| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মাদ আব্দুলহাক
অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।
কোনো এক শ্রাবণ সন্ধ্যায় তোমার সন্ধান আমি পেয়েছিলাম,
ইলশাগুঁড়ি বৃষ্টি ঝরছিল, বৃষ্টিতে ভেজা পাখিরা ডানা ঝাপটাচ্ছিল,
তোমার রূপজেল্লায় নৈসর্গ উজ্জল হতে দেখে আমি বিমুগ্ধ হয়েছিলাম।
তুমি ছিলে বিষাদগম্ভীর, লীলাচঞ্চল তোমার চুল আঁচল উড়াচ্ছিল,
উদাসিণীর মত একা হাটছিলে, আমি তোমাকে দূর থেকে দেখছিলাম,
আপাতদৃষ্টিতে ভালো লেগেছিল তোমাকে আমি ভালোবেসেছিলাম।
তোমার আঙ্গিনায় দাঁড়িয়ে আমি বৃষ্টিস্নাত করছিলাম,
হয়ত বা দিশেহারা হয়ে তোমার দুয়ারে উপনীত হয়েছিলাম,
হয়ত বা তুমি আমাকে নিমন্ত্রণ করেছিল,
হীমেল হাওয়া হাড় কাপাচ্ছিল, শীতের দাপটে থরহরি করছিলাম,
জানিনা অপলকদৃষ্টিতে কতক্ষণ তোমার পানে তাকিয়ে ছিলাম।
আমাকে বৃষ্টিতে ভিজতে দেখে অবাক এবং আবেগপ্রবণ হয়েছিলে,
তুমি আঁচল এগিয়ে দিয়েছিলে, ভালোবাসি আমি তোমাকে বলেছিলাম।
বিষণ্ণ নিঃসঙ্গ ছিলে তুমি, ওষ্ঠদ্বয় কাঁপছিল কিছু হয়ত বলতে চেয়েছিলে,
তোমার মনের কথা শুনা হয়নি, বৃষ্টি থামাতেই বিদায় বলতে হয়েছিল,
কি বলতে চেয়েছিলে মন আজ জানতে চায়, বিষণ্ণ নিঃসঙ্গ, বাইরে বৃষ্টি ঝরছে,
নয়ন জলে আশার প্রদীপ জ্বালিয়েছি আমি সে রাতেও জ্বালিয়েছিলাম।
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নাম্বার ঘুরা!!!
২|
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০৯
নাজনীন খলিল বলেছেন: ভাল লাগল। অনেক শুভকামনা।
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার কবিতা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৩|
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:১১
বিষাক্ত মানুষ বলেছেন: ভাল্লাগছে । +++++
৪|
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৩১
সুরভিছায়া বলেছেন: অপূর্ব ! দুয়ার ,বৃষ্টি (শেষের দিকে বৃষ্ঠি ) একটু ঠিক করে দেবেন।
৫|
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৮
প্রতিফলন বলেছেন: বাহ! অনেক সুন্দর কবিতা লিখেছেন হাক ভাই। খুব ভাল লাগলো। অনেক গভীরতায় গেঁথে গেলো।
৬|
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ বিমা।
৭|
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ সুরভিছায়া। বানান ঠিক করেছি। বানান নিয়ে আর পারিনা ![]()
ু ো দুটাকে নিয়ে দায়ে আছি।
৮|
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রতিফলন ![]()
৯|
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৯
মেঘাচ্ছন্ন বলেছেন: অনেক ভালো হয়েছে । +++++
আপনি ফিরে এসেছেন দেখে অনেক ভালো লাগছে ।
ভালো আছেন নিশ্চয়ই .....
পরিবারের সবাইকে নিয়ে অনেএএক ভালো থেকেন ।
শুভেচ্ছা রইলো ।
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকেও অনেএএএক ধন্যবাদ। ফিরে আসতেই হল আপনাদের মাঝে।
মেঘাচ্ছন্ন কবিতা পরে লেখব ![]()
১০|
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৬
আশরাফ মাহমুদ বলেছেন: অনেক সুন্দর।
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই।
১১|
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪১
বরুণা বলেছেন: হায়হায় এটা আবার কোন শ্রাবনসন্ধ্যা পলাশী??????????
