![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!
মি. মাহবুবুল আলম হানিফ সাহেব বলেছেন, "রিয়াজ রহমানকে নাকি খালেদা জিয়ার নির্দেশেই গুলি করা হয়েছে সরকারকে বেকায়দায় ফেলার জন্য। তিনি আরও বলেন নিজের স্বার্থ উদ্ধারের জন্য বেগম জিয়া তার ২০ দলের নেতা-কর্মীদের হত্যাও করতে পারেন।"
মি. হানিফ সাহেবের কথা অনুসারে যদি ধরে নিই যে, বাংলাদেশের রাজনীতি হচ্ছে নিজ দলের লোককে হত্যা করে সরকারী দলকে কোনঠাসা করা অথবা প্রশ্নবিদ্ধ করা তাহলে ২১ আগস্ট গ্রেনেড হামলা, শাহ এ এম এস কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টারের হত্যাও একই উদ্দেশ্যে নযতো??
আর যদি তা না হয়ে এটা সত্য হয় যে, তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বা নেতৃত্ব শূন্য করার জন্য সরকারীদল পরিকল্পিত ভাবে এসব হামলা বা হত্যা করেছে (আওয়ামী লীগের দাবী) তাহলে রিয়াজ রহমানকে গুলি, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বাসায় হামলা, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ শত শত নেতা-কর্মী গুম ও হত্যাও যে একই উদ্দেশ্যে নয় এটা বর্তমান সরকার অস্বীকার করবে কি করে??
যেকোন একটি তো বর্তমান আওয়ামী লীগকে স্বীকার করতেই হবে কারন তারাতো আর দুধে ধোয়া তুলশীপাতা নয়!!!!
তাদের দলে যে সন্ত্রাসী রয়েছে সেটা বাংলাদেশের জনগন ভালো করেই জানে। আওয়ামী লীগ কি অস্বীকার করতে পারবে যে তাদের দলে সন্ত্রাসী নাই???
১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৯
কে এম সুমন বলেছেন: thanks for comments....i agree.
২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৫
নুর ইসলাম রফিক বলেছেন: কোন দলই দুধে ধোয়া তুলশীপাতা নয়!!!!
শিরোনামটা ভাল লাগলো।
সাথে যুক্তি গুলিও।
১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০
কে এম সুমন বলেছেন: thanks!!!
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৮
নিলু বলেছেন: কম বেশী আছে তবে কেনও সন্ত্রাস সৃষ্টি হয় , সেটাই আলোচ্য বিষয় হওয়া দরকার বলে মনে করি ।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
ধঅনের শীষ বলেছেন: সারা বাংলার ধানের শীষে , জিয়া তুমি আছো মিশে।
অবরোধ চলছে, অবরোধ চলবে ।
শহীদ জিয়া অমর হোক ,
বংলাদেশ জিন্দাবাদ
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আওয়ামীদের মিথ্যা, প্রগলভতা, বাচালতা, কুযুক্তি আর ফাপড় কিছূই তাদের রক্ষা করতে পারবে না।
কারণ তাদের ভিত্তি দুর্বল! অনির্বাচিত, স্বৈরাচারী চেতনায় তারা যা করছে এইসবই বলা যায়! কারণ সত্য বলার বা স্বীকাররে সাহস যাদের নেই তারাই মিথ্যার প্রসাদ দিয়ে সত্যের কণা ঢাকতে চেষ্ট করে .. কিন্তু পারেনা।
মতিউর রহমার রেন্টু জীবন দিয়ে প্রমাণ করেছে তার বইয়ে লেখা সকল ঘটনা সত্য।
আর তাদের রাঘব বোয়াল নেতারাই মইন ফখরু সরকাররে মতো স্বীকারোক্তি দিয়েছে শেরাটনে বাসে পড়ুিয়ে ১১ জন হত্যায় তারা কিভাবে জড়িত!
তাইতো তারা দড়ি দেখলেও সাপ বলে চেচিয়ে ওঠে।
আমজনতার ৫ জানয়ারীর গণপ্রত্যাখানের পরও তারা রং হেডেড বলেই এখনও কথা বলে !!! বন্দুকের মূখে ক্ষমতা আকড়ে থেকে গণতন্ত্রই দরকার নাই!!!!
কোন সভ্য, সুস্থ, বোধ সম্প্ন্ন নাগরিক তা পারে না।
১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩১
কে এম সুমন বলেছেন: excellent!! thanks brother for your comments...
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন ব্রো । ভৃগু দার কমেন্টও চমৎকার ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮
মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: শুধু সন্ত্রাসী কেন ভাই, সন্ত্রাসীর থেকে বড় কিছুও আওয়ামিলীগের মধ্যে আছে।