নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

এত মোটা লতা বাপের জন্মে প্রথম দেখেছি :-*

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৭



মহোপন্যাস শেষ করে আমিও প্রায় শেষ হয়েছিলাম। Depression এ depressed হয়ে নিষ্কাম হয়েছিলাম। এক্কথায় ভোগবাসনাবিমুখ যাকে বলে। কবিতা অথবা উপন্যাস এইসব শব্দ পড়তে খুব সুন্দর লাগে কিন্তু বাস্তবে কেমন তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি।

ডাক্তার কবিরাজরা হাত উঠিয়ে বলেছিল, তোমার মাঝে কোন রোগ নেই কিন্তু কেন এমন হলে আমি জানি না।
তো যাক, কাজ ছেড়ে বেকার হয়ে হাঁটা হাঁটি শুরু করলাম। বিড়ি টানার বদাভ্যাস আছে।
আমার আশেপাশে কয়েকটা পার্ক আছে।

vicky park
Weavers Fields

সমস্যা হলো, এখানে হাঁটতে গেলে পরিচিতদের সাথে গপসপ শুরু হয় হাঁটা হয় না।
তাই Haggerston Park
এ হাঁটতে যাই। প্রথম ভয়ে ভয়ে গিয়েছিলাম। ছোট কালে থেকেই আমরা Hackney এর সাথে দূরত্ব বজায় রাখতাম এবং আমি এখন যেখানে আছে এদিকে আসতাম না। তো যাক, কয়েকবার যাওয়ার পর, ডান পাশের জংগলে প্রবেশ করি আমি প্রায় বেআক্কেল। ওরা আল্লাহ এতো আমার লাউতলা। (মানে আমার গ্রাম)
পরে আরও ছবি পোস্ট করব।




এখন আমি সুস্থ প্রায় কিন্তু ডাকের কথা আছে, বেআক্কেলের আক্কেল হয় না, আমি লেখালেখি ছাড়তে পারিনি। এই মাসে দুইটা শেষ করেছি, হাতো আরও দুইটা, হাতে লেখা ডায়েরি টাইপ শুরু করেছিলাম, সমস্যা হলো, মাথা নষ্টের মন্ত্রের দিকে তাকালে সত্যি মাথায় সমস্যা হয়। টাইপিং বাদ দিয়েছি।

তো যাক এখন আসি আসল কথায়, ছবি কেমন? আমি মাঝে মাঝে ভুলে যাই আমি যে অন্য দেশে। অনেকে প্রশ্ন করে দেশে যাওনা কেন? তখন আমি বলি, আমিতো দেশেই আছি। একদিন একজনকে সাথে নিয়েছিলাম, উনিও বলেছিলেন হ্যাঁ, আমরা এখন গ্রামে আছি।

মন্তব্য ৭৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি কবিরাজ হলে চুরি করতাম ................ মনে ধরেছে ।

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন আবার দেখুন, আগে অনেক কিছু ছিল না। অজ্ঞাত কারণে ডিলিট হয়েছিল।

খুব সুন্দর তাই না?

২| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
বলার অপেক্ষা রাখেনা ,,,, খুব সুন্দর । B-)

আগে বোটানিক্যাল গাডেনে যাইতাম গাছ দেখিতে ....... পাশে থাকিত না কেউ ,,,, শুধু গাছ দেখার জন্য। অন্যকিছু আবার কিন্তু না। B-)

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহা, আমার সাথেও কেউ যায় না। :((

আমি একলা একলা হাঁটি। (কুত্তায় একদিন আমার সাথে গলাগলি শুরু করেছিল, মাই গো মাই, আমি ডরাইছলাম। কুত্তা আমি ডরাই। বাসায় এসে বলার পর, আমার দোকলা চোখ পাকিয়ে হাত নাচিয়ে বলেছিল, খবরদার, পার্কে যাওয়ার জন্য আমাকে বলবেন, বললে অমঙ্গল হবে। হাহাহাহাহা)

৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: ২ নং ছবিটা খুবই সুন্দর।এত লেখা লেখেন কেমনে। আমিতো দুলাইন লিখলেই হাফিয়ে যায়।

