নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

হাবভাব

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৯


(পার্কে হাঁটতে গেলে এখানে দাঁড়িয়ে আমি দোয়া করি। খুব শান্ত পরিবেশ। আমার খুব ভালো লাগে।)


হাবভাবে বুঝা যায় বাঁশ ঝাড়ে যে ভূত আছে,
হরিণের দৌড়ে দেখে বুঝা যায় বাঘে দৌড়াচ্ছে।
আসলে কী হয়েছে,
কেউ যখন ভাব ধরে তখন আমার খুব ভালো লাগে,
দূর থেকে তাকিয়ে ভাব ধরা শিখি,
আমি ভাবুক হতে চাই।


জানো অনামিকা,
আমি কখনও কদম ডালে কোকিল বসতে দেখিনি,
দেখিনি কখনও নিজের ডিমে তা দিতে।
অন্য পাখিরা কোকিলছানা লা‍লনপালন করে,
বার বার এমন হওয়ার পরেও পাখিরা নিরাশ হয় না।

মন্তব্য ৫১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৫

আমি চির-দুরন্ত বলেছেন: আমি ভাবুক হতে চাই। ইতিমধ্যেই আপনি একজন দক্ষ ভাবুকে পরিনত হয়েছেন সেটা প্রমানিত সত্য।

বার বার এমন হওয়ার পরেও পাখিরা নিরাশ হয় না
খুব ভালো।

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে প্রশ্ন করতে চাই, বিরিয়ানি পাকাতে পারেন তো?
আমি কিন্তু ভাত তরকারি রাধতে পারি।

২| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


পাখীরা নিরাশ হয় না, কারণ তাদের জীবনে নতুন কিছু ঘটে না, ও আগের জেনারেশনের শিক্ষার উপর নতুন কিছু গড়ে না।

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আশ্চর্যের বিষয় হলো, কোকিল প্রজাতি অন্য পাখিকে ব্যবহার করতে শিখেছে। ওরা ডিমের মাপজোখও বদলাতে পার।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৩

আমি চির-দুরন্ত বলেছেন: ভাত রাধতেই পারি। তরকারি বলতে ডিম ভাজি আর আলুভর্তাই ভরসা। বিরিয়ানি রান্না করতে না পারলেও খেতে তো পারি। খেতে খেতেই শিখে যাব।

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি না, শিখতে হলে পিঁয়াজ পিষা শিখতে হবে প্রথম। আমি শিখেছি।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সাধকের সাধনার শেষ হয় না কখনো আপনি তাই বুঝিয়ে দিলেন 'ভাবুক' হতে চেয়ে। আপনি তো ভাবুকই আমি এমনটাই মনে করি। বাস্তবজ্ঞানের কাছে কিছু নাই, আপনার জীবন আপনাকে বহু পথ ঘুরিয়েছে, অনেক ভেবেছেন। আপনার ভাবনায় সফলতা আসুক কাম্য।

২ নং কাব্যাংশে অনেক আত্মবিশ্বাস আর অধ্যবসায় বুঝিয়েছেন, ইচ্ছা তীক্ষ্ণতা আত্মবিশ্বাস বাড়ায়। (জানিনা, আমার ধারণা ভুলও হতে পারে)

ভালো লাগলো ভাই, কাব্যাংশ দুটি পড়ে।
শুভকামনা রইল।

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপনি ঠিক বুঝেছেন, দুটাইতে বাস্তবতা আছে। আমি বাক্যে ভাব স্পষ্ট রেখেছি।

আপনার সফলতা কামনা করি।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +


ছবির জায়গাটা খুবই সুন্দর মন মুগ্ধকর। জায়গাটা কোথায়?

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: Haggerston Park Hackney


মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৫

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: লেখায় টুইস্ট আছে। ভালো লাগলো।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপনে ধরতে পেরেছেন।

মন্তব্যের জন‍্য ধন্যবাদ।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০০

শাহরিয়ার কবীর বলেছেন: ভূত দেখিয়া ডর লাাগে B-)

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভূত কোথায় পাইলেন, অখন আমি ডরাইছি :-*

৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: হাবভাবে বুঝা যায় বাঁশ ঝাড়ে যে ভূত আছে,



ভূতের কথা শুনলে মাথাডা জানি কেমন করে ..... এখন আমি নিজেই ভূত কিনা, মাঝে মাঝে সন্দেহ জাগে মনে ......... B-)

২৭ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিন্তার কারণ নেই, সব ঠিকঠাক আছে।

৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৮

ওমেরা বলেছেন: আচ্ছা নানাজান মানুষ যখন ভাব ধরে আপনি কি ভাবে বুঝেন ? আমি না একটুও বুঝতে পারি না আসলে আমি তো অনেক বোকা তো ।

কেমন আছেন নানাজান ?

