নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

\'আমি মানুষ, আমি ধর্মাচারী\'

১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৫



মহাশক্তিধর হওয়ার জন্য কিছু মানুষ মানুষ হত্যা করে। মহাসাধক হওয়ার জন্য কিছু মানুষ মানুষের মাংস খায়। যোগী হওয়ার মানসে কিছু মানুষ শবাসন সাজে। তান্ত্রিক হওয়ার জন্য কিছু মানুষ মন্ত্র জপে শবসাধনা করে। রাক্ষসী বেলায় কিছু মানুষ রাক্ষসের মত নররক্ত এবং নরমাংসে পানভোজন করে।

উচ্ছৃঙ্খলকে শৃঙ্খলবদ্ধ এবং বিশৃঙ্খলাকে সুশৃঙ্খল করার জন্য ধর্ম প্রচলিত হয়েছিল। মানুষ মরণাপন্ন হলে স্রষ্টার শরণাপন্ন হয়। ধরে মেরে মানুষকে শায়েস্তা করা যায় না। স্রষ্টার আদেশ নিষেধ মানলে মানুষ স্বেচ্চায় শান্তশিষ্ট ও আজ্ঞাবহ হয়।
ধর্ম হলো অবশ্যপালনীয় কর্তব্য, উপাসনা পদ্ধতি, আচার-আচরণ ও পরকাল ইত্যাদি বিষয়ের নির্দেশ ও তত্ত্ব। কিন্তু জেনেশুনে, বুঝেশুঝে কয়জন ধর্মচর্চা এবং ধর্মচর্যা করে?
ইদানীং শয়তানের উপাসনাও একটা ধর্ম হয়েছে।

শব্দের যথার্থ অর্থ না জেনে ধর্মদ্বেষীরা ধর্ম সম্বন্ধে যথেচ্ছা বলে এবং লিখে আনন্দোপভোগ করে, তক্তপোশ বানাবার জন্য তক্র গিলে গায়ের জোের তক্তায় পেরেক মারে। ধর্মধ্বজীর নাট্যগুণে আস্তার অতিপাত্তি হয়। আদর্শের বিকার এবং ধর্মের বিকারে সমাজ এবং সংসারের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। ধর্মবোধ বিকিয়ে বিকারগ্রস্তরা উচ্ছৃঙ্খল হয়। যথাযোগ্য ব্যবস্থার জন্য যদবধি আমরা যথাসাধ্য চেষ্টা করব না তদধবি অস্বস্তিকর অবস্থা নিয়ন্ত্রিত হবে না। অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ কিছুর জন্য আমরা যথেচ্ছাচারী হই। সত্যাসত্য জানার জন্য ব্রতী হলে বাস্তবতা আপসে বিশ্লেষীত হবে।

মনে রাখতে হবে, মগজ খাঁটিয়ে ছাগলরা কাঁঠাল পাতা খায়, মগজ খাঁটিয়ে মানুষ হৃদ্রোগে আক্রান্ত রোগীর বুক কেটে হৃৎপিণ্ডে অস্ত্রোপ-চার করে।

[ ] অস্ত্রোপচারে অসুস্থ হৃদয় সুস্থ হলেও হত্যায় আত্মা বিব্রত হয়।

[ ] যারা বলে আল্লাহ নেই তাদের কাছে প্রশ্ন? আল্লাহ দেখতে কেমন?

[ ] আমি মানুষ, আমি ধর্মাচারী। ধর্মতত্ত্ব জানার জন্য আমি ধর্মগ্রন্থ পড়ি।

১৩/০৩/২০২০
Copyright © by Mohammed abdulhaque

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: নাস্তিকেরা ভালো থাকুক। দীর্ঘজীবি হোক।

১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মেয়াদ পর্যন্ত তাদের সময়, তারপর সবশেষ।

২| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৮

নেওয়াজ আলি বলেছেন: করুণাময় পৃথিবীর সকলকে ভালো রাখুন।

১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দয়াময় দয়া করো।

৩| ১৪ ই মার্চ, ২০২০ রাত ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৪ ই মার্চ, ২০২০ রাত ১২:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৪| ১৪ ই মার্চ, ২০২০ রাত ১:১৮

মুক্তা নীল বলেছেন:
ভাই ,
আপনার পোস্টের কথার সাথে সহমত প্রকাশ করছি ।
মহান আল্লাহ সবাইকে হেদায়েত করুন ।

১৪ ই মার্চ, ২০২০ রাত ১:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন।

অনেক বিষয়ে আমি সত্যি চিন্তিত।

৫| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৭

নীল আকাশ বলেছেন: নাস্তিক্যবাদীতা একধরণের মানসিক ব্যাধি। এটা জ্ঞানের অভাবে কারণেই প্রায়শই ঘটে থাকে।
তবে অনেক সময় দেখা গেছে যার যতটুকু জানা উচিত তারচেয়েও বেশ জানতে চায়। মানুষ ভুলে যায় প্রত্যেকের জ্ঞানে গ্রহণ করার একট সীমাবদ্ধতা আছে।
এই লেখা আমি আগেই পড়েছি। খুব সুন্দর লিখেছে। লেখার সাথে ১০০% স হ ম ত।

১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ। এই লেখায় কিছু শব্দ আছে, শব্দে পরিবেশ বদলে। সকলের মঙ্গল হোক এই কামনা করি।

৬| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মেয়াদ পর্যন্ত তাদের সময়, তারপর সবশেষ।

আর আস্তিকের?

১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মেয়াদ পর শুরু হবেতে বিশ্বাস করেই আস্তিকরা আস্তিক হয়েছে।

৭| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


নীল আকাশ বলেছেন, "নাস্তিক্যবাদীতা একধরণের মানসিক ব্যাধি। এটা জ্ঞানের অভাবে কারণেই প্রায়শই ঘটে থাকে। "

-চীনারা ও জাপানীরা মোটামুটি সবাই নাস্তিক; ওদের জ্ঞানের অভাব; তাই, ওরা "পদ্মা সেতু বানাচ্ছে ও ফাইন্যান্স করছে", আপনি ইন্জিনিয়ার হয়ে সামুতে লেদাচ্ছেন।

৮| ১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:



জ্ঞানী মানুষ ধার্মিক হলে, সবার জন্য ভালো

১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি কিছু বিষয় খেয়াল করেছি, এখন আমার সত্যি ভয় হয়, ভয়ের কারণ আমরা মুখস্ত পড়ে হয়রান। প্রায় সকল রোগের ওষুধ মধু কিন্তু কেমন কী করতে হবে এ বিষয়ে কেউ গবেষণা করে না।

বেশির ভাগ লোক আমাকে সহ্য করতে পারে না। আমিও দূরে থাকি। আপনিই এক পোস্টে আমাকে বলেছিলেন ব্লগ হলো প্রথম লাইনের ভার্সিটির মত। বাস্তবে কারো সাথে এসব বিষয়ে কথা বলতে পারি না। আমাকে দেখে ইমাম সাহেবে জুম্মার ওয়াজ বদলিয়েছিলেন।

বকবক আমি পছন্দ করি না। শুধু মাত্র ব্লগেই আপনার মত বিচক্ষণ এবং স্বরূপদর্শীদের সাথে আড্ডা হয়। আপনি সাহস করে বকতে পারেন। আপনি প্রমাণ চান আমিও প্রমাণ চাই। আমি প্রমাণ পেয়েছি তাই বকবক করি।

আপনার মঙ্গল কামনা করি।

(আজের প্রথম রাইডার ছিল চাইনিজ এবং আপনার দেশি।)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.