নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

আধ্যাত্মিক ধ্যান

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৩



আমরা বিশ্বাস করি আমরা নির্দোষ, আমরা সবসময় সঠিক, অন্যরা অন্যায়কারী এবং সবসময় ভুল। আমরা সবকিছু ইচ্ছেমত চাই। অন্যের সাথে অন্যায় করতে আমাদের বিবেক বাধা দেয় না। এখন তার বিপরিত চিন্তা করো। আমরা অন্যের সাথে যা করি তা অন্যরা আমাদের সাথে করলে কেমন হবে? মৃত্যু যে আমাদের সাথে থাকে নির্বোধের মত আমরা তা ভুলে থাকি। আমরা মানতে নারাজ মৃত্যু যে আমাদের একমাত্র সাথি। মৃত্যুর কথা স্মরণ হলে আমাদের হাবভাব বদলে যায়। আমরা রাগারাগি করে বিষয় বদলাই। আমরা মরতে চাই না যদিও মৃত্যু পূর্বনির্ধারিত। সম্মান সম্পদ এবং শক্তি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না। কিন্তু প্রভাব এবং প্রতিপত্তির জন্য আমরা অন্যায় অত্যাচার করি। সারাদিন খেটে ক্লান্ত হয়ে রাতে যখন ঘুমাই তখন আমাদের কী অবস্থা হয়? আমরা কত অসহায় তা কি কখনো ভেবেছি? যে যাই করিনা কেন, মৃত্যুর হাত থেকে আমরা নিস্তার পাব না। তাই আত্মোন্নতির জন্য মৃত্যুর আগে স্বেচ্ছায় পরোপকার করা উচিত, এতে পৃথিবী সবুজ এবং স্থিতিশীল হবে।

© Mohammed Abdulhaque

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

সোবুজ বলেছেন: আমরা অন্যের সাথে যা করি তা আমাদের সাথে করলে আমার কেমন লাগবে।এই চিন্তা থেকেই সভ্যতার শুরু।
মৃত্যু নিয়ে চিন্তা করলে কি মৃত্যু আমার থেকে দুরে চলে যাবে।বরং বেঁচে থাকার যে আনন্দ সেটা দুরে চলে যাবে।যতদিন বেছে আছি শুখে বাছি।এটাই প্রতিটা মানুষের চিন্তা।শাহজালালের মাঝার ছেড়ে লন্ডনে পড়ে আছেন এই চিন্তা থেকেই।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জনাব, ঠাঠা পড়ে ঘর ভাঙার ডরে আমরা ঘরের ভিতকে মজবুত করে বানাই, তদ্রূপ মৃত্যুর চিন্তা করলে জীবন সুন্দর হয়।

আপনিতো মনগড়া চিন্তায় চিন্তিত।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০৮

সোনাগাজী বলেছেন:


১ কলম লিখতে গেলে আপনি মৃত্যুর কথা বলেন, ইহা কি সাহিত্য, নাকি বাতিক?

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি বলুন।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০৯

নতুন বলেছেন: সারাক্ষন মৃত্যু চিন্তা করা উচিত না। তাতে মানুষ বেচে থাকার আগ্রহ হারিয়ে ফেলে।

ভালো মানুষ হয়ে থাকলে মৃত্যুর পরে কি হবে সেটা নিয়ে চিন্তিত হবার কথা না। তাই আমি মৃত্যুর পরে কি হবে সেটানিয়ে ভাবি না বরং জীবনটা যেন সুখী ভাবে কাটে সেটাই চিন্তা করি এবং জীবনকে উপভোগ করি পরিবার, বন্ধু পরিজন নিয়ে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভালো।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: মৃত্যুর কথা মনে রাখা উচিত, তবে প্রতিটি মুহুর্তেই বেঁচে থাকতে হবে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৬

মোঃ রাশেদ হাসান চৌধুর বলেছেন: দুনিয়াবী যেকোনো কাজ করতে গেলে যেমন কাজটাকেই ফোকাস করা উচিত তখন, তদ্রুপ ইবাদত করতে গেলে তখন মৃত্যুভয়কে এমনভাবে স্মরণ করা উচিত যাতে আপনার ইবাদতের শুদ্ধিতা আসে। অন্যথায় শুধু দুনিয়াবী কাজ করতে গেলে কাজ করার প্রেরণা পাবেন না

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিকাছে।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৪১

সোনাগাজী বলেছেন:



আপনার লেখায় আমি সাহিত্যের কিছু দেখছি না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওসব আমি বুঝিনা।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:



খুব ভাল অনুভব নিয়ে লেখা একটি পোষ্ট ।
সৃষ্টি জগতে মানুষ একটি বিশেষ স্থান দখল করে আছে।
মানুষের রয়েছে একটি ''অন্তর্নিহিত মূল্য'', অর্থাত্, ''মর্যাদা"
যা মানুষকে "সকল মূল্যের উপরে" মূল্যবান করে তোলে।
মানুষকে এই মর্যাদা অর্জন করতে হবে তার সুকর্ম দিয়ে ।
মানুষের ভিতরকার যাবতীয় অসুরত্বের মৃত্যুর ঘটিয়ে
অন্তরে সুকুমারত্ব অর্জনের মাধ্যমেই মানবের পকৃত
মর্যাদা অর্হন ও মানবাত্মার পবিত্রতা লাভ করা সম্ভব ।
আর আত্মার পবিত্রতার মাধ্যমে ফানাফিল্লাহর
(আল্লাহর সঙ্গে অবস্থান করা) মাধ্যমে বাকাবিল্লাহ
(আল্লাহর সঙ্গে স্থায়ীভাবে বিলীন হয়ে যাওয়া) লাভ
করা যায় বলে আধ্যাত্মিক ধ্যানকারীগন বিশ্বাস
করেন ।কিন্তু এ যে বড়ই কঠিন কাজ ।

শুভেচ্ছা রইল

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লেখা।

আমরা মৃত্যুকে ভুলে থাকতে চাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপাকে ধন্যবাদ।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: আপনার যা ভালো লাগে আপনি লিখেন। এটা ভালো গুণ।
কিন্তু সাহিত্য কি তা আপনাকে জানতে হবে। বুঝতে হবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অবশেষে আপনি এসেছেন, উপদেশ দিয়েছেন, আপনি উপদিষ্ট হয়েছি।
কিন্তু কী কারণে উপদেশ দিলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.