নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

খালি কষ্ট বাড়ে!

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৯



কাজী নজরুল ইসলাম, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন।
দুই মহা কবির জন্মস্থান নিয়ে লেখার কারণ, উনাদের জন্ম বাংলাদেশে হয়নি। উনাদের জন্ম যে স্থানে হয়েছিল, সে স্থানের স্থানিয় ভাষা আছে এবং সেই ভাষার শব্দ এখন বাংলাদেশে প্রচলিত। কষ্টের কথা হলো, বাংলাদেশের স্থানিয় শব্দ এখন বাংলা ভাষায় অপশব্দ হয়েছে এবং অপ্রচলিত।

অভিধানে দেশি শব্দ যোগ করতে হবে।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০০

তারেক ফাহিম বলেছেন:
দুই মহা কবির লিখা অনেক বই থেকে তাদের জন্মস্থানের ভাষা বংশবিস্তার করে বাংলা স্থানীয় ভাষাগুলোকে তাড়িয়ে দিচ্ছে.
:)

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাদের যথেষ্ট সমস্যা আছে। আমাদের আঞ্চলিক শব্দ শুদ্ধ হলেও আমরা একে অন্যকে নিয়ে হাসাহাসি করি।

কষ্ট হয়।

২| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:



ভাষার লিখিত অংশই টিকে থাকে; এই ২ কবি বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন সাহিত্যের দিক দিয়ে, উনারা ভাষার গঠন বদলাননি, গ্রামার বদলাননি, নতুন মৌলিক শব্দও তেমন যোগ করেননি; কবি নজরুল ইসলাম অনেক পার্সী, আরবী যোগ করেছেন ভাষায়; স্হানীয় বাংলা সব সময় স্হানীয় হিসেবেই থাকবে, এবং সময়ের সাথে গুরুত্ব হারাবে, হয়তো।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাই বলে দেশের শব্দকে অবহেলিত হবে?

শব্দ এবং অপশব্দ। আমার চোখের সামনে অভিধান খুলা থাকে। আমি সত্যি মর্মাহত হই।

ভাষা এবং দেশের বিষয় আমরা সত্যি উদাস।

আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৩| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৫

উদাস মাঝি বলেছেন: আধুনিক শব্দ শুনতে খারাপ লাগেনা তো, ভালই লাগে ।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আধুনিক শব্দ! বুঝেছি, ইটস ওকে।


আপনি কেমন আছেন?

৪| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৮

উম্মে সায়মা বলেছেন: চাঁদগাজী ভাই ঠিকই বলেছেন। এটাই হয়তো কারণ।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা ঠিক, সমগ্র ভারতের ভাষা এবং ব্যাকরণ প্রায় এক। তবে ভারত ভেঙে খণ্ড খণ্ড হওয়ার পর অনেক শব্দ আঞ্চলিক রূপ পেয়েছে। বাংলাদেশের অনেক শব্দ অভিধানে নেই।

৫| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭

উম্মে সায়মা বলেছেন: তা ঠিক। আঞ্চলিক শব্দগুলো একেবারে মৌখিক।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুনা শব্দ অপশব্দ হয়। যা সব অঞ্চলে আছে। এসব শব্দ শুদ্ধ করে অভিধানে যোগ করার জন্য অনেকে বেতন নেয় কিন্তু কোনো কাজ করে না।

৬| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৮

উদাস মাঝি বলেছেন: হাক ভাই, আমি আগের মতই আছি। আপনি আছেন কেমন ?

আর আপনার বই প্রকাশ কদ্দুর এগুল ?