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ১৬ তে শুরু করেছিলা, ২৫ বছরে মহোপন্যাস শেষ করেছি। এখন ডর লাগে গো।
পড়তে চাইলে এখানে ক্লিক করুন

আমি কিন্তু অসম্ভব সম্ভব করেছি।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৭

হাতুড়ে লেখক বলেছেন: দুধের সাধ যারা ঘোলে মিটাতে সক্ষম। তারা মহামানব।

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখানে কাউয়া আছে, শুধু কালো কোকিল নেই। তবে কালো পাখি একটা আছে। ওটাকে আমি কোকিলা ডাকি। কদম ফুলও আছে।

(হাহাহাহাহাহাহা)

আমার সবাই এখানে, দেশে কিছু জমি আছে। আপনারাতো আমাকে ঝাড়ু মারলেন। এখন আর দেশে আসব না।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪

ওমেরা বলেছেন: নানা জান দেখেন আমি ও একটা তেতুল গাছ লাগিয়েছি টবে নানা জান দেখেন আমি ও একটা তেতুল গাছ লাগিয়েছি টবে

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তেতুল :-*


যতন করলে আচার খেতে পারবে।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৫

হাতুড়ে লেখক বলেছেন: ওখানে ডুমুর গাছে টুনটুনিতে বাসা বাঁধে?

বিড়ালের অভিমান বেড়ার সাথেই হয় জানি। আমরা আবার কি করলাম? 8-|

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখান সব আছে। ডুমুরের গাছের ছবি আছে। ওরে সর্বনাশ, এত মোটা গাছ আমি জানতাম না। পরে ছবি দেব।

আমি সত্যি ভয় পেয়েছিলাম। গাছটা আসার মেয়ের বাড়ি পাশে (মানে আমার মেয়ে যেখানে থাকে আর্কি।)

আমার লেখা কেউ পড়ে না। ব্লগে আমারে জেনার ফেনারেল বানায়। :(

৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: তখন আমি বলি, আমিতো দেশেই আছি। একদিন একজনকে সাথে নিয়েছিলাম, উনিও বলেছিলেন হ্যাঁ, আমরা এখন গ্রামে আছি।আসলে আছেন কোথায়? যেখানে থেকে জন্মভূমির স্বাদ উপলব্ধি করা যায়।

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি লন্ডন আছি। এসেছিলাম ছোটকালে। মা বাবা সবাই এখানে।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো থাকুন। শুভকামনা সবসময়।

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ফেসবুকে শেয়ার দেখেই ব্লগে, আমিও ভাই প্রথম দেখলাম আপনার বদৌলতে।

আল্লাহ্ আপনাকে আরও সুস্থতা দান করুক।
শুভকামনা সবসময়।

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন।

আপনার মঙ্গল হোক।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২১

হাতুড়ে লেখক বলেছেন: আমার লেখা কেউ পড়ে না। ব্লগে আমারে জেনার ফেনারেল বানায়। :(

এইটা মিথ্যারোপ। আপনি গুণীজন। তাই জেনারেল ফেনারেল বানায়। সবাইর কথা কইতে পারিনা কো। আমার তো বেশ লাগে। পড়তে পড়তে চমৎকৃত হই। চমৎকৃত হইয়া চমৎকৃত হই। B-)

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শাম্বরী!

১১| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

জুন বলেছেন: সুবর্নভুমি এয়ারপোর্টে একজন বর্ষীয়ান শেতাংগ ভদ্রলোকের সাথে পরিচয় হলো । পিঠে ব্যাগ আমার জন্য চেয়ার ছেড়ে দিল খুব আমুদে লোকটি। আলাপের সুত্রে জানতে চাইলাম কোথায় তার দেশ । লোকটি দুদিকে দুহাত ছড়িয়ে দিয়ে বল্লো " আমি মনে করি সারা পৃথিবীই আমার দেশ, ক্ষুদ্রগন্ডির মাঝে নিজেকে বেধে রাখতে রাজী নই, তবে নাগরিকত্বে বলতে পারো জার্মান "। কথাটা আমার খুবই ভালোলেগেছে ।
শেষের ছবিতে কি পেয়ারা ?

