নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

জনসংখ্যা বেশি হওয়ার কারণ...

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০



দুনিয়ায় গরিব বেশি। গরিব দেশ বেশি। কারণ কী এবং কেন?

গরিবরা বেশি চিন্তা করে না। রিযেকের মালিক আল্লাহ। আমিও বিশ্বাস করি রিযেকের মালিক আল্লাহ।
সমস্যা হলো, জন্মনিয়ন্ত্রণ যে ধর্মসম্মত তা অনেকে জানে না এবং কেমনে জন্মনিয়ন্ত্রণ করতে হয় গরিবরা জানে না। আমি লন্ডন শহরে থাকি। আমি খেয়াল করে দেখেছি, যারা ভালো বেতনে কাজ করে, ভালো গাড়ি দৌড়ায়, বড় বাড়িতে থাকে তাদের সন্তান নেই এবং থাকলেও বেশি হলে দুই অথবা এক। কিন্তু যারা ভাতাতে চলে, এবং গাড়ি নেই দুই কামরার ঘরে ছেলে মেয়ে নিয়ে থাকে তাদের ৪ থেকে শুরু করে ৮/১০/ আরও বেশি সন্তান আছে।

কারো হাজার সন্তান হলে আমার কোনো সমস্যা নেই। আমি শুধু খেয়াল করে দেখেছি, সমস্যা এখানেই হচ্ছে।
ইংলেন্ড এখন কড়া হয়েছে, এক অথবা দুই সন্তান।

ইংলেন্ডের মত দেশে এমন আহাল দলে বাংলাদেশের হাল কী আমি চিন্তাও করতে চাই না।
শুধু এতটুকু বলতে চাই, সবাইকে সচেতন হতে হবে। দুনিয়ায় বেশি ধনি হলেও সমস্যা আর বেশি গরিব হলেও সমস্যা।

সমাজ সচল করতে হলে সবাইকে সচেতন হতে হবে। যে যা জানি তা অন্যকে জানাতে হবে।

The world population was estimated to have reached 7.5 billion in April 2017.
সবাই মজার খাবার চাই, কিন্তু যথেষ্ট উৎপাদন হচ্ছে না।

অদ্য আমরা নিজেকে নিয়ে ব্যস্ত, কে কত ধনি কত জনপ্রিয় হতে পারি এই প্রতিযোগিতায় প্রতিযোগী হয়েছি।

আমাকে বকাবকি না করে একটু চিন্তা করলে আপনিও চিন্তিত হবেন।

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


যেসব দেশে সরকারী কর্মচারী ও রাজনৈতিক দলের লোকেরা সম্পদ দখল করে নিয়েছে, সেইসব দেশ দরিদ্র

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সাথে একমত।

কিন্তু! সরকারের নিয়ন্ত্রক কে?

আমার মহোপন্যাসে লিখেছি, "মানুষ গরিব হলে বুদ্ধি বিকল হয়।"

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

বিজন রয় বলেছেন: বাংলাদেশ গরীব থাকার কথা ছিল না।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কপাল দোষে নয়, কর্মদোষে আমরা হাভাতে হয়েছি।

আমরা ভাত বেশি খাই, ভাত বেশি খেলে কী হয় নিশ্চয় জানেন।
আমার কথাই বলি, ভাত খাওয়ার পর আমি ভাতঘুম দেই।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

জাহিদ অনিক বলেছেন: নানা শিক্ষিত না হওয়া বেশি সন্তান জন্মদানের জন্য দায়ী।
আমার দাদার নয় ছেলে-মেয়ে, তিনি নিজের নাম লিখতে পারতেন না।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নানা আর দাদার চিন্তা বাদ দেন, উনাদের সময় এতম সমস্যা ছিল না। লেখাপড়া করে নামধাম লিখতে শিখেই আমরা সমস্যার শুরু করেছি।

জন্মনিয়ন্ত্রণ এবং গর্ভপাত এক বিষয় নয়।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

উম্মে সায়মা বলেছেন: ভালো আছেন ভাই?
ঈদ মুবারক...

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি বোন, আপনি কেমন আছেন?

