নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি কবিতা

২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩০



একঃ-
‘অন্তরে ধরেছে ঘুণ’
প্রিয়ার বিরহে নিরালায় বসে কবি লিখে কবিতা,
প্রিয়া তখন মনানন্দে গুনগুনায় বিরহের রচয়িতা,
নির্জনে বসলে একলা মন বিমনা হয়,
বনে বসে বাজায় বাঁশি দেয় না দেখা,
তারে চিনি আমি জানি সে বড় বাঁকা।
ধেয়ান করে মনের চোখ মেলে দেখি অন্তরে ধরেছে ঘুণ,
মনে লোভ আমার ধেয়ানে বিভ্রান্তি করি কেমনে শোধন?

দুইঃ-
‘অন্যের অপকার’
কালাকালে কালের কঙ্কাল হয়ে দাঁড়িয়েছি,
বিপাকে পড়ে জেনেছি আবেগের ঈষে হালচাষ হয় না,
জল ভাটিতে যায় কিন্তু রাগলে আখে আগুন লাগে না,
সবদিক নৈতিক হয় মানুষ যখন বাস্তবিক চিন্তা করে,
যোগের যোগ্যতায় সুযোগ্যরা সুযোগ পায়,
তক্কে তক্কে থাকলে স্বার্থান্ধ হয়ে মানুষ অন্যের অপকার করে,
আশ্বাসে আশীর্বচন জপে আশীর্বাদ করেও অনেক অভিশপ্ত হয়।

তিনঃ-
‘অত্যাচারে অত্যাচারিত’
প্রভাব-প্রতিপত্তির বিত্তে বিবেক বিকৃত হচ্ছে,
উৎপ্রাস উল্লাসে মানুষ মানুষের কলিজা চিবিয়ে খায়,
সত্যাসত্য জেনে সভ্যতা বিপর্যস্ত হয়েছে,
হায় মানবতা, তুমি কেন আত্মহত্যা করলে?
জানি তুমি নিরুত্তর এবং স্বেচ্ছায় মৃত্যুবরণ করে খুব ভালো করেছ,
নইলে আমি তোমাকে হত্য করতাম,
তোমাকে হত্যা করলে আমি অত্যাচারে অত্যাচারিত হতাম নিষ্ঠুর।

চারঃ-
‘পলাশতলে মেলা’
আমাকে ফতুর করার জন্য বৈশাখমাসে পলাশতলে মেলা বসে,
ধান বেচে টুনির জন্য আলতা শাড়ি কিনেছিলাম হায়ন আগে,
বাগানে আগুন লাগে পলাশ যখন খিল খিল করে হাসে,
রণে যেতে চাই না, আজানের সুর শুনলে গ্লানি ক্লান্তি দূর হয়,
দরবেশের পাশে বসে জীবনচর্চা শিখি, দোয়া যেচে ধন্য হই,
আমি পাপ করেছি, সন্ত হওয়ার ইচ্ছা মনে নেই,
সর্বস্বান্ত হয়ে ভালোমানুষ হওয়ার জন্য মৌনব্রত করেছি।

© Mohammed Abdulhaque

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫২

সোনাগাজী বলেছেন:


কবিতা লেখেন, সাথে সাথে খবর নেন, লন্ডনে পারমানবিক শেল্টার আছে কিনা, ওখানে যেতে দিবে কিনা!

২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এবার ওরা পাগলের পাল্লায় পড়েছে!

আপনি ঠিক বলেছেন, সমস্যা হলো মারামারি শুরু হলে আমরা অনাহারে মরব। যদিও আজন্মের বৃটিশ কিন্তু জাতে আমি বাংলাদেশি, এর মানে এদেশে আমি এক্কেবারে নিম্নশ্রেণীর মানুষ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৫

সোনাগাজী বলেছেন:


সাদা বৃটিশদের বড় অংশের জন্যও শেল্টার থাকার কথা নয়।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নেই।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: আপনি তো নেগেটিভ মন্তব্য নিতে পারেন না।

তাই ছোট মন্তব্য করি- ভালো হয়েছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাদের সমস্যা হলো, আমার সবকিছুতে আপনারা সমস্যা দেখতে পান, নতুনত্ব অথবা সৃজনশীলতা কিচ্ছু দেখেন না। আমিও এখন মাত্রাধিক বিরক্ত হয়েছি।

সেদিন এক কবিতায় মতামত চেয়েছিলাম, এক বিশেষজ্ঞ যা বললেন তাতে আমার বিরক্ত লেগেছিল।
আপনি কী বলতে চান? এই তো, হয়নি, সাহিত্যের মাথামুতা কিচ্ছু নেই।

এখন আমার প্রশ্ন হলো বাংলা সাহিত্য কোথা থেকে এসেছে, কবিতা এবং কবি কী? সাহিত্যই বা কী?

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:০৫

সোবুজ বলেছেন: কি পাপ করেছেন যে অত পাপ বোধে ভোগছেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পুণ্যাত্মা হতে চাই। আর দশজনের মত চিন্তা করলে আমি মহাসাধক।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: এখন আমার প্রশ্ন হলো বাংলা সাহিত্য কোথা থেকে এসেছে, কবিতা এবং কবি কী? সাহিত্যই বা কী?

ভাইসাহেব, এক দুই কথায় আপনাকে বুঝাতে পারবো না।
আপনি এক কাজ করুণ, বই সংগ্রহ করুণ। তারপর পড়ে পড়ে নিজেই সব জানুন। এটাই বেস্ট হবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আর জানতে চাই না গো ভাই। আমি এখন বুড়া হয়েছি যখন তখন মরব।

আপনার মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

একটা কথা মনে রাখবেন, "জানলে জান্তা না জানলে সবজান্তা।"
© Mohammed Abdulhaque

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.