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি না, বন্য প্লাম।

আমার জন্ম লাউতল। সেয়ান হয়েছি লন্ডন।
মা বাবার সাথে হজ করেছি। দুনিয়া দেখা হয়েছে।
কবর হবে শে গন্তব্য। আমি ভাগ্যবান, আমি নাকি "বৃটিশ বাঙালি"

১২| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২২

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ,




বোঝা গেলো, যেখানেই থাকুন অনেকটা দেশীয় পরিবেশের মাঝে্ই আছেন । তবে লেখার ভাবের সাথে মনে হয় ঠিক তাল খায়নি ছবিগুলো ।
সহব্লগার "জুন" এর ১১ নং মন্তব্যটি ভালো লাগলো ।
ভালো থাকুন । কেটে যাক হতাশা ।

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ছবি দেখে এবং পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

আমি আসলে তাল মিলিয়ে দেইনি, মোবাইলে অনেক ছবি আছে, এখন ঝামেলা করতে চাই নি তাই কয়েকটা ফেইসবুকে শেয়ার করে ওখান থেকে কপি করে এনে পোস্ট করেছি।

লেখা শুরু করেছিলাম, লতা নিয়ে, পরে ভাবলাম, বলেই ফেলি কেন লতার ছবি তুলেছি, এই আরকি।

পরে আরো ছবি দেব। এক্কেবারে গ্রামের মত মনে হয়। আশ্চর্যের বিষয় হলো, এক্কে বারে লন্ডন শহরের ভিতরে এসব।

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

হাতুড়ে লেখক বলেছেন: মোটেই না। B-)

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কিতা হইছে? :P

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


আপনার শেষ উপন্যাস কিসের উপর লেখা?

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি মেইনলি ফিকশন লেখি। বিষয় থাকে কবিতা, নানা লেখক, নাতিনও লেখক হতে চায়। ঝামেলা আছে।

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গুরু জী লতা গাছটি বেশ সুন্দর। আর লাউতলা সে অনুমেয় তবে কখনো লাইতলা নয় গো।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লাইতলায় গেলে আরাম পাবেন না, জোঁকে দৌড়াবে।

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

জুন বলেছেন: আমি মোবাইল ফোনে দেখেছিতো তাই ভেবেছি পেয়ারা। লেখার পর মনে হলো আরে আমি কি বোকা. সেদেশে কি পেয়ারা হয় নাকি!! আবার আপনার গ্রাম লিখেছেন তাই আরো কনফিউজড :-<

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখানে আসলে সব আছে, আমিতো পার্ক যাই। কিউ গার্ডেনে পেয়ারা আছে। চিন্তার কারণ নেই।

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


লন্ডনে ইতালীর মতো "পেনসিওনাত" আছে? "পেনসিওনাত" হলো, নিজেদের বাড়ীতে টুরিস্ট রাখার অনুমতি ও ব্যবস্হা

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি না। তবে বাড়ি বড় হলে আত্মিয়রা থাকতে পারে।

১৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১২

নাগরিক কবি বলেছেন: খুব সুন্দর :) ভাললাগা ;)

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দড়ির প্রয়োজন হলে আগেভাগে বললে লাভ হবে।

১৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: মিঃ মিয়া


বাংলার তুলনা কেবল বাংলা নিজে!!!:)


আপনার আক্ষেপ বাড়ানোর জন্য আমার দেশের শাপলার বিলের সাতাশটা ঢেউয়ের শুভেচ্ছা দিয়ে গেলাম! :)

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হা হা হা হা।

চিন্তার কারণ নেই ভাইজান, আমি যা চাই সব এখানে আছে।
বাংলা আমার অন্তরে থাকে। আপনারা থাকেন বাংলায়। অনেক অনেক তফাৎ।

কয়টা শাপলা লাগে আমাকে বলবনে পাঠিয়ে দেব। (হাহাহাহাহা)

২০| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪০

বিলিয়ার রহমান বলেছেন: তাই বুঝি!!!!!!


