নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

পরমাত্মীয় (পৃষ্টা ২-৩)

০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৪



ওরা যখন কথা বলে অনুশিষ্যরা তখন মাসুমের লাশ গাঙে ফেলে দেয়। বিত্রস্ত মালীহা শিষ্যের হাত ধরে হাঁটতে শুরু করে। মায়াবনের প্রবেশপথে প্রবীণ লোককে দেখে মালীহা চিৎকার করে বলল, ‘বাবা, আমাকে বাঁচাও।’
উনি অগ্রসর হলে মারণমন্ত্রে শৌভিক বাণ মারে এবং অনুশিষ্যরা উনাকে আক্রমণ করে। তা দেখে শিষ্য হতাশ হয়। একজনের হাত থেকে লাঠি কেড়ে পালটা আক্রমণ করলে ওরা দৌড়ে পালায় এবং মন্ত্রবাণ বাতাসে অদৃশ্য হলে বিস্মিতকণ্ঠে শিষ্য বলল, ‘শৌভিকের বাণ নাশ করলেন কেমনে?’
‘বিশ্বাসের জোরে। এদের খপ্পরে পড়েছ কেন? চলো, ওকে বাড়ি পৌঁছে দেব।’ বলে উনি হাত প্রসারিত করেন। মালীহা দৌড়ে যেয়ে দুহাতে উনার হাত ধরে হাঁটতে শুরু করে। মাথা নেড়ে পিছু হেঁটে শিষ্য বলল, ‘খপুষ্প দেখতে চেয়ে আমি খচ্চরের খপ্পরে পড়েছি।’
উনি কথা না বলে দ্রুত হেঁটে চলে যান। শিষ্য মায়াবনে প্রবেশ করলে শৌভিক গর্জে বলল, ‘খালি হাতে এসেছিস কেন?’
‘বাবাপির বাধা দিয়েছিলেন।’
‘ভড়ং ভক্কি আমি বুঝি না। যা, কলেকৌশলে ওকে নিয়ে আয় নইলে তোর কলিজা চিবিয়ে খাব।’ বলে শৌভিক শিষ্যের বুকে ধাক্কা মারে। নিজেকে সামলিয়ে শিষ্য বলল, ‘পাকেপ্রকারে আনতে গেলে বিপাকে পড়ব। আমি স্বচক্ষে দেখেছি আঙুলের ইশারায় মন্ত্রবাণ নাশ করেছিলেন। আত্মিক এবং দৈহিকবলে উনি বলীয়ান। উনার সাথে টক্কর দিলে মারাত্মক ভুল হবে।’
‘ভুল-টুল আমি বুঝি না। আমি অমর হতে চাই। আকাশে তাকিয়ে দেখ, নতুন চাঁদ জন্মছে। ষষ্ঠী তিথিতে ভূতপূর্ণিমা শুরু হবে। প্যাঁচায় উপোস ভাঙার আগে মন্ত্রামৃত পান করতে হবে। যা, সত্বর ওকে নিয়ে আয়।’ বলে শৌভিক তর্জনগর্জন করলে শিষ্যরা বেরোয়। অন্যরা নন্দিরগাঁওর দিকে যায়। শিষ্য দিগন্তরপুরের দিকে হাঁটতে শুরু করে প্রবীণ লোককে দেখে দৌড়ে যেয়ে সালাম করে হাঁপাতে হাঁপাতে বলল, ‘বাবা, জাদু শিখতে চেয়ে আমি মহাপাপ করেছি। আমাকে উপদেশ করুন নইলে বেঈমান হয়ে মরব।’
