নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ বাংলাদেশ

লেখালেখি করার ইচ্ছা আমার দীর্ঘ দিনের

কে এম সুমন

দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!

কে এম সুমন › বিস্তারিত পোস্টঃ

দমন-পীড়ন দিয়ে কি দেশের এ অবস্থা থেকে উত্তোরণ সম্ভব???

৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৭

খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ লাইন কেটে সরকার কি প্রমাণ করল???? বিরোধীদলের আন্দোলন সফল নাকি সরকার আন্দোলন ঠেকাতে সফল??? এভাবে বিরোধী দলের উপর দমন-পীড়ন চললে কি হরতাল-অবরোধ বন্ধ হবে নাকি আরো জোড়ালো হবে??? আপনারাই বলেন???
দেশের এই পরিস্থিতির জন্য সরকার দায়ী নাকি ২০ দলীয় জোট দায়ী?? কারন দীর্ঘ এক বছর ২০ দলীয় জোট বড় কোন আন্দোলনের ডাক না দিয়ে শুধু আল্টিমেটাম আর আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছিল কিন্তু সরকার ও তাদের চেলা-চামুন্ডারা এটাকে বিরোধীদের দুর্বলতা ভেবে কোন গুরুত্ব না দিয়ে শুধু উস্কানী দিয়ে এসেছে। কখনো বলেছে যে তারা কাগজে বাঘ আবার কখনো বলেছে যে তাদের মুরোদ নেই!! এছাড়াও এমন সব কথা বলা শুরু করেছিল যে, তা শুনে একজন ঘুমন্ত বালকেরও শিরা-উপশিরার প্রতিটি রক্ত বিন্দু গরম উত্তেজিত হয়ে উঠবে!!
আর এখন যখন তারা তাদের মুরোদ দেখানো শুরু করল সেই সময় সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে দমন-পীড়ন শুরু করল!! এতে সরকার খুব একটা বুদ্ধিমানের কাজ করছে বলে আমার মনে হয় না!! কারন সমঝোতার পথে না এসে এভাবে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বেশী দিন ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয় এটা বাংলাদেশে অনেকবার পরীক্ষীত।।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৬

তাহের অন্তরা বলেছেন: এর নামই তো রাজনীতি, যার সংজ্ঞা আমরা ২ রাজনৈতিক দলের আচরণ থেকে পেয়েছি।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৯

নিলু বলেছেন: ভাই দয়া করে --রাজনীতির পথে -- লেখাটি সময় পেলে পড়ে নিবেন, রক্ত মাথায় উঠলে , মানুষ এমনিতেই মরে যায় , লিখে যান

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০২

খেলাঘর বলেছেন:


সম্ভব, এবং দরকার

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

আনিসুর র বলেছেন: সম্ভব, তবে তার আগে আওয়ামিলীগকে জনগন এব বিশ্বের কাছে স্বীকার করতে হবে তারা শৈরতন্ত্র গনতন্ত্রে তার বিশ্বার করে না।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪১

এসব চলবে না..... বলেছেন: দমন-পীড়ন দিয়ে কি দেশের এ অবস্থা থেকে উত্তোরণ সম্ভব নয়।

হরতাল অবরোধ দিয়ে আর পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে সম্ভব।
মানুষের জ্ঞান কি আস্তে আস্তে হাটুতে নেমে যাচ্ছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.