নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

সত্য প্রেম (উপন্যাস) পৃষ্টা ১০-১২

২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৫




অনিল… ‘নির্ভয় এবং সস্নেহে মাথায় হাত বুলালে বিষাক্ত সাপ অনড় হয়, গুনগুন করে গান গেয়ে ঘুমপাড়াতে হয় না।’
নুরি... ‘মিথ্যা বলার জন্য তিন সত্যের কিরা খেয়ে টিকটিকির লেজ কেটো না, খামোখা বিপদে পড়বে। টিকটিকির লেজ বারবার গজায়।’
অনিল... ‘স্বপ্ন, সাধনা এবং আরাধনা তিন বিষয়। তিনটা যখন এক হয় তখন সফলতা আসে। একা সফল হওয়া যায় না। যা জানার জেনেছি। শিখা জ্বালিয়ে আগুনের ষোলোকলা শেখা যায়, আগুনের সাথে খেলা যায় না।’
নুরি... ‘সই গো, বন্ধুর ঘাড়ে কুটিল ভূতের ভর পড়েছে, বারোবেলায় মির্মির করে তাকায়, ও সই বন্ধুর চোখের দিকে তাকালে আমার হাত পা কামড়ায়।’
অনিল... ‘তুই বলছিস ভূতরা আবার আমাকে জেঁতেছে?’
নুরি... ‘আমি বলতে চেয়েছিলাম মগ ডালে আম আছে, নিচ ডালে বড়ুই, চাটনি খাবো দয়া করে এক চিমটি নুন দাও।’
অনিল... ‘জিওল মাছের মত আমি আমার মনকে নয়নে জলে জিইয়ে রাখতে চাই।’
নুরি... ‘আহা, মিষ্টি হৃদয়।’
অনিল... ‘জীবনে রহস্য থাকে। স্বপ্ন চোখে এবং মনে কৌতূহল থাকা ভালো।’
নুরি... ‘নীরব খুনি হতে চাও নাকি?’
অনিল... ‘আমাকে মারধর করলেও আমি ভেরেণ্ডা ভাজা খাব না। ভেরেণ্ডা ভাজা খাওয়ার পর বাঁচা মরা সমান। পাগল হয়ে বাঁচার চাইতে মরে মাটি হওয়া বহুত উত্তম।’
নুরি... ‘মন এবং মণ দুইটা শব্দ। এক মন নাকি এক মণ তুলার চেয়ে ভার।’
অনিল... ‘কোঁড়ার বাড়ি সহ্য করতে পারলেও মূঢ়া নারীর ছায়ায় পাড়া মেরে জোয়ানরা বিপাকে পড়ে।’
নুরি... ‘পান্তাভাতের জলে যারা মদমত্ত হয় তাদের জন্য বালুশাই জীবনীশক্তিবর্ধক খাবার।’
অনিল... ‘কোনোএক কালে কবি হতে চেয়েছিলাম, চিন্তাশক্তি ছিল প্রবল। খুলাকাশের নিচে বসে ছবি আঁকতাম, সৃজনশীল মনে ছিল শৈল্পিকশক্তি। কবিতায় মনের কথা লুকিয়ে থাকে এবং সত্য কবি হতে হলে সৃজনশীল এবং চিন্তাশীল হতে হয়। বয়সের ভারে ভাবুক হতে পারিনি, বুড়োটে হচ্ছি।’
নুরি... ‘সুন্দর ভাব প্রকাশ। গম্ভীর ভাবে বেদনার গভীরতা বিশ্লেষিত হয়েছে। কেউ কেউ কষ্টোপভোগ করে, তুমি হয়তো তাদের একজন।’
অনিল... ‘তিন সত্য করে বলছি, অধমকে উত্তম উপদেশ করলে সত্যি উপকৃত হব।’
নুরি... ‘উপদেষ্টার ভালোবাসা মাপার জন্য কুনিকা কিনতে হবে। আদিষ্ট হয়েছি উপদিষ্ট হওয়ার জন্য অপেক্ষমাণ। তুমি নিশ্চয় জানো, যার যা প্রাপ্য তাকে তা না দিলে পাপ হয়।’
অনিল... ‘অন্তর অন্তর চিন্তা করে জেনেছি, দ্যোতনা শব্দ ভাবের দ্যোতক এবং নিরন্তর চিন্তার প্রভাব অন্তরে পড়ে মতান্তর হয়। অনেক চিন্তা সাধনায় জেনেছি অক্ষর হলো চিন্তার খোরাক এবং শব্দ হল ভাবের বাহক।’
নুরি... ‘ভালোবাসার জনকে গোলাপের পাপড়িতে বসিয়ে আমি কাঁটায় বসি। দোয়া করি স্বর্গ হোক তোমার আঙিনা।’
অনিল... ‘‘আল্লাহ আমাদের একমাত্র গন্তব্য এবং আল্লাহকে খুশি করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এই সত্য মনেপ্রাণে বিশ্বাস করলে দুষ্টু মন দুরস্ত হয় এবং আত্মা হয় প্রশান্ত। একে অন্যের জন্য দোয়া করলে নিশ্চয় সত্যের পথে পথিক হব এবং আমাদের গন্তব্য হবে জান্নাতুল ফেরদাউস।’
