নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

"পরেজগারি জাহিরের হুজুগ"

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩২



ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভ... কলিমা নমাজ রোজা হজ এবং যাকাত।

মনেপ্রাণে এক স্রষ্টা বিশ্বাস করা। একমনে নমাজ পড়া। রোজামাসে ত্রিশ রোজা রাখা। ধনী হলে হজে যাওয়া এবং যাকাত আদায় করা হলো অবশ্যপালনীয় আদেশ।

মুসলমানের সবকিছুতে বৈধতা থাকতে হবে। অবৈধতা বর্জন করতে হবে। ন্যায় কাজ করতে হবে। অন্যায় এবং অভিচার থেকে দূরে থাকতেই হবে।

কিন্তু ষড়রিপুর প্রভাবে আমরা সহজে লোভার্ত হই এবং আকাম কুকাম করে বিভ্রান্ত এবং বিপর্যন্ত হই, যা মানবজাতির স্বভাব। অনুতপ্ত এবং লজ্জিত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন। আমাদের প্রতিপালক হলেন অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু।

এখন আসি আসল সমস্যায়, যা শুরু হয় ক্ষমা চাওয়া এবং ক্ষমা পাওয়া থেকে। শুরুতে যা মানা এবং করা অবশ্যপালনীয় আদেশ, অন্তরের কুমন্ত্রণায় তা পরে ঐচ্ছিক অথবা স্বেচ্ছামূলক হয়ে যায়, মানে তা আর বাধ্যতামূলক থাকে না। আমাদের প্রতিপালক হলেন অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। অজান্তে ভুল হয়েছে ক্ষমা চাইলে ক্ষমা পাব। এমন মনোভাব। তার উপর শয়তানের প্ররোচনা, উসকানি এবং উত্তেজনা তো আছেই।

একটা কথা মনে রাখতে হবে, গোপনে অনিষ্টকারী এবং গোপনে নিন্দাকারীকে কেউ পছন্দ করে না। সাধ্যসাধনা এবং ধৈর্যের সাথে গোপনে অনিষ্ট করা এবং গোপনে নিন্দা করা থেকে নিজেকে বিরত রাখতে পারলে আত্মবিশ্বাস এবং স্রষ্টার প্রতি বিশ্বাস অটুট থাকবে। আমরা মানুষ, আমরা সহজে লোভার্ত হই এবং হব। মুখে বললেই আত্মশুদ্ধি হয় না এবং আত্মশাসন সহজ বিষয় নয়।

ধৈর্যশীল এবং সংযমী হতে হলে শিক্ষিত এবং বিচক্ষণ হতে হয়। চিন্তাশীল অথবা মনিষী হওয়া মুখের কথা নয়। জানতে হলে পড়তে হয়। আর পড়তে হলে অক্ষরজ্ঞানের প্রয়োজন। পড়ে বুঝলে কুরআনে সব বিষয় বিশ্লেষিত আছে। কুরআনে যা আছে তা আমাদেরকে চর্চা করতে হবে। শুধু মুখস্ত পড়লে হবে না।

ফতুয়া থেকে ফ্যাসাদ শুরু হয় জানাসত্ত্বেও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ফরজ বাদ দিয়ে ফতুয়া নিয়ে ব্যস্ত থাকার ফলে মাঝে মাঝে পরেজগারি জাহিরের হুজুগ তুঙ্গে উঠে। এসব হুজুগ এবং সুযোগ এড়িয়ে চলতে হবে। অন্যায়, অভিচার, বৈধ এবং অবৈধ সম্বন্ধে সবাইকে সচেতন হতে হবে। গায়েরজোরে অথবা বুদ্ধিরজোরে অন্যের ক্ষতি করা ছাড়তে হবে।

কুরআনের প্রথম শব্দদ্বয় হলো... বিসমিল্লাহির রাহমানির রাহীম, অর্থ "পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে"।

তারপর হলো... আল-হামদু লিল্লাহি রাব্বিল আ'লামীন, অর্থ হল "সমস্ত প্রশংসা এবং ধন্যবাদ আল্লাহের জন্যে যিনি বিশ্বজগতের পালনকর্তা"।

আল্লাহ নিজে বলেছেন ...

