নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

বৃত্তে বৃত্তান্ত (কবিতার বই)

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৯



দ্বিপদী
মিত্রাক্ষর

রসে রসে সরস কথা বলে রসের কারবারি,
তারতম্য না বুঝে তরতর করে সদা বাড়াবাড়ি।
————
রূপসি রূপাজীবা হলে বহুরূপী রূপোন্মত্ত হয়,
রূপকল্পের রূপ রূপায়ণে রূপিণী রূপান্তর হয়।
---------
পিপাসায় বুক ফাটলে পানির মূল্য মূল্যায়ন হয়,
সোনা বেঙের দীর্ঘশ্বাসে বোড়া সাপের ভুষ্টিনাশ হয়।
---------
বাস্তবে কানীন কখনো পায় না তার জন্মাধিকার,
ভাবের সাগরে ডুবলে সব হয়ে যায় একাকার।
---------
ভাবে ভাবাপন্ন হলে প্রাকাম্যে সবার হাবভাব বদলে,
অন্ধ বধির বোবারা একে অন্যের হাত ধরে পথ চলে।
---------
দোরঙা ফুলে মালা গাঁথলে নন্দে মন হয় আন্দোলিত,
দোলাচলচিত্ত দোলায়িত হলে দোলায়মান হয় উদ্বেলিত।
---------
সবকিছু মাটি থেকে সৃষ্টি এক ফোঁটা জলের সংযোগে,
জল নিঃশেষ হলে মাটিতে মিশবে প্রকৃতি-প্রত্যয়যোগে।
---------
চোখ মেলে পথ চলে তবুও তার চারপাশে থাকে অন্ধকার,
পরের সর্বনাশ করে যে তার আশার পথ হয় অনিয়তকার।

প্রথম প্রকাশ সেপ্টেম্বর ২০১৭
ISBN-13: 978-1977595935
Copyright © 2017 by Mohammed abdulhaque

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: আপনার মোট কয়টি বই বের হয়েছে?
কি কি?
জানতে চাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি এখনও জানেন না? আমি সত্যি অবাক হলাম :-*

এখানে ক্লিক করলে দেখতে পাবেন

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৭

নজসু বলেছেন:


লাইক।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যাবদ

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০১

নীল আকাশ বলেছেন: www.bookorebook.com এই সাইট কী আপনি চালান?

আমাজনে এটা ঠিক করে দিনঃ
Purborag (Bengali Edition) by Mohammed Abdulhaque (2014-12-18) 01-Jan-1656

বৃত্তে বৃত্তান্ত (কবিতার বই)ঃ পুরো বইটাই কী এই ছন্দে লেখা?

আমার পছন্দের লাইন-
সবকিছু মাটি থেকে সৃষ্টি এক ফোঁটা জলের সংযোগে,
জল নিঃশেষ হলে মাটিতে মিশবে প্রকৃতি-প্রত্যয়যোগে।

এই জীবনে যে কত কিছু শেখার আছে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: 01-Jan-1656 খাইছে আমারে! :-* হয়তো ঠিক করতে পারব না, বাংলায় প্রকিশাত বইয়ে এখন সমস্যা হচ্ছে, কিছু করলে বই অপলাইন চলে যাবে। যেমন আছে তেমন রাখতে হবে।


জি ওটা আমার সাইট। জি না ছন্দে নয়। বৃত্তে বৃত্তান্ত অনিয়মে ভরা।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৪

নিভৃতা বলেছেন: কিছু বুঝেছি। কিছু বুঝিনি। তারপরেও ভালো লেগেছে খুব। বিশেষ করে শেষের দুই লাইন। একটু কষ্ট করে তর্জমা করে বুঝিয়ে দিন পুরো কবিতাটা। :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মোট আটটা কবিতা দিয়েছি উপরে।

হে অভিধান! অবেশেষ তুিম আমাকে বিপাকে ফেলেছ!

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৪

নীল আকাশ বলেছেন: আমি বল্লাম , 'তুমিই আমার চাঁদকন্যা!!' পলাশ ভাই সাক্ষী সেই সব দিনের!!
হে হে এই কাহিনী আজ শুনবো। রাতে নক করবো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাই গো, কিতা হইছে? আমি ডরাইছি গো ভাই। আমি বুড়া মানুষ সহজে ডরাই।

"আমি বল্লাম , 'তুমিই আমার চাঁদকন্যা!!' পলাশ ভাই সাক্ষী সেই সব দিনের!! " ইতা কিতা লিখছেন গো ভাই?

