নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

লেখা এবং লেখক ©

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৭



অ আ ক খ থেকে লেখালেখি শুরু হয়, আমরাও বড় হই। বানান, বাক্য এবং ব্যাকরণ। শব্দে মনের ভাব প্রকাশ হয়।
কেউ বক্তা হয়, কেউ হয় লেখক। বক্তারা ভাষণ দেয়। ভাষণে বাক্য ব্যাকরণ নিষ্প্রয়োজন। বক্তার বক্তব্য শ্রুতারা বুঝেন। পাঠককে বুঝাতে হলে বাক্য এবং ব্যাকরণ অপরিহার্য।
অপরি-জ্ঞাত, অপরি-জ্ঞেয়, অপরি-মার্জিত, অপরি-পাটি, অপরি-পক্ক, অপরি-মাণ এবং অপর্যাপ্ত শব্দ অপরি-বর্তনীয় হলেও মনের ভাব এবং প্রকাশের মাধ্য পরিবর্তনশীল। অপরি-শুদ্ধ, অপরি-শোধ, অপরি-শোধ্য শব্দের শুদ্ধ ব্যবহারের জন্য অভিধান দেখতে হয়।
অপরি-ণাম-দর্শী লেখক এবং বক্তারা ব্যর্থ হয়। অবস্থা বুঝে ব্যবস্থা না করলে বক্তারা বিপাকে পড়েন।
উত্তরোত্তরে বক্তারা বিপদুত্তীর্ণ হলেও লেখকদের নিস্তার নেই। বেশির ভাগ বক্তার রাজনীতি করেন। লেখকরা টানাটানি করে চলেন।
আমি যা বলতে চাই তা হলো, লেখকদেরকে ষোলোআনা সর্তক হতে হয়। একটু উনিশ বিশ হলে ভুষ্টিনাশ হয়। জমা টাকা দিয়ে বই ছাপিয়ে অবিক্রিত বইর স্তুপ দেখলে কলিজায় মুচড়ায়। স্ত্রী সন্তানকে আশায় রেখে লেখকরা নিরাশ হয়। এসবের জন্য লেখকই দায়ি। বিধায় বই প্রকাশ করার আগে বিজ্ঞদের উপদেশে উপদিষ্ট হলে সবার মঙ্গল হয়।

নিচে কিছু শব্দ দিলাম। অভিধানে আছে।
উত্তিষ্ঠ, উত্তুঙ্গ, উত্তুরে, উত্তেজনা, উত্তেজন, উদ্দীপনা, উৎসাহ, উত্তোলন, উত্তোলিত, উত্যক্ত, উত্থান, উত্তরোষ্ঠ, উত্তরাষাঢ়া, উত্তরাশা1, উত্তরাশা2, উত্তরাস্য, উত্তরীয় ….


লেখার স্বত্ব আছে।

মন্তব্য ৪৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

ওমেরা বলেছেন: আজকে আমি ফাষ্টু হবোই ইনশা আল্লাহ !

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:

২| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

ওমেরা বলেছেন: নানাজান আমি লেখক ও হব না বই ও প্রকাশ করব না কখনো তবে মনের আনন্দের জন্য মনে যা আসে তাই লিখব ।বাংলা ভাষায় ৫২টা বর্ণ সেটাই তো সিরিয়ালি বলতে পারব না মনে আর ব্যাকারন সেতু অনেক কঠিন !

ধন্যবাদ নানাজান

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নানাভাই, বই সম্পাদনা না করলে বইর অপমৃত্যু হয়।

৩| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক বক্তাদের শ্রোতারা সবাই রাজনীতিবিদ নন; কিন্তু লেখকের প্রতিটি পাঠকই কমপক্ষে পড়ে বুঝতে পারেন, পড়তে পারেন; লেখককে শিক্ষিতদের জন্য লিখতে হচ্ছে; ফলে, লেখকে সময়, স্হান ও পাঠকদের ভাবনাকে বুঝতে হবে।

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনি সত্য বলেছেন। সবদিকে খেয়াল রাখতে হয়। পরমাত্মীয় আমি বিশেষ কারণে লিখেছি। আমরা অন্যদেশের কল্পগল্প পড়ি, আমি নিজের করে লিখেছি। বাস্তবে যা হয় তা আমি কাল্পনিক করেছি।

৪| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ নানাজান ফুল আমার অনেক পছন্দ । আমার অনেক ফুল গাছ আছে আজকে সব গুলোকে গোছল দিয়ে নতুন মাটি দিয়েছি ।

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তুমি খুশি হয়েছ জেনে আমি খুশি হয়েছি।

৫| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১২

হাতুড়ে লেখক বলেছেন: নতুন নতুন শব্দ জানা হলো। আপনাকে ধন্যবাদ দাদু। B-)

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পরমাত্মীয় পড়তে হবে তো তাই ভাবলাম মাঝে মাঝে এমন পোস্ট দিলে পড়তে শুরু করবে ;)

৬| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্থই বলেছেন ভ্রাত:

কিন্তু সমস্যা হইল H r u? (হাউ আর ইউর) দশা দেখুন!! বা উত্তরে f9!!!!!!
জাষ্ট ইমাজিন!!!!!!!