আল-মা'আরিজ ১৯. নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অতিশয় অস্থিরচিত্তরূপে। ২০. যখন বিপদ তাকে স্পর্শ করে সে হয় হা-হুতাশকারী।

সূরা ক্বাফ আয়াত ১৬. আর অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমরা জানি। আর আমরা তার গ্ৰীবাস্থিত ধমনীর চেয়েও নিকটতর।

সূরা যুমার আয়াত ৬২. আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনিই সব কিছুর ব্যবস্থাপক।

সূরা ফাতির আয়াত ৪৫. আর আল্লাহ্‌ মানুষদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করলে, ভূ-পৃষ্ঠে কোন প্রাণীকেই তিনি রেহাই দিতেন না, কিন্তু তিনি এক নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। অতঃপর যখন তাদের নির্দিষ্ট সময় এসে যাবে, তখন তো আল্লাহ্‌ তাঁর বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা।

উপরের আয়াত থেকে প্রমাণিত হয়, আল্লাহর কাছে সবাই সমান। কেউ মানে না, তা তার ব্যক্তিগত সমস্যা।

সকলের মঙ্গল হোক! শান্তি বর্ষিত হোক সবার উপর।

© Mohammed Abdulhaque

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লিখেছেন

আল্লাহ আমাদের হেদায়েত দান করুন আরও

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন।

আপার মন্তব্যে আমার শ্রম সফল হয়েছে। ইদানীং বেশি বাড়াবাড়ি হচ্ছে। ফরজ বাদ দিয়ে মুবাহা নিয়ে মারামারি।

২| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:


ইহুদী, খৃষ্টান ও ইসলাম ধর্ম, এই ৩টি ধর্মে একই ভাবনার কথা বলেছে; এই ৩টি'র মাঝে কোন ধর্মের লোকেরা বেশী সমস্যায় আছে?

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেক কারণে আমি আপনাকে সম্মান করি। আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় কড়া ভাবে আলোচনা করেন এবং তা অত্যন্ত জরুরি।

আমার মতে, বর্তমানবিশ্বে মুসলমান বেশি বিপর্যস্ত, এবং কারণ হলো অজ্ঞতা এবং অহংকার। আল্লাহর আদেশ সরাসরি অমান্য করা হচ্ছে। সীমালঙ্ঘনকারী ক্ষতি বাড়তে থাকে আল্লাহ নিজে বলেছেন।

৩| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পরেজগারি জাহিরের হুজুগ মানেই ওরা ভন্ড।

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এতে কারা সর্বনাশগ্রস্ত এবং সর্বস্বান্ত হচ্ছে?

৪| ৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পবিত্র রমজানে আল্লাহ আমাদের
হেদায়েত নসিব করুন এবং বেশী
বেশী তার এবাদত করার তৌফিক
দান করুন। আমিন

৩১ শে মার্চ, ২০২২ রাত ১০:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন।

৫| ৩১ শে মার্চ, ২০২২ রাত ৯:৩১

সোবুজ বলেছেন: যুদ্ধে পরাজিত করে তাদের দাস দাসী বানিয়ে বিক্রিকরা এবং দাসিদের সাথে সেক্স করা কি বৈধ কাজ।

৩১ শে মার্চ, ২০২২ রাত ১০:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার প্রশ্ন এবং শব্দচয়নে স্পষ্ট এই বিষয়ে আপনি বিশেষজ্ঞ, তার মানে প্রশ্নে উত্তর আপনার জানা আছে। ধন্যবাদ।

৬| ৩১ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৪

সোবুজ বলেছেন: আমরা মানুষকে সৃষ্টি করেছি।তার অর্থ আল্লাহ একা আমাদের সৃষ্টি করেন নাই।সাথে অন্য কেউ ছিল।

৩১ শে মার্চ, ২০২২ রাত ১০:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই বিষয়েও আপনি বিশেষজ্ঞ, তার মানে এই প্রশ্নের উত্তরও আপনার জানা আছে। আবারো আপনাকে ধন্যবাদ।

৭| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: মনে রাখবেন life is about balance./জীবন হলো ভারসাম্য রক্ষা করে চলা।

৩১ শে মার্চ, ২০২২ রাত ১০:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনি ঠিক বলেছেন। হেলদোল হলে মহারৌরব গন্তব্য হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.