নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

চতুষ্পদী (মিত্রাক্ষর)

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩১



এক)
বথ্যাতুর হৃদয় শান্তির ছুঁয়া পায় না,
অশান্তি কভু শান্তিকে ছুঁতে পারে না,
শান্তি হলো প্রভুর দয়া, কৃপা এবং করুণা,
শান্তিপ্রাপ্ত আত্মা পরিতৃপ্ত হয়ে পায় সান্ত্বনা।

দুই)
দমে নাম দমে দাম দমেদমে লীলা,
শমদমে নাম জপলে শুরু হয় অবলীলা।
দম ফুরালে সাঙ্গ হবে দমবাজের ভবলীলা,
প্রলয়ংকর শিঙার সুরে শুরু হবে ধ্বংসলীলা।

তিন)
রক্তে লাল হলো হাভাতে জেলের জাল,
পালে জ্বলে সূর্য, নির্লোভের লোভ হয়েছে কাল,
চুল্লিতে নেই আগুন, তবুও মা হাঁড়িতে দেয় জ্বাল,
শিশুরা কাঁদে ভুখে, মহাজনরা মজুত করে চাল।

চার)
আজীবন রাখলাম তারে বুকের ভিতর সমাদরে,
নিদানে বললাম তারে উরে থাকো যেয় না দূরে,
ভালোবাসাবাসি করলাম ভালো বাসা ভাড়া করে,
মায়ার টান ছিড়ে উড়লে আমি একলা যাব কবরে।

বৃত্তে বৃত্তান্ত থেকে

© Mohammed Abdulhaque

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

সোবুজ বলেছেন: পৃথিবীর সকল(মানুষ না) আত্মা সুখী হোক।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৮:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাই হোক!

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কাব্যিক অভিব্যক্তিতে ভালোলাগা রইলো।
একটি জায়গায় 'শমদম' শব্দের অর্থটি পরিষ্কার হলো না।অন্য স্থানে, "নিদানে বললাম তাকে উড়ে থাকো যেওনা দূরে"এখানে উড়ে ও যেওনা শব্দ দুটিকে আরেকবার একটু চেক করতে অনুরোধ করবো।
পোস্টে লাইক।
শুভেচ্ছা প্রিয় কবিভাইকে।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যেওনা
উর1 [ ura1 ] (বার্জি.) উরঃ বি. বক্ষস্থল, বুক। [সং. উরস্]।
দম3 [ dama3 ] বি. 1 শাসন, দমন; 2 ইন্দ্রিয়সংযম, কুকর্ম থেকে চিত্তের নিবারণ (শমদম অভ্যাস করা)। [সং.দম্ + অ]।
শম [ śama ] বি. 1 শান্তি, নিবৃত্তি, কামক্রোধাদির উপশম; 2 চিত্তের স্থিরতা বা সংযম; 3 বাসনার নিবৃত্তি।

মনোযোগ দিয়ে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

(দাদা, একলা আর পারি না। মাঝেমাঝে এত বিরক্ত হই যে শুধু ডিলিট করি। কবিতায় এখন আর কাজ করিনা।)

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪০

ইসিয়াক বলেছেন:






তিন নম্বরটা বাস্তব চিত্র। এক শ্রেণির মানুষের মুক্তি হয়তো কোনদিনই আসবে না। তবু আশা নিয়ে বাঁচে জীবন.... স্বপ্ন দেখতে ভালোবাসে।
শুভ কামনা রইলো।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুধু দীর্ঘশ্বাস!


আপনার মঙ্গল কামনা করি।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫১

সেডরিক বলেছেন: কাব্য ভালো লেগেছে কবি। বাস্তবতা ও আবেগ খুজে পেলাম। লেখায় +

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বদান্যে বাধিত হয়েছি।

৫| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১০

জটিল ভাই বলেছেন:
চার পরতে চার ধরণের বাস্তবতার ভীড়,
অসম্ভব জটির হলো, মিস করেনি তীর।
একটার চাইতেও অপরটা নয় কম দামী,
এরচেয়ে বেশি বলতে পারিনা অধম আমি।

০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আসলেইে জটিল!

(কী কাজ করেন?)

৬| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২১

জটিল ভাই বলেছেন:
ক্ষমা চাই,
প্রিয় ভাই।
ব্যক্তিগত তথ্যাবলি,
ব্লগে না জানাই।

০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাকে ক্ষমা করবেন।

৭| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২৮

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখেছেন। পড়ে ভালো লাগলো

০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.