নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

পরমাত্মীয় পৃষ্টা ২৬-২৮

২১ শে মে, ২০১৭ দুপুর ২:৫৭



পৃষ্টা ২৩-২৫

‘নন্দিরগাঁও আমার জন্ম হয়েছিল।’ বলে উদাসিনী রান এগিয়ে দিলে অপলকদৃষ্টে তাকিয়ে রাহীম বলল, ‘জানি না কেন আমার চোখ কানে কানে বলছে, মাংস নাড়াছড়া করেছিল।’
‘তুমি শিকার করেছ এবং আগুনের পাশে বসে আমি পুড়েছি। নির্ভয়ে খাও, আমি পেতনী নয়।’
‘সত্যি বলছ তো? আচ্ছা এক কাজ করি, ছোট দাদিকে এক রান খাওয়ালে জীবনে আর উলটা পালটা করবেন না।’
‘ধনেশের মাংস বুড়ির পেটে হজম হবে না।’
‘ওগো বুড়ি, আমার পেটে কাতুকুতু হচ্ছে কেন?’
‘আমি বুড়ি নাকি?’
‘ভুল হয়েছে। আমি বলতে চেয়েছিলাম, বাড়িরকাজ করার জন্য বাড়ি যেতে পারব? দয়া করে হ্যাঁ বলো।’
‘পানি পান করবে না?’
‘আগামীকালের গতকাল পানি পান করলে আমার বুকে গিঁট-গিরা লাগবে না।’ বলে রাহীম ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পাকঘরে প্রবেশ করে শিউরে বলল, ‘আম্মা গো আম্মা, আমি আর পাখি শিকার করব না।’
‘তোর কী হয়েছে?’ ব্যস্তকণ্ঠে বলে মা পাশে গেলে চোখ কপালে তুলে রাহীম বলল, ‘আকাশ থেকে ধনেশপাখি উড়ে এসেছিল গো আম্মা।’
‘এসব কী বলছিস?’
‘উদাসিনী বুড়ির গাঁটে গরম মশলা ছিল। হাত পা অবশ হয়ে আমার পেটের ভিতর আমলাচ্ছে। আমি আর শিকপোড়া খাব না।’
‘চাচি তোকে খোঁজাখুঁজি করছেন। দেখা কর যেয়ে।’
‘আম্মা গো, দাদির মুরগির ধারে পাশে আমি যাইনি।’
এমন সময় ছোট দাদি যেয়ে মুখ খিঁচিয়ে বললেন, ‘তিনটা মুরগি খুঁজে পাচ্ছি না।’
‘নিশ্চয় শিয়ালরা হজম করেছে। আমি আর তোমার মুরগি পাহারা দেব না।’ বলে রাহীম শিউরে উঠলে কিল দেখিয়ে দাদি বললেন, ‘আরেকটা উধাও হলে তোকে মজা শিখাব। যা, তোর দাদাকে ডেকে নিয়ে আয়।’
‘আরেকবার ফোকলা দাঁত কিড়িমিড়ি করলে দাঁতের ডাক্তার হব, আমার কথা অন্তরে গেঁথে রাখবে।’ পিছমোড় দিয়ে আড়চোখে তাকিয়ে নিম্নকণ্ঠে বলে রাহীম বেরিয়ে ছোটদাদাকে ডেকে পাকঘরে পাঠিয়ে সে তার কাজে ব্যস্ত হয়। পরদিন কলেজ কামাই করে বাউণ্ডুলের মত হাঁটে। প্রবীণ লোক তাকে ডেকে সকাতরে বললেন, ‘বাবা, খুব পিয়াস লেগেছে। পানি পান করাতে পারবে?’
‘নিশ্চয়।’ বলে রাহীম দৌড়ে খালিবাড়ি যেয়ে গাছে উঠে ডাব পেড়ে তেগ দিয়ে কেটে নিয়ে এগিয়ে দিয়ে বলল, ‘এই নিন পানি।’
