![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।
লেখাচোরের ডরে আজ আমি অনেক বড় লেখক। একবার আমার ঘরে ঢুকেছিল। পুলিস পুলিস চিল্লালে খিড়কি ভেঙে পালিয়েছিল। লেখাচোররে ডরে আমি ব্লগে অথবা ফেইসবুকে লেখা প্রকাশ করতাম না বিধায় ত্রিশ বছর পর একসাথে এত বই প্রকাশ করতে পেরেছি। এখন আমার সকল লেখার স্বত্ব আছ। তারপরেও চোর ডরাই। হাতেনাতে ধরেও মারধরা করা যায় না। বিবেক বাঁধা দেয়, মায়া লাগে। জেলে চালান করলে ছেলে মেয়ে কাঁদবে। বউ অসহায় হবে। চোররা এসব বুঝলে সবাই খুশি হতাম। সবার মঙ্গল হোক।
ডাকের কথা আছে "চোরা না শোনে ধর্মের কাহিনি"
২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পলাশমিঞা নিক বানিয়ে ঢংতামাসা করতাম। কতজনে কত কথা বলতো। আমি শুনেও শুনতাম না। কেউ কেউ বিরক্তিকর চরিত্র ডাকত।
২| ২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: তাছাড়া আমাদের দেশের লেখকরা Intellectual Property Rights বিষয়ে বেশি সচেতন নন।
নাহলে, এই আইন দিয়ে অনেক কিছু করা যেতো।
২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ছোট লেখকরা বড় লেখককে দৌড়ালে লাভ হয়। বড় লেখক হয়ে ছোট লেখক অতবা চোরকে দৌড়িয়ে খাস্তা হয়। তাতে তাদের লাভ বেশি। ওরা সহজে পরিচিত হয়।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: বড় যদি হতে চাও, ছোট হও তবে।
কে জানি এটা বলেছিলেন।
বড়রাও এটা মানেন বলেই তারা বড়।
২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, দেশে আমাদের একটা দোকান ছিল। অনেক বড় দোকান। দোকানে মাল বেশি থাকায় অনেকে মালদার ডাকত। সবদিকে চোখ রাখতে হতো। এখনতো সি সি কেমেরা লাগাতে হয়। তারে পরেও চোররা চুরি করে। আমি এখনও বড় হতে পারিনি, পোস্টের জন্য লিখেছি ধাপ্পা না মারলে বড় হব কেমনে
৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
প্রামানিক বলেছেন: ভাইজান, চোর আপনার ঘরে ঢুকছিল বেড়া কাইটা না সিঁদ কাইটা? ডরান নাই তো?
২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিতো বউর বগলে লুকিয়ে চিল্লাতে শুরু করেছিলাম।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
সুমন কর বলেছেন: ওদের আবার মঙ্গল হবে কেন !!!!
"চোরা না শোনে ধর্মের কাহিনি"
২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দাদা, ওদের মঙ্গল হলে আমাদের অমঙ্গল হবে না। দোয়ার জন্য বাবাদের দরবারে চোররাও যায়
৬| ২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
শায়মা বলেছেন: চোরেরও মঙ্গল চাহো!!!!!
তুমি বেশ দয়াবান!
২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বইন গো, দয়ালের দয়ার জন্য আমি নির্দয়কেও দয়া করি।
দয়াল দয়া করো।
৭| ২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমি এটা বলেছি এই কারণে যে, ছোটরা যেমন বড়দেরটা ফোলো করেন, বড়রাও ছোটদেরটা মেরে দেন মাঝে মাঝে।
পার্থক্য হচ্ছে, ছোটরা ধরা খেয়ে যায়।
বড়রা খায় না। খাইলেও দেরীতে খায়। আর যখন খায়, তখন সে এমন বড় হয়ে গিয়েছে, তার কাছে পৌঁছানো অসম্ভব।
আই, পি, আর নিয়ে অ্যাপলের বিরুদ্ধেও অভিযোগ আছে। কিন্তু, সেটা তার গায়ে একদম পৌঁছে না।
২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বড়রা খায় না। খাইলেও দেরীতে খায়। আর যখন খায়, তখন সে এমন বড় হয়ে গিয়েছে, তার কাছে পৌঁছানো অসম্ভব।
চোর কখনও বড় হয় না। চোর আজীবন চোরই থাকে!
সাত নকলে আসল ভেস্তে যায়। এমন হয়েছে হয়তো।
চোরাচুরি আমি ডরাই। চোরে ঈমান থাকে না। আমি ঈমানদার হতে চাই। বেঈমান হয়ে মরলে মানব জনব ব্যর্থ হবে। আমি সার্থক হতে চাই।
৮| ২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
হাফিজ হুসাইন বলেছেন: বইগুলোর নাম আর লিংক (যদি থাকে) দিলেআরো ভালো হত। তাহলে আমরাও পড়ে লেখকের গুণগত মান সম্পর্কে ধারণা পেতাম।
লেখাচোররা কিন্তু আবার শিক্ষিত চোর। তাই সাবধানে চলবেন।
ধন্যবাদ।
২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লিংক
চোরের জাত ধর্ম নেই।
চুরি করতে হলেও গুরু ধরতে হয়।
জি, আল্লায় ধন-জন-মান দিয়েছেন, আমি আল্লাহকে সেজদা করি। আমার সবকিছুর মালিক আল্লাহ।
৯| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩
কবীর বলেছেন:
শায়মা বলেছেন: চোরেরও মঙ্গল চাহো!!!!!