হায় আল্লাহ ! সালাম তো দিলাম না ।আসসালামু আলাইকুম নানাজান

২৭ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওয়াস্সালাম, আমি ভালাছি নানা, তোমার খবর কী?

তুমি কি কখনও হাঁটতে কাক দেখেছ? যার ভাব ধরে ওরা কাকের মত হাঁটে। (হাহাহাহাহা)

বলতে মানা তবুও বললাম। তুমি আসলে বুদ্ধিমতী।

১০| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৫

সচেতনহ্যাপী বলেছেন: আমার ভাল লাগে না।। দেখিতো ভাবুকদের, নিজের চেয়ে ভাবনার ওজন বেশী :-P !!
পরজীবি হয়েও কোকিলরাই আদর বেশী পায়।।
নাতি/নাতনিদের সাথে "লড়াই" করে ভালই হয়েছে, দেখছি।।
আমার একটাই মেয়ে।। বিয়ে হয় নি।।

২৭ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এশিয়াতে কোকিলের কদর বেশি। বাঙালিরা কু ডাক ভালা পায়।
আমি আসলে সত্যি কোকিল ঘৃণা করি এখন। আগে আমারও প্রিয় পাখি ছিল।

দয়া করে ক্ষমা করবেন, আপনাকে আপাজান ডাকতে পারব? (আমি সত্যি জানি না আপনে কী :D )

১১| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৭

খায়রুল আহসান বলেছেন: বার বার এমন হওয়ার পরেও পাখিরা নিরাশ হয় না -- চমৎকার!

২৭ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, আপনার হাসি সত্যি আমার খুব ভালো লাগে।

দোয়া করবেন।
আপনার জন্যও দোয়া করি, সদা হাসিখুশি থাকুন।

১২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫০

লজ্জাপতি হযবরল বলেছেন: আশাবাদী পাখি কোকিল?তা যাই হউক আমি জানি,কোকিলের জন্য প্রকৃতি নির্ধারণ করেছে কাওয়া।।

সুতরাং ভাব দেইখা ভাবুক হতে চাওয়া মন্দের ভালা,ভাব ক্ষুর হলেই বিপদ!

২৭ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা হয়তো দেশে, তবে ওরা প্রয়োজনে যে কোনো পাখির ডিমের মাপে এবং আদলে ডিম পাড়তে পারে।

আমি চাইলেও ভাব ধরতে পারি না তবে আমার মত ভাব ধরতে অনেকে চায়।

সেই কবে আমি ভাবের সাগরে ডুব দিয়েছি, তবে এখনও ভাবুক হতে পারিনা, খোর হওয়াতো দ‍ূরর কথা।

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: খুনি কোকিল ভিডিও

১৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: গভীর ভাবনায় ভাললাগা!!!!

২য়টি অসাম!!!!!!!!!!!!

++++

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কেমন আছেন দাদা?
২ নং চিন্তা করেই লিখেছিলাস।

১ নং ঢং করে, মানে ব্যঙ্গ করে। কতজনে কত ভাব ধরে।


মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫০

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের সমাজে ভাব ধরা মানুষই বেশি।

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাইজান, আমি নিজেও মাঝে মাঝে ভাব করি।

মন্তব্যের জন‍্য কৃতজ্ঞতা।

১৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার অনেক ভাল লাগল

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিও চমৎকৃত হয়েছি

১৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাইতো গুরু কদম ডালে কুকিলতো বসতে দেখিনি আবার কুকিল নাকি তার নিজের ডিমে তা দেয়না শুনেছি। অনেক বড় চিন্তার কথা। আপনার এই চরণ দুইটি সত্যি অসাধারণ দর্শন বহন করে।

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বয়সের সাথে আমিও বাস্তবিক হচ্ছি।

কে যেন বলেছিল, আমাদের জন্মই হয় মৃত্যুর জন্য।

নাস্তিরকারও বিশ্বাস করে মৃত্যুর সাথে সাক্ষাৎ হবেই।

যাক, আপনি কেমন আছেন?

১৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৭

হাতুড়ে লেখক বলেছেন: এই লেখা নোবেল পাওয়ার যোগ্য। B-)

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি হয়, আমি পাইলে আপনারে ভাগ দিমুনে ;)

১৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৮

হাতুড়ে লেখক বলেছেন: ভুল কইসি। সম্ভাবনা ক্ষীণ। বাংলার আকাশে নতুন চাঁদের আর্বিভাব ঘটেছে। তিনিই বোধকরি এইবারের নোবেল বাগায়া নিবেন। আপতত আমাদের বগল বাজানো ছাড়া কিছু করার নাই। আপনি ভাবুক হইলে আপনারে ভাবের দুইটা সঙ্গা বলবো।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আগে যা করতে হবে তা হলো এখানে যান


ভাব [ bhāba ] বি. 1 মানসিক অবস্থা (ভাবান্তর); 2 অস্তিত্ব, সত্তা; 3 অভিপ্রায়; 4 জন্ম, উৎপত্তি, সৃষ্টি; 5 স্বভাব, প্রকৃতি (পাশ্চাত্য ভাবাপন্ন); 6 প্রীতি, প্রণয়, সুসম্পর্ক (দুজনের মধ্যে বেশ ভাব আছে); 7 প্রকার, রকম (সম্পূর্ণভাবে, একভাবে); 8 নিগূঢ় অর্থ, অন্তরের কথা, মর্ম (কবিতার ভাব); 9 চিন্তা, ধ্যান (ভাবমগ্ন); 1 ভক্তি, আবেগ (ভাবে বিভোর); 11 অনুভূতির গভীরতা বা আধিক্য, হৃদয়াবেগ, emotion. [সং. ভূ + অ]।
ভাব করা [ bhāba karā ] ক্রি. বি. বন্ধুত্ব স্থাপন করা, সুসম্পর্ক গড়ে তোলা। .গত বিণ. নিগূঢ় অর্থ বা মর্মসম্বন্ধীয়। .গতিক, .ভঙ্গি বি. চালচলন, আচরণ, অভিপ্রায় (ওর ভাবগতিক তো ভালো ঠেকছে না)। .গম্ভীর বিণ. গভীর ভাবযুক্ত (ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হল)। .গর্ভ বিণ. গভীর ভাবপূর্ণ তাৎপর্যপূর্ণ (ভাবগর্ভ রচনা, ভাবগর্ভ প্রবন্ধ)। .গ্রাহী (-হিন্) বিণ. মর্ম বা ভাব বা নিগূঢ় অর্থ বুধতে পারে এমন, মর্মগ্রাহী, তাৎপর্য বুঝতে পারে এমন (ভাবগ্রাহী পাঠক) । .তরঙ্গ বি. ভাবের উচ্ছ্বাস, মনের আবেগের আধিক্য। .ধারা বি. চিন্তাভাবনার রীতি, চিন্তাধারা, প্রচলিত মতামত ও রীতি (স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত)। .প্রবণ বিণ. অনুভূতির আধিক্যযুক্ত, আবেগপরায়ণ; ভাবুক। বি. .প্রবণতা। .বিলাসী বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক। .ভঙ্গি দ্র ভাবগতিক। .ব্যঞ্জক, .সূচক বিণ. ভাব বা মনোভাবপ্রকাশক, অর্থপ্রকাশক। .মূর্তি বি. ধ্যন বা কল্পনার দ্বারা রচিত মূর্তি, image. ভাবাত্মক বিণ. ভাবপূর্ণ, ভাবময়; ভাবপ্রকাশক। ভাবানুগ বিণ. ভাব-অনুযায়ী, স্বভাবানুয়ায়ী স্বাভাবিক। ভাবানু-ষঙ্গ বি. কোনো এক বিষয় চিন্তার সময় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের চিন্তা বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে চিন্তার উদয়, association of ideas. ভাবান্তর বি. মানসিক অবস্থার পরিবর্তন (তার কোনো ভাবান্তর দেখলাম না)। ভবাপন্ন বিণ. ভাবযুক্ত, ভাবযুক্ত (পাশ্চাত্য ভাবাপন্ন)। ভবাবেগ, ভাবাবেশ বি. হৃদয়াবেগজনিত বিহ্বলতা, ভাবের উদ্রেক বা সঞ্চার, মুগ্ধতা। ভাবার্থ বি. নিগূঢ় অর্থ, মর্ম, মূল অর্থ; তাৎপর্য (কবিতার ভাবার্থ)। ভাবালু বিণ. ভাবুক, ভাবপ্রবণ, কল্পনাপ্রবণ (কবিরা স্বভাবতই একটু ভাবালু হন)। বি. ভাবালুতা। ভাবোচ্ছ্বাস বি. প্রবল আবেগ বা ভাবের প্রকাশ। ভাবোদয়, ভাবোন্মেষ বি. ভাবের সঞ্চার (মনে নতূন ভাবোদয় হওয়া)। ভাবোদ্দীপক বিণ. ভাব সঞ্চারকারী, ভাবের প্রেরণাদায়ক। ভাবোদ্দীপন বি. ভাবের সঞ্চার। ভাবোন্মত্ত বিণ. ভাবে বিভোর, ভাবে অভিভূত। ভাবোন্মাদ বি. ভাবজনিত বিহ্বলতা বা মত্ততা।
