথায় আছে না ভাগ্যের লিখন যায় না খন্ডন।।
এ সরকারতো শুরু থেকেই তাদের বিরোধীদের উপর জুলুম-নির্যাতন করে আসছে।
বিরুদ্ধে কথা বলার কারনে তারা একসময়ে তাদের সহকর্মী সহযোদ্ধাদেরও ছাড় দেয়নি।
কাদের সিদ্দিকি, এ.বি.এম মুসা, মাহমুদুর রহমান মান্নাসহ অনেককেই তারা অপবাদ দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.