নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

\'বৃত্তে বৃত্তান্ত\' কবিতার বই

০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩১




দ্বিপদী
কবিতা লিখে কত কবি হয়েছে উদ্বাস্তু,
কবিতাবৃত্তি করে পাঠকরা বলে জয়োস্তু।

রসে রসে সরস কথা বলে রসের কারবারি,
তরতম্য না বুঝে তরতর করে সদা বাড়বাড়ি।

রূপসি রূপাজীবা হলে বহুরূপী রূপোন্মত্ত হয়,
রূপকল্পের রূপ রূপায়ণে রূপিণী রূপান্তর হয়।

পিপাসায় বুক ফাটলে পানির মূল্য মূল্যায়ন হয়,
সোনা বেঙের দীর্ঘশ্বাসে বোড়া সাপের ভুষ্টিনাশ হয়।

বাস্তবে কানীন কখনও পায় না তার জন্মাধিকার,
ভাবের সাগরে ডুব দিলে সব হয়ে যায় একাকার।



ত্রিপদী

হে সাধনা তুমি কেন দুঃসাধ্য হলে?
তোমার অভাবে আমি ভণ্ড হয়েছি,
সিদ্ধাই হতে চেয়েও সাধক হতে পারিনি।

ক্লান্ত হৃদয় হারিয়ে যেতে চায় অতীতে,
স্মৃতিস্তম্ভ আছে সেই খেলার মাঠে,
স্মৃতির সাগরে ডুবলে মন হাঁপিয়ে ওঠে।

মঙ্গললাভের স্বার্থসাধনায় স্বার্থবিসর্জন,
সকালবেলার প্রতিযোগিতায় অধ্যয়নকারী,
মতলববাজ স্বভাবসংগতে হয় স্বার্থসাধন।

মাবুদ গো! ক্ষমা করো আমি তোমার গোলাম,
আমাকে দোজখে পুড়িয়ে কী এতো মজা পাবে,
আমাকে ক্ষমা করো আমি তোমাকে সেজদা করি।



চৌপদী

হে বাংলা, হে মা, তোমরা ধন্য,
অধম আমি অত্যন্ত নগন্য,
জানি আমি তবুও নিজেকে মানি ধন্য,
কারণ, মা জাত জগতে অনন্য।

আমি ভুল লিখতে বুল লিখি
ফুল তুলতে গেলে ফল দেখি,
দোল খেতে চাইলে চাঁদকে সাথে রাখি,
হাঁটতে শুরু করে ভাবি হয়েছি পাখি।

কাঁদলে মনের দুঃখ কমে রে মন,
কাঁদলে গোনাহ মাফ হয়,
কাঁদলে নোনা জলে বুক ভিজে,
কাঁদলে মনে থাকে না সংশয়।

৯/৯/২০১৭
বিষণ্ণ বাতাসে আতঙ্ক, আকাশে অশ্রু,
রক্তে রঞ্জিত হয়েছে বেনারসী,
শবরীর তিরে নিথর সারস,
ডানা মেলেছে সারসী।


কিনে পড়তে চাইলে আমাজনে আছে

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


কবিতার বই প্রকাশে অভিনন্দন। এই কয়টি কবিতা পড়েছি, বাকীগুলো পরে পড়বো।

০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

এই বইয়ে কবিতার ষোলোকলা বিশ্লেষণ করেছি। কয়েক মাস পর ই-বই প্রকাশ করব। আপনিতো জানেন, নতুন কিছু প্রকাশ করার সাথে সাথে নকল হয়ে যায়।
ওদের যন্ত্রণায় নতুন কিছু শে‌‍য়ার করা যায় না।

২| ০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

ধ্রুবক আলো বলেছেন: কবিতার বই প্রকাশে অভিনন্দন। আশা করি অনেক সাফল্য লাভ করুন।

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আন্তরিক ধন্যবাদ। আপনার মঙ্গল হবে।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৭

ধ্রুবক আলো বলেছেন: ভাই আপনি কবিতা খুব সুন্দর লিখেন।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করবেন।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ উপহার দিয়েছেন শ্রদ্ধেয় । মুগ্ধ করে দিলেন।

চৌপদী বেশি ভালো লাগলো আমার কাছে।


শুভকামনা অাপনার জন্য শ্রদ্ধেয় প্রিয় ভাই

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৩

ফেরদৌসা রুহী বলেছেন: কবিতার বইয়ের জন্য অভিনন্দন হাক ভাই।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ আপা।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: খুব ভালো লিখেছেন !!!!


শুভ কামনা রইলো ভাই !!

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কপিরাইটের জন্য আমাজনে প্রকাশ করেছি। তারপরেও পোস্ট করতে ডর লাগে!

৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৪

উম্মে সায়মা বলেছেন: খুব ভালো লিখেছেন আব্দুলহাক ভাই। কবিতার বই প্রকাশে অভিনন্দন। অনেক সাফল্য কামনা করি।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা আপা।

যদিও কবিতার বই ভিতরে আসলে কবিতার ষোলোকলা। অভিধানিক বিশ্লেষণ সব বিশ্লেষণ করেছি। কবিতা কত প্রকার, ছন্দ সব আছে।

আমি আসলে মুক্ত ছন্দ চর্চা করি। কেন করি পরে বুঝতে পারবেন। কয়কে মাস পর ই-বই প্রকাশ করব। তখন পড়ে বুঝবেন।

খালি মাথা ঘুরে। |-)

৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১২

কবি হাফেজ আহমেদ বলেছেন: দ্বিপদী
ত্রিপদী
চৌপদী

সবগুলো পড়লাম। খুব ভালো লাগলো।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.