ডাবের পানি পান করে বুক ভরে শ্বাস টেনে তার মাথায় হাত বুলিয়ে শান্তকণ্ঠে উনি বললে, ‘তোমার নাম কী?’
‘আব্দুর রাহীম।’
‘মোহাম্মাদ যোগ করলে আরও উত্তম হবে।’ বলে উনি মৃদু হাসলে রাহীম মাথা দুলিয়ে বলল, ‘জি, এখন থেকে মোহাম্মাদ যোগ করে বলব।’
উনি বুক ভরে শ্বাস টেনে হাস্যোজ্জল মুখে তার দিকে তাকিয়ে বললেন, ‘আমার পাশে বসো। তুমি সত্যি রাহীম। পিয়াসে গলা শুকিয়ে খুব কষ্ট হয়েছিল। আল্লাহ যেন তোমাকে রাহীম নামের উপযুক্ত করেন, তোমার জন্য এই দোয়া করব। জানো, রাহমান এবং রাহীম নামের মহিমায় আল্লাহ পাপীদেরকে ক্ষমা করেন এবং পূন্য করে পূণ্যবান হওয়ার সাধ্য দেন। পাপীর পাপের কারণ জগত ধ্বংস করেন না। বৃষ্টি বর্ষিয়ে প্রাণহীন মাটিতে প্রাণের সঞ্চার করেন। বাতাস সঞ্চালন করে জগতবাসিকে জীবিত রাখেন।’
‘আমিন। আপনার দোয়া যেন আল্লাহ কবুল করেন।’ বলে রাহীম কলমের দিকে তাকালে উনি বললেন, ‘নেবে?’
‘আপনি কী দিয়ে লিখবেন?’
‘আমার কয়েকটা আছে। মনে রাখবে, কালি ছাড়া কলম নিষ্প্রাণ। পানি ছাড়া কালি হয় না এবং কলম ছাড়া লেখা যায় না।’
‘আমাকে উপদেশ করুন।’
‘আল্লাহ সর্বজ্ঞানী, নবিজি সঃ জ্ঞানের শহর এবং আলি রাঃ হলেন সদর দরজা। আধ্যাত্মিক সাধনায় আল্লাহকে জানার এবং বোঝার চেষ্টা করলে তুমি গূঢ়তত্ত্ব জানতে পারবে। জানতে হলে পড়তে হয় এবং জ্ঞানীরা বিচক্ষণ। মনে রাখবে, প্রাণের চেয়ে ঈমানের মূল্য অনেক বেশি এবং বেঈমানরা দোজখে যাবে। সত্যাসত্য জেনে সত্য বলবে। মিথ্যা হল পাপের কারখানা। নমাজ কখনো ছাড়বে না। নমাজ সত্যবাদী বানায় এবং ভাগ্য সুপ্রসন্ন করে। নমাজিরা ধুলো-মুঠি ধরলে সোনা-মুঠি হয়। অন্যায় ভাবে সত্য এবং কারো অধিকার নষ্ট করবে না। পাপ করলে সাথে সাথে তওবা করবে। সামর্থ্য হলে হজে যাবে। মা বাবার মনে কখনো কষ্ট দেবে না। মা বাবার অবাধ্যরা আল্লাহর অবাধ্যতা করে। আত্মীয়স্বজনদের সাথে সম্পর্কচ্ছেদ করবে না। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে। অনাথ বিধবাকে আদর এবং সাহায্য করবে। মনে রাখবে, আল্লাহ সর্বক্ষণ আমাদের সাথে এবং সর্বত্র বিরাজমান। সবসময় সাত্ত্বিক ভাবে আল্লাহর নাম জপবে। কলম দিয়ে সর্বপ্রথম আল্লাহর আদেশ এবং নিষেধ কাগজে লেখা হয়েছিল। কলম দিয়ে এমন কিছু লিখবে না, যা পাঠে পাঠক তোমাকে মূর্খ এবং দাম্ভিক ভাববে। লোক-দেখানুর জন্য তুমি এমন কিছু করতে যেয় না, যার প্রতিফল ভোগ করতে তুমি নিজে অনিচ্ছুক।’
