![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!
কোথায় হারিয়ে গেল আজ সেই শাহবাগ??
কোথায় হারিয়ে গেল আজ সেই গণজাগরণ মঞ্চ??
যখন ভারত ধ্বংস করতে চলেছে দেশের ক্রিকেটকে,
কেন আজ প্রতিবাদ করছে না ডাঃ ইমরান, লাকি, বসু??
তাহলে কি ধরে নিব এরা সকলেই ভারতের দালাল??
অনেক কষ্টে অর্জিত টেস্ট স্ট্যাটাস আজ ধ্বংস হতে চলেছে
শুধু মাত্র ভারতের স্বেচ্ছাচারী স্বিদ্ধান্তে!!!!!
যেখানে আফ্রিকা, নিউজিল্যান্ড ও পাকিস্থানসহ অন্যান্য দেশ প্রতিবাদ করছে
তখন বিসিবি নিরব!!!!
সরকার ও দ্বিতীয় মুক্তিযুদ্ধের যোদ্ধাদের নিশ্চুপ থাকা দেখেতো মনে হচ্ছে
আজ আমরা এক জালিমের নিকট থেকে রক্ত দিয়ে কেনা আমাদের স্বাধীনতা
অন্য আর এক জালিমের নিকট বিক্রি করতে বসেছি!!!!
এখনি সময় আমাদের রুখে দাড়াবার এই জালিম শাহীর বিরুদ্ধে।।
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে??
২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
পাঠক১৯৭১ বলেছেন: সকাল হয়ে গেছে!
সবকিছু গণজাগরণকে করতে হবে কেন?
আপনারা রাজাকরদের সন্তানেরা একটা মন্চ বানায়ে লেগে যান, খালি মানুষ মারা, বোম মারা, রেল পোড়ানো, বাস পোড়ানো, মানুষ পোড়ানো ও গাছ কাটা শিখেছেন গুহামানব রাজাকারের বংশধর?
২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১২
কে এম সুমন বলেছেন: আপনারাতো ভারতীয়দের বংশধর তাই না?? তাইতো বাপ দাদাদের বিরুদ্ধে মাঠে নামতে বিবেকে বাধে নাকি?? আপনার কথায় রাজাকাররাতো দেশপ্রেমিক না তাহলে তারা এখন নামবে কেন?? আপনারা খোলা আকাশের মানবরা এখন গুহার মাঝে ঢুকলেন কেন?? এমনিতেইতো খুব লাফালাফি ঝাপাঝাপি করতে পারেন???
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০
খন্দকার আরাফাত বলেছেন: এই পাঠক ১৯৭১ টা আবাল। ওরে ব্লক মারেন।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
আমান৮২ বলেছেন: ক্রিকেট নিয়ে উত্তাল শাহাবাগ Click This Link
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
মমিন@ বলেছেন: আপনার মত ত্যানা পেছানো মানুষ সবসময় থাকে......., আপনি ক্রিকেট নিয়ে বলতে আসছেন না কি অন্যের উপর বিষদগার করতে আসছেন......, লাইফ এ ত্যানা পেচানো ছাড়া আর কি করছেন..........1 টা উদাহরণ দিয়েন তো....যাদের উপর বিষদগার করলেন তাদের ক্ষতি করার জন্য আপনার গুরু সকল প্রতিনিয়ত টাকা-পয়সা-জিহাদ-প্লান করে ......তারপর ও তারা সব ভয় উপেক্ষা করে কোন একটা কিছুর বিরুদ্দে পথে নামে ........ আর আপনার মত ত্যানা পেছানো মানুষ ত্যানা পেছানোর সুযোগ পায়।
২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৬
কে এম সুমন বলেছেন: "তারপর ও তারা সব ভয় উপেক্ষা করে কোন একটা কিছুর বিরুদ্দে পথে নামে ........ আর আপনার মত ত্যানা পেছানো মানুষ ত্যানা পেছানোর সুযোগ পায়।".........হা..হা..হা....ভাই হাসি পাইলাম। শত শত পুলিশ বেস্টনির মধ্যে সরকারী জামাই আদরে বিরানী খেয়ে কিছু মানুষের জমায়েতকে ভয় উপেক্ষা করে আন্দোলন বলছেন???
আরে যদি বুকের পাঠা থাকে তাহলে সরকারের সকল অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে দেখান তাহলে বুঝব!!!!
আপনারা এতটা দেশপ্রেমিক কই কখনোতো সাগর-রুনী হত্যাকরীদের বিরুদ্ধে মাঠে নামেনি??
আপনাদের দাদারা যখন ফেলানীর মত মেয়েকে নির্মম হত্যাকান্ডের পর কাটাতারে ঝুলিয়ে রেখেছিল তখন কোথায় ছিলেন???
রানা প্লাজা ধ্বসে এত লোক মারা গেল কই রানার ফাসির দাবিতেতো কখনো শাহবাগে জড়ো হতে দেখলাম না? কখনোতো তাজরীন ফ্যাশনের দেলওয়ারের বিরুদ্ধে সোচ্চার হতে লেখলাম না আপনাদের? পদ্মা সেতু দুর্নীতি, হলমার্ক কেলেঙ্কারী, কালোবিড়ালের রেল দুর্নীতি, ডেসটিনীর জালিয়াতি, কুইক রেন্টাল দুর্নীতি, সরকারের বাকশালী আচরনের বিরুদ্ধেতো কখনও কথা বলতে দেখলাম না???
