![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!
দেশের জনগন এ সরকারের সকল চাল বুঝে গেছে!!!!! এখন আর তাদের কথা বিশ্বাস করে না।। ফুলগাজি চেয়ারম্যান হত্যামামলায় বিএনপি নেতাকে প্রধান আসামী করে মামলা করার পরও জনগন নিজাম হাজারীর ফাসি দাবি করে।। এলাকার সকলে মনে করে এটা নিজাম হাজারীর কাজ।। তাদের অভ্যন্তরীণ কোন্দল।।
বিএনপি নেতার বিরুদ্ধে মামলা হওয়ায় এটা স্পস্ট হল যে, যে কোন খুন ও হত্যাকান্ড ঘটার পর যদি অপরাধী চিহ্নিত হয় তাহলে আওয়ামী লীগ আর যদি চিহ্নিত না হয় তাহলে বিএনপি-জামায়াত অথবা শিবির!!!!
এটাই আওয়ামী লীগের রাজনীতি।
প্রমান দেখুন নজরুল-চন্দন হত্যায় যে চিহ্নিত হল সে আওয়ামী লীগের নুর হোসেন, মিল্কি হত্যায় ধরা খেল কে যুবলীগ, বিশ্বজিৎ হত্যায় ধরা খেল কে ছাত্রলীগ এমন অনেক ধরা খাওয়া ঘটনা রয়েছে যে গুলোর সাথে আওয়ামী লীগ জড়িত।।
ধরা না খাওয়া ঘটনা সম্প্রতি ফুলগাজি চেয়ারম্যান একরাম হত্যাকারী ধরা পড়েনি তাই বিএনপি জড়িত, ব্লগার রাজিব হত্যাকারী ধরা না পড়ায় শিবির জড়িত, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ে ফারুক হত্যাকারী ধরা না পড়ায় শিবির জড়িত তবে এই ধরা না পড়া ঘটনা গুলো পড়ে তদন্ত করে দেখা গেছে যে ঘটনা গুলো অন্যকোন কারনে ঘটেছিল। বিএনপি শিবির কেউ জড়িত ছিল না।
এমন অনেক ঘটনা রয়েছে। যেমন দেশে শহীদ মিনার ও সংখ্যালঘুদের উপর যত হামলা হয়েছে তার মধ্যে যে গুলোতে হামলাকারী ধরা পড়েনি সেগুলোকে মিডিয়া জামায়াত-শিবিরের উপর চাপিয়ে দিয়েছে অথচ বগুড়ায় শহীদ মিনার ভাঙ্গতে গিয়ে ধরা পড়েছিল যুবলীগ নেতা পড়ে তাকে পাগল বলে ছেড়ে দিয়েছে পুলিশ, পাবনায় সংখ্যালঘুদের উপর হামলাকারীদের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি টুকুর লোক বলে জানা গেছে, কক্সবাজারে বৈদ্যমুর্তি ভাঙ্গচুরের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ জড়িত বলে তদন্তে বেরিয়ে এসেছিল। নির্বাচনের সময় স্কুল পোড়ানোর সকল ঘটনায় শিবিরকে দায়ী করা হয়েছিল আর যখন এক প্রধান শিক্ষককে হাতে-নাতে ধরা হল দেখা গেল তিনি আওয়ামী লীগ করতেন।
আওয়ামী লীগের এসব চাল বুঝে গেছেন বলেই এবং জামায়াত-শিবিরের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা বলেই এবার উপজেলা নির্বাচনে জামায়াতের এত সাফল্য।
তাই আওয়ামী লীগের উচিৎ শুধুমাত্র বিরোধীদলকে অভিযুক্ত করার রাজনীতি বাদ দিয়ে নিজেদের দলের কালপ্রিট, সন্ত্রাসীদের নির্মূল করে দলকে শুদ্ধ করুন।। তাতে আপনারই মঙ্গল হবে।
©somewhere in net ltd.