‘দয়া করে আমার জন্য দোয়া করবেন।’
তার মাথায় হাত বুলিয়ে সালাম করে হাঁটতে শুরু করে উনি বললেন, ‘আল্লাহর রং গ্রহণ করো, আল্লাহর রং-এর চাইতে উত্তম রং আর কার হতে পারে? এবং আমরা তাঁরই এবাদত করি।’
‘নিশ্চয় আমি আল্লাহর এবাদত করি।’ বলে রাহীম ডানে বাঁয়ে তাকিয়ে অলিক সুন্দর পাখি দেখে আশ্চর্যান্বিত হয় এবং মন্ত্রমুগ্ধের মত অনুসরণ করে নন্দিবনে যায়। তাকে দেখে গণ্ডা কয়েক টুনটুনি এককাট্টা হয়ে হট্টগোল শুরু করে। অপলকদৃষ্টে তাকিয়ে ডান চোখ টিপে নিশানা করে ঢিল মারলে মেয়েলি আর্তনাদ বাতাসে প্রতিধ্বনিত হয়। দৌড়ে যেয়ে এক কিশোরীকে মাটিতে বসে কাঁদতে দেখে হাসার চেষ্টা করে বলল, ‘আমি তোকে দেখিনি। এবারের মত ক্ষমা করে দিলে জীবনে আর টুনটুনি শিকার করব না।’
অনতিদূর থেকে আরেক কিশোরী হেঁকে বলল, ‘এই যূথী, কী হয়েছে?’
‘সাইদা জলদি আয়, এই কানা আমার পিঠে ঢিল মেরেছে।’ বলে যূথী দাঁত খিঁচিয়ে হাতের ইশারায় সাইদাকে ডেকে আঞ্চলিক ভাষায় বাখান শুরু করে। রাহীম মাথা দিয়ে ইশারা করে বলল, ‘এই মেনি, কানাকানি করার জন্য কানীর মত পিঠ পেতে দাঁড়িয়েছিলে কেন লো?’
‘ওরে কানার নাতি টেরা, আজ তোকে খট্টাশ ভুনে খাওয়াব। দাঁড়া, কানি দিয়ে বেঁধে খন্তা দিয়ে গুঁতিয়ে তোকে কানা করব।’ বলে যূথী দাঁত কটমট করলে রাহীম দাঁত বার করে হাসার চেষ্টা করে বলল, ‘আচ্ছা কানী বল তো শুনি, কাঁটাচুয়া এবং গন্ধগোকুলের মধ্যে পার্থক্য কী?’
‘অন্য গ্রহের ভাষা আমি বুঝি না।’ বলে যূথী মাথা নাড়লে সাইদা মাথা দিয়ে ইশারা করে বলল, ‘আচ্ছা পণ্ডিত বলো তো শুনি, নেংটি ইঁদুর দেখলে মাকলা হস্তী হম্বিতম্বি করে কেন?’
লজ্জিত হওয়ার ভান করে রাহীম বলল, ‘উত্তর বলতে পারব না আমার শরম লাগে গো।’
‘দূর বান্দর।’ বলে যূথী দাঁত কটমট করে। রাহীমের হাবভাবে সাইদা লজ্জিত হয়ে আড়চোখে তাকায়। রাহীম ভ্রূ দিয়ে ইশারা করে বলল, ‘কী হয়েছে?’
‘কিছু হয়নি। এই যূথী চল।’ বলে সাইদা পা বাড়ায়।
‘দাঁড়া আসছি।’ বলে যূথী পলকে ঢেলা হাতে নিয়ে রাহীমের দিকে ছুড়ে মারে। রাহীম দাঁত কটমট করে পিছু হেঁটে ঢিল মেরে ভোঁ দৌড়ে পালায়। যূথী মাটিতে বসে কাঁদতে শুরু করলে সাইদা মাথা নেড়ে বলল, ‘তোর গতরে একরতি শরম নেই।’
যূথী দাঁড়িয়ে দাঁতে দাঁত পিষে বলল, ‘বাগে পেলে তার কল্লা কেটে নগরঘণ্ট বানিয়ে খাব।’
