![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকবার.....
দ্রোহ লয়ে নির্ভীক
বলি
আমি সিরাজ
আমি মোহনলাল
আমি তিতুমির
আমি শেখ মুজিব
আমি জিয়া
আমি- আমি।
আমার আমিকে চিনে এসো বলি চিৎকারে
থামো।
যথেষ্ট হয়েছে।
এবার আমাদের বাঁচতে দাও। বাঁচার মতো।
এ কেমন বেঁচে থাকা?
অতংকিত প্রতি প্রহর?
মতপ্রকাশের স্বাধীনতা কই??
কেবলই মিথ্যাচারে ডুবে গেলে একটি জাতি
আর কি থাকে?
এসো সাদাকে সাদা বলি-
কালোকে কালো
ম্বৈরাচারিতা কোন অজুহাতেই গ্রহণযোগ্য নয়!
অনেক অনেক অর্থ আর উন্নয়ন দিলেও কি তুমি
বেছে নেবেক্রীতদাস জীবন?
৫২ বলে না, ৬৯ বলে না
৭১ শেখায় জীবন দিতে
২০১৭-তে এ কেমন তোমার ক্লীবতা!!!
জাগো সুবোধ! চির বুঘলকপুর চেতনায়।
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:১১
অচেনা আগন্তুক বলেছেন: জ্বি!
আপনি খুব ভালভাবে লক্ষ করেছেন দেখে খুশি হলাম।
আপনিতো অনেক অনেক লিখেছেন। লেখাগুলৌও বেশ ভাল পড়তে হবে সময় করে।
মন্তব্য পেয়ে অনেক ভাল লাগছে। কিন্তুর কিন্তুটা বুঝতে পারিনি বিজন রয় দাদা। বুঝিয়ে বললে খুশি হব
২| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:০৬
বিজন রয় বলেছেন: যা হোক নতুন পোস্ট দিয়েছেন সেটাই বড় কথা।
নিয়মিত থাকুন ব্লগে!!
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:১৩
অচেনা আগন্তুক বলেছেন: জ্বি.
আশীর্বাদ করবেন। যেন থাকতে পারি.....নিয়মিত
৩| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:১৬
বিজন রয় বলেছেন: ব্লগিং এ আমার ২ বছর ৫ মাস হলেও আমি আসলে ব্লগিং শুরু করি ২০১৬ এর জানুয়ারি থেকে।
২০১৫ সালে ১লা জানুয়ারি আমি ব্লগে নিক ওপেন করি। কিন্ত ২০১৫তে ব্লগে তেমন একটিভ ছিলাম না।
তারপর ২০১৬ তে নিয়মিত হই।
তবে আমি পোস্ট করি কম।
ধন্যবাদ আর শুভকামনা রইল।
আপানারা পুরানো ব্লগাররা আবার নিয়মিত হন।
২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:০০
অচেনা আগন্তুক বলেছেন: জেনে ভাল লাগল।
আপনার মনটা সুন্দর।
আর আমি হয়েতা কেবলই সমেয়র পুরােনো। ব্লগিংয়ে পুরানো আপনারাই যারা নিয়মিত চর্চায় আছেন।
ভাল থাকুন।
৪| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৩:২২
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, বিদ্রোহী মন ভাবের। ++
২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:০১
অচেনা আগন্তুক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
এটা অস্তিত্বের আহবান। আমজনতার। শোষকের বিরুদ্ধে বিদ্রোহ ছাড়া কে কবে কিছূ পেয়েছ!!???
আবারো ধন্যবাদ মন্তব্যের জন্য।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
তারেক ফাহিম বলেছেন: কবিতায়++
৬| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৯
আরাফআহনাফ বলেছেন: আমি - আমি।
সুন্দর কবিতায় শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:০৫
বিজন রয় বলেছেন: !!!!
২০০৮
২০১৩
২০১৬
এবং এখন ২০১৭ সাল।
আপনার গত চারটি পোস্টের বছর!!
অনেক পর পর পোস্ট দেন আপনি।
কবিতা ভাল হয়েছে।
কিন্তু একটি কিন্তু আছে।