আচ্ছা আপনাকে দিলেম বকুলের ঘ্রানের শুভেচ্ছা
দিলেম মোড়ের রতনের ভাঙা কাপের চায়ের উষ্ণতা
সাথে দিলেম বরষিতো তোলা কৈ আর
শীতের সকালে নানুর হাতের খৈ এর শুভেচ্ছা
আপনাকে দিলেম পড়ন্ত বিকেলে কাঠের নৌকায় চড়ে
ঝিলের মাঝে হারিয়ে যাওয়ার ফুর্তির শুভেচ্ছা

আরো চাই কি?????

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাক দিলাম, পরমাত্মীয়, অথবা অবলীল..

ক্লিক

আমি হলাম বৃটিশ বাংলাদেশি। আর কী চাই?

২১| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০

বিলিয়ার রহমান বলেছেন: অবলীলা ডাউলোড করে নিলাম!!


১৪৮ পাতার বই তাই এখনি কিছু বলা গেল না! :)


পরে জানাব! :)

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিন্তার কারণ নেই, পরমাত্মীয় মাত্র ১৩৭৩ পৃষ্টি :P আস্তে ধীরে পড়লে কোনো ক্ষতি হবে না।
বায় দা ওয়ে অবলীলা আঞ্চলিক ভাষায় লেখা।
জাতে বাংলাদেশিও আংশিক আঞ্চলিক ভাষায় লে‍খা।

২২| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: সময় পেলে সব গুলোই পড়বো!:)

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞত। আপনার মঙ্গলকামনা করি।

২৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪১

ধ্রুবক আলো বলেছেন: এত মোটা লতা বাপের জন্মে প্রথম দেখেছি

আমাদেরও প্রথম দেখার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪০

সচেতনহ্যাপী বলেছেন: বাংলা আমার অন্তরে থাকে। আপনারা থাকেন বাংলায়। অনেক অনেক তফাৎ।
ভাল লাগলো কথাটি।।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাইজান, সপ্তায় হাজার/দেড় হাজারা পাউন্ড পর্যন্ত রুজি করেছি। তা বাদি দিয়ে আমি লেখা লেখা করি, টানাটানি করে দিন কাটে। আমি চাইলেও অন্য কিছু করতে পারি না। বাংলা আমাকে নিয়ন্ত্রণ করে। এখন আমিও ভাটিতে গা ভাসিয়ে দিয়েছি, কদ্দিন পর বয়স ৫০ হবে। এখন আর চাইলেও কাজ করতে পারব না।

তবে এক কথা বলতে পারব, আমার মৃত্যুর পর আমার চরিত্ররা বাংলায় কথা বলবে। ধন সম্পদ হাতের ময়লা।

দোয়া করবেন ভাইজান। মাঝে মাঝে কষ্ট হয়।

২৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুন পোষ্ট না বলে উপায় নেই।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই লতা দেখলে সত্যি ডর লাগে :( আমি এখনও স্পর্শ করিনি।

২৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২১

সচেতনহ্যাপী বলেছেন: আর আমি ক'মাস পর ৬১তে।। ষাটেই ভিমরতি বলে বোধহয় বাংলায় একটি কথা আছে, তাই না??

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভিমরতি হলো কথার কথা। ঘুম খানি ঠিক থাকলে রতি ঠিকঠাক থাকে। বিড়ির সাথে আড়ি দেওয়ার পর আমি আবার ঠিকঠাক হয়েছি। দৈনিক কম হলেও আধা ঘন্টা হাঁটবেন। জোয়ান হেত বেশিদিন লাগবেনা। আমি আবার জোয়ান হয়েছি :P

২৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২৬

সচেতনহ্যাপী বলেছেন: স্যরি, ভাইটি।। কেন জানি না, একমাত্র এখানেই নিজেকে মেলে ধরতে পারি আগে পেতাম তুষারকাব্য,শতুদ্র আর বোকামানুষে (যদিও পাঠ্য এবং মন্তব্যের সংখ্যা বেড়ে যায়)।। বিকল্প জানা নেই বলে।।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন খুলে গল্প করবেন। মন্ত্যের দিকে তাকিয়ে কোন লাভ হবে না।

