নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

সাহিত্য কী?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৮



বাংলাএর অভিধানে সাহিত্য এর সংজ্ঞা ---

সাহিত্য [ sāhitya ] বি. 1 সাহিতের ভাব, মিলন, যোগ (কবির ও সহৃদয় কাব্যপাঠকের সাহিত্য, শব্দ ও অর্থের সাহিত্য); 2 জ্ঞানগর্ভ বা শিক্ষামূলক গ্রন্হ (ধর্মসাহিত্য); 3 কাব্য প্রবন্ধ-উপন্যাসাদি চিন্তামূলক বা রসাত্মক বা রম্য রচনা (রসসাহিত্য, সাহিত্য-সংগীত-কলা); 4 (বাং.) গ্রন্হ, রচনা (প্রবন্ধ-সাহিত্য, প্রচার-সাহিত্য)। [সং. সহিত + য]। ̃ কলা, ̃ শিল্প বি. কাব্য-উপন্যাসাদি রসাত্মক গ্রন্হরচনার কৌশল বা গ্রন্হরচনারূপ শিল্প। ̃ চর্চা, সাহিত্যানু-শীলন বি. সাহিত্যশিল্প রচনা; সাহিত্যশিল্প সম্বন্ধে আলোচনা। ̃ জগত্, সাহিত্যাকাশ বি. সাহিত্যিক সম্প্রদায় বা সাহিত্যিকদের সমাজ। ̃ বৃত্তি বি. সাহিত্যরচনারূপ উপজীবিকা। ̃ রথী বি. বিশিষ্ট সাহিত্যিক। ̃ সভা বি. সাহিত্যশিল্পাদি-সংক্রান্ত সভা বা গোষ্ঠী; সাহিত্যজগত্। ̃ সমাজ বি. সাহিত্যিকগণ; সাহিত্যিক-সম্প্রদায়। ̃ সাধক বি. 1 সাহিত্যরচনা ও সাহিত্যচর্চা যার ব্রত; 2 (শিথি.) সাহিত্যিক। ̃ সাধনা বি. সাহিত্যরচনা ও সাহিত্যচর্চারূপ ব্রত। ̃ সেবা বি. সাহিত্যরচনা ও সাহিত্যের উন্নতিবিধান। ̃ সেবক, ̃ সেবী (-বিন্) বি. বিণ. যে ব্যক্তি সাহিত্যসেবা করে; (শিথি.) সাহিত্যিক। সাহিত্যাচার্য বি. সাহিত্যশিল্প সম্বন্ধে প্রগাঢ় পণ্ডিত; সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক। সাহিত্যিক বিণ. সাহিত্যশিল্প-সম্বন্ধীয় (সাহিত্যিক আলোচনা, সাহিত্যিক বৈঠক)। ☐ বিণ. বি. সাহিত্য-রচনাকারী।


আমি কিছু লিখলেই উপদেষ্টারা এসে উপদেশ দিতে শুরু করেন, কিন্তু কোন বিষয়ে তেঁনারা উপদেশ দেন আমি তার কিচ্ছু বুঝি না।

স্বেচ্ছায় উনারা উপদেষ্টা হিসাবে দায়িত্ব উনারা নিয়েছেন। উনাদের মঙ্গল কামনা করি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: https://educalingo.com/bn/dic-bn/sahitya

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আপনি যা লিখবেন তা কারো ভালো লাগবে কেউ পড়বে না । যারা পড়বেন তারা ভালো মন্দ জানাবেন ব্লগে সামাজিক যোগাযোগ মাধ্যমে । কিন্তু যারা আপনি কি করেন কোথায় থাকেন ,লেখায় এই ধরনের প্রশ্ন করে তারা পাগল । এই পাগলদের মতো করে অনুসরণ করে যারা কথা বলেন তারা ছাগল । এদের সহিত্য বোঝানোর দরকার নেই । বলি কি এদের মন্ত্যব্য মুছে দিন ।
আপনি লেখেন , আপনার মতো করেই লিখে যান । ব্লগে লিখুন।
ভালো থাকবেন ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: উপদেশ নয় আপনাকে অনুরোধ করছি পড়াশোনা করুণ। প্রচুর পড়াশোনা করুণ। তাহলেই ভালো লিখতে পারবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাদের মন্তব্য পড়ে আমি সত্যি অবাক হই।

বারবার বলেছি পারলে সাহায্য করুন, বিরক্ত করেন কেন?

হাজিবাবা পড়ে মন্তব্য করুন। অমুক আর তমুকের মত লেখার জন্য উপদেশ করেন কেন?

গত লেখা পড়ে এসে মন্তব্য করুন, দয়া করে পড়ে বুঝার চেষ্টা করবেন।

অনেক ভাবে ভাব প্রকাশ করা যায়, আমি আমার পছন্দমত ভাব প্রকাশ করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.