তাদের ব্যকরণ 'বোঝার' বোঝা বইবার সময় কই? ;)

তবে আপনার যুক্তি শক্তিশালী :)

+++

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইসাব, সাহিত্যকে অবহেলা করা যাবে না। আমরা এখনও william shakespeare পড়ি, পড়তেই হয়। গবেষণা করতে হয়। এক্কেবারে সহজ ইংলিসেও উপন্যাস লেখা হয়। যেমন আপনার কবিতা পড়ে আমি বাড়াবাড়ি করি। বাড়াবাড়ি করার কারণ, দশ বছর পর কী হবে আমরা জানি না। এখন যা হচ্ছে তা নিয়ে উপন্যাস লিখতে পারবেন কিন্তু যেমন ভাষাচর্চা হচ্ছে এমন তো আর সাহিত্যচর্চা হবে না। আপনার মতামত কী?

৭| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: দরকারী কথা বলেছেন ভাইজান। উপকারী এই পোষ্টটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি উপকৃত হয়েছেন জেনে আমি আনন্দিত হয়েছি।

৮| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:৫৪

ধ্রুবক আলো বলেছেন: লেখকদেরকে ষোলোআনা সর্তক হতে হয় ,, ১০০+

০৭ ই মে, ২০১৭ রাত ৯:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ দাদা।

৯| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:৫৮

ধ্রুবক আলো বলেছেন: মাঝে মাঝে ছাপা খানায়ও ছাপার সময় ভুল হয়।
আমি হুমায়ুন আহমেদ এর অনেক গুলো বইয়ে বানান ভুল দেখেছি, আরও অন্যান্য লেখকের বইয়েও আছে।
বানান ভুল মস্ত বড় ভুল যা ধরা পড়লে খবর খারাপ।

০৭ ই মে, ২০১৭ রাত ৯:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই বানানের কারণ আমি এখনও ব্লগিং করি এবং আমার বই মেলায় যায় না। আর হয়তো যাবেও না। বিতৃষ্ণা জন্মেছে মনে।

১০| ০৭ ই মে, ২০১৭ রাত ১০:১২

নাদিম আহসান তুহিন বলেছেন: উত্তরাশা১, উত্তরাশা২

এভাবে কেন???

০৭ ই মে, ২০১৭ রাত ১০:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উত্তরাশা1 [ uttarāśā1 ] বি. উত্তর দিক। [সং. উত্তর + আশা (দিক)]।
উত্তরাশা2 [ uttarāśā2 ] বি. জবাবের আশা। [সং. উত্তর + আশা]।

দুই অর্থ।

১১| ০৭ ই মে, ২০১৭ রাত ১০:১৫

বিদ্যুৎ বলেছেন: লেখকদের সেই জন্য তো আলাদা মর্যাদা ও তাৎপর্য আছে সমাজে। তবে কিছু লেখক অহেতুক দুর্ভেদ্য করে লেখে নিজের পান্ডিত দেখানোর জন্য। কিন্তু আমি মনেকরি যথা সম্ভব সহজবোধ্য করে লেখা উত্তম কারণ লেখকের সকল পরিশ্রম পাঠকের জন্য। লেখা যদি পাঠকের বোধগম্য না হয় তাতে লেখকের পরিশ্রম বৃথা অন্যদিকে পাঠক মুখ ফিরিয়ে নেয় বই থেকে। লেখক যদি বক্তা এবং লেখক হন তাহলে তো কোন কথায় নেই। তিনি হলেন সমাজে সর্বজন শ্রদ্ধেয়। যেমন আমাদের সবার প্রিয় স্যার আব্দুল্লাহ আবু সাঈদ স্যার। সুন্দর চিন্তা প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনার সব বই এর শুভ কামনা রইল।

০৭ ই মে, ২০১৭ রাত ১০:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি জানি না আমার লেখা "অহেতুক দুর্ভেদ্য" পর্যায়ে পড়ে কি না? আমি কিন্তু অনেক কষ্টে জুতসই শব্দ ব্যবহার করি। রাতের পর রাত জাগি। অনেকে বলেন আমার লেখা পড়তে কষ্ট হয়। তা আমিও মানি। অভিধানে শব্দ আছে, আমি তা ব্যবহার করার জন্য সত্যি অনেক কষ্ট করি। তার প্রমাণ এই পোস্টে আছে। আগে মনে আশা ছিল। এখন আমি লেকার খাতিরে লেখি। জানি অবহেলিত হয়েছি। শেষ তো দেখতে হবে তাই না?