‘ঠিকাছে, এখন ক্লাসে চল।’ বলে সাইদা যূথীর হাত ধরে ক্লাসে চলে যায়। দুপুরের ছুটিতে এক কোণে দাঁড়িয়ে যূথীর পিঠে মালিশ করে সাইদা বলল, ‘তোকে মেরেছিল কেন?’
‘জানি না। ওটা নিশ্চয় টেরা অথবা গবেট। টুনটুনি শিকার করা যায় নাকি? ইস গো, বিষে বিষম ব্যথা হচ্ছে।’
‘আবার আসলে দুই সই মিলে শিকারীকে শিকার করব। জানিস, আমার মন বলছে নিশ্চয় নতুন শিকারী, তাই তোর পিঠে ঢিল লেগেছিল। দক্ষ হলে টুনটুনির গায়ে লাগত।’
‘ওটা নিশ্চয় একচক্ষু টেরা, নইলে টেরার চালিশা লেগেছে। আর চিলশা না লাগলে রাতকানার নাতি নিশ্চয় রংকানা। কেকরের মত ডান চোখ টিপে আন্দাজ করেছিল।’ বলে যূথী মুখ ভেংচি দেয়। আড়চোখে তাকিয়ে সাইদা বলল, ‘হয়তো, ব্যথা কমেছে না আরও মালিশ করতে হবে?’
‘মায়, রেগেছিস কেন একচক্ষু টেরাকে কানা ডাকার কারণ নাকি?’
‘আসলে জিজ্ঞেস করব, কানা না রংকানা?’ বলে সাইদা ক্লাসে চলে যায়। যূথী দৌড়ে যেয়ে বেঞ্চে বসে। শিক্ষক প্রবেশ করে বললেন, ‘ঝটপট বাড়ির কাজ দাও।’
সাইদা দাঁড়িয়ে সবার আগে বাড়ির কাজ দিয়ে বসলে যূথী ইনিয়ে বিনিয়ে বলে, ‘সই তোর দুইখান পা ধরি, স্যারকে বুঝিয়ে বল গাতরাত নানার বাড়ি গিয়েছিলাম, বাড়ির কাজ করতে পারিনি।’
সাইদা মুখ ভেংচিয়ে বলল, ‘খামোখা বকাবকি করলে এমনি হয়।’
‘কিরা তিনসত্য করে বলছি আর কোনোদিন টেরাকে কানা ডাকব না। ওটা আসলে একচক্ষু টেরা।’ বলে যূথী কপালে আঘাত করে। স্যার ডেকে বললেন, ‘যূথী, বাড়ির কাজ কোথায়?’
যূথী চমকে উঠে অসহায়ের মত তাকালে সাইদা বলল, ‘স্যার, গতরাত ওর নানা নানী এসেছিলেন তাই বাড়ির কাজ করতে পারেনি। ওর নানী বার বার চা খান আর খামোখা ফাইফরমাশ করেন।’
‘ঠিকাছে, আগামীকাল বাড়ির কাজ না আনলে জালিবেতের বাড়ি হাতে পড়বে মনে থাকে যেন।’ বলে শিক্ষক খাতা নিয়ে ব্যস্ত হন। সাইদার হাত ধরে কৃতজ্ঞতার সাথে যূথী বলল, ‘ওটাকে আর কখনো টেরা ডাকব না।’
‘এই মাত্র ডেকেছিস। আমি আর তোকে বিপদ থেকে তরাব না।’ বলে সাইদা ব্যস্ত হয়। স্কুল ছুটি হলে যাওয়ার পথে থুতি হাতে ধরে সাইদাকে খুশি করে এবং এক সাথে হেঁটে দুজন মালীহার বাড়ির পাশে যেয়ে যূথী পাশের বাড়ি যায় এবং সাইদা মালীহার বাড়িতে যায়। খাবার খেয়ে দুজন বাড়ির কাজ সেরে চু কিত কিত খেলে। এমন সময় অত্যন্ত নিরীহ কিশোর যেয়ে বলে, ‘তোদের সাথে খেলতে চাই।’