নুরি… ‘আমার জন্য দোয়া করবে। আমি তোমার স্বর্গসঙ্গিনী হতে চাই।’
অনিল... ‘যাকে যত চাওয়া হয় সে ততো কাম্য হয় এবং যে কামনা করে তার মনে লোভ থাকে না।’
নুরি... ‘সত্য প্রেমীকরা পাওয়ার চিন্তা করে না। ভালোবাসা সত্য হলে ভালোবাসা উড়ে উরে আসে।’
অনিল... ‘ভোরে পাখি উড়ে যায় ফিরে আসলে দিনের হয় অন্ত। ফেরতা ঘোরে ফিরে আসে, বারোমাস পরে ফিরে বসন্ত।’
নুরি... ‘অবশেষে বাক্য এবং শব্দবিন্যাসে বিপর্যয় ঘটেছে, ভাবার্থেও ঝামেলা আছে।’
অনিল... ‘বুঝেছি, দোকলার কারণ একলা শালিকের আহাল হয়েছে, চিন্তার কারণ নেই সময়মত সব ঠিকঠাক হবে।’
নুরি... ‘কাকাতাড়ুয়া ভাবে, ফুরসত পেলে ভাবি ভাবীকে বগলদাবা করে ভাবের আকাশে উড়াবে।’
অনিল... ‘ভালোবাসায় লাভ লোভ নেই। অকাতরে ভালোবাসতে পারলে প্রেমীক সফল হয়।’
নুরি... ‘কৃপণের সাথে অনিথিনীরা দূরত্ব বজায় রাখে।’
অনিল... ‘সত্য তিক্ত হলেও মানতে হয়, যেমন পচা ভাতের পানি মাতালরা মাত্রাধিক পছন্দ করে।’
নুরি... ‘মনে রাখতে হবে গ্রাহক এবং পাঠককে অপেক্ষা করালে ক্ষতি হয়। অন্য দোকানে চলে যায়।’
‘মুখ বুজে এখন তুই দৌড়ে বাড়ি যা।’ বলে অনিল দৌড়াতে শুরু করে। জনমানবহীন রাস্তা, শা শা বেগে বাতাস সঞ্চালিত হচ্ছিল। শুকনো আগাছা এবং দূর্বার বলয় ঘুরে উড়ে বাতাসের দিশায় যাচ্ছিল। ভিতুরা মনের চোখে শঙ্কিল সুন্দরীর গঠন-গড়ন দেখছিল। দোকানপাট বন্ধ। চায়ের দোকানের কর্মচারী জানালার ফাঁক দিয়ে কিছু দেখছিল দেখে মহাজন দাঁত কটমট কর বলল, ‘জানালার পাশ থেকে সরে আয়।’
কমর্চারী দেয়ালে হেলান দিয়ে সরে দাঁড়ায়। মস্তান যুবকরা দৌড়ে লোকায়। কেউ ছাদে, কেউ আম গাছে উঠে পাতার আড়ালে লোকাবার সময় পাকা আম দেখে লোভ সামলাতে না পেরে খেতে শুরু করে। চৌরাস্তার মোড়ে নুরি যখন মত বদলায় অনিল তখন অদ্ভুতদর্শন লোকের মুখোমুখি হয়। লোক পাশ কেটে চলে যেতে চায়। তার হাতে জাদুরবাঁশি কি না জানার জন্য ডেকে অনিল বলল, ‘এই যে ভায়া! একটু দাঁড়াবেন?’
লোক দাঁড়ালে পাশে যেয়ে অনিল বলল, ‘হাতের ওটা কী, ঝাঁটা সোঁটা?’
‘বাঁশের কোঁড়া।’
‘গায়ের জোরে ফুঁ দিয়ে বাজাতে পারেন?’
‘চাইলে পারব।’
‘এখন বাজালে সর্বনাশ হবে। পাশের বাড়ির নুরি আশেপাশে আছে। বাঁশির সুর শুনলে উদাসিনীর মত দৌড়ে এসে ঝগড়া করবে।’
‘জোয়ান কালে সুর এবং ছন্দের সাধনা করতে চেয়েছিলাম। সুরের সাথে বনিবনা হয়নি। সুর সাধন করতে হলে ছন্দ নিয়ন্ত্রণ করতে হয়। কথায় সুর থাকে, সুর থাকে বাতাসে। সাধনা সাধিত হলে সাধক সিদ্ধ হয়।’
‘বাঁশ বাগানে বসে বন্ধু বাজায় বেসুরো বাঁশি, গানের সুরে উদাসিনী মন ভেসেছে বাতাসে।’
‘আমি নিশ্চয় উদ্ভ্রান্ত হয়ে দিগ্ভ্রান্ত হয়েছি?’
‘শুনেছিলাম উদ্ভ্রান্তরা কখনো দিগ্ভ্রান্ত হয় না।’
‘আর কিচ্ছু বলার নেই রে ভাই।’
‘লাঠি নাচিয়ে লাঠিয়ালি না লাঠ্যৌষধি করেন?’
‘লাটের সাথে লাঠালাঠি করলে মাথা ফাটে।’
‘গূঢ়তত্ত্বের গূঢ়ার্থ এবং গূঢ়ৈষণার রহস্য জেনে গোলকধাঁধার সূত্র এবং সূত্রপাত আন্দাজ করতে পারলেও দৌড়ে বেরোতে পারছেন না। গুরু গো! ডর লাগে। ধর্মের ষাড়ে কোরবানি আদায় হয় না।’

