নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ বাংলাদেশ

লেখালেখি করার ইচ্ছা আমার দীর্ঘ দিনের

কে এম সুমন

দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!

কে এম সুমন › বিস্তারিত পোস্টঃ

তোমরা কথনো বিরোধীতা করতে পারবে না করলে কিন্তু............!!!!!!!!!!

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১

একটি প্রকাশিত সংবাদের সত্য-মিথ্যা যাচাই না করেই জনপ্রিয় ইনকিলাব পত্রিকার ছাপাখানা বন্ধ করে দিল সরকার।। স্বাধীন গনমাধ্যমের উপর পুনরায় সরকারের নগ্ন হস্তক্ষেপ প্রমান করল যে, তারা তাদের বিরোধী কোন মতামতকেই সহ্য করতে পারে না।। আমারদেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত, ইসলামিক টিভির পর ইনকিলাব বন্ধ করে দিয়ে সরকার আবার প্রমাণ করে দিল যে তারা ৭২-৭৪ এর বাকশালী সরকার এর উত্তরসূরী ও ১০০% সৈরাচারী সরকার।

পত্রিকার নিউজটা যে সত্য সরকার রাতে হঠাৎ পত্রিকা অফিসে আক্রমন করে পত্রিকাটি বন্ধ করে দিয়ে তা প্রমাণ করে দিল।। এছাড়াও পত্রিকায় জড়িত ব্যক্তিদের স্বাক্ষর ও সরকারী সিলমোহর সহ ফ্যাক্স বার্তার যে স্ক্যান কপি প্রকাশিত হয়েছে তা কি মিথ্যা?? আর যদি মিথ্যাই হয় তাহলে আইনের আশ্রয় নিয়ে তা মিথ্যা প্রমাণিত করতে পারত!!!

এবং আদালতে বিচারের মাধ্যমে প্রত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত?? সরাসরি পুলিশি আক্রমণ কেন করল?? আসলে বর্তমানে এদেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে।। কোন বিচার নেই।। বিচার ছাড়াই সরাসরি পুলিশ দিয়েই রায় কার্যকর করা হচ্ছে।।

সংশ্লিষ্ট সকলকে বলতে চাই এ পৃথিবীতে কোন কিছুই চিরস্থায়ী নয়।। সকলেরই পতন অনিবার্য।। যেমন টিকতে পারেনি নমরুদ, ফেরাউন তেমনি পারেনি হোসনি মোরারক, আল গাদ্দাফী, সাদ্দাম হোসেন ও এরশাদের মত সৈরাচারী ব্যক্তিরা।।

একটি গানের কথা (কিছুটা ভুলও হতে পাড়ে) মনে পড়ল, "এই দিনে দিন নয় আরও দিন আছে, এই দিনকে নিযে যারে সেই দিনেরই পিছে।"

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৮

হাসিব০৭ বলেছেন: বাকশাল হটাও
গনত্ন্ত্র বাচাও

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪

কে এম সুমন বলেছেন: ইনশাল্লাহ্। একদিন বাকশাল হটবেই।।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬

পাঠক১৯৭১ বলেছেন: আমারদেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত, ইসলামিক টিভির পর ইনকিলা এগুলো নীচু মানের হাউকাউ, গুহামানব তৈরির কারখানা: আফগানিস্টানের কাবুলীওয়ালাদের মানের মিডিয়া।

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩

কে এম সুমন বলেছেন: তাও ভালো এগুলো প্রথম আলো, সমকাল, চ্যানেল ৭১, সময় টিভি ইত্যাদির মত আওয়ামী লীগের ও ভারতের মালাউনদের দালালী কখনো করে নি। তারা সব সময়ে সত্য প্রচারে অবিচল ও নির্ভিক ছিল।। জনপ্রিয়তাও অনেক ছিল।। তাইতো দাদাদের কথামতই এদের বন্ধ করে দেয়া হয়েছে।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩১

ঢাকাবাসী বলেছেন: বাকশাল তো শুরু হয়েছিল, এখন কাজ শুরু করল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.