নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

\'তোমার মৃত্যু হয়েছে\'

১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৯



ছায়া দেহকে ডেকে বলল, তুমি নিথর হয়েছ এবং আমি তোমার নিচে, এর মানে মৃত্যু তোমাকে নিয়ন্ত্রণ করেছে। এখন তুমি সত্য এবং মিথ্যাকে দেখতে পাচ্ছ। তাকিয়ে দেখো, তুমি অক্ষম হতেই অন্যরা ক্ষমতাবান হয়েছে। অনাত্মীয়রা তোমার সম্পদ আত্মসাৎ করে সম্পদশালী হয়েছে। হয়তো ওরা তোমাকে পোড়াবে অথবা মাটিতে গাড়বে। চাইলে তুমি আর আত্মশক্তি ব্যবহার করতে পারবে না। আত্মত্রাণের জন্য তুমি আর সাধ্যসাধনা করতে পারবে না। তখন তুমি আত্মপ্রসাদে আত্মমগ্ন ছিলে, এখন আত্মদর্শন হচ্ছে কিন্তু আত্মশুদ্ধি হবে না। তুমি এত স্বার্থান্ধ হয়েছিলে, মৃত্যু তোমার সাথে ছিল কিন্তু তুমি তাকে দেখতে পাওনি।

© Mohammed Abdulhaque

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৬

সোনাগাজী বলেছেন:



আপনি মৃত্যু-ভাবনার সাহিত্যিক?

১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাঝে মাঝে নিজেকে স্মরণ করাই। কেন কী হয়েছে?

আবেগপ্রবণ ছবি দেখে আমিও কাঁদি। বিশ্বের সেরা ছবিতে নায়ক নায়িকার মৃত্যু হয়।

এই লেখাটা বিশেষ করাণে লিখেছি এবং পরের যে বই প্রকাশ করব তা খুব অপ্রীতিকর হলেও সুখপাঠ্য হবে।

২| ১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

সোবুজ বলেছেন: কার মৃত্যুর সংবাদ দিচ্ছেন?

১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ফয়তা খাওয়ার জন্য আগাম খবর দিলাম।

৩| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ৮:২৩

সোবুজ বলেছেন: ফয়তা অপ্রচলিত শব্দ।চল্লিশা কি?

১০ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি সাহেব কামেল মানুষ! আপনি সব জানেন। এক্কেবারে ঠিকঠাক ধরতে পেরেছেন।

৪| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫৮

সোবুজ বলেছেন: চল্লিশায় গন্যমান্য ব্যাক্তিদ্র খাওয়ান ঠিক না। কোন কোন মুফতি বলেন এটা হিন্দুদের কালচার থেকে এসেছে।আপনি কি বলেন।

১০ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধরা খাওয়ার ডরে ফয়াত লিখেছিলাম, তারপরেও ধরে খেয়েছি।

ফয়তা [ phaẏatā ] বি. 1 মৃত্যের আত্মার সদ্গতির জন্য মুসলমানদের প্রার্থনা ও ভোজ্যাদি দান; 2 শাস্ত্রসংগত বিচার ও সিদ্ধান্ত। [আ. ফতিহা]।

কাঙালিভোজন হলো হিন্দুদের প্রতা।

আমার মতে কিছু যায় আসে না এবং ফয়তায় অসৎ মানুষের সদগতি হবার নয়। আমি আসলে এই বিষয় তলিয়ে দেখিনি ।

৫| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ইহাই চিরন্তন সত্যি।

১০ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৬| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




‘জীবন
সেকেন্ডে নাম হতে পারে মরণ,

১০ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আত্মসাধক তাই তিক্ত সত্যকে অমৃতের মত মানতে পেরেছেন।

আমার লেখা দেখলে কিছু সহব্লগারদের চোখে কিরকির করে।

৭| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: কেন যে আপনি মৃত্যুর কথা মনে করিয়ে দিলেন!!!!

১১ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আমার মেয়ে এবং নাতনিদের জন্য দোয়া করি। তাদের নিরাপত্তার জন্য যা প্রয়োজন তা করি। মৃত্যুর চিন্তা জীবনকে সুন্দর করে। মুত্যুর চিন্তা অন্তরকে নিয়ন্ত্রণে রাখে। অন্যকে ভালোবাসতে বাধ্য করে।

মৃতের সাথে কিচ্ছু যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.