নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

\'গদ্য পদ্যের ইতিবৃত্ত\'

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:২৭




কবিতারা বাস্তবতার বৃত্তান্ত। কামোদ্দীপক কবিতা পড়ে শান্তিকামীরাও কামার্ত হয়। লাঞ্ছিত লাজুকের জন্য কবিতারা সম্পূর্ণভাবে তাপে সিদ্ধ আতপ চালের ভাত। দুনির্মিত্ত দূর করার মানসে দুর্বৃত্তের দুর্বাসনা, কামুকের কামনা এবং বখাটের ব্যাখ্যেয় হাবভাব প্রখ্যাত কবিরা বিশদভাবে ব্যাখ্যা করেন। কবিরা স্বভাবে বিমনস্কা, ভাবে বিভোর বিমুক্ত ভাবপ্রকাশক, ভাবগর্ভ বাক্যে ভাবোন্মাদ কবির ভাবান্তর হলে ভাবানুযায়ী ভাবগতিক ব্যক্ত করার চেষ্টা করে। ভাবতে ভাবতে ভাবুক এবং ভাবের অভাবে অবাক কবির বিভাবিত বিভাবনে বিভাব প্রকাশ হয়। কবিরাও জানে, সংসারী হতে হলে অত্যন্ত সুন্দরী না হলেও অন্তত একজন নারীকে রাজি করে বলতে হয়, আমাকে বিয়ে করলে প্রমাণিত হবে আমরা যে ক্লীবলিঙ্গ নই।

Copyright © by Mohammed abdulhaque

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: আমার মতো পাঠকদের জন্য কি একটু সহজ করে লেখা যায় না?

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এটা কঠিন হয়েছে নাকি? :-*

সব্বনাশ!

এসব লিখতে আমি যত কষ্টভোগ করি তার দশ ভাগের একভাগও আপনার ভোগ করেন না। পোস্ট করার সাথে সাথে মন্তব্য করেছেন, অন্তত কয়েকবার পড়লে সব বিশ্লেষণ হবে।

ওকে, আবার ট্রাই করুন।

২| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

৩| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার মত পাঠকদের জন্য একটু সহজ করে লিখা যায় না-২

তবে সুন্দর হয়েছে :)

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৪:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি তাইলে অন্তত কবিতা বুঝেছেন।

৪| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৫৭

নিভৃতা বলেছেন: ভাইসাব, আমার দাঁত তো ভাঙ্গি গেসে। কুসতা বুচ্ছি না। অখন বুজাইয়া খইন। নাইলে আফনার খবর আছে।

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৪:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি হয়, খবর হইলো আপনেতো কিবাত পড়ছইননা, আনাপড়ি মন্তব্য করছইন। ইটা আসলে কবিতার বৃত্তান্ত।

৫| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৪:১৬

নীল আকাশ বলেছেন: আজকালকার কবিরা যদি এইসব সব শব্দ জানতো তাহলে সারাদেশ উদ্ধার হয়ে যেত। এদের হাত থেকে সবাই মুক্তি পেত।
ঊপরে পাটির কয়েকটা দাঁত মনে হলো নড়ে গেছে।

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৪:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি বিশ্বাস করি, আপনি একজন সত্য পাঠক।

(মিঞাভাই লেখালেখি করেন কিন্ত শব্দে অর্থ জানেন না, এসব শুনলে আমার মালাইচাকিতে চুলকায়)

৬| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:



কবিতা হলো পাঠকের মনের ভাবনা, যা ভাষা পেয়ে প্রকাশিত হওয়ার জন্য মথাকুটে মরছিলো ...

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পালে থাকলে নেকেড়েকেও লোকে ভেড়া ডাকে, তদ্রুপ আমি। আমি শব্দের সাথে খেলি। সকলে জানে খেলায় ব্যস্ত থাকলে সময় কাটে। যাক, আপনি কেমন আছেন? আপনার লেখায় বিষয় সহজে বিশ্লেষিত হয়।

৭| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৪:২৬

নীল আকাশ বলেছেন: সত্য প্রেম (উপন্যাস) পৃষ্টা ৯৫-৯৯ এর পরের পোস্ট চাই। এটা আমার ভালো লেগেছে।

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উলট পালট করে রিরাইট করেছি, ঠিকাছে শেষ পর্যন্ত পোস্ট করব।

৮| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অত্যন্ত কঠিন মনে হচ্ছে।

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপনি ঠিক ধরেছেন, শব্দের অর্থ না জানলে এসব আগড়ম-বাগড়ম ছাড়া আর কিচ্ছু নয়।

পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৯| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২৪

পদ্মপুকুর বলেছেন: আমার মত পাঠকদের জন্য একটু সহজ করে লিখা যায় না-৩

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার মত লেখকের লেখা পড়ার জন্য কি শব্দের অর্থ জানা যায় না?

১০| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২৫

পদ্মপুকুর বলেছেন: ব আর ভ এর অত্যাধিক ব্যবহারে পুরো ভাবুক হয়ে গেলাম!