পড়ে মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১২| ০৮ ই মে, ২০১৭ রাত ১২:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: কারন বক্তারা বেকায়দা দেখলেই মোচর দিয়ে ডান/বাম রতে পারেন।(প্রামান এই ব্লগেই, চাইলে হাজিরও করতে পারবো :-P ) কিন্তু লেখকদের অবস্থা তূনের তীর।। বক্তাদের আছে চাপাবাজী আর লেখকদের পূজি।।
তবুও কিন্তু লেখক/প্রকাশকরা থেমে নেই।। মূল্যায়ন হয়তো হবে, কিন্তু দেরিতে।।

০৮ ই মে, ২০১৭ রাত ১:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া করবেন ভাইজান, বেকায়দয় আছি। নাজানি কারণে মনে হচ্ছে অনেকে আমাকে সহ্য করতে পারছেন না। সমস্যা হলো পলাশমিঞার গলায় দা লাগিয়ে আমাকে বিপাকে ফেলা হয়েছে। আসল নাম থেকে ব্লগিং করতে পছন্দ করি না।

১৩| ০৮ ই মে, ২০১৭ রাত ২:০১

সচেতনহ্যাপী বলেছেন: অবশ্যই করবো।। সত্যি বলতে "আসল নাম " অনেক সমস্যার সৃষ্টি করে।।

০৮ ই মে, ২০১৭ রাত ২:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, তাই মনে হচ্ছে।

আপনি কেমন আছেন?

১৪| ০৮ ই মে, ২০১৭ ভোর ৪:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
লেখক হওয়ার জন্য জ্ঞান ও সাধানা লাগে।। কমবেশি সাবাই লেখে কিন্তু সবাই লেখক নয় !! B-)

০৮ ই মে, ২০১৭ ভোর ৫:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সাধক হতে হলে সাধনা করতে হয়। সাধুর সাথে আজও দেখা হয়নি।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৫| ০৮ ই মে, ২০১৭ সকাল ১১:১৩

মোস্তফা সোহেল বলেছেন: লেখালেখি মনের আনন্দ পাওয়ার জন্য করাই ভাল। লেখক হয়ে কি লাভ। একদিন মরে যাব সব শেষ হয়ে যাবে।

০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাথায় যখন কেড়া ঢুকে তখন আর কিচ্ছু মনে থাকে না।

১৬| ০৮ ই মে, ২০১৭ দুপুর ১:০২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অল্প হলেও দরকারী কথা।

০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব।

১৭| ০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দরকারি কথা অল্পই হয়, অল্প হলে পড়তে ও ভালো লাগে। আপনার পোষ্টের কথাগুলো ভালো লাগলো। বাস্তবতার হৃদয় ঘেষা প্রতিটি কথার অনেক অভিজ্ঞতার ছাপ, তা ভাষ্য থেকেই বোঝা যায়। ভালো লাগলো।


একটু কথা বলতে মন চায়তাছে, তা হইল, সবাই তো আর জনপ্রিয় হয়েই লেখা শুরু করে না, লেখতে লেখতেই পাঠক প্রিয়তা। নতুন বই কোনটা চলবো আর চলবো না সেটা বোঝার মতো অভিজ্ঞতা আগে অর্জন করতে হবে। কিন্তু আমার মতো অনভিজ্ঞ যারা তাদের বই প্রকাশের স্বপ্ন না দেখাই ভালো, আমি সেই স্বপ্ন দেখিনা এখন।

আপনার নিচের শব্দগুলো সাথে অর্থ কিছুটা দিলে সবগুলো শব্দ আমার বোধগম্য হইতো।
শুভকামনা ভাই, আপনার প্রকাশনা গুলো সফল হোক।