ব্লগে আসি সিরিয়াস কিছু পোস্ট করি না আর করবও না।

প্রয়োজন গল্পের জন্য আলাদা পোস্ট দেব।

২৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: একটু আগেই নেই হয়ে, এখন!! ভয়ে আছি কিন্তু।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভয়ের কারণ নেই, তাদের চোখে আঙুল না দিলে হলো।

আমি কিন্তু বানান কানা, খালি বানান ভুল হয় :(

২৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: বানান মানেই আমার বক্তব্য বোঝাতে পেরেছি কি না??

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সচেতনহ্যাপী বলেছেন: একটু আগেই নেই হয়ে, এখন!! ভয়ে আছি কিন্তু। এটা বুঝিনি।

মন্ত্যের দিকে তাকিয়ে
মন্ত্যবের×

৩০| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: মানে এই দেখি আমি আছি, এই নেই এখন আবার উত্তর দিচ্ছে।। আর কিছু না!!

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ও আইচ্ছি ভেলকি! চিন্তার কারণ নেই, আমি নমাজে গিয়েছিলাম, স্ত্রীকে একটু সাহায্য করেছি। কখনো ফেইসবুকে যাই। আমি আসলে কী হয়েছি আমি নিজে জানি না :P

৩১| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১৩

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক আমারই মত।। গিন্নির ভাষায়, একবার ঠুক্কুর দেই :P

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহা,
ছোট ভাইর বিয়ে ঠিক হবে, কথা চলছে। এই নিয়ে রান্নাবাড়া।
(আমি আবার বাবুর্চি। পিঁয়াজ কেটে দিয়েছিলাম আগে)

৩২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:২৩

উম্মে সায়মা বলেছেন: সত্যিই তো আমাদের দেশের গ্রামের মতই লাগছে!!
দেশে কি একেবারেই যান না? B:-)

২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না, দেশে যাওয়া হয়না, যদিও বাংলার টানে এবং বাংলার জন্য আমি ফতুর হয়েছি।
৩৪ বছরে মাত্র ১১ সপ্তা দেশে কাটিয়েছি।

৩৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:০২

নতুন নকিব বলেছেন:



ভাই, আপনি অনেক মজার মানুষ। হ্যাঁ, আমিও ভাল আছি। সময় তো কেটে যাচ্ছে।

আপনি কিছু দিন যখন ব্লগে ছিলেন না, সেই সময়ের কথা, আপনার সেই পলাশ মিঞা -তে সর্বশেষ কমেন্টটা সম্ভবত: আমারই ছিল। সেখানে আপনাকে রিকোয়েস্ট করেছিলাম যে, পলাশ মিঞা -তে আর কোন কিছু না লিখলেও অন্তত: যেন সেই কমেন্টটিতে উত্তরটা দিয়ে যান। মানে, আমরা যেন আপনার সেই সময়কার অবস্থাটা অবগত হতে পারি।

যাক, আলহামদুলিল্লাহ। আপনি ফিরে এসেছেন। অনেক আনন্দিত। ভাল থাকবেন। একান্ত কামনা, পরকালের ভাবনায় আপনার সাথে মিলেমিশে ব্লগ পরিবারের সদস্যগনও নিজেদের উত্তম আমল সংগ্রহে নিয়োজিত করতে পেরে ধন্য হতে পারেন।

বললাম এ জন্য যে, আপনি হয়তো জানেন, হয়তো জানেন না, আপনার অবর্তমানে আমরা আপনাকে কতটা ফিল করেছি।

পার্থিব জীবনের খেল তামাশা শেষ হয়ে যাবে।
অন্তহীন পারলৌকিক জগত সামনে অপেক্ষমান।
সেই জগতের জন্য আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমীন।

