নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

মানুষ চেনা খুব কঠিন

২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২২


মানুষ চেনা খুব কঠিন, এটা একটা ভুল তথ্য। যারা এমন ভাবে ওরা নিরেট বোকা। মানুষ চেনা খুব সহজ। আয়নার সামনে দাঁড়িয়ে যার অদ্ভুত হাবভাব দেখি সে হলো মানুষ। মানুষ নিজেকে অনেক বড় ভাবে। মানুষ অন্যকে তুচ্ছ ভাবে এবং হেনস্তা করতে পছন্দ করে। মানুষ অন্যকে হিংসা করে। মানুষ অন্যকে সহ্য করতে পারে না। মনে রাখতে হবে, কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে কঠিন হতে হয়। পরিস্থিতি শ্বাপদসংকুল হলে নিরাপত্তা নিশ্চিত করতে হয়। স্বার্থপর এবং নিঃস্বার্থ বলতে কিছু নেই। পরার্থে কেউ মরে না। হিতাহিতজ্ঞানশূন্য হলে মানুষ হিংস্র হয়। নিজের সর্বকামনা পূরণ করার ক্ষমতা মানুষের নেই জানা সত্ত্বেও আমরা সম্পূর্ণ সাফল্যমণ্ডিত হতে চাই, যা অসম্ভব। আমরা মানুষ, আমরা অত্যন্ত হিংস্র।

© মোহাম্মাদ আব্দুলহাক

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


সব জাতির মানুষ কি সমানভাবে হিংস্র? বিশ্বের কোন এলাকার মানুষ বেশী হিংস্র? বাংগালীরা কোন লেভেলের হিংস্র জাতি?

লন্ডনের করোনা পরস্হিতি কেমন, লোকজন কাজ পাচ্ছেন? আপনি কেমন আছেন?

২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভেকসিন নিয়ে কাজ শুরু করেছি, এখন আগের মত ভিতু নই তবে সাবধানে থাকি। পরিস্থিতি সরকার এবং মিডিয়ার নিয়ন্ত্রণে। ওরা হাই হুই শুরু করে এতে মানুষ বিরক্ত। আমি ভালো আছি। আপনার খবর কী?

ছয় রিপুর এক রিপুর নাম ক্রোধ। আমরা হলাম বজ্জাত জাতি। কোনো তাল নেই। আমাদের হিংসা বেশি হিংস্রদের সাথে আমরা পাল্লা দিতে পারি না। হিংস্ররা নিজের চিন্তা করে। হিংসুকরা নিজের ক্ষতি করে।

২| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি ভালো।
তালেবান ও বৃটেনে আফগান রিফিউজী নিয়ে ইংরেজরা কি বলছে?

২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্রতিক্রিয়া এখনো শুরু হয়নি। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। অনেকে আমাকে আফগানি ভাবে। কী সর্বনাশ!

৩| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৩

কামাল১৮ বলেছেন: মানুষের মানসিকতা তাকে পরিচালিত করে।যে যেই মানসিকতার তার কাজ কারবার সেই রকম।

২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই লেখার আসল বিষয় হলো আত্মশুদ্ধি। মানুষ বুঝেশুঝে হিংসা এবং হত্যা করে। সবাই হন্তা হলে মৃত্যু অমরত্ব লাভ করবে।

অন্যকে চিনতে হলে প্রথম নিজেকে চিনতে হয়। নিজেকে চিনতে পারলে জীবন সহজ হয়।

© মোহাম্মাদ আব্দুলহাক

৪| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ৮:০০

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ,




আয়নার সামনে দাঁড়ানো আমার নিজেকেই চেনা হয়ে ওঠেনা, অন্যকে চিনবো কিভাবে ? নিরেট বোকা বলেই জানি, মানুষ চেনা খুব কঠিন। কারনগুলো তো আপনিই বলে দিয়েছেন।

২৯ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি সাধক।

৫| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ৮:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ভাই,

অনেক দিন পর আপনাকে দেখে আনন্দ পেয়েছি। আশাকরি এখন মনের দিক দিয়ে অনেকটা বাঁধা অতিক্রম করেছেন। সহমত আপনার সঙ্গে যে মানুষ চেনা সত্যিই খুব কঠিন। যদিও তার মধ্যে দিয়ে আমাদের পথ করে নিতে হয়।

শুভেচ্ছা প্রিয় ভাইকে।

২৯ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি দাদা।

আপনাকেও শুভেচ্ছা জানাই।

৬| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ৯:০৬

কামাল১৮ বলেছেন: নিজেকে চিনার বিষটা একটা গোলক ধাঁধা।আমি যেই আদর্শকে লালন করি আমি তাই।আমার চিন্তাই আমি,আমার চিন্তাই আমার কর্মকে নিয়ন্ত্রণ করে সাথে সাথে কর্ম চিন্তাকে পথ দেখায়।

২৯ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মাঝে অতি বেশি মাত্রায় কাজ করে। যেকোনো বিষয়ে অতি যোগ হলে তা মারাত্মক হয়।

লেখায় বিশ্লেষণ করেছি। নিজেকে চিনা অত্যন্ত সহজ। আপনি যা পছন্দ করেন না তা অন্যের সাথে করবেন না।

৭| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: নিজেকেই চেনা যায়না আবার মানুষ!

৩০ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আসলে সাধক!

৮| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: অনেক দিন পর ব্লগে আপনার পোষ্ট পেলাম।
আশা করি ভালো আছেন।

৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এতদিন বই নিয়ে ব্যস্ত ছিলাম। আবার কাজ শুরু করেছি। আপনাদের জন্য মন টানে তাই পোস্ট করেছি। আমাকে ভুলেননি দেখে সত্যি আনন্দিত হয়েছি।

জি আমি ভালো আছি। আপনার খবর কী?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.