নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ বাংলাদেশ

লেখালেখি করার ইচ্ছা আমার দীর্ঘ দিনের

কে এম সুমন

দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!

কে এম সুমন › বিস্তারিত পোস্টঃ

বর্তমানে চরম নিরাপত্তাহীন আমরা বাঙ্গালী!!!!!!!!!

১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩২

বর্তমান আওয়ামী সরকারের ৫ জানুয়ারী একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর দেশের আইন-শৃঙ্খলা কতটা উন্নত (!!) হয়ছেে তা একটু ভালো করে দেখে নিন!!

দেশের সাধারন জনগনের নিরাপত্তা যারা দিবে শুধু তাদের হাতেই গত জানুয়ারী- জুন পর্যন্ত ক্রসফায়ারে জীবন দিতে হয়েছে মোট ৯৪ জন মানুষের এবং অপহৃত হতে হয়েছে ৭৪ জনকে।

অর্থাৎ প্রতি মাসে প্রায় ১৬ জনকে জীবন দতিে হয়েছে!!!!!


এছাড়াও রাজনৈতিক সংঘাত, কারা হেফাজতে এবং সীমান্তে বি.এস.এফের হাতে মৃত্যুর ঘটনাতো আছেই।।

আর র্ধষন, সাংবাদিক নির্যাতন ও সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার কথাতো বাদই দিলাম।







তথ্যসূত্র: আইন ও শালিস কেন্দ্র; রিপোর্ট জানু-জুন/১৪

বাংলাদশেরে আইন-শৃঙ্খলা পরস্থিতি

অথচ সরকার ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে সর্বোচ্চ অগ্রাধিকারের পঞ্চম বিষয় “সুশাসন প্রতিষ্ঠা”-এর

৫.৭-এ বলেছিল, “জনজীবনে নিরাপত্তা বিধানে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমুহকে রাজনীতির প্রভাবমুক্ত, আধুনিক ও যুগোপযুগী করে গড়ে তোলা হবে। (আংশিক)

এবং ২০১৪ সালের গণবিচ্ছিন্ন একদলীয় নির্বাচনের ইশতেহারেও তারা প্রতিশ্রুতি দিয়ে ১.১-এ বলেছে, “শান্তি-স্থিতিশীলতা: জঙ্গীবাদ, সন্ত্রাস ও সাম্রদায়িকতা দুর করে রাষ্ট্র ও সমাজ জীবনের সর্বক্ষেত্রে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা হবে। নাগরিকদের জীবনের নিরাপত্তা বিধান, তাদের কাজের ও চলাফেরার মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।”

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১০

হলুদ ফুল বলেছেন: ভয় পাইছি । বিদেশে যামু নাকি ভাবতাসি :(

২| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৫

হলুদ ফুল বলেছেন: ভয় পাইছি । বিদেশে যামু নাকি ভাবতাসি :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.