ভাবক [ bhābaka ] বিণ. 1 যে ভাবে বা চিন্তা করে, চিন্তক, চিন্তাকারী; 2 উৎপাদক। [সং. ভূ + ণিচ্ + অক]।
ভাবন [ bhābana ] বিণ. 1 চিন্তা করা, চিন্তন; 2 কল্পনা বা ধ্যান করা; 3 সৃজন; 4 প্রসাধন করা বা সজ্জিত করা; 5 ওষুধ ইত্যাদির শোধন বা সংস্কার। [সং. ভূ + ণিচ্ + অন]। ভাবনীয় বিণ. চিন্তনীয়; উদ্ভাবনযোগ্য।
ভাবনা [ bhābanā ] বি. 1 চিন্তা, বিবেচনা (এ বিষয়ে তোমার ভাবনাটা কীরকম?); 2 দুশ্চিন্তা, উদ্বেগ (ছেলেটার জন্য ভাবনা হচ্ছে); 3 ওষুধ ইত্যাদি বারবার চূর্ণ করা ও শোধন করা। [সং. ভূ + ণিচ্ + অন + আ]।
ভাবনীয় [ bhābanīẏa ] দ্র ভাবন।
ভাব-বাচ্য [ bhāba-bācya ] বি. 1 বাক্যের যে রূপে ক্রিয়া কর্তার ভূমিকা নেয়; 2 (কৌতু.) সরাসরি না বলে ইঙ্গিতে বা পরোক্ষে বলা (ওরা এখনও ভাববাচ্যে কথা চালিয়ে যাচ্ছে)। [সং. ভাব + বাচ্য]।
ভাব-বাদ [ bhāba-bāda ] বি. ভাবই জগতের মূল চালিকা শক্তি-এই দার্শনিক মত, idealism. [সং. ভাব + বাদ]। ভাব-বাদী (-দিন্) বি. বিণ. যে ভাববাদে বিশ্বাস করে।
ভাবা [ bhābā ] ক্রি. 1 চিন্তা করা (কী ভাবছ:); 2 দুশ্চিন্তা করা (অত ভেবে কী হবে?); 3 বিচার-বিবেচনা করা (একটু ভেবে দেখি); 4 সংকল্প করা (চাকরিটা ছাড়ব ভেবেছি); 5 অনুমান করা (ভবাছি বৃষ্টি হবে কি না); 6 গণ্য করা (পণ্ডিত ভাবা); 7 উদ্ভাবন করা (একটা উপায় ভাবো)। [< সং. ভাবি]। নো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)।
ভাবাত্মক, ভাবান্তর, ভাবাবেগ, ভাবাবেশ, ভাবার্থ, ভাবালু [ bhābātmaka, bhābāntara, bhābābēga, bhābābēśa, bhābārtha, bhābālu ] দ্র ভাব।
ভাবিক [ bhābika ] বিণ. 1 উদ্দীপক; 2 স্বাভাবিক; 3 ভাবযুক্ত; 4 ভবিষ্যৎ-সম্বন্ধীয়। বি. কাব্যের অলংকারবিশেষ। [সং. ভাব + ইক]।
ভাবিত [ bhābita ] বিণ. 1 চিন্তিত; 2 উদ্বিগ্ন (তার জন্য একটু ভাবিত হচ্ছি); 3 প্রাপ্ত বা প্রাপিত; 4 শোধিত বা রঞ্জিত; 5 প্রকটিত (কৃষ্ণের চরিত্র গীতার ভাবের দ্বারা ভাবিত)। [সং. ভূ + ণিচ্ + ত]।
ভাবিনী [ bhābinī ] বি. কামিনী, ভাবময়ী নারী ('ভাবের ভাবিনী রাধা';)। [সং. ভাব + ইন্ + ঈ]।
ভাবী [ bhābī ] (-বিন্) বিণ. ভবিষ্যৎ, আগামী (ভাবী জামাই, ভাবী জীবন, ভাবী কাল, ভাবী বংশধর)। [সং. ভূ + ইন্]। স্ত্রী. ভাবিনী।
ভাবুক [ bhābuka ] বিণ. 1 কল্পনাপটু; 2 চিন্তাশীল (ভাষাভাবুক); 3 ভাবগ্রাহী; 4 অতিরিক্ত ভাবপ্রবণ। [সং. ভূ + উক]। বি. তা।
ভাবুনে [ bhābunē ] বিণ. 1 বিলাস প্রিয়, প্রসাধনপ্রিয়; 2 রঙ্গরসপ্রিয়; 3 কপটতাপ্রিয়। [সং. ভাবন + বাং. ইয়া < এ]।
ভাবোচ্ছ্বাস, ভাবোদয়, ভাবোদ্দীপক, ভাবোদ্দীপন, ভাবোন্মত্ত, ভাবোন্মাদ [ bhābōcchbāsa, bhābōdaẏa, bhābōddīpaka, bhābōddīpana, bhābōnmatta, bhābōnmāda ] দ্র ভাব।
ভাব্য [ bhābya ] বিণ. 1 চিন্তনীয়, ভাববার মতো (ভাব্য বিষয়); 2 অবশ্যই হবে এমন, অবশ্যম্ভাবী, ভবিতব্য; 3 সাধ্য, নিষ্পাদ্য, নিষ্পন্ন করতে হবে এমন। [সং. ভূ + য]।