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৫

নীল আকাশ বলেছেন: অরূনা বরূনা বসন্ত। আর কিছু না কই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জয় হোক জলপরির!

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৯

নেওয়াজ আলি বলেছেন: এক রাশ ভালো লাগার ভালোবাসা ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


আপনার কবিতা খনার বচন হয়ে গেছে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ, তবে আমি উনার ধারে পাশেও যেতে পারব না।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

নিভৃতা বলেছেন: ইতা খইলে তো অখন অইতো নায়। বুজাইয়া খওয়া লাগবো। বুচ্ছইন নি বাইসাব?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি হয় কথা ঠিকাছে, কোন শব্দর অর্থ জানতা চাই? ঘরো অভিধান নাইনি? :-*

আপনেতো আমারে শরম দেলাইলা, অতবড় লেখিকার ঘরো মাত্র একখান অভিধান নাই!
ইয়া আল্লাহ, আমার ধনী বানাও, পাঠক হকলরে অভিধান দান করা লাগব!

খবরদার! আপনে চিন্তক পড়বা না। পড়লে আমারে পাগলা পাঠাইদিবা!

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৩

নিভৃতা বলেছেন: ইকটা কিতা খইলা। আফনার লাখান জ্বলজ্যান্ত অভিধান থইয়া আমি কিতা অখন এখটা এখটা করিয়া শব্দ অভিধানো তুকাইতাম নি? :(

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনে আমারে হাসাইলা, আপনি আসলে জবর চালাক, যাক

রূপোন্মত্ত [ rūpōnmatta ] বিণ. রূপ দেখে উন্মত্ত বা ব্যাকুল। [সং. রূপ + উন্মত্ত]। রূপোন্মাদ বি. রূপদর্শনের ফলে উন্মত্ততা বা ব্যাকুলতা।
অনিয়তকার [ aniẏatakāra ] বিণ. নির্দিষ্ট আকার নেই এমন, amorphous (বি. প.)। [সং. অনিয়ত + আকার]।
দোলাচল-চিত্ত [ dōlācala-citta ] বিণ. অস্থিরচিত্ত, চঞ্চল, দোদুল্যমান, দ্বিধাগ্রস্ত। বি. দ্বিধা, অস্থিরচিত্ততা। [সং. দোলা ( দুল্ + অ + আ (স্ত্রী.) + চল (=চঞ্চল) + চিত্ত]।
দোলিত [ dōlita ] বিণ. আন্দোলিত, দোল দেওয়া বা দুলিয়ে দেওয়া হয়েছে এমন (দোলিত বৃক্ষশাখা)। [সং. দোলি + ত]।
কানীন [ kānīna ] বিণ. কুমারীর গর্ভজাত (কর্ণ কুন্তীর কানীন পুত্র)। বি. কুমারীর গর্ভজাত সন্তান। [সং. কন্যা (< কনীন) + অ]। বি. (স্ত্রী.) কানীনী।
প্রাকাম্য [ prākāmya ] বি. 1 যোগের অষ্টসিদ্ধির অন্যতম; 2 অপরিসীম স্বাধীনতা ভোগের অলৌকিক শক্তি; 3 ভোগেচ্ছা পূর্ণ করার ক্ষমতা। [সং. প্রকাম + য]।
প্রকৃতি-প্রত্যয়যোগে গঠিত অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ, যেমন, পঙ্কজ, জলদ।

এখন বইয়ে কাজ করছিলাম তাই সহজ হয়েছে। আপনাকে ধন্যবাদ।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি এখনও জানেন না? আমি সত্যি অবাক হলাম :-*
এখানে ক্লিক করলে দেখতে পাবেন

সত্য কথা বলি- আমার জানার পরিধি শূন্যের কোঠায়।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন:

প্রচ্ছদ গুলো আপনাকে আরো ভালো করতে হবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, একলা সকল কাজ করেছি। যা হয়েছে তাতে আমি যথেষ্ট খুশি। আমি ভেবেছিলাম সেই কবে মরে যাব, বিধায় তাড়াহুড়ো করে যতটা সম্ভব সমাপ্ত করে আমাজনে প্রকাশ করেছি। আমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে এতে আমি খুব খুশি।
যাক, আপনাদের উৎসাহে আমি সত্য প্রেম রিরাইট করেছি।

কষ্টের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৮

নিভৃতা বলেছেন: ধইন্নবাদ আফনারে। :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: কয়েকটি স্থানে বুঝতে পারলাম না। তবে মোটের উপর ভালো হয়েছে।


‌শুভেচ্ছা নিয়েন প্রিয় কবি ভাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.