নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক অথবা নাস্তিক্যবাদ

২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৪

নিরীশ্বর [ nirīśbara ] বিণ. 1 ঈশ্বরহীন; 2 ঈশ্বরের অস্তিত্ব অস্বীকারকারী, নাস্তিক; 3 ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে অস্বীকৃতিপূর্ণ (নিরীশ্বর মত)। [সং. নির্ + ঈশ্বর]। বাদ বি. ঈশ্বর নেই-এই দার্শনিক মত, নাস্তিক্যবাদ, atheism (বি. প.)। বাদী (-দিন্) বিণ. বি. নাস্তিক।

Atheism
"Atheist" redirects here. For other uses, see Atheist
(disambiguation).Atheism is, in a broad sense, the rejection of belief in the existence of deities.[1][2] In a narrower sense, atheism is specifically the position that there are no deities.[3][4][5] Most inclusively, atheism is the absence of belief that any deities exist.[4][5][6][7] Atheism is contrasted with theism,[8][9] which, in its most general form, is the belief that at least one deity exists.[9][10]


নাস্তিক্যবাদ (ইংরেজি ভাষায়: Atheism; অন্যান্য নাম: নিরীশ্বরবাদ, নাস্তিকতাবাদ) একটি দর্শনের নাম যাতে ঈশ্বর বা স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করা হয়না এবং সম্পূর্ণ ভৌত এবং প্রাকৃতিক উপায়ে প্রকৃতির ব্যাখ্যা দেয়া হয়। আস্তিক্যবাদ এর বর্জন কেই নাস্তিক্যবাদ বলা যায়।[১] নাস্তিক্যবাদ বিশ্বাস নয় বরং অবিশ্বাস এবং যুক্তির ওপর প্রতিষ্ঠিত। বিশ্বাসকে খণ্ডন নয় বরং বিশ্বাসের অনুপস্থিতিই এখানে মুখ্য।[২]

ইংরেজি ‘এইথিজম’(Atheism) শব্দের অর্থ হল নাস্তিকক্য বা নিরীশ্বরবাদ। এইথিজম শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক ‘এথোস’ (ἄθεος) শব্দটি থেকে। শব্দটি সেই সকল মানুষকে নির্দেশ করে যারা ঈশ্বরের অস্তিত্ব নেই বলে মনে করে এবং প্রচলিত ধর্মগুলোর প্রতি অন্ধবিশ্বাস কে যুক্তি দ্বারা ভ্রান্ত বলে প্রমাণ করে। দিনদিন মুক্ত চিন্তা, সংশয়বাদী চিন্তাধারা এবং ধর্মসমূহের সমালোচনা বৃদ্ধির সাথে সাথে নাস্তিক্যবাদেরও প্রসার ঘটছে। অষ্টাদশ শতাব্দীতে সর্বপ্রথম কিছু মানুষ নিজেদের নাস্তিক বলে স্বীকৃতি দেয়। বর্তমান বিশ্বের জনসংখ্যার ২.৩% মানুষ নিজেদের নাস্তিক বলে পরিচয় দেয় এবং ১১.৯% মানুষ কোন ধর্মেই বিশ্বাস করে না।[৩] জাপানের ৬৪% থেকে ৬৫% নাস্তিক অথবা ধর্মে অবিশ্বাসী।[৪][৫] রাশিয়াতে এই সংখ্যা প্রায় ৪৮% এবং ইউরোপীয় ইউনিয়ন এ ৬% (ইতালী) থেকে শুরু করে ৮৫% (সুইডেন) পর্যন্ত।[৪]

পশ্চিমের দেশগুলোতে নাস্তিকদের সাধারণ ভাবে ধর্মহীন বা পরলৌকিক বিষয় সমূহে অবিশ্বাসী হিসেবে গণ্য করা হয়।[৬] কিন্তু বৌদ্ধ ধর্মের মত যেসব ধর্মে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় না, সেসব ধর্মালম্বীদেরকেও নাস্তিক হিসেবে বিবেচনা করা হয়।[৭] কিছু নাস্তিক ব্যক্তিগত ভাবে ধর্মনিরপেক্ষতা, হিন্দু ধর্মের দর্শন, যুক্তিবাদ, মানবতাবাদ এবং প্রকৃতিবাদে বিশ্বাস করে। নাস্তিকরা কোন বিশেষ মতাদর্শের অনুসারী নয় এবং তারা সকলে বিশেষ কোন আচার অনুষ্ঠানও পালন করে না। অর্থাৎ ব্যক্তিগত ভাবে যে কেউ, যে কোন মতাদর্শে সমর্থক হতে পারে,নাস্তিকদের মিল শুধুমাত্র এক জায়গাতেই, আর তা হল ঈশ্বরের অস্তিত্ব কে অবিশ্বাস করা।


এখন মজার প্রশ্ন হইল, দুনিয়াতে অগণিত ধর্ম থাকতে ইসলাম ধর্ম নিয়ে এত তড়প কেন?

ধর্ম মানতে চাও না কেউ তোমাকে মারধর করবে না কিন্তু অন্যের ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা কইলে তো মাথা গরম হবেই।

এখন ভারতে নতুন তড়প শুরু হয়েছে, ভারতে গরু জবাই করা যাবে না।
খালি মাইর!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৮

সাফায়েতুল ইসলাম বলেছেন: তথ্যবহুল পোস্ট । ভাল লাগল :D

২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নাস্তিক শব্দের এতো বিশ্লেষণ আমি আগে জানতাম না :-*

২| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪১

কিং ফাহিম বলেছেন: তাই জাপানে রয়েছে suiside forest ক্লিক দেখতে।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাই যাইতে পারিনি :(

৩| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


সভ্যতা প্রতিদিনই বদলাচ্ছে, সবকিছু বদলাচ্ছে, মানুষ প্রতিদিনই নতুন কিছু শিখছে। আবার, নতুন কিছুই শিখতে পারছে না, এদের সংখ্যাও বিরাট।

এরিস্টেটলের দিনে শিক্ষিত মানুষের সংখ্যা কম ছিল; আজ বেশী।

বাংলাদেশ ও অন্যান্য দেশের সমমানের স্কুল, বা ইউনিভার্সিটির ছাত্রদের মাঝে অন্যান্য দেশের ছাত্ররা বেশী শিখে ও বুঝে।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

৪| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৭

বিলোয় বলেছেন: এসব প্রচার করবেন না।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এসবতো অভিধানে আছে। আমি সামান্য দিয়েছি।


ধন্যবাদ।

৫| ২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৯

উধাও ভাবুক বলেছেন: দুনিয়াতে অগণিত ধর্ম থাকতে ইসলাম ধর্ম নিয়ে এত তড়প কেন?

৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জবাব জানি না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.