| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-কবি
অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!
http://www.somewhereinblog.net/blog/kobey
মডারেটরবৃন্দের দৃষ্টি আকর্ষন করছি আমি আমার আগের নিকটি কি ফিরে পাব না। আপনাদের বর্ণিত পদ্ধতিে মেইল করেছি। কিন্তু উত্তর নেই , নেই কোন প্রতিকার। নতুন করে শুরু করার জ্বালা টের পাচ্ছি। ব্লগবাড়িটাকেই অচেনা লাগছে। দেখা যাক কি হয়।
১৯ শে জুন, ২০১৬ রাত ৯:১৬
-কবি বলেছেন: ধন্যবাদ বিজন রয় দাদা। আমার আগের নিকটি ছিল http://www.somewhereinblog.net/blog/kobey
২|
১৯ শে জুন, ২০১৬ রাত ১০:০৫
শায়মা বলেছেন: এইটা কি মাইনাস কবি???
যাইহোক নতুন নিকেই চলুক তাহলে ভাইয়া।![]()
২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
-কবি বলেছেন: " মাইনাস কবি" darun blosen apumoni, bangla e type kora jatcha na
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৬ রাত ৯:০৪
বিজন রয় বলেছেন: আপনার আগের নিকটি কি ছিল?
ব্যাপার না।
নতুন নিকেই চলুক ব্লগিং।
শুভকামনা।