নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

ব্লগার এবং লেখক

১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৯



আমি আসলে শৌখিন লেখক। খড়িমাটি দিয়ে অ আ ক খ শ্লেটে লিখে লেখালেখির শুরু হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ে। আধো ঘুম আধো জাগরণে অনেকে স্বপ্ন দেখে আমি তখন শব্দে শাব্দিক হয়ে কবিতা অথবা সংলাপ বানাই। ছন্দ, ছন্দপতন সম্বন্ধে ধেয়ান চিন্তা করি। বানান এবং ব্যাকরণের বিষয়ে চিন্তিত হলে বিষম উঠে। ও না উ কোনটা হবে? অভিধানের আইন অনুযায়ি দুটাই ঠিক। ঠিকের আগে স লাগলে অঠিক না হয়ে বেঠিক হয় কেন?

বেঠিক শব্দ বাংলা নয়, বাংলা হলে অঠিক হওয়ার কথা।

বেঠিক [ bēṭhika ] বিণ. 1 ভুল, ভ্রমপূর্ণ (বেঠিক তথ্য, বেঠিক কথা); 2 অনুপযুক্ত, নির্ভরযোগ্য নয় এমন (বেঠিক লোক)। [ফা. বে + বাং. ঠিক]।

বেডৌল [ bēḍaula ] বিণ. (শরীরের) বিভিন্ন অঙ্গের মধ্যে সামঞ্জস্যহীন, কুগঠন; কুশ্রী। [ফা. বে + বাং. হি. ডৌল]।
ঢপ1 [ ḍhapa1 ] বি. গড়ন, আকার; ডৌল। [দেশি]।
বেঢপ- বেঢপা।

এসব আজগুবি বিষয় চিন্তা করে চিন্তক হওয়া যাবে না।
সমাপিকা অসমাপিকা নাম দিয়ে ও এবং উ কে চালানো হচ্ছে। চালানু না চালানো কোনাট ঠিক কোনটা অঠিক বেঠিক সঠিক আমি জানি না। বাংলায় কেন ং, বাঙালিতে কেন ঙ এর গূঢ়তত্ত্ব জ্ঞাতব্য হলেও দুর্জ্ঞেয় হয়েছে।

গূঢ়ৈষণা [ ] বি. 1 মনের জটিলতা; মনোভাব বা মানসিকতার দুর্জ্ঞেয়তা বা জটিলতা; 2 গূঢ় বা গোপন ইচ্ছা। [সং. গূঢ় + এষণা]।

গূঢ়ার্থ [ ] বি. গভীর বা অপ্রকাশিত অর্থ। [সং. গূঢ় + অর্থ]।

বুজ-রুক [ buja-ruka ] বিণ. 1 পাণ্ডিত্যের বা অলৌকিক শক্তির ভানকারী; 2 প্রতারক (বুজরুকের পাল্লায় পড়া)। [ফা. বুজুর্গ]। বুজরুকি বি. পাণ্ডিত্যের বা অলৌকিক শক্তির ভান; প্রতারণা।

সাধক [ sādhaka ] বিণ. 1 সাধনকর্তা, সম্পাদক, সিদ্ধিকারক (উদ্দেশ্যসাধক, হিতসাধক); 2 সহায়ক (উত্তরসাধক)। বিণ. বি. সাধনাকারী (বিজ্ঞানের সাধক); আরাধক (বৈষ্ণব সাধক)। [সং. সাধ্ + ণিচ্ + অক]। বিণ. বি. স্ত্রী. সাধিকা।

সাধন এবং সাধনা সাধনীয় বিণ. সাধনযোগ্য, নিষ্পাদ্য; আরাধনীয়।

ব্লগিং করতে হলে একটা কম্পিউটার লাগে। লেখক হতে হলে অনেক কিছু জানতে হয়, দেখতে হয়, পড়তে হয়, মানে ঝামেলার শেষ নেই।
আমি আসলে যা বুঝাবার জন্য এই ব্লগ লিখেছি তা হলো, পর্ব পর্যায়ে উপন্যাস প্রকাশ করব।

সকলের মঙ্গল হোক।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: করুন। পড়ে যেন শান্তি পাই। না হলে জরিমানা গুনতে হবে

১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি খেয়াল করে দেখছিলাম আপনি মন্তব্য করছেন।

আমার পোস্টে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

বেশি টেনশন দিলে ডাক্তারি এবং দাওয়াইর টাকা দিতে হবে মনে থাকে যেন! আমি বুড়া বেটা টেনশন বাড়লে ব্লাড প্রেসার হ্যাই হয়ে যায়। :(

(কোনটা প্রকাশ করব নিয়ে টেনশনে আছি)
উৎসাহের জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার ব্লগে গিয়েছি কয়েকবার, এখন যেয়ে নির্ভয়ে মন্তব্য করব।

২| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: গত ১৭ বছরে কবিতা লিখেছি ৭০০ এর উপরে। মোটামুটি কমন সব বিষয়েই লিখেছি। অথচ গতকাল এক ছাত্রী যখন বলল, স্যার, একটা প্রেমের কবিতা লিখে দিন।
আমি তখন থেকেই কাঁপছি। কী একটা অবস্থা বলুন। ফরমায়েশে সব করা যায়, কবিতা লেখা যায় কী না আমার জানা নেই। বিপদে আছি।

১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাত্র ৭০০, আমি ৩ হাজারের বেশি ফেলে রেখেছি ভয়ে। প্রেমের কবিতা লিখতে হলে তার সাথে কথা বলতে হবে যাকে নিয়ে কবিতা লিখতে চান? মানসী, তুমি কি আমার কবিতা হবে?