‘পাপ করলে তওবা করতে হয়। ভুল করলে শুদ্ধ করতে হয়। আত্মশুদ্ধির জন্য সাধনা করতে হয়। কী করতে চাও?’
‘আত্মশুদ্ধি করতে চাই। মালীহাকে আমি ভালোবাসি। ওর মন জয় করতে চেয়ে আমি বিভ্রান্ত হয়েছি। ওরা ওকে মেরে ফেলবে।’
‘আত্মা এবং মৃত্যুকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না।’
‘আপনি নিশ্চয় জানেন সে অমর হতে চায়। মালীহার রক্তে মন্ত্রামৃত বানাবার জন্য সে বেপরোয়া হয়েছে।’
‘তা আমি জানি। এখন একমাত্র তুমি তাকে উচিত শিক্ষা দিতে পারবে।’
‘মন্ত্রবলে সে আমাকে নিয়ন্ত্রণ করে। চাইলেও আমি কিছু করতে পারি না।’
‘তুমি কী করতে পারো তা তুমি জান না। রক্ত কুম্ভে ভরার সময় একমাত্র তুমি তা বিষাক্ত করতে পারবে।’
‘মরণপণ করে হলেও আমি তা করব। কী করতে হবে?’
‘রক্তে খাঁটি মধু মিশাতে হবে।’ বলে তার মাথা বুকে হাত বুলিয়ে সালাম করে উনি চলে যান। সালামের জবাব দিয়ে সে বুক ভরে শ্বাস টেনে দৌড়ে মালীহার বাড়ি যায়। উঠানে কয়েক শিষ্যের লাশ। ঘরে ঢুকে মা বাবার লাশ দেখে তার আক্কেল গুড়ুম হয়। মালীহার হাতে বন্দুক। ভয়ে থরহরি করছে দেখে অভয় দিয়ে শিষ্য বলল, ‘আমাকে সাহায্য কর। আমি তোর ক্ষতি করব না। আমাকে গুলি করলে ওরা তোকে মেরে ফেলবে। আমাকে বিশ্বাস করলে আমাদের মঙ্গল হবে।’
অন্যরা অগ্রসর হলে মালীহা ট্রিগার টানে। ফাঁকা শব্দ হলে শিষ্য দৌড়ে যেয়ে গম্ভীরকণ্ঠে বলল, ‘আমাকে বিশ্বাস কর। আমি তোকে ভালোবাসি। আমার সাথে চল।’
আরেক শিষ্য চোখ পাকিয়ে বলল, ‘দূরে থাক, আমি তোকে বিশ্বাস করি না।’
‘চোপ।’ বলে শিষ্য মালীহার হাত ধরে ঘর থেকে বেরিয়ে ডানে বাঁয়ে তাকিয়ে মৌচাক দেখে ব্যস্তকণ্ঠে বলল, ‘আমার সাথে আয়।’
দৌড়ে মালীহা তাকে অনুসরণ করে। শিষ্য গাছে উঠে মৌচাকে টুসি মেরে লাফ দিয়ে নেমে ডান হাতে মালীহার বাম হাত ধরে দ্রুত হেঁটে শৌভিকের সামনে যায়। মালীহাকে দেখে আলুদোষী শৌভিক আনন্দোত্তেজিত হয়ে যুগপৎ শুরু করলে অপলকদৃষ্টে তাকিয়ে শান্তকণ্ঠে শিষ্য বলল, ‘অক্ষতের রক্তে মন্ত্রামৃত হয়।’
কথা না বলে শৌভিক তেগ দিয়ে মালীহার বাম হাতের কবজি কেটে স্রাবিত রক্ত কুম্ভে ভরে এবং কোষবদ্ধ তেগ টেবিলের উপর রেখে দু হাতে কুম্ভ ধরে মহানন্দে পান করে কম্পিকণ্ঠে বলল, ‘বিশ্বাসঘাতক হলে কেন?’
