নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাইয়ে ভাইয়ে কথা; ভাগের ভাই অনেক; জমা হচ্ছে তিক্ত ব্যথা। রাজনীতিকে পরিবেশনমূলক শিল্প বলা যায়। কিন্তু কেউ যদি ক্ষমতার ভারে, দালালি জগতের সর্বোচ্চ চূড়ায় বসে, নিজের ক্ষমতা গণনা করতে থাকে; তবে তার জানা উচিত, ছোট বড় হয়; বড় ছোট হয়। সময়, সময়কে খেয়ে ফেলে। আমরণ, অপেক্ষার সুপ্ত সাধনা হৃদয়ে জাগ্রত থাকে । হৃদয়ের শেষ অগ্নিকণায়, রাজনীতির মায়েরে বাপ, একদিন নেতারা হাঁটু গেড়ে বসে।
এবার জিতেছি, পরেরবারগুলো তো আর নয়। জীবনের প্রতিটি আংটা ভেঙ্গে যায়; মুহুর্তের পরের স্বপ্ন, অনুভূতির পোড়ন শেষে, হারিয়ে যায়। নতুন অধ্যায়ের নতুন সম্ভাবনা এক ধারায় থাকে না। এজন্য বহুদিন আগে, উৎযাপন শেষ করেছি। কেউ জিতে গেলে প্রতিক্রিয়া নেই৷ হেরে যাওয়া মানুষ, ছোট ছোট বিষয়ে উৎসব শুরু করতে পারে। সফলরা পরের বার কী নিয়ে প্রফুল্ল হবে?
দেখা হয় , যে কারও সফলতায়। দেখা হয়, যে কারও ব্যর্থতায়। অন্যকে নিয়ন্ত্রণ করা সহজ হলেও নিজেকে জাদু করা যায় না। নিজের মাঝে বসত করা শয়তান, সমগ্র মহাবিশ্ব থেকেও ভারী৷
ভালোবাসার জন্য কতো কথা! আকাশের নক্ষত্রগুলো বাসরে আসে না। পূর্ণিমা, কেউ কাউকে দিতে পারে না।
অনুভূতি জ্ঞান। ভেঙে যাওয়ার আগেই তার বয়স বাড়ে। ধীরে ধীরে সাধারণ অনুভূতি বিশেষ অনুভব বুঝে যায়। জীবনের জন্য সহযোগিতা লাগে। সহযোগী না হলে, সে ভালোবাসার জন্যও না ৷ নিয়মিত আয়োজনের কিছু কিছু সুন্দর বিষয়, কুৎসিত ধারা অনুযায়ীও এসেছে। তাই বলে, রূপে কোনো জীবন, জলপূর্ণ হয় না। জলের জন্য মেঘের, বৃষ্টির, ঝর্ণার, নদীর কিংবা সাগরের দরকার হয়৷
মুচির, জুতার কাজে রুচি না থাকলে সে কিছুই না। নেতা গণতান্ত্রিক না হলে, যোগ্যতা বলে কিছু থাকে না।
অন্যকে খারাপ রেখে, আপনারা ভালো থাকবেন; ভালো থাকা এতটা সহজ তো নয়। ভালো থাকতে হলে ভালো হতে হয়। ক্রিয়া, সময় অনুযায়ী কথা বলে; আঘাত করে; প্রতিশোধ নেয়।
দুর্বল একদিন সবল হয়; সবল একদিন দুর্বল হয়। আত্ম অহংকারে অন্যকে জ্বালানোর তৃপ্তি সময়ে সময়ে নড়চড় হয়।
যা জানি, তাও যদি হয় অজানা! জলরঙের জীবন থেকে শুরু হবে হয়তো নতুন সম্ভাবনা। বেচে থাকলে, সামাজিক যোগাযোগ শেষে, দেখা যায় অন্য কারও পালা। মেনে নিতে হয় অপেক্ষা।
যার জীবন আছে সে খারাপ অবস্থানে নেই৷ জীবন থাকাটাই ভালো অবস্থা৷
মৃতের দেহটাও মৃতের কাছাকাছি চলে, অনুভব সেখানে অজানা৷
স্বর্গ-নরকেও জীবন থাকে; সে জীবনের শিরোনাম স্রষ্টার নির্দেশিত একটি আলপনা। স্রষ্টা হিসাব তৈরি করেছেন, নিজেকে রেখেছেন দয়াময় সম্ভাবনা।
কেউ চিন্তা করে; কেউ করে না। ভাবনার কারখানা মগজ, পূর্বের ছকের বাইরে যেতে পারে না। গণিত তার গণনা আদমের সময়েও প্রকাশ করেছিল; কিন্তু সে সময়ে এটির অপরিপক্ক সময় ছিল৷ প্রতিটি বিষয়ের শৈশব আছে। ভাবনা ছাড়া তা গতিহীন৷ ধৈর্য, ভাবনাকে সক্রিয় রাখলে শেষ হয় অপেক্ষা। রাজনীতিতে নিজেকে খেতে খেতে, এক সময় ভিন্ন কোনো সংসার বাধার সুযোগ আসে। সে সুযোগের অপেক্ষাতে সোনালি অনুপাতের গল্প স্থির থাকে; অথবা শুধুই শুন্যতা। অর্থের মূল্য সময়ের সাথে বাড়ে-কমে। অর্থ না থাকলেও ভালোবাসা থাকে। সিলেক্টিভ ভালোবাসার চেয়ে গণতান্ত্রিক ভালোবাসার স্থায়িত্ব বেশি। কে ভালো; কে খারাপ বুঝা যায়। ইন্দ্রিয় সাড়ার জন্য অপেক্ষা করতে হয়।
যে উপড়ে কাটে; যে ভিতরে কাটে তারেও হয়ত কাটা হয়; সব কিছুই সময়ের অপেক্ষা।
পায়ুপথে সাবান দিলেও যেমন তার গন্ধ যায় না। রাজনীতির লীলায়, সাবান দিয়ে সব কিছুর গন্ধ দূর করা যায় না। যেমন সাবান নিজের ময়লা নিজে কখনও পরিস্কার করতে পারে না; এটিকে ক্ষয় হতে হয়।
গল্প মনে পরে যায়, “মহারাজ আদেশ দেয় হনুমানের পুচ্ছে ধরাও অনল;
পুচ্ছে ধরিলে অনল। হনুমান লম্ফ ঝম্ফ করে লঙ্কা পুরীতে ছাড়লো দাবানল”।
--- অপেক্ষা
---- আব্দুল্লাহ আল- মাহমুদ।
২| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৫
সোনাগাজী বলেছেন:
আপনার লেখার ষ্টাইল ভালো নয়।