তুমি বেশ দয়াবান!
কথা লিগ্যাল !!!
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবই দয়ালের দয়া।
১০| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: যারা চুরি করে, তাদের অনেক বিদ্যা জানা থাকে।
যারা আই,টি, সিকিউরিটি নিয়ে কাজ করে তাদের সবার আগে কি শিখানো হয় জানেন? কিভাবে হ্যাকিং করতে হয়। তারা যদি চুরি না জানে, কিভাবে জানবে চোর কিভাবে চুরি করে? আর তা যদি না জানতে পারে, তাহলে সে নিজের কোম্পানী'র সিকিউরিটিও ঠিক করতে পারবেন না।
এখন ধরুন, চীন আর আমেরিকার মাঝে শত্রুতা। চীনা হ্যাকার-রা যদি কোন কিছু আমেরিকা থেকে কোন কিছু চুরি করে, সেটা কি চুরি হবে? নাকি তারা নিজেরা দেশপ্রেমিক বলে বলে প্রতিষ্ঠিত হবে?
উইকিলিকস কি চোর?
আমার মনে হয়, চোরের সংজ্ঞা সবার আগে ঠিক করা উচিৎ।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চ্যালেঞ্জ আর চুরি দুই বিষয়।
আমার ধন চুরি হলে আমি নিশ্চয় মর্মাহত হব।
১১| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫
কবীর বলেছেন:
সুমন কর বলেছেন: ওদের আবার মঙ্গল হবে কেন !!!! (
"চোরা না শোনে ধর্মের কাহিনি"
একমত !!!!!
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চোর ধনী হলে চুরি ছেড়ে দয়। তারও মানসম্মান আছে
১২| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭
তারেক ফাহিম বলেছেন: কিসের জন্নি ঘরে ঢুকলো চোর তাতো কননি।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চোর কেন ঘরে ঢুকে?
এই পোস্ট চোর এবং চুরি নিয়ে।
১৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন:
যখনি শুনেছি কোন ব্লগারের লেখা চুরি হয়েছে, সেই ব্লগারের লেখা পড়ে দেখেছি, ভালো লেখাই চুরি হয়!
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জিন, ধন চুরি হয়। বাজে কিছু চুরি হয় না।
১৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
আপনি একজন অসুর,কারণ লেখা চোরের বিরুদ্ধে পোষ্ট দিয়েছেন।আপনার নাতীন ওমেরার লেখা চুরির ঘটনা ধরার পরেও কিছু নির্লজ্জ বেহায়া ব্লগার আছেন তারা আবার ওমেরা লেখা চোরকে সাপোর্ট দেন। আমার কথা বিশ্বাস না হলে তার পোষ্টে ঘুরে আসুন।
নিচে তার নমুনা দেখুন।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চোর ধরা পড়লে বিচার করতে হয়। আমি বিচারি নয়। আমার নাতনি! লজ্জার বিষয়। আমি আসলে ওর সাথে দূরত্ব বজায় রাখি। আমাকে নানা ডেকেছিল। ওকে বলব, পারলে ক্ষমা চাওয়ার জন্য। ক্ষমা চাইলে মান বাড়ে। ভুল সকলের হয়।
আগের সকল লেখা দেখেছি ডিলিট করেছে।
এখন থেকে সকলকে বলব দয়া করে আমাকে দাদা নানা চাচা ডাকা থেকে বিরত থাকুন।
১৫| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩১
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
সামু ব্লগের ৭ বছরের পুরাতন ব্লগার ও কবি কাজী ফাতেমা ছবি এক লেখা চোর ধরে উল্টা তার চোরের খাতায় নাম উঠেছে। বড় হস্যকর একটা বিষয়। আমার কথা বিশ্বাস না হলে কবি ফাতেমা ছবি ব্লগে ঘুরে আসুন।
নিচে দেখুন তার নমুনাঃ
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপার সাথে আজ মন্তব্য বিনিময় হয়েছে। উনার সাথে মন্তব্য বিনিময় করেই এই পোস্ট দিয়েছি।
আমি সকলকে বলেছিল। অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করতেন। নিজের লেখা সম্পাদনা করে চোর বনতে হয়, তার এখন প্রমাণিত হয়েছে। আমি আগে থেকে বলেছি। ব্লগে বা ফেইসবুকে লেখা প্রকাশ পর সম্পাদনা করা থেকে বিরত থাকুন। সম্পাদনা করলে তারিক বদলে। এতে চোরে মালিকানা পায়।
১৬| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: চ্যালেঞ্জ না ভাই। ঐগুলো চুরিই।
কিন্তু, নিজের জাতি বা কোম্পানী'র জন্যে করলে আশ্চর্য ভাবে সেটাকে চুরি হিসেবে ধরা হয় না। মাসুদ রানার একটা সিরিজ পড়েছিলাম কিভাবে গোয়েন্দারা নিজের জাতির জন্যে তথ্য চুরি করে।
যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তাদের জিজ্ঞাসা করুন কি অবস্থা। ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি অত বুঝিনা।
১৭| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: লেখা চোরেরে ডরাই না বলেই আমি লেখক হতে না পেরে বনে বাদাড়ে ঘুরে বেড়াই
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার জন্য দোয়া করি। ছবি সাবধানে রাখবেন।
১৮| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: @সাদা মনের মানুষ,
আব্দুলহাক ভাই বলেছেন, ছবি সাবধানে রাখতে।
এটাও সম্ভব না। ছবি থেকে তোলা ছবি কি চুরি?