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মনের ভাব প্রকাশ করার জন্য আমি শব্দের শরণাপন্ন হই, শব্দরা আমার সাথে প্রতারণ করে না।


(অভিধান খোলা থাকে যখন কবিতা লেখি, বিধায় এমন হয়। অনেক সময় এক অক্ষর দিয়ে কবিতা লেখা চেষ্ট করি।)

১১| ০২ রা মার্চ, ২০২০ রাত ৮:১৪

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন । বেশ ভালো লাগলো ।

০৩ রা মার্চ, ২০২০ রাত ২:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

১২| ০৩ রা মার্চ, ২০২০ রাত ১:৪৫

নিভৃতা বলেছেন: একবার নায় বউতবার ফরসি। তেও কিচ্ছু বুজিয়ার না। অখন আফনে বুজাইয়া কইন কইলাম।

০৩ রা মার্চ, ২০২০ রাত ২:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাসতে হাসতে আমার পেটো বিষ করের! ও সোনা মাই, কবিতা লেখিয়া কবি হইতে চাইয়া আমিতো তিন বিপদো পড়ছি! এক কবিতা লেখার পর তিনদিন অনুবাদ করলে আমার কপাল ভাঙিয়া চৌচির হইযিব। গাঙ পারানির লাগি তক্তাত পেরেক মারা লাগতনায়, আপসে নাও বনিযিব।

ই লেখার সকল শব্দের অর্থ না জানলে কোনতা বুঝতানায়। সকল শব্দের অর্থ দিলে খামোখা এইন তাইন মুখ তেড়া করবা। আমি আসলে কবিতা লেখতা পারি না, ইতা আমি বিটলামি করি। :P

১৩| ০৩ রা মার্চ, ২০২০ রাত ১:৫০

এ্যাক্সজাবিয়ান বলেছেন: @নিভৃতা এরে হুনো আফনে কি আবাদি নি?

০৩ রা মার্চ, ২০২০ রাত ৩:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনেতো বেসেবা হিংসাখোর! মানে এক্কেবারে মাত্রাধিক discriminator। আবাদি শব্দ অর্থ হয়তো জানইননা জানলে ব্যবহার করলানানে!

আবাদ [ ābāda ] বি. 1 চাল, কৃষি ('আবাদ করলে ফলত সোনা': রা. প্র.); 2 কর্ষিত বা চাষের জন্য তৈরি জমি; 3 জনপদ। [ফা. আবাদ]। আবাদি বিণ. চাষের উপযুক্ত; ফসল. জন্মে এমন; কর্ষিত (আবাদি জমি)।

যাউক, দয়া করি ইজাতর মন্তব্য করা থাকি বিরত থাকবা।

১৪| ০৩ রা মার্চ, ২০২০ রাত ৩:৩১

এ্যাক্সজাবিয়ান বলেছেন: আমি জেনে বুঝে শুনে মন্তব্য করেছি। সিলেটি ভাষা নিশ্চয় ব্লগের সবাই বুঝেন না। সিলেটি ভাষা্ ব্যাবহার করা থেকে বিরত থাকুন অথবা পোস্টে নোট দিয়ে দেবেন এ পোস্ট শুধুমাত্র সিলেট অঞ্চলের ব্লগারদের জন্য। কারণ অদ্ভুৎ ভাষার সাথে সবাই হয়তো পরিচিত হতে নাও পছন্দ করতে পারেন।
যাউক, দয়া করি ইজাতর মন্তব্য করা থাকি বিরত থাকবা। - “থাকবা” অর্থে তুমি। কোন ধরণের মানুষ যত্র তত্র মানুষকে তুই তুমি উচ্চারণ করে থাকেন? সিলেটি ভাষাতে তুমি ও ইংরেজীর সাথে দয়াকরে তুলানা করবেন না। সিলেটিরা ইংরেজের বংশধর না। আর ইংরেজীতে তুই তুমি আপনি সহ অসংখ্য সম্বোধন আছে ।

০৩ রা মার্চ, ২০২০ রাত ৩:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনেতো. া. আর ে. রর পার্থক্য জানইন না।

দয়া করি আমারে মাফ করবা, আপনার লগে আমি আর মন্তব্য বিনময় করতা চাই না।

১৫| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এটা কঠিন হয়েছে নাকি? :-*
সব্বনাশ!
এসব লিখতে আমি যত কষ্টভোগ করি তার দশ ভাগের একভাগও আপনার ভোগ করেন না। পোস্ট করার সাথে সাথে মন্তব্য করেছেন, অন্তত কয়েকবার পড়লে সব বিশ্লেষণ হবে।
ওকে, আবার ট্রাই করুন।

ওকে।

০৪ ঠা মার্চ, ২০২০ রাত ২:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাঁচলে কালকে আপনার জন্য একটা কবিতা লিখব।

১৬| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: ভাবের সাগরের সাথে এলাম.... হাহা হা..
বেশ ভালো লাগলো আপনার কাব্য অনুভূতি।
দুর্নিমিত্ত বানানে টাইপো আছে।

শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।

০৪ ঠা মার্চ, ২০২০ রাত ২:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কেমন আছেন দাদা?

বানানটা আমি অভিধান থেকে কপি পেস্ট করেছিলাম। আমি জানি দুর্নিমিত্ত কিন্তু অভিধানে দুনির্মিত্ত। এখন পরখ করে দেখলাম, এই বানান অভিধান দুইবার আছে। দুর্নিমিত্ত এবং দুনির্মিত্ত।

এখানে থাকে, ফাইলে বানান ঠিক করেছি, অভিধানেরটাও ঠিক করেছি।

১৭| ০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ১:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার ব্যবহার আসা। উপরওয়ালার ইচ্ছায় খুব ভালো আছি। আশাকরি আপনিও কুশলে আছেন।
নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

০৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সকলের মঙ্গল হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.