আর আপনার ছাত্রির সাহস আছে, স্যারকে বলে প্রেমের কবিতা লিখে দেওয়ার জন্য! কেমনে কী আমি কিচ্ছু বুঝতে পারছি না!!!

আগে বুঝান তারপর বলে দেব।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার শিক্ষকগণ ছিলেন রাশগম্ভীর প্রকৃতির। এ স্বভাবটা আমার ভালো লাগত না। আমি তখনই পণ করি যদি কখনও শিক্ষকতা করি শিক্ষার্থীদের সাথে বন্ধুর মতো মিশে যাব।
শিক্ষকসত্ত্বার চেয়ে তাই বন্ধুত্ব বা কবিত্বকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। ওরাও ভালোভাবেই নেয়। আমাকে তাদের আপনজন মনে করে।

১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা খুব ভালো এবং পবিত্র মনের চিন্তাই ব্যক্তিসত্তাকে বাস্তবিক করে।

আপনার ছাত্রির ফরমায়েশ মাফিক কবিতা লিখতে হলে আপনাকে জানতে হবে, প্রেমীকের আবদার কী এবং সে কেমন পুরুষ এবং কী পছন্দ করে।

অথবা দশদশা কবিতা একটা লিখে দিয়ে বলবেন এই নাও প্রেমের কবিতা।

প্রেম হলো আসল বিষয়। প্রেমের ভিতরই সব। প্রেম থেকে সব কিছুর শুরু।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগ হলো ইউভার্সিটি মানের সেমিনার

১৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, তবে দেশেন ব্লগাররা ব্লগকে শতভাগ কাজে লাগাতে পারেনি।

ব্লগিং করে আমি বাংলা শিখেছি। বাস্তবে আমার সাথে কেউ কথা বলে না।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন?

৬| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০৬

নীল আকাশ বলেছেন: @ রূপক বিধৌত সাধুঃঃ কবিতা চেয়েছে দেন, মাগার কবিতার সাথে আর কিছু দেবার কথা মাথায় আনবেন না। সব মাছই মনে করে ছিপ থেকে শুধু খাবারটা খাবো আমি? মেরা কুছু নেহী হোগা!

যেই বিয়া+করণ নিয়ে পুস্টু দিয়েছেন, পড়ার পর আঙুল দিয়ে নেড়েচেড়ে দেখলাম কোন দাঁত নড়েচড়ে গেছে নাকি? বাপ রে! নাপিতের ফোড়া কাটার গল্প তো জানেন মনে হয়?

কয়েকদিন ধরেই হুট করে আপনার মন্তব্য দেখতে পাচ্ছি বিভিন্ন পোস্টে। মন্তব্যগুলি পছন্দ হয়েছে দেখেই যেচে পরিচিত হতে আসলাম। আপনি অনেক সিনিয়র ব্লগার। আগে কেন আপনার পোস্ট চোখে পড়ে নি? আজিব ব্যাপার।
শুভ রাত্রী।

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার আরেকটা নিক আছে

ওটা আসলেই বিয়া+করণ।
কয়দিন ধরে আমি ব্লগে সময় দিচ্ছি, আপনাদের সাথে মনেমনে গল্প করলে মন ফুরফুরা হয়। আপনার মন্তব্যও আমার পছন্দ হয়েছে।

আমি হয়তো নিয়মিত উপন্যাস পোস্ট করব। মতামত দিলে সত্যি উপকৃত হব।

প্রায় দুই বছরর পর হয়তো ব্লগে লগিন করেছি। আপনার মঙ্গল কামনা করি, শুভ রাত্রি।
নাপিতের ফোড়া কাটার গল্প তো জানেন মনে হয়? এটা জানি না তবে কান ধরে টানাটানি শুনেছি।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৩১

নীল আকাশ বলেছেন: আপ্নার উপন্যাস পড়ার আগ্রহ জানিয়ে গেলাম। পড়তে ভালো লাগলে পুরো সময়ই পাশে থাকবো।
একটা অনুরোধ, ব্লগে পারলে সিরিজ লেখা হলে ১৫০০ - ২৫০০ এর বেশি শব্দ দেবেন না প্রতি পর্বে, অন্তত পাঠকদের কথা চিন্তা করে।
শুভ রাত্রী।

৮| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৪

নীল আকাশ বলেছেন: আমার ব্লগে দাওয়াত রইলো। ব্লগের আসল ক্যাচালের জায়গা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.