ইন্টার্ন্যাশনাল লো বলে, ওটা চুরি না!
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, অনুমতি ছাড়া কিছু চুরি।
যাক, একটা কম্পিউটার কিনার পর কত কিছু কিনতে হয়। কিনার আগে জানলে কিনতাম না। কিনে ঠেকতে হয়। তখন এখান থেকে ওখান থেকে দুনম্বরি সপ্টওয়ার ইনসল্টল করতে হয়।
লেখা অন্য বিষয়। গল্প কবিতা উপন্যাস। এসব চুরি হলে খুব কষ্ট হয়।
১৯| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কারে কব মনের দুঃখ গো বুক চিরিয়া।।
মন্টা ব্লগ থেকে উঠে গেছে বব্বাই। এত কষ্ট আগে পাইনি কখনো।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ফেইসবুকে আমি কিন্তু আপনাকে সর্তক করেছিলাম। আপনাক অথবা অন্য একজনকে বলেছিলাম প্রকাশ করার পর সম্পাদনা করলে চোর মালিক হয়ে যায়।
নিজের ধনে নিজে চোর হয়েছেন।
ব্লগ থেকে সেই কবে আমার মন উঠেছে। আমি শুধু মনের টান এবং লেখার টানে আসি। সাবধানে থাকবেন। নতুন লেখা প্রকাশ করা কত বড় পাপ এখন নিশ্চয় বুঝেছেন। আমি আমাজনে প্রকাশ করার পর কয়েক মাস এমনকি বছর পর্যন্ত অপেক্ষা করি। তারপরেও ডর লাগে।
কিছুদিন আগে একটা নাটক দেখে আমি হা করেছিলাম। আমার এক উপন্যাসের সাথে মিল আছে।
২০| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: বড় ভাই, নিজের জিনিস চুরি গেলে কষ্ট তো হবেই।
কথা হচ্ছে, 'চুরি'-র সংজ্ঞাটা কি। আর কখন থেকেই বা আমরা চুরি শেখা শুরু করি।
জাতি'র জন্যে কোন কিছু চুরি করলে সেটা চুরি হয় না। মানুষের ভালো'র জন্যে কিছু করলেও চুরি হয় না।
যেমন ধরুন, ইস্রাইলী গোয়েন্দারা লেবানন থেকে কোন গোপন তথ্য কিছু চুরি করলো। সেটা কি চুরি হবে?
আর, গল্প, কবিতা...এগুলো তো একেক ধরণের ইনভেনশন। ঠিক তেমনই, ল্যাবরেটরিতে কোন কিছু আবিস্কার হলে, সেটাও ইনভেনশন। সবই প্রোডাক্ট।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি যা বলছেন তা ঠিকাছে। আমি আসলে তত উপরের কেউ নয়। সাধারণ এক লেখক। কিছু চুরি হলে কিচ্ছু করার থাকে না।
এক দেশ অন্যদেশ আক্রমণ করে। মানুষ হত্যা না করে তথ্য চুরি করে দেশ দখলে করলে আমি তাদের জন্য দোয়া করব। আপল এবং উণ্ডজ এক কিন্তু দুই সিসটেমে চলে, সপ্টওয়ারও আলাদা যদিও দুটা একজনে তৈরী করেছিল প্রথম। থাক এসব, আমি লেখাচোর নিয়ে পোস্ট দিয়েছি। উপরের লেভলে যেতে চাই না। ওখানে চোরচোট্টায় ভরা।
২১| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩২
অনিক_আহমেদ বলেছেন: তাহলে কি ভেবে নিব চোররা ভাল ভাল সব বই প্রকাশে ভূমিকা রাখছে?
আপনার সবগুলো বইয়ের জন্য আমার তরফ থেকে এক গুচ্ছ শুভেচ্ছা নিবেন।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান দোয়া করবেন আমার জন্য। লেখালেখি করে ফতুর হয়েছি। তবে আল্লাহর দোয়াদানে এসব হয়েছে। আমি শুধু নিজের ক্ষতি করেছি।
মহোপন্যাস সমাপ্ত করার জন্য আমি এক খতম কোরআন করেছিলাম। লেখালেখি আমার জন্য সাধনা। আমার সব আল্লাহর হাওয়ালে।
সবার মঙ্গল হোক।
২২| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার আজকের এই লেখা থেকেই অনেক বড় একটা গল্পের প্লট পেলাম। থ্যাংকু!
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অজান্তে আমরা একে অন্যকে সাহায্য করি। চোররাও আমাকে সাহায্য করে। আমি সর্তক হই। লেখার মান বাড়াবার চেষ্টা করি।
আপনাকে ধন্যবাদ। আপনার সফলতা কামনা করি।
২৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৩
যূথচ্যুত বলেছেন: শায়মা বলেছেন: চোরেরও মঙ্গল চাহো!!!!!
তুমি বেশ দয়াবান!
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি বিশ্বাস করি, কারো মঙ্গল কামনা করলে সে কখনো আমার অমঙ্গল করবে না।
এখন আপনি বলুন, চোরের মঙ্গল না অমঙ্গল কামনা করব?
২৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ক্যাটের কথা মনে পড়ায় আপনার কাছে আবার ফিরে এলুম। আপনার আজকের সাব্জেক্টের সাথে মিলে। একটু দেখবেন, লেখাটা কেমন হলো-
=======================ওয়ান্ডারক্যাটস (পর্বঃ ১, অংশঃ ১)==========================
ওয়ান্ডারক্যাটসদের গ্রহ ওয়ান্ডেরা নষ্ট হয়ে গেছে। দুর্নীতি-দুঃশাসনে ভরে গেছে চারদিক। মিউটেন্ট শাসকগোষ্ঠি’র ক্রমাগত অত্যাচার মুখ বুঝে সইতে সইতে মন বলতে আর কিছু বাকি নেই জনগণের। এখন সবই গা-সওয়া তাদের কাছে। শাসকগোষ্ঠীর এহেন অত্যাচারে একটি মাত্র গোত্র মাথা তুলে দাঁড়িয়ে ছিলো, রুখে দিতে চেয়েছিলো সকল অন্যায়। তারা হচ্ছে ওয়ান্ডারক্যাটস, একদল আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মানুষ।
কিন্তু, শাসকদের সমর্থকেরা সংখ্যায় ছিলো বহু গুণ বেশি। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সজ্জিত সৈন্যদলের সাথে পেরে উঠেনি ওয়ান্ডারক্যাটসরা। মুষ্ঠিমেয় কয়েকজন ছাড়া মারা যায় গোত্রের সবাই। ফলে, বাকি যারা বেঁচে ছিলো তাদের নিয়ে গ্রহ ছেড়ে পালিয়ে যাবার সিদ্ধান্ত নেন গোত্রপতি জাগা।
স্পেসশিপ ছেড়েছে একদিন হয়েছে। প্রিয় জন্মভূমি ছেড়ে পালাচ্ছে তারা। গন্তব্য কয়েক আলোকবর্ষ দূরের পৃথিবী নামক এক গ্রহ। সেখানেই ওরা নতুন আবাসভূমি গড়ে তুলবে। তারা মাত্র সাতজন বেঁচে আছে, সাথে বিশ্বস্ত বিড়াল স্নার্ফ।
ছোট্ট লায়োনো ছাড়া বাকি সবাই শিপের ফ্লাইট ডেকে জড়ো হয়েছে কিছুক্ষণ আগে। মাদার ভ্যাসেলের বড় মনিটরের মাঝ দিয়ে ওয়ান্ডেরার দিকে তাকিয়ে আছে তাঁরা। সবার চোখে বিষন্ন দৃষ্টি। এতো দূর থেকেও গ্রীল সমুদ্রের তটরেখা আবছা দেখা যাচ্ছে। এরপাশেই ছিলো তাদের আবাসভূমি।
‘’প্রিয় জন্মভূমিকে শেষবারের মতো দেখে নাও সবাই। আর কিছুক্ষ্ণের মাঝেই হাইপার ডাইভ দিবো আমরা।‘’ ক্যাপ্টেনের আসনে বসা জাগা বললেন সবাইকে।
জাগার বয়স হয়েছে। দুই’শো বছর ধরে গোত্রপতি তিনি। বাবা যখন মারা যান, তখন তার বয়স ছিলো তিরিশ। বাবাও ছিলেন গোত্রপতি, ওয়ান্ডারক্যাটসদের চতুর্দশ আধ্যাত্মিক নেতা। বাবার মৃত্যুর পরে সেই ছোট বয়সেই গোত্রের হাল ধরতে হয় তাঁকে।
জাগার কথার উত্তরে কেউ কিছু বললো না। মন্ত্রমুগ্ধের মতো স্ক্রিনের দিকে তাকিয়ে আছে বাকি সবাই।
‘’আমি কি লায়োনোকে জাগিয়ে নিয়ে আসবো, জাগা?’’ নিরবতা ভাঙ্গে টাগিরা, গোত্রের সবচেয়ে চৌকশ যোদ্ধা। বয়সে নবীন। বাঘের মতই ক্ষিপ্র ও তেজস্বী বলে এই নাম তার।
টাগিরার কথায় প্রতিবাদ করে উঠে ছিপছিপে গড়নের একটি মেয়ে, নাম তার চিত্রা।
‘’আরে না, এতো ছোট বয়সে এই ধাক্কা সইতে পারবে না, লায়োনো। তাকে এখন না আনাই ভালো।‘’
আরো কি যেন বলতে যাচ্ছিলো সে, তাঁকে থামিয়ে জলদগম্ভীর স্বরে কথা বলে উঠলেন জাগা।
‘’বাধা দিও না, চিত্রা। তাকে আনতে দাও। লায়োনোকে সকল রকম পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া শিখতে হবে, ভালোমন্দ সব কিছুর সাথেই পরিচিত হতে হবে তাকে। তুমিই বরং যাও, নিয়ে আসো ছেলেটিকে।‘’
চিত্রা লায়োনোর কামরার দিকে হাঁটা দেয়।
নিজ বিছানায় ঘুমিয়ে আছে লায়োনো। ঘরের আলো নিভানো। একটি নিয়ন বাতি শুধু জ্বলছে মাথার কাছে। এই সময়ে দরজা খুলে ঘরে প্রবেশ করে চিত্রা। লায়োনো গায়ে স্নেহের আলতো একটি ছোঁয়া লাগিয়ে ডাক দেয়– ‘’উঠো, লায়োনো।‘’
‘’উমম......ওহ, চিত্রা! কি ব্যাপার?’’ ঘুম ভেঙ্গে পাশ ফেরে লায়োনো।
‘’জাগা তোমাকে ডেকে আনতে পাঠিয়েছেন। কিছু দেখাতে চান তোমাকে।‘’ বললো চিত্রা।
‘’তাই! চলো যাই।‘’ এক লাফে বিছানা থেকে নেমে চিত্রার সাথে রওনা দেয় সে ফ্লাইট ডেকের দিকে। সঙ্গে লায়োনোর সর্বক্ষণের সঙ্গী স্নার্ফ। লায়োনোর বিছানার পাশেই শুয়ে ছিলো সে। মনে মনে গজগজ করছে- “ছোট্ট ছেলেটাকে ঘুমাতেও দেবে না।‘’
পিছু ফিরে উত্তর দেয় চিত্রা, ‘’দেখো, স্নার্ফ, ঘুমানোর অনেক সময় পাবে সে। কিন্তু, এখন তার জন্যে ওখানে যাওয়াটা খুব জরুরী।‘’
কি বলবে খুঁজে না পেয়ে অগত্যা বিরক্ত মুখে তাদের পিছু পিছু হাঁটা ধরে স্নার্ফ।
‘’কি ব্যাপার, জাগা? হঠাৎ জরুরী তলব? কিছু হয়েছে নাকি? এমন করে সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে কি দেখছো?’’ একগাদা প্রশ্ন করতে করতে বুড়ো গোত্রপতির পাশে এসে দাঁড়ায় জাগার মৃত ভাইয়ের ছেলে লায়োনো।
স্নেহের একটি হাঁসি দিয়ে জাগা জিজ্ঞেস করলেন, ‘’ভালো ঘুম হয়েছে, পুত্র?’’
