নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

চারটা কবিতা

১১ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৬



মিত্রাক্ষর----

‘মানুষ বেঁচে আছে’
স্বাধীনতা ঘুড়ি হয়ে নীল আকাশে উড়েছে,
আশা দুরাশা হয়ে নোনা জলে ভেসেছে,
শকুনরা থ হয়ে নিথর দেহের পাশে বসেছে,
সংঘবদ্ধভাবে জিঘাংসুরা ভালাই হত্যায় মেতেছে,
অনেকাগে মানবতা মরেছে তবুও মানুষ বেঁচে আছে।
)————————(
পছিয়াঁ বাতাস’
ইত্যবসরে গাঙের পারে বসেছি, ভাওয়ালিয়া যায় ভেসে,
কলসি কাখে মুচকি হেসে রূপসীরা জলের ছলে আসে,
ভরদুপুরে নূপুর বাজে, ডাকসুন্দরী বেরোয় নমাসে-ছমাসে,
ঠাট ঠমক তাদের হাঁটা দেখে মন চনচন হয়ে বাতাসে ভাসে,
পছিয়াঁ বাতাসে ভেসে ভোমর উদাস হয়েছে বনফুলের সুবাসে।
)————————(
‘গণ্ডা মিঠাই’
আমি কত কিছু শিখতে চাই,
জানি পারি না কোনো ছাই বিধায় তাল দিয়ে জাউ পাকাই,
কবিতা লিখতে বসে কলম হাতে নিয়ে চিতল মাছের কোপ্তা বানাই,
উপন্যাস লেখার জন্য ধেয়ানমগ্ন হলে খামোখা গ্যাঁজাই,
হেঁটমুণ্ড শব্দের অর্থ বাতলে আদায় করেছিলাম কয়েক গণ্ডা মিঠাই।
)————————(

অমিত্রাক্ষর----

‘পরশ্রীকাতরতা’
বৃষ্টিতে নাকি বিষ আছে, বাষ্পে থাকে শিলা,
জল নাকি বিষাক্ত হচ্ছে, বাতাস নাকি দূষিত,
মানুষ কৃত্রিম হাসি হাসতে শিখেছে,
অত্যন্ত সুন্দর মানুষরা মনের ভিতর হিংসা পোষে,
কাতরদৃষ্টে তাকালে পরশ্রীকাতরতা দেখতে পাই।
)————————(

বইর নাম বৃত্তে বৃত্তান্ত
© Mohammed Abdulhaque

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:



লন্ডনের যুদ্ধের চাপ পড়েছে, গাড়ীর গ্যাসোলিনের দাম কেমন বেড়েছে?

১১ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লিটারে ২০ পেনি। সিটি এবং ওয়েস্টএন্ড এক্কেবারে ফাঁকা হয় রাতে।

বোকারা এবার বেশি বাড়াবাড়ি করছে :(

২| ১১ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:



লন্ডনে বোকা কাহারা? ওখানে ইমিগ্রেন্ট হিসেবে কোন জাতি বেশী প্রতিষ্টিত?

১১ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লন্ডন আসলে মারত্মক মার্কা একটা শহর, এই শহরে অসৎদের দৌরাত্ম্য বেশি। লন্ডন শহরের দামি অংশ রাশিয়ার এক জনে কিনেছিল। চায়নারা এখন বাড়াবাড়ি করছে। আজব শহরে বুড়া হচ্ছি। এদেরেকে বুঝা যায় না।

৩| ১১ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫২

সোনাগাজী বলেছেন:



রাশিয়ান ও চীনাদের সাথে বাংগালীরা পেরে উঠার কথা নয়; একই অবস্হা আমেরিকা ও কানাডায়।

১১ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমরা হলাম হাবাগোবা। আমরা এখনো কাচ্ছিভাষা নিয়ে ব্যস্ত। কেমনে উন্নত হওয়া যায় সে চিন্তা আমাদের জন্য দুশ্চিন্তা। আমাদের মাঝে একতা থাকলে লন্ডনের অর্ধেক আমাদের দখলে থাকতো। আমি মজা করছি না।

৪| ১১ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: কবিতা আমি সঠিক বুঝি না। যে কবিতা পড়ে আরাম পাই সেই কবিতাই আমার কাছে এরা কবিতা। ভালো কবিতা। যেমন সুনীল গঙ্গোপাধ্যায় খুব সহজ সরল করে কবিতা লিখতেন। ভালো লাগে।

১১ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আমার মনের ভাব ভাষায় প্রকাশ করি এবং শব্দ হলো আমার হাতিয়ার।

‘পরশ্রীকাতরতা’(পরহিংসা)
বৃষ্টিতে নাকি বিষ আছে, বাষ্পে থাকে শিলা, (পরিবেশদূষণে এসব হচ্ছে)
জল নাকি বিষাক্ত হচ্ছে, বাতাস নাকি দূষিত, (পরিবেশদূষণে এসব হচ্ছে)
মানুষ কৃত্রিম হাসি হাসতে শিখেছে, ( স্বার্থপরতা
অত্যন্ত সুন্দর মানুষরা মনের ভিতর হিংসা পোষে, ( স্বার্থপরতা )
কাতরদৃষ্টে তাকালে পরশ্রীকাতরতা দেখতে পাই। (পরহিংসা)

এখন চেষ্টা করুন।

৫| ১১ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন:

নেপোলিয়ন হিল এই বইটা লিখতে সময় নিয়েছেন ২২ বছর। মাত্র ২৪৮ পৃষ্ঠার বই।

১১ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পরমাত্মী মাত্র ২৫ বছরে শেষ করছিলাম।