ঈদ মোবারক।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

সুমন কর বলেছেন: হুম, শিক্ষার অভাবটাই মূল কারণ।

ঈদের শুভেচ্ছা.....

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মঙ্গল হোক।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


মানুষকে দরিদ্র করার সবচেয়ে বড় যন্ত্র হলো, পড়ালেখা থেকে বন্চিত করা। অনেক দেশের সরকার তা করছে, এমন কি আমেরিকান সরকারও।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমেরিকার অবস্থা আরও বেশি কাহিল! ওরা না কইতে পারে না সইতে পারে।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু এতটুকু বলতে চাই, সবাইকে সচেতন হতে হবে। দুনিয়া বেশি ধনি হলেও সমস্যা আর বেশি গরিব হলেও সমস্যা।

ঈদ মোবারক

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঈদ মোবারক।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১

আল ইফরান বলেছেন: পিচ্চিকালে সামাজিক বিজ্ঞান বইতে পড়তাম জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারন চিত্তবিনোদনের অভাব।
তখন তো বুঝি নাই কিন্তু এখন ঠিকই বুঝি। ;)
Less Dynamic লোকজন সারাদিন ঘরে বসে থাকলে তো বাচ্চা-কাচ্চা হবেই।
আর জন্মনিয়ন্ত্রণের অনেক ন্যাচারল মেথড ও আছে যা আমাদের জ্ঞানের অভাবে আমরা জানি না বা জানার চেস্টা করি না।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিন্তা বদলাতে হবে, জানতেই হবে।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৮

ANIKAT KAMAL বলেছেন: ভা‌লো চিন্তা কিন্তু নি‌জেরাই তো ঠিকনা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিক হতে হবে।

ধন্যবাদব।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মোবারক।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঈদ মোবারক

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

ধ্রুবক আলো বলেছেন: সমস্যা হলো, জন্মনিয়ন্ত্রণ যে ধর্মসম্মত তা অনেকে জানে না এবং কেমনে জন্মনিয়ন্ত্রণ করতে হয় গরিবরা জানে না।
এ নিয়ে সমাজে অনেক বিতর্ক, মতভেদ আছে!!

ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা রইলো।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিতর্ক এবং মতভেদে ভাত দেয় না দাদা। কদ্দিন পর যখন পাতে ভাত পড়বে না তখন সবকিছু বিতর্কিত হবে।

ঈদ মোবারক

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: আপনার সাথে সহমত।

ঈদ মোবারক।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঈদ মোবারক

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: গরীব এবং দেশও বেশী।। তাই এদের নিয়ে লেখাই বেশী নিরাপদ।। এবং আমরা করিও তাই।। ব্লগের লেখায়ও কি এরই প্রমান!!??

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

সনেট কবি বলেছেন:

সুসাহিত্যিক মোহাম্মদ আব্দুলহাকের ‘জনসংখ্যা বেশি হওয়ার কারণ’ পেষ্টে মন্তব্য-

কম সুবিধায় থাকে অনেক সন্তান
নিয়ে গরীব দম্পতি, অথচ অনেক
সুবিধা ভোগের মাঝে ধনাঢ্য দম্পতি
দু’এক অথবা বিনা সন্তানে থাকেন।
বিষয়টা কৌতুহল উদ্দিপক বটে,
যদিও গরীব জেগে ধনীর মন্ত্রতে
তথাপি না পেয়ে কোন সুখের নাগাল
বিস্ময়ে বিমূঢ হয়ে কাটায় জীবন।

যার যেটা মনে হয় সে করে তেমন
নিজ বিবেচনা মতে, সুখ সেতো তার
গতিপথে চলে শেষে ধরা দেয় কভু।
অনেক জীবন থেকে হতাশার ঘোরে
বেগরে সময় পার করে চলে যায়
অবশেষে একদিন শেষ ঠিকানায়।
নিঃসন্তান দম্পতিরা

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

সনেট কবি বলেছেন: ‘নিঃসন্তান দম্পতিরা’ বাদ যাবে।

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: মুখ দিয়াছেন যিনি, আহাড় দিবেন তিনি.........সুতরাং নো চিন্তা =p~

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

মাহিরাহি বলেছেন: Demographic dividend

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.