নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

বৃত্তে বৃত্তান্ত (কবিতার বই)

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৪



‘বিচিন্তা’

জীবন সত্যি বিচিত্র বিধায় বিচিত্রা পড়ি না।
---------
খুঁজলে নিখুঁতে খুঁত মিলে কুচ্ছিতে পরমসুন্দর।
---------
ভেবেচিন্তে বুঝেছি, পাপে পূণ্যে প্রাণবন্ত পৃথিবী।
---------
জানলে ষোলোকলা, না জানলে আদায় কাঁচকলা।
————
অকায় অকপট সরলমনা, ওজনে ওঁচলা মাপা হয় না।
---------
সকলে নিজের বোঝ বুঝে, কানায় হাতড়ে লাঠি খুঁজে।
————
সূর্যে গ্রহণের কারণ চাঁদিনি, ইহামুত্রায় সুখের উৎস রমণী।
————
অন্যায়ের প্রতিবাদ করতে হলে ন্যায়সঙ্গত অন্যায় করতে হয়।
————
গরিব ছাড়া মানবতা পঙ্গু এবং নারী হলো মানবতার মেরুদণ্ড।
————
আশা এবং স্বপ্নকে দেখা যায় না, সফলতা আটকে রাখা যায় না।
————
প্রশিক্ষণে কবি তৈরী হয় না, কবিতা লেখার জন্য কবির জন্ম হয়।



প্রথম প্রকাশ সেপ্টেম্বর ২০১৭
ISBN-13: 978-1977595935
Copyright © 2017 by Mohammed abdulhaque

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৯

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার
ভালো লাগলো ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৯

কালো যাদুকর বলেছেন: অভিনন্দন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: সিরাজউদ্দৌলাকে পদচ্যুত করিয়া নবাব হইবার জন্য মীরজাফর ইংরেজদের সঙ্গে ১৭৫৭ খ্রীষ্টাব্দের ১লা মে গোপনে যে সন্ধি করেন তাহার একটি শর্ত ছিল এই যে, সুবে বাংলাকে ফরাসী ও অন্যান্য শত্রুদের আক্রমণ হইতে রক্ষার নিমিত্ত ইংরেজ কোম্পানি উপযুক্ত সংখ্যক সৈন্য নিযুক্ত করিবে এবং তাহার ব্যয় নির্বাহের জন্য পর্যাপ্ত জমি কোম্পানিকে দিতে হইবে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১১

নিভৃতা বলেছেন: প্রতিটি লাইনে চিরন্তন সত্য তুলে ধরেছেন। অসাধারণ লিখেন আপনি। শুধুই মুগ্ধতা।

০১ লা মার্চ, ২০২০ রাত ১২:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা, আপনাদের সাথে ভাগ করে সত্যি উপকৃত হচ্ছি।

৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনার কবিতার প্রতি লাইনে একটি করে বাণী আছে, এক কবিতায় এত বাণী? ইহা খুব বেশী ভারী হয়ে গেছে

০১ লা মার্চ, ২০২০ রাত ১২:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি হয়তো খেয়াল করেননি, এসব আমার বিমনা মনের 'বিচিন্তা' কবিতা নয়।

----


আপনি কেমন আছেন?

৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৪

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক,





বিচিত্র চিন্তাই বটে! সত্যকথন।

০১ লা মার্চ, ২০২০ রাত ১২:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ

৭| ০১ লা মার্চ, ২০২০ দুপুর ১:৪৬

নীল আকাশ বলেছেন: সকলে নিজের বোঝ বুঝে, কানায় হাতড়ে লাঠি খুঁজে।
আশা এবং স্বপ্নকে দেখা যায় না, সফলতা আটকে রাখা যায় না।
প্রশিক্ষণে কবি তৈরী হয় না, কবিতা লেখার জন্য কবির জন্ম হয়।

আমার পছন্দের তিনটা লাইন।
সবগুলি লাইন তো আলাদা আলাদা। কিভাবে এরা মিলে কবিতা হয়?

০২ রা মার্চ, ২০২০ রাত ২:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এগুলা হলো বিচিন্তা।

বিচিন্তা [ bicintā ] বি. বিশেষ চিন্তা বা বিবেচনা। [সং. বি + চিন্তা]। বিচিন্তিত বিণ. বিশেষভাবে চিন্তা বিবেচনা বা ধ্যান করা হয়েছে এমন। বিচিন্ত্য বিণ. বিশেষভাবে চিন্তনীয় বা বিবেচ্য। বিচিন্ত্য-মান বিণ. বিশেষবাবে চিন্তা করা বা বিবেচিত হচ্ছে এমন।

আমি চিন্তা ভাবনা করি, চিন্তক ডাকতে পারবেন। আমি ভাববাদী নই।

ভাব-বাদ [ bhāba-bāda ] বি. ভাবই জগতের মূল চালিকা শক্তি-এই দার্শনিক মত, idealism. [সং. ভাব + বাদ]। ভাব-বাদী (-দিন্) বি. বিণ. যে ভাববাদে বিশ্বাস করে।


৮| ০২ রা মার্চ, ২০২০ ভোর ৫:০৩

কালো যাদুকর বলেছেন: উত্তর দিতে আসলাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন?

০২ রা মার্চ, ২০২০ দুপুর ১২:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্যি আনন্দিত হয়েছি, কৃতজ্ঞতা। জি আমি ভালো আছি। আমি ছুটি। সোমবারে নিজেকে নিজে ছুটি দেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.