![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই ৮ বছর আগে।
কার কথায় আর মনে করতে পারছী না। খুলেছিলাম আইডি। একটা দুটো পোষ্ট!
তারপরর আবার হারিয়ে যাওয়া জীবন যুদ্ধে! ব্যস্ততায়।
আজ অনেক দিন পর ডায়রী ঘেটে আইডি পাস পেয়ে ট্রাই করলাম।
বাহ এখনো এক্টিভ আছে। ভালই লাগছে।
যদিও নিজের ঝুরি শূন্য!
অচেনা থেকে চেনা হতে খুব ইচ্ছে হয়।
১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
অচেনা আগন্তুক বলেছেন: মন তো চায়। সময়ে হয়ে ওঠে না।
ইচ্ছে আছে যদি আপনারে চিনে নেতো
ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪২
আহলান বলেছেন: হুমম .... এটাই তো নসীব ...
১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১১
অচেনা আগন্তুক বলেছেন: তা বলতে পারব না! তবে আপনাতো অনেক লেখা। আমিতো লিখতেই পারলাম না।
দেখা যাক নসীব কি করে?
৩| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
আরাফআহনাফ বলেছেন: স্বাগতম! সুস্বাগতম।
হোক না শুরু পথচলা, পুনরায়।
শুভ কামনা রইলো।
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:০৩
অচেনা আগন্তুক বলেছেন: ধন্যবাদ
হোক শুরু পথচলা, পুনরায়
৪| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
সভ্য বলেছেন: সবাইতো ভাই শূণ্য থেকে পূণ্য অর্জন করে, আপনার পূর্ণতাও বেশী দূরে নয়, লিখুন, পড়ুন, কমেন্ট ও লাইক করুন, তবেই দেখবেন আপনাকে নিজেকে চেনাতে হবে না, ব্লগাররায় আপনাকে চিনে নিবে, ভালো থাকুন।
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:০৪
অচেনা আগন্তুক বলেছেন: খূব ভাল বলেছেন।
আসলেই আইডিটা করার পর থেকে জীবনের টানাপোড়েনে ব্যস্ততায় কাজে আর এ মুখো হওয়া হয়নি।
য়দিও সামুর প্রতি প্রেম রয়েছেই পাঠক হিসেবে বেশি...
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮
ডার্ক ম্যান বলেছেন: হয়ে যান চেনা