নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু!

০৩ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৬



মৃত্যুর হাতে থেকে কেউ নিস্তার পাবে না। অবশেষে মৃতু আত্মহত্যা করবে।

বর্তমান বিশ্বে মানুষের সংখ্যা বেড়ে মারাত্মক মাত্রায় পৌঁছেছে। এক মুঠ খাবারের জন্য মানুষ মানুষ খুন করে, গর্ভাশয় ভাড়া দেয়, বীর্য বিক্রি করে। সম্পদশালী হওয়ার জন্য শিশুকে অপহরণ করে দাসত্ব, জোরপূর্বক শ্রম এবং শোষণের উদ্দেশ্যে পাচার করে। জনপ্রিয়তার জন্য কিছু মানুষ যাচ্ছেতাই করে এবং তাদের অপকর্ম অনেকের মৃত্যুর কারণ হয়। অন্যায় এখন এত জনপ্রিয় হয়েছে যে কাকতালীয় ন্যায় পর্যন্ত রহিত হচ্ছে। ভুখ লাগলে আমরা কী খাই তা জানার দিন ফুরিয়েছে। কোথাও কেউ খাবার খেয়ে মরছে অন্য কোথায় কেউ খবারের অভাবে মরছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কেউ কিছু করছে না। ওরা বলে জনসংখ্যা বাড়লে দেশের জনশক্তি বাড়ে। আমার প্রশ্ন হলো, এমন শক্তি দিয়ে কী করবে যে শক্তি নিজেই নিজের মৃত্যুর কারণ?

আল্লাহ কী বলেছেন একটু খেয়াল করে পড়লে অনেক প্রশ্নের উত্তর মিলবে...
সূরাঃ আন-নাহাল ৬১. আর আল্লাহ যদি মানুষকে তাদের সীমালংঘনের জন্য শাস্তি দিতেন তবে ভূপৃষ্ঠে কোন জীব-জন্তুকেই রেহাই দিতেন না(১); কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। অতঃপর যখন তাদের সময় আসে তখন তারা মুহুর্তকাল আগাতে বা পিছাতে পারে না।

এই লেখা পড়ে অনেকে হাসবে আর বলবে গুজব ছড়ানোর জন্য আরেক উজবুক এসেছে।

© Mohammed Abdulhaque

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আল্লাহ সাথে সাথেই কাউকে তার কৃতকর্মের জন্যে শাস্তি দেন না।

ভালো কাজের প্রতিদান দিতেও কি সেই বিশেষ সময় পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখেন?

০৩ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি তো হুজুর মানুষ, আপনিই বলুন।

২| ০৩ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

জ্যাকেল বলেছেন: ধন্যবাদ। মৃত্যুর কথা স্মরণ করলে মানুষ তার নিশ্চিত ভবিষ্যৎ দেখতে পাবে। এতে করে হয়তো সে কম অন্যায় করবে এবং আখেরি জামানায় জবাব সহজ হবে।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন।

৩| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: মরনের ভয় আমাদের সকলেরই আছে।বয়স বাড়ার সাথে সাথে যা আমাদেরকে সময়ে সময়ে মাগো বিষন্ন করে তোলে। সঠিক কথায় তুলে ধরেছেন।
শুভেচ্ছা ভাই আপনাকে।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য দাদাকে ধন্যবাদ।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:১৩

সোবুজ বলেছেন: মৃত্যু হবেই।অজাথা ভেবে লাভ কি।তার থেকে জীবন নিয়ে ভাবি।কি ভাবে জীবন সুন্দর করা যায়।আর কয়টা দিন বেশি বাঁচা যায়।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কীভাবে বেশিদিন বাঁচা যায় তা নিয়েই এই পোস্ট। অপমৃত্যুর হাতে থেকে আত্মরক্ষার জন্যই লিখেছি।

"ভুখ লাগলে আমরা কী খাই তা জানার দিন ফুরিয়েছে। কোথাও কেউ খাবার খেয়ে মরছে অন্য কোথায় কেউ খবারের অভাবে মরছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কেউ কিছু করছে না। ওরা বলে জনসংখ্যা বাড়লে দেশের জনশক্তি বাড়ে। আমার প্রশ্ন হলো, এমন শক্তি দিয়ে কী করবে যে শক্তি নিজেই নিজের মৃত্যুর কারণ?"

আমি হলাম আনাড়ি মানুষ। কেউ আমাকে পাত্তা দেয় না তাই আমি আমার মত করেই লেখি। এসব আমার ফাইলে পড়ে থাকে। ব্লগে দেই কেউ পড়ে কেউ পড়ে না।

মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

৫| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: মৃত্যু বড় ভয়ঙ্কর।
মৃত্যু মানেই সব শেষ।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, ভবলীলা সাঙ্গ হয়!

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১:২৯

জটিল ভাই বলেছেন:
মাশাল্লাহ্। সুন্দর উপস্থাপনা।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জটিল ভাইকে জটিলবাদ।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মরণ নিয়ে চিন্তা করি না। চিন্তা পেট নিয়ে।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিন্তা সচ্চিন্তা হোক।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের তাঁর ইবাদত করার তৌফিক দিন

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.