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিও ভালো আছি মাঝিভাই। ২২ টা ফাইলের কবিতা। ২ পদী থেকে শুরু করে ২১ পদ এবং ১২ পৃষ্টা লম্ব কবিতা আছে।
২-৩-৪ পদী বেশি। কী করব ভেবে পাচ্ছি না। আমি কখনও কবিতার বই প্রকাশ করতে চাইনি। কবিতা বাদ দিয়েছিলাম। অদ্য কিছু কবিতা আমাকে আকৃষ্ট করেছে।

আপনিতো মিঞাভাই, ওস্তাদ মানুষ। একটু সাহায্য করলে কৃতজ্ঞ এবং উপকৃত হব।

৭| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪২

জাহিদ অনিক বলেছেন: আমার কাছে কবিতা ও গানের জন্য নজরুল এবং উপন্যাস ছোট গল্পের জন্য রবীন্দ্র বেশি প্রয়।
শব্দ চয়নের জন্য আমার ভাল লাগে নজরুলকেই বেশি।

স্থানীয় ভাষার বিকৃতি ঘটছে বর্তমানের উদ্ভট টেলিভিশন নাটকের জন্য।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা সবদেশে। আমি অভিধানের কথা বলছি।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৮| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৯

জাহিদ অনিক বলেছেন: ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান আছে। কেউ কিনেছে বা পড়েছে খুব একটা বলে জানি না।
আমার কাছে অন্তত নেই। আমার কাছে দুই চারটা বাংলা ইংরেজী আছে, কিন্তু বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান নেই।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:

সরল বাংলা অভিধানও আমার কাছে আছে। আগে ১৩ খান অভিধান ছিল, কিছু ফেলে দিয়েছি।

৯| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো কথা তুলে ধরেছেন শ্রদ্ধেয়। শোকের দিনে দুঃখের বাণী।

প্রিয় কবি'র মৃত্যুবার্ষিকীতে প্রেম ভালোবাসা আর শ্রদ্ধাঞ্জলি।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উনাদের সময় ভাষা এবং দেশ এক ছিল। আমরা আমাদেরকে অবহেলা করি।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১০| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কাক থেকে কবি, কবি থেকে মহা কবি, সবার লেখায় আঞ্চলিকতারর প্রভাব আছে।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবি এবং কাক মারাত্মক বুদ্ধিমান।

১১| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখন কিন্তু আঞ্চলিক শব্দের প্রভাব এবং আঞ্চলিক ভাষায় কথা বলা লোকের সংখ্যা কমে আসছে। অনেক আঞ্চলিক শব্দ হারিয়ে যাচ্ছে।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এদের সংখ্যা সবসময় কম ছিল।

১২| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি অবশ্য কথা বলার সময় আঞ্চলিকতা পরিহার করতে পারিনা। নিজ থেকে অটো চলে আসে।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আঞ্চলিক ভাষায় আমি একটা উপন্যাস লিখেছি।
আসলে আঞ্চলিকতা বলে কিচ্ছু নেই।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাদের শরীয়তপুরে কিছু আঞ্চলিক শব্দ আছে, যা বরিশাল এবং নোয়াখালীদের সাথে হুবাহু মিলে যায়।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেশে ভাষা মাত্র একটা, তবে ব্যবহৃত শব্দ অনেক সময় বিকৃত হয়। এই জন্য লেখক গবেষকরা অভিধান ব্যবহার এবং সংরক্ষণ করেন। যা আমরা করি না।

১৪| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
প্রিয় কবি'র মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবির মাগফিরাত কামনা করি।

১৫| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: প্রিয় কবির মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা রইল !

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের ভাষার বারোটা বাজাচ্ছে তথাকথিত ডি সুইস প্রজন্ম, আরজে আর ফালতূ নাটক ।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাদেরকে সচেতন হতে হবে। অভিধান একখান আছে, তা ব্যবহার করতে হবে।

মাঝে মাঝে আমার লেখায় মন্তব্য করবেন এতে সত্যি উপকৃত হব। এসব কাজ এক করা যায় না :(

১৭| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটাই নিয়ম। দিন যাবে । ভাষা আরো সুন্দর হবে। স্থানীয় শব্দগেুলো মানুষের মুখেই থাকবে। পুরো দেশের জন্য স্থানীয় শব্দ বোধগম্য নাও হতে পারে।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিশেষ কিছু শব্দ আছে, যা অভিধান যোগ হয়নি, এসব শব্দ দেশি।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৮| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: বিদ্রোহের কবির এই গানটি'র অনেক শব্দই বুঝি না। তারপরও ভালো লাগে।

তাই, বাজিয়ে ফেললাম।

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫২

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.