‘’তা হয়েছে।‘’ আনমনে লায়োনোর উত্তর। তারও দৃষ্টি পড়েছে ওয়ান্ডেরার দিকে। মুহূর্তে বিষন্ন হয়ে যায় সে।
তার কাধে একটা হাত তুলে আলতো ভাবে নিজের কাছে টেনে নেন জাগা। মাথায় স্নেহের পরশ বুলাতে বুলাতে বলেন, ‘’শেষবারের মত ওয়ান্ডেরাকে দেখে নেওয়ার জন্যেই তোমাকে ডেকেছি।
তোমাকে ভেঙ্গে পড়লে চলবে না, লায়োনো। আমরা হয়তো ওয়ান্ডেরাকে ফেলে যাচ্ছি, কিন্তু তোমাকে মনে রাখতে হবে ‘ওয়ান্ডেরার কোড’ তোমার বুকেই লুকিয়ে আছে। এই কোডই তোমাকে বড় হতে হতে আয়ত্ব করতে হবে। এরপর ফিরে আসতে হবে ওয়ান্ডেরাতে, জনগণকে মুক্ত করতে হবে দুঃশাসন থেকে। এটাই তোমার নিয়তি।
সুবিচার, সত্যবাদিতা আর জনগণের ইচ্ছার প্রতি সম্মান.........এসবই ওয়ান্ডেরার কোড। তোমাকে শিখতে হবে এসবের সমন্বয়ে কিভাবে একজন ভালো শাসক হওয়া যায়।“
এ কারণেই গোত্রের সবার জীবনের চেয়েও তার জীবনের গুরুত্ব সবচেয়ে বেশি। এসব কথা ছোটবেলা থেকেই শুনে আসছে লায়োনো। যুদ্ধের সময় তাকে বাঁচাতে পুরো একটি বাহিনী নিয়োজিত ছিলো। শত্রুবাহিনী যখন লায়োনোর অবস্থান কোথায় তা জেনে ফেলে, তখন বিশেষ এক বাহিনী পাঠায় তাকে ধরতে। সেই বাহিনীর আক্রমণে লায়োনোর সেই রক্ষিবাহিনীর সবাই একে একে মারা পড়ে। তাকে একটি গুহায় লুকিয়ে রাখা হয়েছিলো বলেই বেঁচে যায় লায়োনো। জাগার নেতৃত্বে এই ছোট্টদলটি তাকে খুঁজে বের করে সেইখান থেকে। এরপর রাতের আঁধারে সেইদিনই রওনা দেয় স্পেসশিপে চড়ে।
“আমি তোমাকে কথা দিচ্ছি, জাগা। আমি তা-ই করবো। অন্ততঃ চেষ্টা করবো।‘’ লায়োনো বললো।
জাগা বলে চলে, ‘’তোমার এই যাত্রাপথে সঙ্গী হবে গোত্রের সবচেয়ে চৌকশ কিছু ব্যক্তি। টাগিরা, পান্থো, চিত্রা, ওয়াইলি ক্যাট এবং ওয়াইলি কিট। তারাই তোমাকে সবকিছু শিখতে সাহায্য করবে, হবে বিপদ-আপদে সঙ্গী।‘’
ওয়াইলি ক্যাট এবং ওয়াইলি কিট দুই জমজ ভাই-বোন। ওয়ান্ডেরাতে থাকতে তারা থান্ডারক্যাটদের কিশোর-কিশোরীদের নেতা ছিলো। দুজনই লায়োনোর চেয়ে কিছুটা বড় হবে। জাগার মুখে নিজেদের নাম শুনে খুশি হলো তারা।
একটু মনক্ষুন্ন হয়েছে স্নার্ফ। ‘’আর আমি? আমি কি তার সঙ্গী হবো না? ছোটকালে তার ডাইপার কে বদলে দিতো শুনি? এখন বুড়ো স্নার্ফের নাম সবাই ভুলে গেলো!’’ মনে মনে এসব কথা বললেও গাম্ভীর্যপূর্ণ পরিবেশ ভেঙ্গে যাওয়ার ভয়ে সে কিছুই বললো না।
সবাই চুপ করে আছে জাগা আর কি বলেন শোনার জন্যে।
‘’তোমার সাথে জরুরী কিছু আলাপ ছিলো।‘’ হঠাৎ বলে উঠেন জাগা।
এবারে বিস্মিত হয় লায়োনো। তার সাথে আলাদা করে জরুরী আলাপ!