এই বই দুই খন্ডে আমাজনে প্রকাশ করেছি
Poromatthio: Volume 1 (Bengali) Paperback – 21 Jun 2016
by Mohammed Abdulhaque (Author)
Product details
Paperback: 596 pages
First edition (21 Jun. 2016)
Language: Bengali
ISBN-10: 1534824596
ISBN-13: 978-1534824591
Product Dimensions: 12.7 x 3.4 x 20.3 cm
এক সাথে পড়তে চাইলে আমাজন থেকে কিনতে পারবেন
অথবা অনলাইন পড়তে চাইলে আমার সাইটে আছে

মন্তব্য ৫২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:


"‘তুমি শিকার করেছ এবং আগুনের পাশে বসে আমি পুড়েছি। নির্ভয়ে খাও, আমি পেতনী নয়।’ "

-'আমি', ব্যাকরণ অনুযায়ী ১ম পুরুষ; 'নয়' তৃতীয় পুরুষের জন্য ব্যবহৃত হওয়ার কথা, ১ম পুরুষে হবে, "আমি পেতনি নই"! এই ব্যাপারটা আপনার লেখায় অনেকবার দেখছি, এটা কি আন্চলিকতার কারণে?

২১ শে মে, ২০১৭ বিকাল ৪:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এটা আমার অজ্ঞতা, এমন আরো কিছু ব্যাকরণগত ভুল পাবেন। দয়া করে আমাকে জানালে উপকৃত হব। এখনই ঠিক করব।

আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২| ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই পর্বটা আমার কাছে বেশি ভালো লাগলো। পাঠক ধরে রাখার মন্ত্র আছে। ইচ্ছে শেষ না হতেই পড়া শেষ!

শুভকামনা সামনেকার আশায়

২১ শে মে, ২০১৭ রাত ৮:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনি কেমন আছেন?

৩| ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে হাজিরা দিয়ে চলে গেলাম!

২১ শে মে, ২০১৭ রাত ৮:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইয়েস স্যার, হাজির আছি।

কেমন আছেন?

৪| ২১ শে মে, ২০১৭ রাত ৯:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ভাই, রাহীমের প্রথম অবস্থা দেখে আর তার মন্তব্যগুলো পড়ে হেসে ফেলেছিলাম।

কিছু ফিডব্যাক-

নমাজিরা ধুলো-মুঠি ধরলে সোনা-মুঠি হয়।

সুন্দর তথ্য।

'আল্লাহর রং গ্রহণ করো, আল্লাহর রং-এর চাইতে উত্তম রং আর কার হতে পারে? এবং আমরা তাঁরই এবাদত করি।’

এটা পবিত্র কোরআন শরীফের কোন আয়াত থেকে নেওয়া কি? এর অর্থ জানতে পারলে খুব ভালো লাগতো।

‘ওরে কানার নাতি টেরা, আজ তোকে খট্টাশ ভুনে খাওয়াব। দাঁড়া, কানি দিয়ে বেঁধে খন্তা দিয়ে গুঁতিয়ে তোকে কানা করব।’

ইয়া মাবুদ! ইয়া মাবুদ!