আসলে ত্যানা আমরা কখনও প্যাচাই না ত্যানা প্যাচান আপনারা ও আপনাদের মতো কিছু লোভি স্বার্থপর দালালেরা।।। যারা সবসময় দাদাদের খুশি করার জন্য দালালী করে থাকে।।।।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
মমিন@ বলেছেন: পাঠক১৯৭১ বলেছেন: জামাতীদের মতবাদ গুহামানবের জীবনের মতবাদ, এরা হত্যাকান্ডকে জিহাদ নাম দিয়ে ক্ষমতা দখলের চেস্টা করছে: লাহোর হত্যাকান্ডের জন্য মওদুদীর ফাঁসির অর্ডার হয়েছিল, তার সেক্রেটারীর ফাঁসীর আদেশ হয়েছিল; বাংলাদেশে হত্যাকান্ড চলানোর জন্য ১৯৭০ সালের ১৬ই ডিসেম্বর জামাতের ৫৫ হাজার মিলিশিয়ার ফাঁসী ঘোষনা করা হয়েছিল সেদিন।
ফাঁসী দিয়ে শুরু হয়েছিল, ফাঁসী দিয়ে শেষ হবে: এ হলো ৬৩ বছরের জামাতের ইতিহাস।
২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১১
কে এম সুমন বলেছেন: কারো বিরুদ্ধে আদালত রায় দিলেই সে অপরাধী হয়ে যায় না?? যদি তাই হয় তাহলে বর্তমান প্রধানমন্ত্রীকে সেরা "রং হেডেড পারসন" অর্থাৎ পাগল, উম্মাদ ব্যাক্তি বলে রায় দিয়েছিল এদেশের আদালত এটাও সত্য???
আর যদি সত্যিই হয়ে থাকে তাহলে আমরা কেন তাকে দেশের নেতৃত্বে বসিয়ে রেখেছি বলতে পারবেন???
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০০
প্রািন্ত বলেছেন: পাঠক১৯৭১ এই দালাল কে? নিজেদের মান সম্মান বাঁচাতেও আপনাদের বিবেক জাগ্রত হয় না? আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই। তার পরও আমি যেহেতু আওয়ামীলীগের সাথে জড়িত নই তবে হয়তো আমাকেও রাজাকার বলতে পারেন, আপানাদের কোন বিশ্বাস নেই। কিন্তু দেশের স্বার্থ সকল প্রকার রাজনৈতিক মতাদর্শের উপরে উঠে চিন্তা করতে হবে। আমি নিজেও ২ বৎসর ভারতে থেকেছি। তাদের দেশপ্রেম দেখেছি। কিন্তু আমাদের বাঙ্গালীদের মত এমন অভাগা জাতি আর কোথাও দেখিনি। যদি কোন দিন (আল্লাহ না করুন) ভারতের সাথে আমাদের কখনও যুদ্ধ লেগে যায়, তবে সেই যুদ্ধের রাজাকারের সংখ্যা হবে রেকর্ড সংখ্যক।
সব শেষে এই পোষ্ট যিনি দিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৪
কে এম সুমন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৮
বাংলার আকাশ বলেছেন: Pathak71 ekjon akata
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২৫
ফিলিংস বলেছেন: তাহলে শাহবাগ গণজাগরণ মঞ্চ আসলেয় প্রতিবাদি, এরা সবসময় অন্যায় এর প্রতিবাদ করে ।এবং এদেরই দায়িত্ব সকল অন্যায় এর প্রতিবাদ করা ।
দ্বিতীয় মুক্তিযুদ্ধের যোদ্ধারা যখন রক্ত দিয়ে কেনা আমাদের স্বাধীনতা বিরোধিদের বিরুদ্ধে প্রতিবাদ করছিল, তখন কি তাদের কোন ধন্যবাদ জানিয়েছিলেন ???
তবে আজকে কেন তাদের সমালোচনা করছেন ???
গাছের উপর থেকে (ফল) পারবেন আবার তলের থেকেও কুড়াবেন।
২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৯
কে এম সুমন বলেছেন: গাছের উপর থেকে (ফল) পারবেন আবার তলের থেকেও কুড়াবেন।
কথাটি আসলে আওয়ামী লীগের জন্য প্রযোজ্য।। তাদের যখন দরকার পড়ল তখন জামায়াতের সাথে ঐক্য করলেন আর যখন জামায়াতকে কাছে পেলেন না তখন জামায়াত হয়ে গেল রাজাকার??
আপনার কথিত মুক্তিযোদ্ধারা যদি সত্যি স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদ করত তাহলে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতাম!!! তারাতো ভারতের দালাল আওয়ামী লীগের এজেন্টা বাস্তবায়নের জন্য এমন ঝাপাঝাপি করেছে।।।
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২৫
ফিলিংস বলেছেন: তাহলে শাহবাগ গণজাগরণ মঞ্চ আসলেয় প্রতিবাদি, এরা সবসময় অন্যায় এর প্রতিবাদ করে ।এবং এদেরই দায়িত্ব সকল অন্যায় এর প্রতিবাদ করা ।
দ্বিতীয় মুক্তিযুদ্ধের যোদ্ধারা যখন রক্ত দিয়ে কেনা আমাদের স্বাধীনতা বিরোধিদের বিরুদ্ধে প্রতিবাদ করছিল, তখন কি তাদের কোন ধন্যবাদ জানিয়েছিলেন ???
তবে আজকে কেন তাদের সমালোচনা করছেন ???
গাছের উপর থেকে (ফল) পারবেন আবার তলের থেকেও কুড়াবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
হতাশ নািবক বলেছেন: তুমি কি কেষ তোলো??????