‘’এসো আমার সাথে।‘’ বলে লায়োনোকে নিয়ে শিপের এক বিশেষ কামরার দিকে হাঁটা ধরেন বুড়ো মানুষটি।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মনে রাখবেন, এই লেখার স্বস্ত হয়েছে। মন্তব্য এডিট করা যায় না। এই লেখা চুরি হলে মামলা করতে পারবেন।
২৫| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮
উম্মে সায়মা বলেছেন: ভয়ংকর ব্যাপার স্যাপার। আমি প্রথমে অত গুরুত্ব দিতাম না। ভাবতাম আমার লেখা কে আর চুরি করবে আর চুরি করলেও বা কী! কিন্তু পরে এটা ভাবলাম যে কেউ চুরি করলে শেষে নিজের লেখা চুরির দায় নিজের ঘাড়েই না পড়ে। কারণ চোরেরা আমাদের চেয়ে জনপ্রিয় হয়। এখন দেখি ছবি আপুর সাথে তা হয়ে গেছে! সেদিন একটা ফেসবুক গ্রুপে দেখি আমার এই লেখাটি পোস্ট দিয়ে নিচে লিখেছে 'writeing by... (নিজের নাম)। দেখে মেজাজ গেল বিগড়ে। কমেন্ট করলাম যে কারো লেখা নিলে কার্টেসী দিতে হয়। অনেকদিন পর দেখি হুম বলে শুধু নিচে নিজের নামটা কেটে দিয়েছে। পোস্ট ডিলিটও করেনি, নিচে আমার নাম বা কালেক্টেডও লিখেনি!
আর সত্যি বলতে আমার নিজেরই কিছু বলতে লজ্জা লাগে কেন যেন। মনে হয় একটা লোক বিব্রত হবে
কী যে বিচ্ছিরি অবস্থা এসব চুরি চামারি নিয়ে...
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি বলতে বলত বিরক্ত হয়ে এখন অপেক্ষামাণ। আপনাকেও হয়তো বলেছি ভালো লেখা ব্লগে প্রকাশ না করার জন্য। ছবি আপাকে অনেকবার বলেছি। উনি হয়তো বিরক্ত হতেন। পরে ভাবলাম দূর আমি কেন খামোখা আরেকজনকে বিরক্ত করব। যখন চোর বনবে তখন বুদ্ধি বাড়বে। আমার অনেক লেখা ১১/১২ বছর আগে চুরি হয়েছে। যা চুরি হয়েছিল তা আমি নতুন করে লিখেছি, মানে প্রতি লাইন বদলিয়েছি একএক করে। এখনও ভয় হয়। এই জন্য আমাজনে প্রকাশ করেছি এতে আমি নিশ্চিন্ত। কেউ চুরি করলে মামলা করতে পারব এবং আমার দলে আমাজন আছে।
২৬| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: তাহলে তো চিন্তার, আর কিছু নেই। ব্লগে ধারাবাহিক ভাব প্রকাশ করবো লেখাটি।
তবে, আগামী বইমেলার জন্যে একজন লেখাটি চেয়েছিলো। তাই, ব্লগে প্রকাশ করবো কি না সিদ্ধান্ত নিতে পারছি না।
আর, ছবিটি, ইন্টারনেট থেকে নেওয়া।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আরেকটা কথা, উত্তেজিত হয়ে নতুন লেখা ব্লগে প্রকাশ করবেন না। প্রকাশকরা প্রকাশিত লেখা প্রকাশ করে না এবং চুরি হলে সর্বনাশ।
২৭| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৩
কবীর বলেছেন:
হক ভাই,লেখা চোরের শুধু আমার লেখা চুরি করল না,এ নিয়ে আমার মনে ভীষণ কষ্ট আছে। এর মানে গিয়ে দাঁড়ায়, আমি কোন লেখকের কাতারে পরি না। খেয়ে না খেয়ে সামু কবিতা লিখি.......
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিন্তার কারণ নেই ভাই, শুরু হয়ে যাবে
আপনার সাহস আছে। আমিতো কান্নাকাটি করে দোয়া করি চোর যেন আমর ধারেপাশে না আছে। লেখাচোর আমি ডরাই।
২৮| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২
কবীর বলেছেন:
আমার ডর নেই !!! আমার কখনো বই প্রকাশ করার ইচ্ছা নেই ।। যদি কেউ আমার লেখা নিয়ে, তার নিজের নামে বই প্রকাশ করতে চায়।তবে তাকে আরো সুন্দর সুন্দর কবিতা লিখি দিতে রাজি আছি।। সে বড় লেখক হোক !!! কবিতা লিখি আসলে ,এটা চিন্তার একটা ব্যয়াম হয়, এই কারণে ........