০৮ ই মে, ২০১৭ রাত ৮:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উত্তিষ্ঠ [ uttiṣṭha ] অনু-ক্রি. ওঠো, গাত্রোত্থান করো। [সং. উৎ + স্থা + লোট্ হি]। মান বিণ. 1 উঠতে সচেষ্ট; 2 উদ্যমশীল, উদ্যোগী, সচেষ্ট।
উত্তুঙ্গ [ uttuṅga ] বিণ. অতি উঁচু (উত্তুঙ্গ পর্বতচূড়া)। [সং. উৎ + তুঙ্গ]।
উত্তুরে [ utturē ] বিণ. উত্তর দিকের; উত্তর দিক থেকে আগত (উত্তুরে বাতাস)। [সং. উত্তর + বাং, ইয়া < এ]।
উত্তেজক [ uttējaka ] দ্র উত্তেজনা।
উত্তেজনা, উত্তেজন [ uttējanā, uttējana ] বি. 1 উদ্দীপনা, উৎসাহ; 2 কাজে উৎসাহ সঞ্চার; 3 তীব্র বা প্রবল মানসিক আবেগ, প্রবল চিত্তচাঞ্চল্য। [সং. উৎ + তিজ্ + অন + আ]। উত্তেজক বিণ. বি. প্রেরণাদায়ক; উদ্দীপক; বিক্ষোভ সঞ্চারকারী। উত্তেজিত বিণ. উত্তেজনাপ্রাপ্ত; উদ্দীপিত; বিক্ষুব্ধ; (যার) প্রবল চিত্তচাঞ্চল্য ঘটেছে এমন; অশান্ত।
উত্তোলন [ uttōlana ] বি. তুলে ধরা; উঁচু করা; ঊর্ধ্বে ধারণ বা বহন বা স্থাপন (ভারোত্তোলন); উত্থাপন। [সং. উৎ + তোলন]।
উত্তোলিত [ uttōlita ] বিণ. তুলে ধরা হয়েছে এমন; ঊর্ধ্বে ধারণ বা বহন বা স্থাপন করা হয়েছে এমন; উত্থাপিত।
উত্যক্ত [ utyakta ] বিণ. অত্যন্ত বিরক্ত, ব্যতিব্যস্ত (মশার জ্বালায় উত্যক্ত); অস্থির। [সং. উৎ + ত্যক্ত]।
উত্থান [ utthāna ] বি. 1 ওঠা, খাড়া হওয়া (গাত্রোত্থান); 2 উন্নতি; 3 অভুদ্যয়, আবির্ভাব; 4 বিদ্রোহ। [সং. উৎ + স্থা + অন]। পতন বি. ওঠা ও নামা; অভ্যুদয় ও অবনতি; হ্রাসবৃদ্ধি। শক্তি-রহিত বিণ. ওঠবার ক্ষমতা নেই এমন (রোগে তাকে একেবারে উত্থানশক্তি রহিত করে ফেলেছে)।
উত্তরাষাঢ়া [ uttarāṣāḍhā ] বি. নক্ষত্রবিশেষ। [সং. উত্তরা + আষাঢ়া]।
উত্তরাসঙ্গ [ uttarāsaṅga ] বি. উত্তরীয়, চাদর; উড়ানি। [সং. উত্তর + আসঙ্গ]।
উত্তরাস্য [ uttarāsya ] বিণ. উত্তর দিকে মুখ করে আছে এমন। [সং. উত্তর + আস্য]।
উত্তরীয় [ uttarīẏa ] বি. উড়ানি; চাদর। [সং. উত্তর + ঈয়]।
উত্তরোত্তর [ uttarōttara ] ক্রি-বিণ. পরপর; ক্রমশ; ক্রমাগত (জিনিসপত্রের দাম উত্তরোত্তর বাড়ছে)। [সং. উত্তর + উত্তর]।
উত্তরোষ্ঠ [ uttarōṣṭha ] বি. উপরের ঠোঁট। [সং. উত্তর + ওষ্ঠ]।


আরও আছে।

১৮| ০৯ ই মে, ২০১৭ রাত ১২:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: এতো দেরী আর পোষ্ট নেই কেন!!
আমি বরাবরের মতই ভাল।।

১৯| ০৯ ই মে, ২০১৭ রাত ১২:৪১

সচেতনহ্যাপী বলেছেন: ভুতে পেয়েছে, আমাকে!! মন্তব্য শেষ করার আগেই পোষ্ট!!!!!!!!!!!!!!
বলতে চেয়েছিলাম জগজিতের কাগাজ কি কিস্তী শুনছিলাম।। সময় পেলেই শুনি।।

০৯ ই মে, ২০১৭ রাত ১২:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। ব্লগ আজ বেশি অসুস্থ।

২০| ০৯ ই মে, ২০১৭ রাত ১:০৪

সচেতনহ্যাপী বলেছেন: কোরামিনে টিকে আছে!!

০৯ ই মে, ২০১৭ রাত ১:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া করবেন, মুরব্বীদের দোয়া কবুল হয় আগে।

২১| ০৯ ই মে, ২০১৭ রাত ১:২৯

সচেতনহ্যাপী বলেছেন: একথার যোগ্য আমি নই।। প্লিজ।।

০৯ ই মে, ২০১৭ রাত ২:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অন্তত দোয়া করবেন।

২২| ১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২০

সিনবাদ জাহাজি বলেছেন: কমুনা কিছু খালি পিলাস +++

:P

১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কিচ্ছু কওয়ার নাই, তাই না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.