‘আমি মন্ত্রসিদ্ধ হতে চে‌য়েছিলাম। মন্ত্রে নিয়ন্ত্রণ করে আমার ভালোবাসাকে হত্যা করতে চেয়েছিস। তোর শ্রম সাধনা পণ্ড করেছি।’ বলে শিষ্য পলকে তেগ হাতে নিলে ক্ষুব্ধকণ্ঠে শৌভিক বলল, ‘তেগ ফিরিয়ে দে নইলে তোর সর্বনাশ করব।’
‘তোরা আমার যথেষ্ট অনিষ্ট করেছি। আজ আজি ভোজবাজির ভুষ্টিনাশ করব। গুরুমন্ত্রের জন্য তুই দরদিবাড়ির দরদিয়াকে হত্যা করেছিলে।’
‘হ্যাঁ, গুরু বেঘোরে মরেছিল। তোকে আমি চরকির মত ঘুরিয়ে মারব।’
‘আমার উরে আয়, আমি তোকে রৌরব দেখাব।’ বলে শিষ্য হাতের ইশারায় ডাকে। আক্রমণ না করে শৌভিক মন্ত্র জপতে শুরু করলে দুজন অদৃশ্য হয়। অন্যরা দৌড়ে পালায় এবং ডান হাতে বাঁ হাত ধরে মালীহা ভয়ে কাঁপতে শুরু করলে শিষ্য বলল, ‘মালীহা, বাড়ি ফিরে যা।’
‘আমি তোমাকে দেখতে পাচ্ছি না। সত্যি আমার ভয় হচ্ছে।’
‘তুই নির্ভয়ে যা।’
কথা না বলে মালীহা যখন হাঁটতে শুরু করে, প্রবীণ লোক তখন এশার নমাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে হাঁটাহাঁটি করেন। উনাকে ডেকে শিষ্য বলল, ‘বাবা, আপনার উপদেশমতো রক্তে মধু মিশিয়েছিলাম। মালীহা বলেছে আমি নাকি অদৃশ্য হয়েছি?’
‘অবিশ্বাস্য হলেও তুমি অদৃশ্য হয়েছ। তোমার উপস্থিতি আমি অনুভব করতে পারিনি। তুমি চাইলে অকল্পনীয় অপকর্ম করতে পারবে। মনে থাকে যেন, প্রতিহিংসা প্রতিহার্য। অন্যকে কষ্ট দিলে পাপ হয়। অন্যের অনিষ্ট করলে আত্মা অতুষ্ট হয়।’
‘আমি জানি আপনি দীর্ঘতপা এবং দূরদর্শী। উপদেশ করলে উপকৃত হব। আমাকে উপদেশ করুন।’
‘আল্লাহ বলেছেন, শপথ নফসের এবং তাঁর, যিনি তাকে সুঠাম করেছেন, অতঃপর তাকে তার অসৎকর্ম ও তার সৎকর্মের জ্ঞান দান করেছেন, অবশ্যই সে সফলকাম হবে যে নিজেকে পরিশুদ্ধ করবে। এবং নিশ্চয় সে ব্যর্থ হবে, যে নিজেকে কলুষিত করবে।’
‘আমি পরিশুদ্ধ হতে চাই। দৃশ্যমান কীভাবে হব?’
‘মন্ত্রশক্তি নষ্ট করার জন্য তাকে হত্যা করতে হবে। আমরা তাকে হত্যা করতে পারব না। তার তেগে জাদুশক্তি আছে।’
‘তেগ এখন আমার হাতে।’
‘নিশ্চয় কোষবদ্ধ?’