ভালো লাগলো শেষের কয়েক প্যারাও। তবে কিছু শব্দের অর্থ বুঝিনি।

২১ শে মে, ২০১৭ রাত ৯:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, কোরআনের আয়াত।

কোন শব্দের অর্থ বুঝেননি?

৫| ২১ শে মে, ২০১৭ রাত ৯:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: বাখান, মেনি, কাঁটাচুয়া , নগরঘণ্ট, চালিশা,

২১ শে মে, ২০১৭ রাত ৯:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাখান [ bākhāna ] বি. 1 ব্যাখ্যান, ব্যাখ্যা; 2 গুণকীর্তন, প্রশংসা; 3 বিস্তৃত বর্ণনা; 4 অতিরঞ্জিত বর্ণনা (রূপের বাখান)। [সং. ব্যাখ্যান]। বাখানা ক্রি. (কাব্যে) 1 বর্ণনা করা; 2 প্রশংসা করা ('বাখানি সাহস তোর': মধু.)।
মেনি [ mēni ] বি. (আদরে) বিড়ালী। [দেশি.]। মেনি বিড়াল বি. স্ত্রী-বিড়াল। .মুখো বিণ. লাজুক, মুখচোরা
চল্লিশ [ calliśa ] বি. বিণ. 4 সংখ্যা বা সংখ্যক। [সং. চত্বারিংশৎ-তু. প্রাকৃ. চত্তালীস]। চল্লিশা বি. চালশা ও চালশে -র মার্জিত কিন্তু অপ্র. রূপ।
চালিশা চোখে কম দেখা। (শব্দকোষে আছে)
কাঁটাচুয়া [ kān̐ṭācuẏā ] বি. শজারু। [দেশি]।
নগরঘণ্ট তরকারির নাম।

৬| ২১ শে মে, ২০১৭ রাত ১০:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ধন্যবাদ। অনেক নতুন শব্দ জানতে পারলাম।

২২ শে মে, ২০১৭ রাত ১২:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ২৫ বছর কাটিয়েছি এই বই লেখাত, তারপরেও আমি কিচ্ছু করতে পারিনি।

৭| ২২ শে মে, ২০১৭ রাত ১২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: পড়ে গেলাম।।

২২ শে মে, ২০১৭ রাত ১:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

৮| ২২ শে মে, ২০১৭ রাত ১:৪১

সচেতনহ্যাপী বলেছেন: আপনি তো তবু গুরুত্বহীন জবাব দিয়েছেন, আরেকজন ( যিনি নিজেকে সর্বজ্ঞ্যানী মনে করেন তার উত্তরের প্রতিক্ষায় আছি!!!

২২ শে মে, ২০১৭ রাত ১:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজকাল ডরেভয়ে মন্তব্য করি না।

আপনি আজ কী দিয়ে খেলেন, আমি দুপুরে বাইরে গিয়েছিলাম, এটা পার্টিতে যাওয়ার কথা ছিল, পেট ভরে খাওয়ার কথা ছিল। পরে যেয়ে দেখি বসলে ইজ্জাত যাবে। দৌড়ে বেরিয়ে এসেছিলাম। ঘরে এসে বউর বগলে বসে ভাত খেয়েছি।

৯| ২২ শে মে, ২০১৭ রাত ১:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: আমি নিজের মত করে খেয়েই মাথাগরম!! ব্লগের বেহাল দশা দেখে।। বিশেষ করে চাঁদগজীর।। ভদ্রলোক বড় বড় কথা বলেন, কাজের বেলায় লবডংকা!!

২২ শে মে, ২০১৭ রাত ১:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লগে আবার সমস্যা শুরু হয়েছি এবং আমিও আমার আসক্ত হয়েছি। জংলায় যেতে হবে।

উনার চিন্তা করে লাভ হবে না। হয়তো ব্যস্ত আছেন।

১০| ২২ শে মে, ২০১৭ রাত ২:০১

সচেতনহ্যাপী বলেছেন: আসলেে হিট সিকাার!!