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনিও তাদের আওতায় আছেন
২৯| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪০
কবীর বলেছেন:
ভাই, মিষ্টি এখন কত টাকা কেজি ??? আমি তো মাহাখুশি;চোরকে কিছূ মিষ্টি খাওয়াব ।।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মজা যখন সাজা হয় তখন বুঝবেন মজা কাহাকে বলে।
আগে বলতাম, টাকা কিছু নয়। এখন টানাটানি করি। আপনি হয়তো অনেক বড় লেখক। কয়েক শো চুরি হলে তেমন ক্ষতি হবে না। আপনার লাভ হবে। আমি গরিব মানুষ, দুই একটা চুরি হলে জানে ধরবে।
৩০| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৫
কবীর বলেছেন:
কাজী ফাতেমা ছবি আপা,
পৃথিবীতে সবকিছু চুরির করা গেলেও কেউ কারো জ্ঞান-বুদ্ধি, চুরি করতে পারবেনা। প্রদীপ থেকে কেউ একটু আলো নিলে তাতে প্রদীপের কোন ক্ষতি হয় না। তাই আপনাকে ছোট ভাই হিসাবে বলি আপনার সাথে যা হয়েছে সবকিছু ভুলে যান।। ব্লগ লিখুন ।।আর আমরা আপনাকে চিনি-জানি আপনার বিরুদ্ধে মিথ্যো অভিযোগ দিলেই, যে তা বিশ্বাস করব।এমন নিবোধ আমরা নই। তারপরেও আমি আপনার পোষ্টে পড়ে সত্য-মিথ্যা যাচাই করে দেখলাম ।।এখানে আপনার কোন দোষ নেই।। আশা করি, ব্লগ ছেড়ে যাবেন না।।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপার এবার আক্কেল হবে।
৩১| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৭
যূথচ্যুত বলেছেন: আমি বিশ্বাস করি, কারো মঙ্গল কামনা করলে সে কখনো আমার অমঙ্গল করবে না।
এখন আপনি বলুন, চোরের মঙ্গল না অমঙ্গল কামনা করব?
তা ঠিক। তবে লেখাচোরের মঙ্গল হতে পারে দু-ভাবে।
১) তার হাতসাফাইয়ের উপকরণ-সমূহ আরও সহজলভ্য হল ও কর্মপদ্ধতি আরও ঝঞ্ঝাট-বিহীন হল।
২) সে নিজেই লিখতে শিখল।
দ্বিতীয় মঙ্গলখানিই কামনা করবেন প্লিজ
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মঙ্গলকামনায় মঙ্গলই হয়।
ডাকের একটা কথা আছে, চোরের দশ দিন গৃহস্থের একদিন। হাজার বছর পরেও চোর ধরা পরে। চোর চোরই থাকে। সাধনা করে সাধক সাধু এবং সিদ্ধ হয়।
সবার মঙ্গল হোক।
৩২| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৭
কবীর বলেছেন: আমি গরিব মানুষ, দুই একটা চুরি হলে জানে ধরবে।
হা, হা, হা .... আমি বড়লোক লোক !!! ঠিক বলেছেন !!!! মহা বড়লোক !!! টাকার অভাবে আজ্ও বিয়ে করতে পারলাম না ।।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মেভাই, বিয়া অন্য বিষয়। আমিতো বাল্যবিবাহ করেছিলাম। টাকার চিন্তা করিনা। লেখালেখি নিয়ে থাকিতো তাই কাজ করতে পারি না। তবে আল্লায় যথেষ্ট দিয়েছেন। আপনি সাবধানে থাকবেন।
আমি লেখা বিষয়ে বলেছিলাম। বড়লোকরা চিন্তা করে না। গরিবরা ভাবে।
বিয়া করতে টাকা লাগে নাকি?
৩৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৩
কবীর বলেছেন:
বিয়া করতে টাকা লাগে নাকি?
খালি এই কবি যোগ্যতা দিয়ে, কোন বাপ তার মেয়ে বিয়ে দিবে আমার সাথে !!! দু একটা কবিতা লিখে যে টাকা-পয়াসা ইনকাম করমু ব্লগে খঅলি কবিতা চুরি .....
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহাহা। কেন মিঞাভাই, কবিতা কি সম্পদ নয়?
লেখালেখি অনক বড় সম্পদ, তবে তা সাধানার লেভেলের হতে হয়। লেখালেখি আমাকে ফতুর করলেও স্রষ্টার সান্নিধ্য নিয়েছে। লেখালেখি আমার গন্তব্য। আমি রুজি করতে পারি না। তবে এখন বাধ্য এবং অপরাগ হয়েই রুজি করতে হবে। আমি এবার নিরুপায়। ওরা আমাকে নাকে নাকা লাগিয়ে টেনে কাজে নেবে। তাদের খরচে আমাকে ট্রনিং করেছে। কাজ করতেই হবে এবং আমিও এখন হাঁটাহাঁটি করতে চাই। কাজ শুরু করলে দৈনিক ৮০ মিনিট হাঁটতে হবে। আমার জন্য খুবই প্রয়োজনিয়।
কবিতা লেখা ভালো, নেশা ঠিকাছে। কবিতা লেখা পেশা হতে পারেনা। আমার বড় লাটের বেটা সেটের ভাতিজা হলে ঠিকাছে। (হাহাহাহা)
৩৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫২
কবীর বলেছেন:
কবিতা একজন করির কাছে বড় সম্পদ !!! ঠিক বলেছেন ভাই।।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার ছোটচাচা উনার বেয়াইকে বলেছিলেন, আমার ভাতিজা দেশে থাকলে সিলেটের অর্ধেক কিনে ফেলতাম। চিন্তা করুন আমি কী চিজ! (হাহাহাহাহা)
লেখালেখি আমাকে সব দিয়েছে। দেশে জমিও কিনেছিলাম। এখন অনেক দাম। সমাজে লোকজন আমাকে সম্মান করে।
আলহামদুলিল্লাহ, সত্যি সুখে আছি। দোয়া করবেন।
আপনারা কি আমাকে ঘৃণা করেন?