এই বই দুই খন্ডে আমাজনে প্রকাশ করেছি
Poromatthio: Volume 1 (Bengali) Paperback – 21 Jun 2016
by Mohammed Abdulhaque (Author)
Product details
Paperback: 596 pages
First edition (21 Jun. 2016)
Language: Bengali
ISBN-10: 1534824596
ISBN-13: 978-1534824591
Product Dimensions: 12.7 x 3.4 x 20.3 cm

এক সাথে পড়তে চাইলে আমাজন থেকে কিনতে পারবেন

অথবা অনলাইন পড়তে চাইলে আমার সাইটে আছে

এখানে বিজ্ঞাপন দিচ্ছিনা, কারো কাছে বিজ্ঞাপন মনে বলবেন, পোস্ট ডিলিট করব।

মন্তব্য ৪৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:০৫

ডঃ এম এ আলী বলেছেন: খুশী হলাম জেনে ।
অভিনন্দন রইল উপভোগ্য এই গ্রন্থটির জন্য ।

শুভেচ্ছা রইল ।

০৫ ই মে, ২০১৭ রাত ৮:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ ডাক্তরসাহেব।

২| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:১৪

ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ, খুব ভালো লাগলো, কিন্তু খুব কঠিন।
গত পর্বে পর এখন আরও থ্রিলার বাড়ছে।+++

০৫ ই মে, ২০১৭ রাত ৮:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উৎসাহের জন্য আন্তরিক ধন্যবাদ।

২৫ বছরে শেষ করলেও ষোলোআনা শেষ হয়নি। আরো অনেক বার সম্পাদনা করতে হবে।

৩| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: পরমাত্বীয় সিরিজের জন্য ধন্যবাদ!


বেশ লাগছে :)

চলুক সিরিজ!

০৫ ই মে, ২০১৭ রাত ৮:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চালাব নাকি? মাত্র ১২৯৭ পৃষ্টা :D

৪| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: চালাব নাকি? মাত্র ১২৯৭ পৃষ্টা :D

ভুই পাইছি ;) হা হা হা

মাত্র ৩.৫৬ বছর!!!!!!!!!!!!!!!!!!!!!

উরিব্বাস!!!!!!!

জ্ঞানমনি যতটুকু বিলাতে পারেন- ততটুকুই লাভ!!!!!!!!! :)

০৫ ই মে, ২০১৭ রাত ৮:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি লিংক দিয়ে দিয়েছি, কেউ পড়তে চাইলে পড়তে পারবেন। আমি শুধু প্রমাণ দিয়েছি এই মহোপন্যাস আমি শেষ করেছি। অনেকে হাসাহাসি করেছিলেন আমাকে নিয়ে।

যাক আপনি কেমন আছেন?

৫| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:৪৪

ওমেরা বলেছেন: হায় আল্লাহ !! একটু পরে পড়ে কমেন্ট করব ।

০৫ ই মে, ২০১৭ রাত ৮:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিকাছে।

৬| ০৫ ই মে, ২০১৭ রাত ৯:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রইল ভাই। উদ্যোগে মুগ্ধ। আমরা এখন পরমাত্মীয় কিছু কিছু এভাবে জানতে পারবো।

শুভকামনা রইল আপনার ও প্রকাশনার জন্য।

০৫ ই মে, ২০১৭ রাত ৯:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধ্যনাদ। আর হয়তো পোস্ট করব না। আমি শুধু তাদেরকে জানাবার জন্য পোস্ট করেছিলাম যারা আমাকে নিয়ে হেসেছিল।

আবারও আপনাকে ধন্যবাদ।

৭| ০৫ ই মে, ২০১৭ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


আমি কি বলবো বুঝতে পারছি না; আপনার উপন্যাসে যে স্হান, কাল ও নায়কদের সমন্ময় ঘটায়েছেন, তা আজকের সাথে কি তাল মিলাতে পারবে!

০৫ ই মে, ২০১৭ রাত ৯:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পলাশমিঞার দাদা থেকে শুরু করেছি, আর মাত্র কয়েক পৃষ্টা পর তার জন্ম হবে। তখন তাল ধরতে পারবেন।
আপনাদের মতামত জেনে প্রয়োজনে আপবার সম্পাদনা করবে।

(মহোপন্যাস নাকি জন্ম থেকে শুরু করতে হয়)

৮| ০৫ ই মে, ২০১৭ রাত ৯:২২

হাতুড়ে লেখক বলেছেন: মোবাইলে আছি। বেশি কিছু বলতে পারছি না। টাইপিং এ সমস্যা হচ্ছে। সাধারণ নয় এমনন।

০৫ ই মে, ২০১৭ রাত ৯:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পরে মন্তব্য করলে চলবে। আজ সত্যি অপমানিত হয়েছি একজনের পোস্ট মন্তব্য করে।