যাই হোক নং ১ কবিতা।+++++++++
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জলদেবী তোমার জন্য শ্রাবণ সন্ধ্যায় শ্রাবনসন্ধ্যার জন্য। মনে নেই বলেছিলাম যে ভুজুং দেবার জন্য কবিতা লিখব। তখন উনি বলেছিলেন উনাকেও ভুজুং দিয়ে একটা লেখার জন্য।
নং ১ কইয়া +++++++++ দিলে কেন বুঝলামনা। বেশী ভালো লেখে ফেলেছি নাকি না আমাকে উল্টা ভুজুং দিচ্ছ।
১২|
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৩
রুবাইয়াত আফরিন বলেছেন: ++++++++++++++++++++++
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
১৩|
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৪৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: ইলশাগুঁড়ি বৃষ্টি ঝরছিল, বৃষ্টিতে ভেজা পাখিরা ডানা ঝাপটাচ্ছিল ।
ইলশাগুঁড়ি বৃষ্টি ঝরছিল,..............শব্দটা অনেক দিন শুনলাম। দেশে থাকতে প্রায় শুনা যেতো.......।
"এখানেতো ইলিশ নাই, ইলিশগুঁড়ি বৃষ্টিও নাই""
ভালো লাগালো
কবিভাই।
ভালো থাকুন।
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৪৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ আফা। আপনার জন্যও শুভকামনা রাইল।
১৪|
১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৩
শ্রাবনসন্ধ্যা বলেছেন: ওরে ওরে আমি এখন কই যাই।
আমি মুগ্ধ, বিমোহিত।
গতরাতে শিরোনাম দেখে বারবার পড়ি পড়ি করে কেন যে পড়া হল না!
শ্রাবণসন্ধ্যা কৃতজ্ঞ হল আপনার কাজে হোক না ভুজুং তার পরও।
১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মগজকে কষ্ট দিলেও শ্রম সফল হয়েছে। আমার আরেকট কবিতা আছে জানিনা আপনি পড়েছেন কিনা, ওটা হল শ্রাবণের আকাশে
http://kobiabdulhaque.wordpress.com/page/2/
সময় হলে পড়বেন।
আপনাকে অনেক ধন্যবদা। আপনাদেরকে খুশি করার জন্যই আমি এখন কবিতা লেখি। আমার কবিতা কেউ পড়েনা। ভুজুং দিয়ে পড়াতে পারলেও কষ্ট সার্থক হয়।
অনেক সময় ভুল থাকে তা আমি বুঝিনা। ভুল পেলে মন্তব্যে লেখলে খুশি হব।
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৫|
১৩ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২২
রুবেল শাহ বলেছেন: তোমার সব পোষ্টে কঠিন মাইনাস...........
১৩ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সহজ হৈলে সহজে বুঝা যাই তাই আমি কঠিন করি। আমার খুব ভালো লাগে ।
তুমি একটা সহজ পোস্ট দাও থোড়া পড়ব।
১৬|
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৯
শ্রাবনসন্ধ্যা বলেছেন: পড়লাম শ্রাবণের আকাশে ।
উপরের মন্তব্য মজা করার জন্য লেখা,
কবিতা আপনার মগজে, মননে; শ্রাবণসন্ধ্যা উপলক্ষ্য মাত্র।
আরো লিখুন, এখন মনে পড়ল আপনি অভিমান করে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমি এত সহজে বুঝি না, তাই দেরীতে বুঝলাম। ফিরে আসায় অভিনন্দন।
১৭|
১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মজার মন্তব্যের জন্য আমি কবিতা লেখি। আমি চির নবীন থাকতে চাই বয়সের ভার আর ভাল্লাগেনা
যদিও আমরা একে অন্যকে চিননা কিন্তু মনের ভুবণে খুবই পরিচিত। তাই ফিরে আসতে হল।
পড়ার জন্য ধন্যবাদ।
১৮|
১৪ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৯
কঁাকন বলেছেন: আপনার যত কবিতা আমি এখন পর্যন্ত পড়েছি তার মধ্যে এটা সেরা
+++++++++++++++++++++++++++++++++++++
দারুন, চমৎকার , অসাধারন
ভালো থাকুন
১৪ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাচানি কাঁকন!!! কবিতাটা এমন করে লেখার কারণ হল, আমার নতুন বইর প্রথম পাতায় এই কবিতাটা থাকবে। তাই কষ্ট করতে হয়েছিল। আরো কিছু কবিতা আছে হয়তো পড়নি, ওগুলা মুছে দিয়েছি তয় অন্য সাইটে আছে।
আইচ্ছা এখন কথা হৈল, এই কবিতা পুরুষরা পছন্দ করার কথা, তুমি কি তাইলে ![]()
১৯|
১৪ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৫
কঁাকন বলেছেন: আজেবাজে কথা কবানা
চাঙ্কুর জন্য আজকে আমার আইডেন্টিটি প্রোবলেম
১৪ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি বাচিছি, আমার নাম পড়ে বুঝা যায় আমি যে বুড়া বেটা। হেহেহে ![]()
২০|
২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫০
নিহন বলেছেন: আগের মতো জাক্কাচ ।
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ নিহন।
২১|
১৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪০
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল কবিতা
এত ব্লগে আমরা রেগুলার ঘুরছি কিন্তু পরিচিত হই নি এখনো, আজ হলাম কি বলুন ?
ভাল থাকবেন ।
আপনার ছবিটা দারুন, মজারু
২২|
১৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪০
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল কবিতা
এত ব্লগে আমরা রেগুলার ঘুরছি কিন্তু পরিচিত হই নি এখনো, আজ হলাম কি বলুন ?
ভাল থাকবেন ।
আপনার ছবিটা দারুন, মজারু
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০৬
নাফে মোহাম্মদ এনাম বলেছেন: আপনার সঙ্গে ফোনে কথা বলতে চাই।