আমিও নতুন কবিতার বইয়ে কাজ করছি। বাংলা এবং ইংলিশ। এখন উপন্যাসে কাজ করছি শেষে করে কবিতায় কাজ করব।
আমরা দিন দিন হিংস্র হচ্ছি।

৬| ১১ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

প্রতিদিন বাংলা বলেছেন: প্রকাশ ভঙ্গি দারুন

১১ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মনোযোগ দিয়ে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। সত্যি উৎসাহিত হয়েছি।

৭| ১১ ই মার্চ, ২০২২ রাত ৮:৩৫

খায়রুল আহসান বলেছেন: "আশা দুরাশা হয়ে নোনা জলে ভেসেছে" - চমৎকার একটি পংক্তি রচনা করেছেন, খুবই সুন্দর!
'অনেকাগে' শব্দটি শুদ্ধ হয়নি, তাই ভালো লাগছে না। ঐ পংক্তিটিকে (ষষ্ঠ) এভাবে লিখা যায় কিনা, তা ভেবে দেখতে পারেনঃ
"মানবতা মরেছে বহু আগে, তবু মানুষ বেচে আছে"
'পঁছিয়া বাতাস' সুন্দর হয়েছে, ভালো লাগল।
"কাতরদৃষ্টে তাকালে পরশ্রীকাতরতা দেখতে পাই" - এ পংক্তিটাও বড় চমৎকার হয়েছে।
কবিতা চতুষ্টয়ে ভালো লাগা রেখে গেলাম। + + + +

১১ ই মার্চ, ২০২২ রাত ১০:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: "মানবতা মরেছে সেই কবে তবুও মানুষ বেঁচে আছে।" এমন করেছি।

ভাইজান, অনেক এবং আগ কে সমাস করেছিলাম। এসব শব্দে কি সমাস হয় না? আপনার উত্তের জন্য অপেক্ষা করব। আপনাকে ফেইসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম দয়া করে একসেপ্ট করলে খুশি হব।

৮| ১১ ই মার্চ, ২০২২ রাত ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: সংশোধনীর পর এখন ঠিক আছে।
"অনেক এবং আগ কে সমাস করেছিলাম। এসব শব্দে কি সমাস হয় না?" - 'অনেকাগে' ব্যাকরণগত দিক দিয়ে শুদ্ধ না অশুদ্ধ, সে ব্যাপারে আমি ১০০% নিশ্চিত নই। তবে এমন সমাসবদ্ধ শব্দ আমি এর আগে শুনি নাই। আপনি শতভাগ নিশ্চিত হতে চাইলে একজন ভালো বৈয়াকরণের শরণাপন্ন হতে পারেন। তা ছাড়াও শব্দটা কানে শ্রুতিকটু লেগেছে, সে জন্যেই বলেছি। কবিতায় কোন শ্রুতিকটু শব্দ শুদ্ধ হলেও রাখতে নেই।
ফেইসবুকে রিকোয়েস্ট গ্রহণ করেছি। ভালো থাকবেন, শুভকামনা....

১১ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, আমার মন্তব্য পড়ে আমি শব্দটা সিরিয়েছি।

আপনি বলছেন "অনেকাগে' ব্যাকরণগত দিক দিয়ে শুদ্ধ না অশুদ্ধ, সে ব্যাপারে আমি ১০০% নিশ্চিত নই।"

বৈয়াকরণের শরণাপন্ন হয়তো হতে হবে না, যাক আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১১ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেক /বিশেষণ পদ/ একাধিক, বহু, প্রচুর, ঢের। /সর্বনাম পদ/ বহুলোক, অতিরিক্ত ব্যাপর। /বিশেষ্য পদ/ বিশ্বজগৎ।

আগ /বিশেষ্য পদ/ আগা, ডগা, অগ্রভাগ

সমাস [ samāsa ] বি. 1 সংক্ষেপ; 2 সংগ্রহ; 3 মিলন; 4 (ব্যাক.) পরস্পর সম্বন্ধবিশিষ্ট একাধিক পদের একপদীকরণ। [সং. সম্ +অস্ + অ]।

৯| ১২ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।

১২ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

১০| ১২ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৬

রাজীব নুর বলেছেন: আমার দুটা মন্তব্যের উত্তর দিয়েছেন। আন্তরিক ধন্যবাদ জানবেন।

১২ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার লেখা আপনি পড়েন, মন্তব্য করেন, এতে আমি সত্যি আনন্দিত হই। অন্যারা নিজেকে মহাব্লগার, মহাসেরা ভাবে, ওরা নিজেকে নিয়ে ব্যস্ত, সস্তা জনপ্রিয়তার জন্য ওরা মরিয়া। আমার মত লেখকের লেখা ওরা পড়ে না, আমিও তাদের ধারে পাশে যাই না।

আপনার সার্বিক সফলতা কামনা করি।

১১| ১২ ই মার্চ, ২০২২ রাত ১২:৫০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: গন্ডা মিঠাই ভালো লেগেছে । ধেয়ানমগ্ন সহ অনেক নতুন শব্দ ।
ভালো থাকবেন ।

১২ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনিতো বাংলা চর্চা করতে চান তাই না?

অভিধান এবং শব্দকোষ সংগ্রহ করবেন।
আমার একটা কবিতা আছে চাইলে আপনাকে লিংক দেব।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১২| ১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৪:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কলসি কাখে সেই দিন নাই আর

মানুষ বেঁচে আছে মানবতা ছাড়াই
আরও হিংস্র হচ্ছে
মায়া মহব্বত কমে যাচ্ছে।

খুব সুন্দর লিখা

১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আপাকে আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.