প্রথম প্রকোশ ২০/১২/২০১৭
Copyright © 2017 by Mohammed abdulhaque
ISBN-13: 978-1982087326

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: সত্যি বলছি ভালো লিখেছেন।

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: রাজীবভাই, আপনাকে গ্যাস্টিকের দোহাই ফাম দিচ্ছেন না তো :(

(ওষুধ খাচ্ছেন তো?)

২| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৭

নেওয়াজ আলি বলেছেন: অনন্য লিখনী । শুভেচ্ছা I

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, আল্লাহ আপনাকে সবসময় হাসিখুশি রাখবেন।

৩| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫২

নজসু বলেছেন:



মন তো দিবানা ভাইজান। শান্ত করার মন্ত্র দেন।

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ২:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সমস্যায় ফালাইলেন আমারে। মনকে শান্ত করতে হলে শান্তিমন্ত্র জপতে হয়। (তাওবা আসতাগফার এবং দুরুদশরিফ।)

৪| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৭

নিভৃতা বলেছেন: অসাধারন লেখনীশক্তি আপনার। কিন্তু কথোপকথনটা একটু যেন বেশি হয়ে যাচ্ছে। নাটকের মত মনে হচ্ছে। পরিপার্শ্বিিক একটু বর্ণনা থাকলে মনে হয় আরো অসাধারণ হত।

৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে সত্য, নারী আসলে অদৃশ্য এবং ওরা একে অন্যকে বিশ্বাস করে না, তাই শুধু কথাই বলছে। পরে হয়তো আবার রিরাইট করব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.