নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

CNN এ করা মন্তব্য প্রতিমন্তব্য

০৯ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০০



আমাদের খাবারের দরকার, নিরাপত্তা এবং নিশ্চয়তা, কিন্তু মহান রাজনীতিবিদরা যুদ্ধে মত্ত। কাজের অভাব, বিল বেড়ে দ্বিগুণ হয়েছে। কী হচ্ছে পৃথিবীতে? মানবতা কি মৃত্যু বরণ করেছে?

We need food, safety and security, but great politicians are intoxicated by war. Lacking work, the bill has doubled. What on earth is going on? Has humanity died?

Peter Christian
Mohammed Abdulhaque We need less children and more robots, if we are to live better. You can't expect to get more resources for more people.

আমার মন্তব্য..

জি, আপনি ঠিক বলেছেন আমাদেরকে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। তবে আপনার সাথে দ্বিমত রবটের ব্যাপারে। কর্মদক্ষরা অদক্ষকে কর্মশিক্ষা দিলে খাবারের অভাব দূর হবে। আমরা অলস হচ্ছি প্রতিদিন। দত্যকায় মেশিন দিয়ে কাজ করানো হচ্ছে।

Yes, you are right we have to control the population. But I disagree with you about the robot. If the skilled workers give work training to the unskilled, the shortage of food will be eliminated. We are getting lazy every day. The work is being done with giant machines.


ব্লগে পোস্ট করার আসল কারণ হলো, আমাদেরকে সর্বত্র সতর্ক এবং সোচ্চার হতে হবে।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২২

সোবুজ বলেছেন: রোবট নিখুঁত ভাবে কাজ করে।কোন দাবি দাওয়া নাই।মানুষের হাজার দাবি।

আর খাবারের দায়িত্ব আল্লাহপাক নিয়েছেন।খাবার আল্লাহর কাছে চাইতে হবে,আধ্যাত্মিক সহকারে,তবেই আল্লাহ শুনবেন।আল্লাহর চোখ কান সবই আছে।তিনি শুনেন এবং দেখেন।

০৯ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই পোস্ট করার সময় আপনার নিকে চোখে পড়েছিল। এই পোস্ট করার আগে আরেকটা লেখা লিখেছিলাম ব্লগে পোস্ট করার জন্য তা পোস্ট করিনি, না করার কারণ আপনি এবং আপনার মত আরো কিছু অসুস্থ নিক।
দয়া করে দূরত্ব বজায় রাখবেন। যা বলার আমার মত নাম পরিচয়ে বলুন। এই ফালতু নিকে কেন? বেঘোরে মরার ভয় হয় তাই না?
যা করলে বেঘোরে মরতে হয় এমন কাজ যারা করে ওরা মানসিকভাবে অসুস্থ।

আপনার মগজে জটিল গিট্টু লেগেছ, মানে এক্কেবারে গেছেন!
যত্তসব ফালতু লোক ব্লগিং শিখেছে!

২| ০৯ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

সোনাগাজী বলেছেন:


রোবট তৈরি ও উহাকে কাজে লাগানোর জন্য জ্ঞানী ও দক্ষ মানুষের দরকার

০৯ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি হয়তো মন্তব্য পড়েননি!

মানুষ অনাহারে মরছে আর আপনি মজা করছেন! সত্যি তাজ্জব হয়েছি!

৩| ০৯ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:


বৃটেনে মানুষ অনাহারে মরছে?

০৯ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি শুধু ধনী দেখেন, গরিব এবং ধর্মভীরু দেখেন।

আমেরিকা এবং বৃটেনে কত মানুষ আত্মহত্যা করেছে তা কি জানেন?

যাক, আপনাকে ধন্যবাদ।

৪| ০৯ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

জ্যাকেল বলেছেন: লিংক?

০৯ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাতো ছবিতে দেখতে পাচ্ছেন, CNN International এখানে গেলে পাবেন।

https://www.facebook.com/cnninternational/posts/10159921961834641?comment_id=10159921973809641&notif_id=1649497257499201&notif_t=feedback_reaction_generic&ref=notif

৫| ০৯ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৬

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন, "আপনি শুধু ধনী দেখেন, গরিব এবং ধর্মভীরু দেখেন। আমেরিকা এবং বৃটেনে কত মানুষ আত্মহত্যা করেছে তা কি জানেন? "

-আমেরিকা ও বৃটেনে রোবট ব্যবহার করায়, মানুষ অনাহারে (আয়ের অভাবে ) আত্মহত্যা করছে?

০৯ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বর্তমানে মানুষ অনাহারে মরছে। দুনিয়াতে আরো অনেক দেশ আছে। যে দেশে মানুষ পান পর্যন্ত পাচ্ছে না।

৬| ০৯ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: কুয়েটের এক শিক্ষার্থী খাবারের বিল দিতে না পেরে আত্মহত্যা করল সেদিন।

০৯ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এসব খবর শুনলে অন্তরাত্মা স্তব্ধ হয়।

সবাই যেন ভরপেট খাবার পায় এই আমার প্রার্থনা।

৭| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৩৩

সোবুজ বলেছেন: আর যারা মারে তারা খুব সুস্থ।আপনিও মারার দলে?কথার আলোচনা কথায় হবে।চাপাতি হাতে আলোচনা করতে কেন আসেন।৭১ বহু বার মরতে মরতে বেঁচে গেছি,মরার ভয় আমাকে দেখাবেন না।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কে কাকে মরার ডর দেখাচ্ছে। আপনিতো লেগেই আছেন। দূর থাকবেন দয়া করে। খামোখা ঝামেলা করেন কেন ।