৯| ০৫ ই মে, ২০১৭ রাত ১০:০০

কলিমুদ্দি দফাদার বলেছেন: বাঙালিদের বই কিনে পড়ার অভ্যাস কড়া উচিত। তা না হলে লেখক ও তার শ্রম কে অশ্রদ্ধা করা হয়। আপনার উপ্যাসের জন্য শুভকামনা।

০৫ ই মে, ২০১৭ রাত ১১:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
পাঠকদেরকে আকৃষ্ট করার জন্যই আমি ২৫ বছরের সাধনা ফ্রি করে দিয়েছি।

১০| ০৫ ই মে, ২০১৭ রাত ১০:০৭

ফকির আবদুল মালেক বলেছেন: পরমাত্মীয় পড়ে দেখব ইনশাল্লাহ। পড়ে পরে পরপরানি পারা যাবে।

০৫ ই মে, ২০১৭ রাত ১১:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়তে শুরু করলে মতামতা দেওয়া শুরু করবেন। রদবদল করতে হলে শুরু করব।

১১| ০৫ ই মে, ২০১৭ রাত ১০:১২

ফকির আবদুল মালেক বলেছেন: ওমা!!

এ যে বিশাল আয়োজন। তো কি হয়েছে? চেষ্টা চালবই।
আল্লাহ সাহস দে, আল্লাহ সময় দে

০৫ ই মে, ২০১৭ রাত ১১:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন।

ফকিরসাহেব, তাজিব লাগবে।

১২| ০৫ ই মে, ২০১৭ রাত ১১:৪৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: বইটি পড়ে দেখার চেষ্টা করবো । শুভকামনা আপনার জন্য।

০৫ ই মে, ২০১৭ রাত ১১:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়লে দয়া করে মতামত দেবেন।

১৩| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:৪৬

ধ্রুবক আলো বলেছেন: ষোল আনা শেষ হোক, তবে ২৫বছরে যতটুকু লিখেছেন তা বিশাল ব্যাপার, আমি খুব অনুপ্রেরণা পেলাম আপনার এই প্রয়াশ থেকে।
মাঝে মাঝে ভাবি কি হবে লিখে কে পড়বে, আমি কি আর বড় লেখক হতে পারবো। খুব হতাশ হয়ে যাই। আপনার লেখা খানি অনুপ্রেরণা হয়ে থাকবে।

০৬ ই মে, ২০১৭ রাত ১২:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা। উপন্যাস শেষ হয়েছে। তবে এখনও আরও অনেক বার সম্পাদনা করতে হবে।

শুরুতে ভেবেছিলাম বই লেখা শেষ হলেই বড় লেখক হয়ে যাব। লেখক হতে আসলে অনেক সময় লাগে। জানি না লেখক হতে পারব কি না।
হতাশ হলে ক্ষতি হবে। এই আশায় লিখতে থাকুন একদিন লেখক হব।

আপনার সফলতা কামনা করি।

১৪| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:৪৬

ওমেরা বলেছেন: আচ্থা নানাজান আপনি সম্পূর্ণ বই টা একটু একটু করে ব্লগে পোষ্ট করবেন ?

০৬ ই মে, ২০১৭ রাত ১:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না নানাভাই, চাইলে আমাজন থেকে কিনতে পারবে অথবা ই-বই পড়তে চাইলে আমার সাইট থেকে ডাউনলউড করতে পারবে। উপরে লিংক দিয়েছি।

অনেক আগে অনেকে আমাকে নিয়ে হেসেছিল, তাদরেক বলার জন্য ব্লগে কয়েক পৃষ্টা প্রকাশ করেছি।

পড়তে শুরু করলে জানাবে।

১৫| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: কেমন আছেন।।

০৬ ই মে, ২০১৭ রাত ১:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভালো আছি ভাইজান। তবে ঠাঠা একটা আমার মাথায় পড়েছে আজ। আপনি কেমন আছেন?