২২ শে মে, ২০১৭ রাত ২:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাগরিবের নমাজ পড়লাম।

তো আর কী করেন?

১১| ২২ শে মে, ২০১৭ রাত ২:৩০

সচেতনহ্যাপী বলেছেন: =p~ কিছুই না।। মাতালের আবার করা না করা!!

২৬ শে মে, ২০১৭ বিকাল ৪:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: রামাদান মোবারক।

১২| ২২ শে মে, ২০১৭ রাত ৩:৫৩

উম্মে সায়মা বলেছেন: পড়ছি.....

১৩| ২২ শে মে, ২০১৭ সকাল ১১:২৩

সত্যের ছায়া বলেছেন: গতকাল মিস করলেও আজকে পড়ে নিলাম।

২৬ শে মে, ২০১৭ বিকাল ৪:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: রামাদান মোবারক।

দোয়া করবেন, আজ থেকে আমাদের তারাবি শুরু হবে, ইন শা আল্লাহ।

১৪| ২৬ শে মে, ২০১৭ রাত ১:৫৫

উম্মে সায়মা বলেছেন: আব্দুলহাক ভাই আবার কোথায় হারিয়ে গেলেন? ভালো আছেন আশা রাখি।

২৬ শে মে, ২০১৭ বিকাল ৪:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: রামাদান মোবারক।

বোন আজ থেকে আমাদের তারাবি শুরু হবে। দোয়া করবেন। খুব গরম পড়েছে এবার।

১৫| ২৬ শে মে, ২০১৭ সকাল ১০:১০

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: নানাভাই,
সালাম নিবেন।
অনেকদিন হল আপনাকে দেখছিনা।
ভালো আছেন তো?

২৬ শে মে, ২০১৭ বিকাল ৪:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওয়ালাইকুমুস সালাম, আমি ভালো আছি নানাভাই। তোমরা কেমন আছ? আজ থেকে তারাবি শুরু হবে। আমাদের জন্য দোয়া করবে। এবার বেশি গরম পড়েছে এখানে।

রোজামাসে হয়তো আর লগিন করব না। দোয়া করি এই রোজা মাস আমাদের জন্য মাগফিরাতের কারণ হবে, আমিন।

১৬| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:০৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: অল্প অল্প কড়ে তেমন মজা পাচ্ছি নাহ। বইটা দেখছি কিনে ই পুরোটা পড়তে হবে।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখানে ই-বই আছে।

পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

১৭| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:৫৬

ওমেরা বলেছেন: আসসালামু আলাইকুম নানাজান । কেমন আছেন আপনি ?

০২ রা জুন, ২০১৭ রাত ১২:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওয়ালাইকুমুস্সালাম, আমি ভালো আছি নানাভাই। তোমার খবর কী?

১৮| ০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

নতুন নকিব বলেছেন:


প্লিজ, প্রিয় ভাই,
আপনি কেমন আছেন?

কয়েক দিন আপনার সাথে যোগাযোগ নেই।

আপনার সুস্থতা কামনা করছি।

০২ রা জুন, ২০১৭ রাত ১২:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্রিয় নতুন নকিব, আপনি কেমন আছেন?
আমি ভালো আছি আপনাদের দোয়ায়। ব্লগে আসলে এখন আর ভালো লাগে না।

দোয়ার বদলে দোয়া, আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতে উত্তম প্রতিদান দেবেন আমিন।

১৯| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
বড় ভাই, কেমন আছেন ????

০২ রা জুন, ২০১৭ রাত ১২:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন?

২০| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি ভালো আছি ! ভালো আছেন জেনে ভালো লাগলো ।

সেদিন ওমেরা আপনার কথা জানতে চাইলো ! অনেক দিন আপনাকে ব্লগে না পেয়ে......