এখন যা বলতে চান বলুন।

২০| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৩

ক্লে ডল বলেছেন: হাবভাবে বুঝা যায় বাঁশ ঝাড়ে যে ভূত আছে?

"সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ,
এবার আনব মাভৈঃ বিজয় মন্ত্র বল হীনের বল!" B-)

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভয়ে মন ভিতু হয়। :P

কেমন আছেন?

২১| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৭

উম্মে সায়মা বলেছেন: ২নং টা ভালো লেগেছে।
আমরা মানুষরা অল্পতেই নিরাশ হয়ে যাই। পাখিদের কাছ থেকে শেখার আছে।
আমিও ভাবুক হতে চাই :-B

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আইচ্ছা, এখন থেকে আপনি ভাবিনী।

২২| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৩

উম্মে সায়মা বলেছেন: =p~
ছবির জায়গাটা খুব সুন্দর.....

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, রোজ আমি হাঁটতে যাই ও‌খানে। ওখানে যাওয়ার পর আমি সত্যি বদলে যাই, বদলে যায় আমার হাবভাব। আমি বিশ্বাস করতে শুরু করি, আমার দোয়া তখন কবুল হয়। খুব শান্ত পরিবেশ। আমি যখন হাঁটি তখন আশে পাশে কেউ থাকে না।

২৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৭

হাতুড়ে লেখক বলেছেন: এই ভাবে চোখে আঙ্গুল দিয়ে না দেখাইলেও পারতেন মিয়া বাই! আমারে কইলেই তো আমি নিজে গিয়া ডিসকোনারী (ডিক্সনারী) দেইখ্যা আসতে পারতাম। ;) হুদাই কষ্ট করলেন। B-)

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ডিসকোনারী (ডিক্সনারী) B:-)

আপনি নিশ্চয় পিরিচত কেউ।

যাক, আমার কষ্ট হয় না, মাত্র দুই ক্লিকের কাজ ছিল :D

২৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২০

হাতুড়ে লেখক বলেছেন: গুরু ক্লিক শিখতে চাই। কোথা গেলে পাই সেই সে মহাভারত? B-)

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহা।
এখন আর চাইলেও পাবেন না, ওরা সরিয়ে ফেলেছে। আগে ডেটা ছিল। এখন অনলাইন ডিসকনারি আছে।

আগে অনেককে দিয়েছি, এই ফাইলের জন্য আমি দুইটা লাপটপ নষ্ট করেছিলাম। প্রায় ১৭ শো পৃষ্টা ডাটা।

২৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৬

সচেতনহ্যাপী বলেছেন: আমি পুরুষ।। সুতরাং ভাই।। ছদ্মনামের বিপত্তি আর কি!!

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহা।

তো ভাইজান কেমন আছেন? আমি ভালাছি।

২৬| ০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১২

জাহিদ হাসান বলেছেন: ভালোই লাগল। পাখিদের ব্যাপারে যা লিখেছেন তা হয়তো বাহ্যিক চোখে দেখা একটা বিবরন মাত্র।
পাখিদের জগৎ আমাদের কল্পনার জগৎ থেকে আলাদা । সেই জগতে হয়তো আমার -আপনার মত ভাবুক পাখিও আছে।
যারা আমাদের নিয়ে এমনই কিছু কাল্পনিক কথা ভাবে।

০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, অনেক সমায় পাখিরা আমাদের আশে পাশে আসে।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.