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আস্সালামু আলাইকুম, ভাই আপনার মন্তব্য পড়ে সত্যি আবেগপ্রবণ হয়েছি। জি আপনার মন্তব্য আমি পড়েছিলাম, এবং ব্লগে জবাব না দিয়ে ফেইসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। পলাশমিঞাকে জেনারেল করে উনারা দুইটা উপকার করেছেন, অদ্য আমি জটিল চিন্তায় ছিলাম। দুনিয়ায় এত অত্যাচার হচ্ছে, চোখের সামনে অসহায়কে হত্যা করা হচ্ছে কেউ কিচ্ছু বলে না। দুনিয়াকে মাত্র কয়েকজনে নিয়ন্ত্রণ করে, আমরা কেউ কিচ্ছু করতে পারি না। গজবও নামে না। পলাশমিঞা থেকে প্রতিবাদ করার পর উনারা আমাকে জেনারেল করেছেন। আমি কিচ্ছু করতে পারিনি, আপনারা কিচ্ছু করতে পারেননি। তবে হ্যাঁ আমি চাইলে মন্দ কিচ্ছু করতে পারতাম। আমি কারো মন্দ করতে চাই না। দুই, পলাশমিঞাকে সরিয়ে উনারা প্রমাণ করেছেন, আপনারা আমাকে ভালোবাসেন। ব্লগিং করে আমি আমার গন্তব্যে পোঁছায় সাহায্যপ্রাপ্ত হয়েছি। আপনারা আমাকে সবদিকে সাহায্য করেছেন। আমি শুদ্ধ এবং সতর্ক হতে পেরেছি। আপনারা কী পছন্দ করেন তাও জানতে পরেছি। মানে আপনারাও আমার মত শান্তি স্বস্তি চান, একটু আনন্দ চান, একটু আড্ডা দিতে চান, মনে খুলে দুইটা কথা বলতে চান। এসব আমাদের জন্মাধিকার।
ভাইজান, মুসলমান আমরা সত্যের সাথি। আল্লাহ আমাদের গন্তব্য। একে অন্যের জন্য দোয়া করলে নিশ্চয় আমাদের আত্মা প্রশান্ত হবে।

৩৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৮

সামিয়া বলেছেন: নির্মল আর সহজ সরল কথা গুলো। লন্ডনের গ্রামের চিত্র দেখে মজা পেলাম।

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপা গো, এটা গ্রমারে ছবি নয়। সিটি অফ লন্ডন থেকে মাত্র মাই দেড়েক হবে। গ্রামের ছবি পরে একদিন পোস্ট করব। এখানে মানুষ ঘাস এবং গাছের সাথে মিতালি করে। দেশে এসব ধ্বংস করে।

৩৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩

মোস্তফা সোহেল বলেছেন: সময় করে আপনার উপন্যাস নিশ্চয় পড়ব। ভাল থাকুন।

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মতামতে উপকৃত করলে কৃতজ্ঞ হব।

৩৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৩

সামিয়া বলেছেন: ভাইজান গো আমি আপনার কথাই বলেছি, গ্রামের চিত্র গ্রামের মত চিত্র। কি জানি এই রিপ্লে দেখে আবার কি বুঝবেন আল্লাহ মালুম।

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহাহা, চিন্তার কারণ নেই আপা। এখানের গ্রামের বাড়ির দাম বেশি।

দেশে সব নাশ করে ওরা শহর বানাতে চায়, এখানে শহর নাশ করে গ্রাম বানাতে চায়। পার্কে গেলে মন হাল্কা হয়। পাখির ডাক, বাতাসের শনশনে মন চনচনে হয়।

৩৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৩

সামিয়া বলেছেন: ছোটদের আপা না বলে আপু বললে ভাল শুনায়,

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আবার ঝামেলা লাগছে! :((

আমার বোনদেরকে আমি আপা ডাকি। আমার ৫ বোন। বড়টাকে ডাকি বড় আপা। ছোটটাকে ডাকি ছোট আপা।

৩৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৭

অপ্‌সরা বলেছেন: গাছের ছবি দেখেই আমি মুগ্ধ ভাইয়া! :)

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাগানে গেলে আমি বিমুগ্ধ হই।

আপনি কেমন আছেন?

৩৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০০

সামিয়া বলেছেন: ও আচ্ছা অভ্যাস!! তাহলে কিছু করার নেই, bye & tc

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মঙ্গলে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.