![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!
"সাত খুন মাফ!!!!!!!" বাক্যটি নিশ্চয়ই শুনেছেন অনেকে গ্রামে-গঞ্জে??
কোন কারনে গ্রামে কোন প্রভাবশালী অন্যায় করলে লোকে বলত উমুকেরতো 'সাত খুন মাফ!'
আজ এ সরকার বাক্যটিকে সত্যে প্রমাণিত করতে যাচ্ছে, " যে আওয়ামী লীগ করবে তার সাত খুন মাফ!!!"
সম্প্রতি নারায়নগঞ্জের আলোচিত সাত খুনের সাথে জড়িত আওয়ামী লীগের কোন নেতাকেই গ্রেফতার করা হয়নি। ধীরে ধীরে মামলার আলামত গুলি নষ্ট করা হচ্ছে বলে জেলা আইনজীবী সমিতির অভিযোগ রয়েছে।
আর ইলিয়াছ আলী, চৌধুরী আলম নিখোজ, সাগর-রুনীর চাঞ্চল্যকর হত্যা মামলার মত এটিও ধীরে ধীরে বিলুপ্তির পথে যাচ্ছে।
এই সাত খুনের ঘটনা আলোচিত ঘটনার লিস্ট থেকে উধাও হয়ে যাচ্ছে।।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৪ সকাল ১০:০৯
হাসান বিন নজরুল বলেছেন: ভালো তো ভালোনা?...তবে জানতে ইচ্ছে হয় এটাই কি কথিত চেতনা!?