আপনি কিসের আলোচনা করেন? আপনিতো আছেন কেমনে অশ্লীল কথা লিখে মানুষের মন মেজাজ নষ্ট করা যায় সে চিন্তায়। আর ৭১ কে টানছেন কেন? আমার সাথে দেশপ্রেম দেখাবেন না। তা আমি বুঝি না। যারা বুঝে তাদেরকে দেখান যেয়ে। যতসব ফালতু পাবলিগ ব্লগিং শিখেছে! আপনি মুক্তিযোদ্ধা না রাজাকার! হাবভাবে লাগে, ভেকধারি। যত্তসব ঝামেলা আমারে বগলে আসে।

৮| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: সর্তক এবং সোচ্চার আমি হতে পারি না। কেন যে পারি না।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা আপনি ভালো জানেন।

আমি আমার মতামত প্রকাশ করি এবং অনেক সময় ফাউল লোকের ফালতু মন্তব্যও পড়তে হয়।

বর্তমান বিশ্ব খুব বেশি সমস্যা হচ্ছে।

৯| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১১

সোবুজ বলেছেন: আপনি বললেন,যা করলে বেঘোরে মরতে হয়।এটা মরার ভয় দেখানো না?

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আসলে খামোখা বেশি ঝামেলা করেন।

ধর্ম খুব স্পর্শকাতর বিষয় এবং আপনার মন্তব্য খুব জঘণ্য হয়। আপনার মন্তব্যের প্রতিমন্তব্যে আমি তা লিখেছি। ধর্ম নিয়ে আজেবাজে কথা বললে মানুষ জ্ঞানশূণ্য হয়ে যায়। আর আপনি বুঝেশুঝে এসব করেন, মানে আপনি মানিসকভাবে অসুস্থ!

মানুষ এখন এমনিতেও ঝামেলায় আছে, পারলে ভালো কিছু করুন।

১০| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১:৩০

সোবুজ বলেছেন: ধর্ম কি ধার্মিকদের জ্ঞানশূণ্য করে।

১০ ই এপ্রিল, ২০২২ রাত ১:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আসলে সত্যি আজব!

ধার্মিক এবং ধর্মান্ধ দুই বিষয়। আপনি এদরকে এক মনে করে ঝামেলা পাকাচ্ছেন। আরেকটি কথা, অশ্লীল শব্দ খুব কম মানুষ সহ্য করতে পারে।

ধর্ম মানুষকে শান্তিতে সাথে বাঁচতে শিক্ষা দেয়। এখন আপনি বলবেন যুদ্ধে হারলে কী হয়, দাসির সাথে কী হয়, আরো শত প্রশ্ন আছে। এসব প্রশ্নের উত্তর আমি জানি না। আমি এতটুকু জানি, নিজের প্রিত খেয়াল রাখতে হবে, যারা আমার আধিনে আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। অন্যের সাথে অন্যায় না করা। এমনকি আপনার মত মানুষের সাথেও ভদ্রতা বজায় রাখা আমার জন্য ইবাদতের অংশ।
সকলের মঙ্গল হোক।

সময় হলে এটা পড়বেন

১১| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৯

কালো যাদুকর বলেছেন: আপনি ঠিকই বলেছেন। আমরা মাত্র কোভিড থেকে বের হওয়া শুরু করেছি, ব্যাস কথা নেই বার্তা নেই যুদ্ধ শুরু হয়ে গেল।

রোবটের দরকার আছে, তবে কমপ্লেক্স কাজে, যে কাজে রোবট দিলে মানুষ কাজ হারাবে, সে কাজে রোবট না দেয়াই ভাল। কিন্তু কম্পানিগুলো বেশী মুনাফার লোভে সেটিই করছে। বড় বড় সব স্টোরে আজকাল সব সেল্ফ পেমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে অনেকেই কাহ হরিয়েছে। ফাস্ট ফুড সপে শুনছি, রোবট লাগাবে। তাহলেও অনেক জব চলে যাবে।

অনেকেই বলছেন, ভবিষ্যতে বহু কাজই রোবট করবে। মানুষ শুধু কম্পিকেটেড কাজই করবে।

১০ ই এপ্রিল, ২০২২ রাত ১:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

বড় মেশিন এবং রবটের দরকার আছে, কিন্তু ইদানীং যা শুরু হয়েছে তা তে মহাসমস্যা হবে, দোকান ভরতি খাবার থাকবে কিন্তু তা কিনে খাওয়ার পয়সা থাকবে না। রবটতো আর খাবার খায় না। যেমন আমাদের দেশে কোটি কোটি মানুষ বেকার। এই দেশে মিশিন দিয়ে মাটি না কাটিয়ে মানুষ দিয়ে কাটালে বেকারত্ব কমব, এতে হয়তো লাভ কম হবে। মানুষ এখন ধনী হওয়ার জন্য মরিায়!
রাত দশটার পর সুপারমার্কেটে সেল্প সার্বিস করতে হয়।

১২| ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৭

সাবিনা বলেছেন: ভালো লিখেছেন

১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.