০২ রা জুন, ২০১৭ রাত ১২:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে অত্যন্ত উত্তম কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। তা কত উত্তম ভাষায় বলতে পারব না।
ব্লগের জন্য টান কিন্তু ব্লগ যারা চালায় ওদেরকে আমি আসলে পছন্দ করি না।

২১| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা , সমস্যা সবখানে আছে !! এই তো জীবন ! B:-/

০২ রা জুন, ২০১৭ রাত ১২:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ডাক্তার সাবের খবর নিশ্চয় জানেন?
আর বেশি দিন বাকি নেই, আবার ঝামেলা শুরু হবে।

অনেকে এখন জানতে চান আমি কোন ব্লগে ব্লগিং করি এবং ওরা কেন আমার পলাশমিঞাকে জেনারেল করেছে?

২২| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: ডাক্তার সাব,
রোজার দিন তো আর ওদের রোজা ১৮ ঘন্টার মত ! একারণে মাঝে মাঝে ব্লগে আসে !! পলাশমিঞা এটাতে আসতে পারেন ,,,,,,,

ধন্যবাদ ।

২৩| ০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:৪৯

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: নানা ভাই, কেমন আছেন আপনি? আপনি কখন আসেন আর কখন চলে যান দেখতে পাইনা। শুধু আপনার পদচিহ্নটুকু আমার আঙ্গিনায় পরে থাকে। রমজানের দিন গুলি ভালো কাটতেছে নিশ্চয়?

২৪| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আসসআলামু আলাইকুম।

রমজান কেমন কাটছে, ভাই? আশা করি ভালো আছেন।

২৫| ০৩ রা জুন, ২০১৭ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা আপনার লেখায় আগ্রহ প্রকাশ করেছেন!

২৬| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

ধ্রুবক আলো বলেছেন: পরের পর্বে আসতেছি....

২৭| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

ধ্রুবক আলো বলেছেন: একটা পরামর্শ মূলক কথা বলি যদি কিছু মনে না করেন,

মহাউপন্যাস গুলোতে একটু কিছু ত্রুটি থেকে যায় বা হয়ে যায়। আমার কথা নয়, আমি পড়াশোনা করে জানতে পেরেছি।
আপনার এ লেখাটা থেকে অনেক কিছুই শেখার আছে।

০৬ ই জুন, ২০১৭ রাত ৮:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।
বাস্তবে আমি যা জেনেছি তা আমার লেখায় যোগ করি। যে ভুল আমি করেছি সে ভুল যেন আমার পাঠকে না করেন।

আপনার মঙ্গলকামনা করি।

সবার মঙ্গল হোক।

২৮| ০৬ ই জুন, ২০১৭ রাত ১১:২৭

ধ্রুবক আলো বলেছেন: ভাই রাগ করেন নাই তো?!

০৭ ই জুন, ২০১৭ রাত ১:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না ভাই আমি রাগ করিনি। আপনারা পড়ে মতামত দিচ্ছেন এতেই আমি খুশি।

আপনাদের মঙ্গল হোক।

২৯| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৪৬

ধ্রুবক আলো বলেছেন: ভাই টেনশন করবেন না, আপনার লেখা খুব ভালো, বাস্তবিক ছোয়া আছে।

একটা তথ্য দেই, পথের প্যাচালি, পুতুল নাচের ইতি কথা, নূরজাহান আরও কয়েকটা উপন্যাসের নাম মনে আসচে না, যেসবে উপন্যাসে ত্রুটি আছে, তবে পথের প্যাচালি খুব ভালো একটা উপন্যাস। পথের প্যাচালি নিয়ে কিছু তথ্য চান রাতের দিন আলাপ করবো। আপনার সাথে আড্ডা জমবে।
আমি ভাই ক্ষুদ্র মানুষ, এই কিছু জ্ঞান রাখি, যা আলাপ করতে খুব ভালো লাগে, আরও জানার আগ্রহ জাগে।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৩:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

নিশ্চয় আড্ডা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.