৩৫| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০২
কবীর বলেছেন:
ঘৃণা করবো কেন?? আপনি অনেক আন্তরিক....... ।। এই যেমন, আপনি আপনার অনেক ছোট হবো ...তারপরেও বন্ধুর মত খুব সহজে মিশতে পারছেন।।
৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লেখালেখি আমাকে এসব দিয়েছি। এই জন্য আমি বড়াই করিনা। সম্মান আল্লাহর দান। অন্যকে সম্মান করলে মন শান্ত থাকে। স্বস্তির সাথে চলাফেরা করা যায়।
৩৬| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:১৯
নূর-ই-হাফসা বলেছেন: চোরের প্রতি মায়া দেখে ভালো লাগল ।
৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার বসয় তখন ৫/৬ হবে যখন পাশের বাড়ি চোরকে মারধর করছিলেন। আমি খুব ভয় পেয়েছিলাম। চোর বলতে আমি ভয়ঙ্কর কিছু বুঝেছিলাম বা বুঝতাম। এখনও আমি চোর ভয় পাই। সেই গল্পের মত।
চোরকে দেখে আমিও তাজ্জব হয়েছিলাম, এতো মানুষ চোর কোথায়। এখন ভয় পাই তাদের কর্মকাণ্ড। তবে শেষ কথা হলো, চোররাও আমার মতো মানুষ। আমরা কেউ নিষ্পাপ নয়। ইয়া আল্লাহ আমাদেরকে রক্ষা করো, তুমি সকলের মালিক।
৩৭| ৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: বলতে দ্বিধা নেই। এক সময় আমি অনেক লেখা চুরী করেছি।
এখনও কোনো লেখা ভালো লাগলে কপি করে নিয়ে স্ট্যাটাস দেই।
৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তওবা করলে পাপমোচন হয়। অনেক সময় একটা লেখা পড়ে কিছু লিখতে মন চায়। তা স্বাভাবিক। যেমন গতকাল আলি (রা) একটা উপদেশ পড়ে আমি লিখেছিলাম "জিহ্বা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। নিয়ন্ত্রণ করলে জান্নাতে। স্বত্ব মো.আ.হা" তা পড়ে আমার ছোটা ভাই মন্তব্য করেছে "Titu Miah It is al Hadith" আমি উত্তর দিয়েছিলাম "Mohammed Abdulhaque Actually it is, but it also my thinking."
আমরা অনুপ্রেরিত হয়।
৩৮| ৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহহাহাহাহা বব্বাই দেখেন চুন্নি আপনাকে বন্ধু ভাবতেছে হাহাহাহাহা
বানানের অবস্থা দেখে আরো হাসি পাচ্ছে......। তার আবার প্রকাশনা আছে
াহাহহাহাহাহা বব্বাই দেখেন চুন্নি আপনাকে বন্ধু ভাবতেছে হাহাহাহাহা
বানানের অবস্থা দেখে আরো হাসি পাচ্ছে......। তার আবার প্রকাশনা আছে
৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অখন আরও বেশি ডরাইছি! আপনারে চিনতে পারেনি হয়তো।
Quazi Fatema Chhobi
আমি পেত্নি-চিনস নাই তালগাছের পেত্নি
না চিনলে রাইতে চিনাইয়া দিমু- খালি ঘুমাইস.
ইটাইয়া যদি তোর টিনের চাল কানা না করছি আমি পেত্নি না-বান্দরের বান্দর।
আমার প্রিয় সংলাপ।
হেতেরে চিনাইতে হইব, আপনে কিতা। (হাহাহাহাহা)
আমি এই মাত্র ঘরে এসেছি।
৩৯| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: চোরগো আর কিছু কমু না।
চোরদের মনে ঈমান আসুক।
৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার দোয়া কবুল হোক। আমিন।
৪০| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: লেখা চুরি বলে কিছু নেই যা আছে তা হলো কাট পেস্ট।
৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লেখা চুরি বলে কিছু নেই যা আছে তা হলো কাট পেস্ট।
৪১| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪১
ফেরদৌসা রুহী বলেছেন: চোরের জন্য দেখি আপনার অনেক মায়া মমতা।
৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপা, চোরেরও মন আছে। সেও বিয়ে করতে চায়। বেচারা।
৪২| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
নীলপরি বলেছেন: "চোরা না শোনে ধর্মের কাহিনি" --
ঠিকই বলেছেন । আমাদেরই অসহায় অবস্থা ।
পোষ্টের জন্য ধন্যবাদ ।
৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজ আরেকটা পোস্টে দেব, চোরদের সাথে মারামারি করতে চাই।
সাথে থাকলে বল বাড়বে। আজকাল চোরের দল বেশি বড়ো।
৪৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
নীলপরি বলেছেন: অবশ্যই সাথে থাকবো ।
৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ
৪৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: মশিউর ভাই আপনার কথায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যার ঘর কখনও চুরি হয়নি সে জানে না চুরি হলে কেমন লাগে।!
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ঠিক বলেছেন।
সম্পূর্ণ একমত।