১৬| ০৬ ই মে, ২০১৭ রাত ১:০৫

ওমেরা বলেছেন: ইনশা আল্লাহ পড়ব নানাজান , তখন জানাব নানাজান ।

০৬ ই মে, ২০১৭ রাত ১:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ নানাভাই।

১৭| ০৬ ই মে, ২০১৭ রাত ১:০৬

সচেতনহ্যাপী বলেছেন: আমি মজাই নিচ্ছি (অন্য লেখায়)!! আর ভালতো অবশ্যই কারন নামের পিছে সুন্দর একটা পালক যগ হয়েছে সম্প্রতি =p~ ।।

০৬ ই মে, ২০১৭ রাত ১:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহা। :P আমিও আশে পাশে আছি।

১৮| ০৬ ই মে, ২০১৭ রাত ১:৫৬

ব্লগ মাস্টার বলেছেন: অনেক ভালো লেগেছে তবে গল্পের মূল কাহিনী মনে হচ্ছে বেশ কঠিন । সফলতা ও শুভকামনা রইল ভাই ।
আর গল্পটি বার বার এসে পড়ে দেখি কিছু বুঝে উঠতে পারি কি না সে জন্য প্রিয়তে ।

০৬ ই মে, ২০১৭ রাত ২:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ২৫ বছরে বেজুতকে জুত করেছি। তাল মিলিয়ে রাখতে অনেক কষ্ট হয়েছে। মতামত জানাবেন।

১৯| ০৬ ই মে, ২০১৭ সকাল ৮:০২

সিনবাদ জাহাজি বলেছেন: এভাবে সিরিজ এর মত করে ব্লগে প্রকাশ করলে অনেক ভালো হয়

:)

লিখায় ++

০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাঝে মাঝে পোস্ট করতে পারি। পর পর করলে আমি নিজেই বিরক্ত হয়ে যাব।

পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

২০| ০৬ ই মে, ২০১৭ সকাল ৯:১১

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: নানাভাই, খুব ভালো লেগেছে। পিডিএফ ডাউনলোড করে নিয়েছি। তবু জাতে বাংলাদেশী শেষ না করে এখানে আসবোনা। অবসর কাটানোর একটা ভালো সুযোগ করে দিয়েছেন, এজন্য আন্তরিক ধন্যবাদ।

০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জাতে বাংলাদেশি ভালো লাগলে এই বইয়ে মজা পাবে।

জাতে বাংলাদেশি পড়া হলে দয়া করে মতামত জানাবে, আমি সত্যি উপকৃত হব, আমার কষ্ট সাধনা সফল হবে। হয়তো আমি আনন্দে কাঁদব।

২১| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৩

মামুন ইসলাম বলেছেন: কাল থেকে এ পযন্ত পড়ে এই পর্ব শেষ করলাম ।চমৎকার লাগল।নিশ্চয় সামনে আরো ভালো কিছু হবে।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি চাইলে ই-বই ডাউনলউড করতে পারবন। উপরে লিংক দিয়েছি।
পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনারা চাইলে ৫ পৃষ্টা করে পোস্ট করতে পারব।

২২| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম পড়লাম ভালো লিখেছেন +++

শুভ কামনা রইলো ।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

২৩| ০৭ ই মে, ২০১৭ রাত ৩:৪৫

উম্মে সায়মা বলেছেন: যতটুকু পড়লাম কাহিনী তো ভালোই লাগল। তবে এত বড় বই পড়তে তো ভয় লাগে B:-)
শুভকামনা আব্দুলহাক ভাই।

০৭ ই মে, ২০১৭ রাত ৩:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিতো ২৫ বছর কাজ করলাম, আপনারা না হয় কয়েক মাস কষ্ট করবেন। পারবেন না?

২৪| ০৯ ই মে, ২০১৭ রাত ১২:৪১

উম্মে সায়মা বলেছেন: ইনশা আল্লাহ ভাই। পড়ব। যদিও একটু সময় লাগবে। শুভ কামনা।

০৯ ই মে, ২০১৭ রাত ১২:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.